মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত) 0% 77 Created by Liaquat Talukder মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত) 1 / 50 1. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি ? a. তথ্য শেয়ার করা b. তথ্য লিখে রাখা c. তথ্য সংরক্ষণ d. তথ্য জানা 2 / 50 2. RADAR-এর পূর্ণরূপ কি ? a. Radio Detection And Range b. Radio Detection And Ranging c. Radio Decoding And Ranging d. Radio Detection Air Ranging 3 / 50 3. ই-ব্যাংকিং এর সাথে সম্পর্কিত নয়- a. ডেভিট কার্ড b. বিন কার্ড c. ক্রেডিট কার্ড d. SWIFT 4 / 50 4. শরীরবিত্তীয় বায়োমেট্রিক পদ্ধতি-i. ফিঙ্গার প্রিন্টii. ডি এন এiii. কি- স্ট্রোকনিচের কোনটি সঠিক ? a. i, ii ও iii b. i ও ii c. i ও iii d. ii ও iii 5 / 50 5. বাবু এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে । তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করেছেন ।বাবুর ব্যাবহৃত প্রযুক্তিটি হলো-- [দি. বো. ২০১৯] a. ই-কমার্স b. কৃত্তিম বুদ্ধিমত্তা c. ভার্চুয়াল রিয়েলিটি d. ই- লারনিং 6 / 50 6. বায়ােইনফরমেটিক্স-এর প্রধান গবেষণার বিষয় হলাে –i.ইমেজ বিশ্লেষণii. জিন-এর সূত্র বিশ্লেষণiii.ধারা বিশ্লেষণনিচের কোনটি সঠিক ? a. i, ii ও iii b. i ও ii c. i ও iii d. i 7 / 50 7. আটিফিশিয়াল ইন্টেলিজেন্স' শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়ে দেন কে ? a. Jack Williamson b. John McCarthy c. Karel Capek d. Marshall Mcluhan 8 / 50 8. ই-কমার্স এর অন্তর্ভূক্ত নয়- a. প্রচার b. বিপণন c. লেনদেন d. সরবরাহ 9 / 50 9. কাজের প্রয়ােজনে রােবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘরানা যায় ? [রা, বাে, ২০১৯] a. ৯০° b. ২৭০° c. ৩৬০° d. ১৮০° 10 / 50 10. উদ্দীপকের আলোতেICT শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে ল্যাবের দরজার দিকে তাকাতেই দরজা খুলে গেল। তারপর ছাত্রদেরমাথায় হেলমেট পরিয়ে আলাে নিভিয়ে নিয়ে গেলেন সমুদ সৈকতে, যেখানে তারা সৈকতের বাস্তব স্বাদ পেল।শিক্ষক মিজান কোন বৈশিষ্ট্যের প্রয়ােগ দ্বারা ল্যাবে প্রবেশ করলেন? a. কণ্ঠস্বর b. রেটিনা c. মুখের গড়ন d. আঙুলের ছাপ 11 / 50 11. সাধারণ DNA অণু ছাড়াও ব্যাকটেরিয়ার দেহে অতিরিক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তাকার যে DNA থাকে, তাকে কী বলে? a. ক্রোমােজোম b. প্লাজমিড় c. নিউক্লিওলাস d. জেনেটিক ইঞ্জিনিয়ারিং 12 / 50 12. একটি নির্দিষ্ট জিন বহনকারী কোনাে জীব থেকে DNA খণ্ড পৃথক ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে কী বলে? a. ন্যানােটেকনােলজি b. বায়ােইনফরমেটিক্স c. বায়ােমেট্রিক্স d. জেনেটিক ইঞ্জিনিয়ারিং 13 / 50 13. কোন প্রযুক্তির মাধ্যমে আমাদের নিত্য ব্যবহার্য পণ্য ছােট হয়ে থাকে ? a. বায়ো প্রযুক্তি b. ট্রানজিস্টর প্রযুক্তি c. লিকুইড ক্রিস্টাল প্রযুক্তি d. ন্যানো প্রযুক্তি 14 / 50 14. নিচের কোনটি রােবট শব্দের অর্থ প্রকাশ করে? a. যন্ত্রমানব b. ভিনগ্রহবাসী c. কৃত্রিম যন্ত্র