মডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
69

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. উদ্দীপকের আলােকে
কবির সাহেব ৫০০ জিবি হার্ডডিস্ক সম্বলিত একটি কম্পিউটার ব্যবহার করেন। হার্ডডিস্ক নষ্ট হয় এটা জানতে পেরে তিনি তার
কম্পিউটারে রাখা তথ্যগুলাে নিয়ে উদ্বিগ্ন।

কবির সাহেব এ তথ্যের নিরাপত্তার জন্য-- [ম, বাে, ২০১৬]
i. সিডিতে সকল তথ্য কপি করে রাখতে পারেন।
ii. অন্য একটি হার্ডডিস্কে তথ্যগুলাে কপি করে রাখতে পারেন।
iii. তার হার্ডডিস্ক সঠিকভাবে ব্যবহার করতে পারেন।
নিচের কোনটি সঠিক ?

2 / 25

2. কো-এক্সিয়াল ক্যাবল ব্যাবহৃত হয়-
iবিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে
ii. ক্যাবল টিভি নেটওয়ার্কিং-এ
iii. বৈজ্ঞানিক গবেষণায় বিভিন্ন ল্যাবরেটরিতে

নিচের কোনটি সঠিক ?

3 / 25

3. ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? [সি, বাে-২০১৯)

4 / 25

4. দশমিক সংখ্যা 5601.205 এ MSD কত ?

5 / 25

5. বুলিয়ান গুণ 0.0 = কত?

6 / 25

6. দশমিক সংখ্যা 12 এর 2's complement কত-- [রা, বাে, ২০১৭]

7 / 25

7. সত্যক সারণি কোনো গেটকে প্রতিনিধিত্ব করে ?

8 / 25

8. রিলেশনাল ডেটাবেজ ডেটাকে কোন উপায়ে সংরক্ষণ করা হয়?

9 / 25

9. উদ্দীপকটি পড়---
কোন একটি কলেজের তিন হাজার ছাত্রের জন ডেটাবেজে পরীক্ষা সম্পর্কিত তথ্যের জন্য exam তথ্যের জন্য personal নামক ডেটা ফাইল তৈরি করা হয় ।

উভয় ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য কোন ফিল্ডটি অত্যাবশ্যক?

10 / 25

10. ডেটাবেজ থেকে নির্দিষ্ট শর্তের ভিত্তিতে তথ্য খোজ করার জন্য কী ব্যবহার করতে হয়?

11 / 25

11. রেস্ট্রিকশন এনজাইম দিয়ে--
i. ডিএনএ অণু কাটা যায়।
ii. এক জীবের কোষ থেকে DNA অংশ অন্য জীবে স্থানান্তর করা যায়
iii. এক জীবের DNA অংশ অন্য জীবের DNA অংশের সাথে। লাগানাে যায়
নিচের কোনটি সঠিক?

12 / 25

12. উদ্দীপকে শওকতের বাবার ব্যবহৃত প্রযুক্তিটির সীমাবদ্ধতা হলাে, এর ফলে--
i.দেশীয় প্রজাতি বিলুপ্ত হতে পারে
ii.ফলন কমে যেতে পারে
iii. নতুন রােগ সৃষ্টি হতে পারে

নিচের কোনটি সঠিক?

13 / 25

13. আউটসোর্সিং কী ?

14 / 25

14. ব্যাংকের চেকের চেক নম্বর লেখা ও পড়া হয় কোন পদ্ধতিতে ?

15 / 25

15. রােবট কোন কাজে ব্যবহার করা হয়?

16 / 25

16. Twitter হলো-

17 / 25

17. মানুষের চিন্তা-ভাবনাকে যন্ত্রের মাধ্যেমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি ?

18 / 25

18. মানুষ চাঁদে অবতরণ করে কত সালে?

19 / 25

19. বিশ্বগ্রাম বলতে বোঝায়?
(ব-16)
(1)রিয়েল টাইম বিনিময়
(2)তথ্য ও বিনোদনের সহজলভ্যতা
(3) বিশ্বের গ্রামসমুহের আন্তঃসর্ম্পক

20 / 25

20. ডিএনএ ডাবল হেলিক্স দিয়ে কী তৈরি হয়?

21 / 25

21. মানবদেহে ইনসুলিন তৈরি হয় কোন ব্যাকটেরিয়া থেকে?

22 / 25

22. উদ্দীপকের আলোতে--
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উপকুলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের ধান উদ্বাবন করেছে ,
যার ফলে উপকুলীয় অঞ্চলে ধানের উদপাদন বহুগুনে বেড়ে গেছে ।
প্রতিষ্ঠানটি সাফল্য দেশে--
i.অর্থনৈতিক উন্নয়ন হবে
ii. জীববৈচিত্র্য সৃষ্টির পথ সুগম হবে
iii. ধানের দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে

নিচের কোনটি সঠিক?

23 / 25

23. কোন এট্টিবিউট ব্যবহার করে ওয়েব পেইজের বিভিন্ন এলিমেন্ট প্রদর্শনের স্টাইল বলে দেওয়া যায় ?

24 / 25

24. মেশিনের ভাষায় রূপান্তরিত প্রােগ্রামকে বলা হয় ?

25 / 25

25. উৎস প্রোগ্রমকে একত্রে বস্তু প্রোগ্রামে রুপান্তর করে কোনটি ?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-08 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-10 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।