মডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
73

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. দশটি কম্পিউটার একটি তারের সংযুক্ত থাকলে সেটি কোন ধরনের নেটওয়ার্ক? [ম-বাে, ২০১৭]

2 / 25

2. কোন ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ডিভাইসের সংযােগ স্থাপন করে তথ্য আদান-প্রদানের নেটওয়ার্ককে কি বলে?

3 / 25

3. ফটোডিটেক্টরের কাজ কি?

4 / 25

4. টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশন বসানাে হয় কোনটিতে?

5 / 25

5. কোন প্রজন্মের মোবাইল ফোনে LTE (long Term Evolution) স্ট্যান্ডার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে?

6 / 25

6.
pic-1.jpg নামের ইমেজটি ওয়েবপেজে প্রদর্শনের কোড–

7 / 25

7. ওয়েবপেজ তৈরিতে ভাষা ব্যবহৃত হয়?–

8 / 25

8. নিচের উদ্দীপকটি পড়–
সারিকা তৈরিকৃত ওয়েবপেজে একটি নতুন ফলে তার পেজটি আরও দৃষ্টিনন্দন হলাে। সারিকা যে ট্যাগ ব্যবহার করে ছবি যুক্ত প্রকারভেদের সাথে নিচের কোন ট্যাগের মিল|

9 / 25

9. প্রােগ্রামাররা ওয়েবসাইট ডিজাইন করবে
i. এইচটিএমএল ব্যবহার করে
ii. Pascal TRIT POST
iii. C/C++ ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?

10 / 25

10. উদ্দীপকের চিত্রের গেইটের সাথে Not Gate যুক্ত করলে কোন গেইট পাওয়া যায়?

11 / 25

11. 2's Complement ব্যবহার করে কীভাবে বিয়ােগ করা হয়?

12 / 25

12. AND গেইটের ক্ষেত্রে কখন আলাে জ্বলবে?

13 / 25

13. XNOR গেইটের আউটপুটের সমীকরণ কোনটি?

14 / 25

14. মৌলিক লজিক গেইট কত প্রকার হয়?

15 / 25

15. সি ভাষার হেডার ফাইল হচ্ছে— [ঢা. বাে.-২০১৬]
i. প্রােগ্রামের আবশ্যকীয় অংশ
ii. ডেটাটাইপ ধারণকারী ফাইল
iii. ফাংশনের বর্ণনা ধারণকারী ফাইল
নিচের কোনটি সঠিক?

16 / 25

16. ‘সি’ ভাষায় গাণিতিক অপারেটরের সাহায্যে--
i. যােগ করা যায়
ii. ছােট বড় তুলনা করা যায়
iii ভাগশেষ নির্ণয় করা যায়
নিচের কোনটি সঠিক?

17 / 25

17. Oracle পার্সোনাল ভার্সন বিশ্বের কয়টি ভাষায় ব্যবহার করা যায় ?

18 / 25

18. উৎপাদনশীলতা বৃদ্ধিতে নিচের কোনটি ব্যবহার করা হয়?

19 / 25

19. নিচের উদ্দীপকের আলোতে
শরীফ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি 3G ফোনে টেক্সট লিখে দেশে-বিদেশে আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবকে জানায় ।
তাদের কেউ কেউ ভিডিও কল এবং কেউ কেউ ফেসবুক-এর মাধ্যমে শরীফকে অভিনন্দন জানায় ।

শরীফের খবরটি পাঠানো হয়েছিলো যেভাবে --

20 / 25

20. ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয় ?

21 / 25

21. বিশ্বগ্রাম বলতে বোঝায়?
(ব-16)
(1)রিয়েল টাইম বিনিময়
(2)তথ্য ও বিনোদনের সহজলভ্যতা
(3) বিশ্বের গ্রামসমুহের আন্তঃসর্ম্পক

22 / 25

22. গােপনে এক দুষ্কৃতকারী Mirpur NH Alim Madrasha এর ডেটাবেজ সমৃদ্ধ কম্পিউটার লগইন করল । কিন্তু কোনো ক্রমেই সে তথ্য ওপেন করতে পারলাে না কিংবা নিয়েও তা ওপেন করতে
বার্থ হলো ।

দুষ্কৃতকারীর কর্মকান্ডটি হচ্ছে--

23 / 25

23. জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যাম হলো--
i. ইনস্টাগ্রাম
ii. ফেসবুক
iii. টুইটার

নিচের কোনটি সঠিক ?

24 / 25

24. উদ্দীপকের আলোতে
পীরগঞ্জ উপজেলা সদরের ডায়াবেটিস হাসপাতালে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যেমে ঢাকার বিশেষ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা দেওয়া হয় ।

টেলিমেডিসিনের মাধ্যমে--
i. প্রত্যন্ত অঞ্চলে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়
ii. ই-মেইলের মাধ্যেমে পাঠানো রোগীর রিপোর্ট পর্যালোচনা করে রোগ নির্ণয় করা যায় ।
iii. জটিল রোগ নির্ণয় বা অপারেশনের ক্ষেত্রে ডাক্তারগণ একে অপরের সাথে পরামর্শ করে পারেন

নিচের কোনটি সঠিক ?

25 / 25

25. অনলাইন গবেষণাপত্র প্রকাশ করা হলে তাকে কি বলে ?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-08 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-10 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।