d. উন্নততর জীব 15 / 50 15. www.bdjobs.com কী ? a. নিউজ পোর্টাল b. গেম পোর্টাল c. ওয়েব পোর্টাল d. জব পোর্টাল 16 / 50 16. জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়ােগে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির বিষয়টি কি নামে পরিচিত ? a. সাইব্রিড b. হাইব্রিড c. জি এম ও d. আরডিএন 17 / 50 17. উদ্দীপকের আলোতেসম্প্রতি ডিজিটাল মেলা উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সোফিয়া নামের একটি যন্ত্র মানবের সাথে কথোপোকথন হয় ।উদ্দীপকে কোন প্রযুক্তির ইঙ্গিত করা হয়েছে ? [ম.বো.২০১৮] a. ন্যানােটেকনােলজি b. বায়ােইনফরমেটিক্স c. রোবটিক্স d. জেনেটিক ইঞ্জিনিয়ারিং 18 / 50 18. জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ডের প্রকাশিত পাঠ্যপুস্তুক ওয়েবসাইট থেকে কোন আকারে ডাউনলোড করতে হয় ? a. ই - লার্নিং b. ই -টেক্সট c. ই -জার্নাল d. ই - বুক 19 / 50 19. নিচের কোন প্রতিষ্ঠান পার্পল কালার-এর উফশী ধান উদ্ভাবন করেছে? a. IRRI b. BRRI c. BARI d. BARC 20 / 50 20. অফিসের যাবতীয় কার্যক্রমকে স্বয়ংক্রিয় করাকে কি বলে ? a. ওয়ান-স্টপ সাপোর্ট b. অটোমেশন c. ডিজিটালাইজেশন d. টেলিকমিনিকেশন 21 / 50 21. মি.‘ক’এর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে: [রা-১৯] i. চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদেরকে হৃৎপিণ্ডের কার্যকারিতা বুঝানাের ক্ষেত্রেii. প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীদেরকে ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানেiii. পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের ক্ষেত্রেনিচের কোনটি সঠিক ? a. i ও ii b. i , ii ও iii c. i ও iii d. ii ও iii 22 / 50 22. টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক --- [রা.বো. ২০১৯]i. বিশেষজ্ঞ চিকিৎসকii. রোগ নির্ণয় কেন্দ্রiii.বিশেষায়িত নেটওয়ার্ক a. ii ও iii b. i ও ii c. i , ii ও iii d. i ও iii 23 / 50 23. DNA সংগ্রহ করার উপাদান হলাে--i. রক্তii. চুলiii. মুখের লালানিচের কোনটি সঠিক ? a. ii ও iii b. i c. i, ii ও iii d. iও iii 24 / 50 24. উদ্দীপকটি পড়সমগ্র পৃথিবীর এখন একটি গ্রামে পরিণত হয়েছে । এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্য জনের সুখ-দুঃখে পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করেছে ।উদ্দীপকে কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে ? a. নেটওয়ার্ক b. বিশ্বগ্রাম c. ন্যানোটেকনোলজি d. ভার্চুয়াল রিয়েলিটি 25 / 50 25. ক্রায়ােজেনিক এজেন্ট কোনটি? a. বেনজিন b. মিথেন মিথেন c. আর্গন d. প্রােপেন 26 / 50 26. কোন পদ্ধতিতে Actuator ব্যবহৃত হয়? [চ.বাে. ২০১৭] a. বায়ােইনফরমেটিক্স b. ন্যানােটেকনােলজি c. রােবটিক্স d. জেনেটিক ইঞ্জিনিয়ারিং 27 / 50 27. ভার্চুয়াল রিয়ালিটি মূলত- a. ক ও খ উভয় b. একটি ত্রিমাত্রিক কৃত্রিম পরিবেশ c. কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেটর তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত d. একটু অত্যাধুনিক অপারেটিং সিস্টেম 28 / 50 28. টপ ডাউন পদ্ধতিতে কোনাে জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? [চ. বাে, ২০১৯] a. বায়ােইনফরমেটিক্স b. জেনেটিক ইঞ্জিনিয়ারিং c. বায়ােমট্রিক্স d. ন্যানােটেকনােলজি 29 / 50 29. ইন্টারনেটভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলোর জনপ্রিয়তা মূল কারণ হলো --i. সময় সাশ্রয়ii. অর্থ সাশ্রয়iii. অডিও-ভিজ্যুয়াল প্রযুক্তি নিচের কোনটি সঠিক ? a. i ও ii b. i ও iii c. ii ও iii d. i, ii ও iii 30 / 50 30. কম্পিউটারের মধ্যে জৈবতথ্য নিয়ে গবেষণা করাকে কী বলে? a. বায়ােল্যাব b. ওয়েটল্যাব c. ডাইল্যাব d. এক্সল্যাব 31 / 50 31. নিচের উদ্দীপকের আলোতেশরীফ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি 3G ফোনে টেক্সট লিখে দেশে-বিদেশে আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবকে জানায় ।তাদের কেউ কেউ ভিডিও কল এবং কেউ কেউ ফেসবুক-এর মাধ্যমে শরীফকে অভিনন্দন জানায় ।শরীফের খবরটি পাঠানো হয়েছিলো যেভাবে -- a. এসএমএস b. এমএমএস c. পোস্টাল d. ফ্যাক্স 32 / 50 32. গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি দ্বারা-- [সি. বাে. ২০১৯]i.বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়ii. জীবের নতুন জিনােম আবিষ্কার করা যায়iii.অর্থনৈতিক উন্নয়ন ঘটে নিচের কোনটি সঠিক? a. i ও iii b. i, ii ও iii c. ii ও iii d. iii 33 / 50 33. মহাশূন্য অভিযানে ব্যবহৃত নভােযান--i.স্পুটনিক-১ii. মার্স-৩iii. ভস্টক-৪নিচের কোনটি সঠিক ? a. i ও iii b. i c. i ও ii d. i, ii ও iii 34 / 50 34. উদ্দীপকের আলোতেকাভিড -১৯ সংক্রমণের সময় ইবাদের স্কুল বন্ধ ছিল । তবে এ সময় তার শিক্ষকরা শিক্ষাক্রম বন্ধ না রেখে ঘরে বসে অবস্থান করেই পাঠদান কার্যক্রম চালিয়ে গেছেন ।শিক্ষকদের পাঠদানে অংশ নিতে ইবাত যে অ্যাপ ব্যবহার করতে পারে --i. Google Meetii. Skypeiii. Zoom a. ii ও iii b. i , ii ও iii c. i d. i ও iii 35 / 50 35. RDNA সমৃদ্ধ জীবকোষকে কী বলে? a. GMO b. JMO c. RMO d. MMO 36 / 50 36. ডিএনএ ডাবল হেলিক্স দিয়ে কী তৈরি হয়? a. ডিএনএ b. ক্রোমােজোম c. প্রাণকেন্দ্র। d. নিউক্লিয়াস 37 / 50 37. উদ্দিপকটি পর এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃমিজান বুয়েটে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি ও কলেজের ছবি 3G প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত তার বন্ধু বান্ধব ও আত্নীয়স্বজনকে জানায়। তাদের কেউ কেউ ভিডিও কল করে অথবা ফেসবুকে তাকে অভিনন্দন জানায়। [সি. ১৬]উদ্দিপকে ব্যবহৃত প্রযুক্তির মাধ্যমে যে সকল সুবিধা পাওয়া যাবে-১. ভার্চুয়াল ড্রাইভিং২. অনলাইন ব্যাংকিং৩. আউটসোর্সিং a. ১,২ও৩ b. ১ও৩ c. ২ও৩ d. ১ও২ 38 / 50 38. উদ্দিপকটি পড় এবং উত্তর দাওঃঅসুস্থতার কারনে অমিত অনুপস্থিতি থাকায় ICT ক্লাসের অ্যাসাইনমেন্ট বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে বন্ধু শফিক তাকে বলে “ এক্ষুণি তোমার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি।” অমিত নিজেও তার পড়াশুনার কাজে কম্পিউটার ও ডাউনলোড করে থাকে এবং অন্যান্য বন্ধুদের সহায়তা করে।উদ্দিপকে অমিতের বন্ধু তথ্য প্রযুক্তির কোন সুবিধাটি গ্রহন করেছে? a. ইলেকট্রনিক মেইলিং b. ভিডিও কনফারেন্সিং c. অডিও কনফারেন্সিং d. মোবাইল প্রযুক্তি 39 / 50 39. আরমান মায়ের জন্য তার মেয়ে ও নাতির সাথে যোগাযোগের সহজ উপায় হতে পারে --i. ফেসবুক ii. বিংiii. স্কাইপি a. i, ii ও iii b. ii ও iii c. i ও ii d. i ও iii 40 / 50 40. জীবের বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কী বলে? a. ক্রোমােজোম b. নিউক্লিয়াস c. জিন d. জিনােম 41 / 50 41. এক ন্যানোমিটার সমান কত মিটার? a. 〖১০〗^(-৯) মিটার b. 〖১০〗^(-৭) মিটার c. 〖১০〗^(-৬) মিটার d. 〖১০〗^(-৮) মিটার 42 / 50 42. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃশুভ সাহেব এর ছোট ভাই নীল ইউএন মিশনে গেলেন। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মা এর সাথে নীলের কথা বলার ব্যবস্থা করেন। আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন।উদ্দিপকে নীলের ব্যবহৃত প্রযুক্তিতে-১. বিশেষ সফটওয়ার প্রয়োজন২. টেলিমেডিসিন সেবা পাওয়া যাবে৩. বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করবে a. ১ও৩ b. ১,২ও৩ c. ১ও২ d. ১ও৩ 43 / 50 43. ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করাকে কি বলে? a. ফ্রীসোসিং b. আউটসোর্সিং c. ই-জব d. ই-মার্কেটিং 44 / 50 44. ইনসুলিন তৈরিতে ব্যবহৃত হয়—i. Bacillus ব্যাকটেরিয়াii. E.coli ব্যাকটেরিয়াiii. Yeastনিচের কোনটি সঠিক? a. i ও iii b. i ও ii c. i,ii ও iii d. ii ও iii 45 / 50 45. তথ্য ও যােগাযােগ সংক্রান্ত যন্ত্রপাতি অত্যধিক ব্যবহারের ফলে--i. চোখের ওপর চাপ পরেii. ঘাড় ও পিঠের কেন্দ্র চালুiii. কর্মসন্থানের সুযোগ সৃস্টিনিচের কোনটি সঠিক ? a. i b. i ও ii c. i,ii ও iii d. ii ও iii 46 / 50 46. বৈশিষ্ট্যের ভিন্নতায় বায়ােমেট্রিক্সকে সাধারণত কয়টি শ্রেণিতে বিভক্ত করা যায়? a. চারটি b. তিনটি c. একটি d. দুটি 47 / 50 47. নতুন ধরনের ক্রোমোজোম তৈরির কৌশলকে কী বলে? [সকল বাে. ২০১৮] a. জেনেটিক ইঞ্জিনিয়ারিং b. বায়ােইনফরমেটিক্স c. বায়ােমেট্রিক্স d. ন্যানােটেকনােলজি 48 / 50 48. অওতা বিচারে কোনটি বড়ো ? a. ই -মার্কেটিং b. ই - কমার্স c. ই- বিজনেস d. ই- রেটেলিইং 49 / 50 49. জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে-- [ব বাে, ২০১৬, কু, বাে, ২০১৬i. জীবের নতুন জিনােম আবিষ্কার করা যায়।ii. বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়।i. খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়নিচের কোনটি সঠিক? a. i ও ii b. iii c. ii ও iii d. i, ii ও iii 50 / 50 50. বিশ্বগ্রাম সুবিধা হলো --i. নিরাপদ ও দ্রুত যোগাযোগii. তথ্যের ব্যাপক উৎস সৃষ্টিiii. তথ্যের নিয়ন্ত্রণ ব্যবহার নিচের কোনটি সঠিক ? a. i, ii ও iii b. ii ও iii c. i ও iii d. i ও ii Your score isThe average score is 33% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Share this:FacebookX