মডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । Aminur Rahman 3 years ago 0% 77 http://hscict.com.bd/wp-content/uploads/2022/07/Ok-Boss0.mp3http://hscict.com.bd/wp-content/uploads/2022/07/Wrong-Answer.mp3 মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । NameEmailPhone Number 1 / 25 1. কোনটির মাধ্যমে বিভিন্ন রকম হরমােন তৈরি করা সম্ভব হচ্ছে-- a. ন্যানােটেকনােলজি b. বায়ােমেট্রিক্স c. জেনেটিক ইঞ্জিনিয়ারিং d. বায়ােইনফরমেটিক্স 2 / 25 2. রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপগুলাে হলাে--i DNA নির্বাচনii. DNA এর বাহক নিবাচনiii DNA ও কর্তননিচের কোনটি সঠিক? a. i b. i,ii ও iii c. i ও iii d. ii ও iii 3 / 25 3. উদ্দীপকে শওকতের বাবার ব্যবহৃত প্রযুক্তিটির সীমাবদ্ধতা হলাে, এর ফলে--i.দেশীয় প্রজাতি বিলুপ্ত হতে পারেii.ফলন কমে যেতে পারেiii. নতুন রােগ সৃষ্টি হতে পারে নিচের কোনটি সঠিক? a. i ও iii b. i , ii ও iii c. ii ও iii d. i ও ii 4 / 25 4. উদ্দীপকের আলোতেডাঃ রাজ শহরে অবস্থান করেও পত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন । তিনি বন্ধুর আচিলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ।বন্ধুর চিকিৎসায় ব্যাবহৃত পদ্ধতির প্রভাবে --- [য. বো. ২০১৯]i. পার্শ্ব-পতিক্রিয়া কম হবে ii. রোগীর ব্যথা কম হবেiii. সুস্থ হতে সময় কম লাগবে নিচের কোনটি সঠিক ? a. i , ii ও iii b. i c. ii ও iii d. i ও iii 5 / 25 5. আইসিটিনির্ভর উৎপাদন ব্যবস্থার উদাহরণ হলাে—i.কম্পিউটারের সাহায্যে পণ্যের মান নিয়ন্ত্রণ।ii. ঝুঁকিপূর্ণ কাজে রােবটের ব্যবহার।iii. স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থাপনা।নিচের কোনটি সঠিক? a. i ও iii b. i c. ii ও iii d. i, ii ও iii 6 / 25 6. স্মার্ট হোমে বিভিন্ন ডিভাইস দ্বারা নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় ব্যবস্থা হলো ___i. ফায়ার সিস্টেমii. গ্যারেজ সিস্টেমiii. তাপ নিয়ন্ত্রক ব্যবস্থা নিচের কোনটি সঠিক ? a. i b. i ও iii c. i , ii ও iii d. ii ও iii 7 / 25 7. চাকুরিজীবীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ, কারণ এ পদ্ধতিতে --i.কর্মদক্ষতা বৃদ্ধি পায়ii. অতিরিক্ত উপার্জন করা যায়iii. সময়ের সাশ্রয় হয় নিজের কোনটি সঠিক ? a. i ও iii b. ii ও iii c. i, ii ও iii d. i ও ii 8 / 25 8. ডেটাবেজ থেকে কোনাে তথ্য খোঁজার জন্য কোনটি ব্যবহৃত হয়? [ম. বাে-১৬] a. CAESAR b. RDBMS c. SQL d. DBMS 9 / 25 9. ডেটাবেজ থেকে ডেটা খুঁজে বের করতে ব্যবহৃত হয়? a. জয়েনিং b. সিলেক্টিং c. সর্টিং d. ইনডেক্সিং 10 / 25 10. নিচের কোনটি ডেটা এনক্রিপশনের অংশ নয়? [সি. বাে, ২০১৭] a. অ্যালগরিদম b. প্যারিটি বিট c. প্লেইন টেক্সট d. সাইফার টেক্সট 11 / 25 11. DMIS এর কাজ হলাে– [র, বো, ২০১৬)নতুন ডেটা অন্তর্ভুক্ত করাতথ্যের পুনঃপুন ব্যবহার বৃদ্ধি করাiii. পেটার নিৱাগতা নিশ্চিত করানিচের কোনটি সঠিক? a. i ও ii b. i ও iii c. i,ii ও iii d. i 12 / 25 12. রিলেশনাল ডেটাবেজে সর্বনিম্ন ফাইলের সংখ্যা কয়টি? a. চারটি b. দুটি c. ছয়টি d. তিনটি 13 / 25 13. টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশন বসানাে হয় কোনটিতে? a. স্যাটেলাইট b. বিমান c. নদী পথে d. বড়ো টাওয়ার 14 / 25 14. নিচের কোনটি Modulator ও Demodulator কে বােঝায়? a. Modem b. Demodulate c. Modulate d. Module 15 / 25 15. উদ্দীপকের আলোতেমােহনা লক্ষ করল, তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলাের ওপর বিভিন্ন মােবাইল কোম্পানির টাওয়ার বসানাে আছে। এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলাে বসানাে, যাদের মাঝখানে কোনাে বাধা নেই। একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতিসহ একটি এন্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে।একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতিসহ একটি এন্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে। উক্ত আকাশমুখীতার ব্যবহার--i. টেলিভিশনের সিগন্যাল পাঠানাের ক্ষেত্রেii. আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণেiii. আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে বসাতে হয়নিচের কোনটি সঠিক? a. i b. ii ও iii c. i ও iii d. i,ii ও iii 16 / 25 16. কোন আদিবাসীরা এখনও ১ ও ২ এর বেশি গুণতে পারে না? a. ব্রাজিলের পিরাহা b. ইথিওপিয়ার সুরমা c. ব্রাজিলের আয়ােরাে d. পেরুভিয়ান গােত্র 17 / 25 17. এক বাইট সমান কত বিট? a. ৪ বিট b. ৮ বিট c. ১৬ বিট d. ১ বিট 18 / 25 18. (A0)₁₀ এর দশমিক সমতুল্য মান কত? a. ১৬০ b. ১৬৭ c. ১০৮ d. ৮০ 19 / 25 19. BABA সংখ্যাটির সমতুল্য দশমিক সংখ্যা কত? a. 47792 b. 47802 c. 47626 d. 47616 20 / 25 20. কোনাে সংখ্যা পদ্ধতির ভিত্তি হলাে-- a. ব্যবহৃত মৌলিক চিহ্নের মােট সংখ্যা b. সর্বনিম্ন ডিজিট c. ডিজিটসমূহের গড় d. সর্বোচ্চ ডিজিট 21 / 25 21. হাফ অ্যাডারের ক্ষেত্রে থাকে –i. ২টি আউটপুটii. ২টি ইনপুটiii. ৩টি ইনপুট নিচের কোনটি সঠিক? a. ii ও iii b. i c. i ও ii d. i,ii ও iii 22 / 25 22. NAND গেইটের তৈরীতে কোন গেট ব্যাবহৃত হয় ? a. NOR + NOT b. AND + NOT c. X-OR-NOT d. OR + NOT 23 / 25 23. নিচের উদ্দীপকটি পড়রহমান তার ওয়েবসাইটে লেখার সাথে ছবিও যুক্ত করেছে করে তার সাইটটি সুন্দর ও আকর্ষণীয় হয়েছে রহমান কোন ট্যাগটি ব্যবহার করে ছবিটি যুক্ত করেছে ।রহমান কোন ট্যাগটি ব্যবহার করে ছবি যুক্ত করতে পারে ? a. <caption> b. <br> c. <img> 24 / 25 24. কম্পাইলার ও ইন্টারপ্রেটার এর মধ্যে পার্থক্য রয়েছে—[দি, বাে-১৬]i. প্রােগ্রামিং অনুবাদের ক্ষেত্রেii. কাজের গতির ক্ষেত্রেiii. ভুল প্রদর্শনের ক্ষেত্রেনিচের কোনটি সঠিক? a. i b. i ও iii c. i,ii ও iii d. ii ও iii 25 / 25 25. প্রােগ্রাম লিখতে মেশিন ভাষা ব্যবহার করা হলে- [ব. বাে-১৯]i. প্রােগ্রাম পরিবর্তন করা কষ্টসাধ্য হয়ii. দক্ষ প্রােগ্রামার প্রয়ােজন হয়।iii. প্রােগ্রাম দ্রুত নির্বাহ হয়।নিচের কোনটি সঠিক? a. i ও ii b. i ও iii c. i,ii ও iii d. ii ও iii Your score isThe average score is 38% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz {{#message}}{{{message}}}{{/message}}{{^message}}Your submission failed. The server responded with {{status_text}} (code {{status_code}}). Please contact the developer of this form processor to improve this message. Learn More{{/message}}{{#message}}{{{message}}}{{/message}}{{^message}}It appears your submission was successful. Even though the server responded OK, it is possible the submission was not processed. Please contact the developer of this form processor to improve this message. Learn More{{/message}}Submitting… Share this: