মডেল টেস্ট-10 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
70

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. বাবার ব্যাবহৃত প্রযুক্তির সীমাবদ্ধতা হলো-- [দি.বো ২০২৯]
i. দেশীয় প্রজাতির বিলুপ্তি
ii. ফলনে কমে যাওয়া
iii. নতুন রোগ সৃষ্টি হওয়া ।

নিচের কোনটি সঠিক ?

2 / 25

2. জিওস্টেশনারি স্যাটেলাইটগুলাে পৃথিবীপৃষ্ঠ থেকে কত উপরে স্থাপন করতে হয় ?

3 / 25

3. অনুমতি ব্যতীত কোনাে কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে? [চ. বাে, ২০১৬]

4 / 25

4. গােপনে এক দুষ্কৃতকারী Mirpur NH Alim Madrasha এর ডেটাবেজ সমৃদ্ধ কম্পিউটার লগইন করল । কিন্তু কোনো ক্রমেই সে তথ্য ওপেন করতে পারলাে না কিংবা নিয়েও তা ওপেন করতে
বার্থ হলো ।

দুষ্কৃতকারীর কর্মকান্ডটি হচ্ছে--

5 / 25

5. টেবিল দুটির মধ্যে রিলেশন কোন ধরনের?

6 / 25

6. ব্যক্তির নাম কোন ধরনের ডেটা? [রা, বাে-১৬.; দি, বাে-১৬]

7 / 25

7. সর্টিং হচ্ছে— [ক, বাে, ২০১০]
i.ডেটাকে মানের উর্ধ্বক্রমে সাজানাে
ii. ডেটাকে মানের নিম্নক্রমে সাজানাে
iii. ডেটাকে দৈর্ঘ্যের ভিত্তিতে সাজানাে
নিচের কোনটি সঠিক ?

8 / 25

8. শ্রমিকের বেতনের ডেটা টাইপ কী?

9 / 25

9. কোনো ডেটাবেজের আওতায় থাকতে পারে--
1. এক বা একাধিক ডেটা টেবিল, কুয়েরি
ii. ফর্ম, রিপাের্ট
iii. ম্যাক্রো ও মডিউল
নিচের কোনটি সঠিক?

10 / 25

10. নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? [দি. বাে, ২০১৬]

11 / 25

11. নিচের কোনটি বর্তমানে প্রাপ্ত অপটিক্যাল ফাইবারের ডেটা পরিবহনের হারের সীমা নির্দেশক ?

12 / 25

12. ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয়-

13 / 25

13. 101.000 থেকে 10 এর বিয়ােগফল কোনটি?

14 / 25

14. সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক কোনটি?

15 / 25

15. কোনটি এসিনক্রোনাস কাউন্টার?

16 / 25

16. ভগ্নাশযুক্ত সংখ্যার র্যাডিক্স পয়েন্টের বামদিকের অংশকে কী বলে?

17 / 25

17. A, B, C তিনটি ইনপুট তিনটি ইনপুট হলে ফুল অ্যাডারের Sum এর আউটপুট হবে--
i. ABC + ABC + ABC + ABC
ii. ABC + ABC + ABC + ABC
iii. A⊕B

নিচের কোনটি সঠিক?

18 / 25

18. ২২৫, প্যারিটি বিট হলাে--

i. ভগ্নাংশ প্যারিটি
ii. জোড় প্যারিটি
iii. বিজোড় প্যারিটি
নিচের কোনটি সঠিক?

19 / 25

19. ওয়েবপেজে থাকতে পারে--
i. টেক্সট ii. অডিও
iii. ভিডিও
নিচের কোনটি সঠিক?

20 / 25

20. উদ্দীপকটি পড় --
তমালের তৈরিকৃত ওয়েবপেজটি লােডিং করার পরও ডেটার মান পরিবর্তন করতে পারছে না। এ সমস্যা সমাধানের জন্য তার শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহার করার পরামর্শ দিলেন।

ওয়েবপেজের সমস্যা সমাধানের জন্য উপযােগী ভাষা হলাে–
i.ASP
ii. PHP
ili. JSP
নিচের কোনটি সঠিক?

21 / 25

21. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব-এর উদ্ভাবক--

22 / 25

22. নিচের উদ্দীপকটি পড় —
দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করল, যেখানে ওয়েবপেজসমূহ বহুস্তরে বিন্যস্ত। পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়ােজনীয় পদক্ষেপ
গ্রহণ করল।

গৃহীত পদক্ষেপসমূহ হচ্ছে--
i. ডােমেইন নেম রেজিস্ট্রেশন করা
ii. ওয়েবপেজসমূহ সমান করা
iii. ওয়েবসাইট হােস্টিং করা
নিচের কোনটি সঠিক?

23 / 25

23. Chorki.com কী?

24 / 25

24. বিট, বাইট, মেমােরি অ্যাড্রেস নিয়ে কাজ করে- [ঢা, বাে-১৯]
i. মেশিন ভাষা
ii. মধ্যস্তরের ভাষা
iii. উচ্চস্তরের ভাষা

নিচের কোনটি সঠিক?

25 / 25

25. x = 4 এবং y=10 হলে y % x এর ,মান কত ?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleকম্পিউটার সম্পর্কিত