মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

0%
77
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

1 / 50

1. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি ?

2 / 50

2. RADAR-এর পূর্ণরূপ কি ?

3 / 50

3. ই-ব্যাংকিং এর সাথে সম্পর্কিত নয়-

4 / 50

4. শরীরবিত্তীয় বায়োমেট্রিক পদ্ধতি-
i. ফিঙ্গার প্রিন্ট
ii. ডি এন এ
iii. কি- স্ট্রোক
নিচের কোনটি সঠিক ?

5 / 50

5. বাবু এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে । তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করেছেন ।
বাবুর ব্যাবহৃত প্রযুক্তিটি হলো-- [দি. বো. ২০১৯]

6 / 50

6. বায়ােইনফরমেটিক্স-এর প্রধান গবেষণার বিষয় হলাে –
i.ইমেজ বিশ্লেষণ
ii. জিন-এর সূত্র বিশ্লেষণ
iii.ধারা বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক ?

7 / 50

7. আটিফিশিয়াল ইন্টেলিজেন্স' শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়ে দেন কে ?

8 / 50

8. ই-কমার্স  এর অন্তর্ভূক্ত নয়-

9 / 50

9. কাজের প্রয়ােজনে রােবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘরানা যায় ? [রা, বাে, ২০১৯]

10 / 50

10. উদ্দীপকের আলোতে
ICT শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে ল্যাবের দরজার দিকে তাকাতেই দরজা খুলে গেল। তারপর ছাত্রদের
মাথায় হেলমেট পরিয়ে আলাে নিভিয়ে নিয়ে গেলেন সমুদ সৈকতে, যেখানে তারা সৈকতের বাস্তব স্বাদ পেল।
শিক্ষক মিজান কোন বৈশিষ্ট্যের প্রয়ােগ দ্বারা ল্যাবে প্রবেশ করলেন?

11 / 50

11. সাধারণ DNA অণু ছাড়াও ব্যাকটেরিয়ার দেহে অতিরিক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তাকার যে DNA থাকে, তাকে কী বলে?

12 / 50

12. একটি নির্দিষ্ট জিন বহনকারী কোনাে জীব থেকে DNA খণ্ড পৃথক ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে কী বলে?

13 / 50

13. কোন প্রযুক্তির মাধ্যমে আমাদের নিত্য ব্যবহার্য পণ্য ছােট হয়ে থাকে ?

14 / 50

14. নিচের কোনটি রােবট শব্দের অর্থ প্রকাশ করে?

15 / 50

15. www.bdjobs.com কী ?

16 / 50

16. জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়ােগে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির বিষয়টি কি নামে পরিচিত ?

17 / 50

17. উদ্দীপকের আলোতে
সম্প্রতি ডিজিটাল মেলা উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সোফিয়া নামের একটি যন্ত্র মানবের সাথে কথোপোকথন হয় ।
উদ্দীপকে কোন প্রযুক্তির ইঙ্গিত করা হয়েছে ? [ম.বো.২০১৮]

18 / 50

18. জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ডের প্রকাশিত পাঠ্যপুস্তুক ওয়েবসাইট থেকে কোন আকারে ডাউনলোড করতে হয় ?

19 / 50

19. নিচের কোন প্রতিষ্ঠান পার্পল কালার-এর উফশী ধান উদ্ভাবন করেছে?

20 / 50

20. অফিসের যাবতীয় কার্যক্রমকে স্বয়ংক্রিয় করাকে কি বলে ?

21 / 50

21. মি.‘ক’এর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে: [রা-১৯]

i. চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদেরকে হৃৎপিণ্ডের কার্যকারিতা বুঝানাের ক্ষেত্রে
ii. প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীদেরকে ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানে
iii. পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক ?

22 / 50

22. টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক --- [রা.বো. ২০১৯]
i. বিশেষজ্ঞ চিকিৎসক
ii. রোগ নির্ণয় কেন্দ্র
iii.বিশেষায়িত নেটওয়ার্ক

23 / 50

23. DNA সংগ্রহ করার উপাদান হলাে--
i. রক্ত
ii. চুল
iii. মুখের লালা
নিচের কোনটি সঠিক ?

24 / 50

24. উদ্দীপকটি পড়
সমগ্র পৃথিবীর এখন একটি গ্রামে পরিণত হয়েছে । এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্য জনের সুখ-দুঃখে পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করেছে ।

উদ্দীপকে কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে ?

25 / 50

25. ক্রায়ােজেনিক এজেন্ট কোনটি?

26 / 50

26. কোন পদ্ধতিতে Actuator ব্যবহৃত হয়? [চ.বাে. ২০১৭]

27 / 50

27. ভার্চুয়াল রিয়ালিটি মূলত-

28 / 50

28. টপ ডাউন পদ্ধতিতে কোনাে জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? [চ. বাে, ২০১৯]

29 / 50

29. ইন্টারনেটভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলোর জনপ্রিয়তা মূল কারণ হলো --
i. সময় সাশ্রয়
ii. অর্থ সাশ্রয়
iii. অডিও-ভিজ্যুয়াল প্রযুক্তি

নিচের কোনটি সঠিক ?

30 / 50

30. কম্পিউটারের মধ্যে জৈবতথ্য নিয়ে গবেষণা করাকে কী বলে?

31 / 50

31. নিচের উদ্দীপকের আলোতে
শরীফ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি 3G ফোনে টেক্সট লিখে দেশে-বিদেশে আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবকে জানায় ।
তাদের কেউ কেউ ভিডিও কল এবং কেউ কেউ ফেসবুক-এর মাধ্যমে শরীফকে অভিনন্দন জানায় ।

শরীফের খবরটি পাঠানো হয়েছিলো যেভাবে --

32 / 50

32. গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি দ্বারা-- [সি. বাে. ২০১৯]
i.বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়
ii. জীবের নতুন জিনােম আবিষ্কার করা যায়
iii.অর্থনৈতিক উন্নয়ন ঘটে

নিচের কোনটি সঠিক?

33 / 50

33. মহাশূন্য অভিযানে ব্যবহৃত নভােযান--
i.স্পুটনিক-১
ii. মার্স-৩
iii. ভস্টক-৪
নিচের কোনটি সঠিক ?

34 / 50

34. উদ্দীপকের আলোতে
কাভিড -১৯ সংক্রমণের সময় ইবাদের স্কুল বন্ধ ছিল । তবে এ সময় তার শিক্ষকরা শিক্ষাক্রম বন্ধ না রেখে ঘরে বসে অবস্থান করেই পাঠদান কার্যক্রম চালিয়ে গেছেন ।
শিক্ষকদের পাঠদানে অংশ নিতে ইবাত যে অ্যাপ ব্যবহার করতে পারে --
i. Google Meet
ii. Skype
iii. Zoom

35 / 50

35. RDNA সমৃদ্ধ জীবকোষকে কী বলে?

36 / 50

36. ডিএনএ ডাবল হেলিক্স দিয়ে কী তৈরি হয়?

37 / 50

37. উদ্দিপকটি পর এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
মিজান বুয়েটে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি ও কলেজের ছবি 3G প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত তার বন্ধু বান্ধব ও আত্নীয়স্বজনকে জানায়। তাদের কেউ কেউ ভিডিও কল করে অথবা ফেসবুকে তাকে অভিনন্দন জানায়। [সি. ১৬]
উদ্দিপকে ব্যবহৃত প্রযুক্তির মাধ্যমে যে সকল সুবিধা পাওয়া যাবে-
১. ভার্চুয়াল ড্রাইভিং
২. অনলাইন ব্যাংকিং
৩. আউটসোর্সিং

38 / 50

38. উদ্দিপকটি পড় এবং উত্তর দাওঃ

অসুস্থতার কারনে অমিত অনুপস্থিতি থাকায় ICT ক্লাসের অ্যাসাইনমেন্ট বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে বন্ধু শফিক তাকে বলে “ এক্ষুণি তোমার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি।” অমিত নিজেও তার পড়াশুনার কাজে কম্পিউটার ও ডাউনলোড করে থাকে এবং অন্যান্য বন্ধুদের সহায়তা করে।

উদ্দিপকে অমিতের বন্ধু তথ্য প্রযুক্তির কোন সুবিধাটি গ্রহন করেছে?

39 / 50

39. আরমান মায়ের জন্য তার মেয়ে ও নাতির সাথে যোগাযোগের সহজ উপায় হতে পারে --

i. ফেসবুক ii. বিং
iii. স্কাইপি

40 / 50

40. জীবের বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কী বলে?

41 / 50

41. এক ন্যানোমিটার সমান কত মিটার?

42 / 50

42. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
শুভ সাহেব এর ছোট ভাই নীল ইউএন মিশনে গেলেন। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মা এর সাথে নীলের কথা বলার ব্যবস্থা করেন। আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন।
উদ্দিপকে নীলের ব্যবহৃত প্রযুক্তিতে-
১. বিশেষ সফটওয়ার প্রয়োজন
২. টেলিমেডিসিন সেবা পাওয়া যাবে
৩. বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করবে

43 / 50

43. ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করাকে কি বলে?

44 / 50

44. ইনসুলিন তৈরিতে ব্যবহৃত হয়—
i. Bacillus ব্যাকটেরিয়া
ii. E.coli ব্যাকটেরিয়া
iii. Yeast
নিচের কোনটি সঠিক?

45 / 50

45. তথ্য ও যােগাযােগ সংক্রান্ত যন্ত্রপাতি অত্যধিক ব্যবহারের ফলে--
i. চোখের ওপর চাপ পরে
ii. ঘাড় ও পিঠের কেন্দ্র চালু
iii. কর্মসন্থানের সুযোগ সৃস্টি
নিচের কোনটি সঠিক ?

46 / 50

46. বৈশিষ্ট্যের ভিন্নতায় বায়ােমেট্রিক্সকে সাধারণত কয়টি শ্রেণিতে বিভক্ত করা যায়?

47 / 50

47. নতুন ধরনের ক্রোমোজোম তৈরির কৌশলকে কী বলে? [সকল বাে. ২০১৮]

48 / 50

48. অওতা বিচারে কোনটি বড়ো ?

49 / 50

49. জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে-- [ব বাে, ২০১৬, কু, বাে, ২০১৬
i. জীবের নতুন জিনােম আবিষ্কার করা যায়।
ii. বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়।
i. খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়
নিচের কোনটি সঠিক?

50 / 50

50. বিশ্বগ্রাম সুবিধা হলো --
i. নিরাপদ ও দ্রুত যোগাযোগ
ii. তথ্যের ব্যাপক উৎস সৃষ্টি
iii. তথ্যের নিয়ন্ত্রণ ব্যবহার

নিচের কোনটি সঠিক ?

Your score is

The average score is 33%

0%

Previous articleকুইজ-02 (26 থেকে 50) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
Next articleকুইজ-03 (51 থেকে 75) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং