Site icon hscict.com.bd

মডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77
http://hscict.com.bd/wp-content/uploads/2022/07/Ok-Boss0.mp3http://hscict.com.bd/wp-content/uploads/2022/07/Wrong-Answer.mp3

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. কোনটির মাধ্যমে বিভিন্ন রকম হরমােন তৈরি করা সম্ভব হচ্ছে--

2 / 25

2. রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপগুলাে হলাে--
i DNA নির্বাচন
ii. DNA এর বাহক নিবাচন
iii DNA ও কর্তন

নিচের কোনটি সঠিক?

3 / 25

3. উদ্দীপকে শওকতের বাবার ব্যবহৃত প্রযুক্তিটির সীমাবদ্ধতা হলাে, এর ফলে--
i.দেশীয় প্রজাতি বিলুপ্ত হতে পারে
ii.ফলন কমে যেতে পারে
iii. নতুন রােগ সৃষ্টি হতে পারে

নিচের কোনটি সঠিক?

4 / 25

4. উদ্দীপকের আলোতে
ডাঃ রাজ শহরে অবস্থান করেও পত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন । তিনি বন্ধুর আচিলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ।

বন্ধুর চিকিৎসায় ব্যাবহৃত পদ্ধতির প্রভাবে --- [য. বো. ২০১৯]

i. পার্শ্ব-পতিক্রিয়া কম হবে ii. রোগীর ব্যথা কম হবে
iii. সুস্থ হতে সময় কম লাগবে

নিচের কোনটি সঠিক ?

5 / 25

5. আইসিটিনির্ভর উৎপাদন ব্যবস্থার উদাহরণ হলাে—
i.কম্পিউটারের সাহায্যে পণ্যের মান নিয়ন্ত্রণ।
ii. ঝুঁকিপূর্ণ কাজে রােবটের ব্যবহার।
iii. স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থাপনা।
নিচের কোনটি সঠিক?

6 / 25

6. স্মার্ট হোমে বিভিন্ন ডিভাইস দ্বারা নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় ব্যবস্থা হলো ___
i. ফায়ার সিস্টেম
ii. গ্যারেজ সিস্টেম
iii. তাপ নিয়ন্ত্রক ব্যবস্থা

নিচের কোনটি সঠিক ?

7 / 25

7. চাকুরিজীবীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ, কারণ এ পদ্ধতিতে --
i.কর্মদক্ষতা বৃদ্ধি পায়
ii. অতিরিক্ত উপার্জন করা যায়
iii. সময়ের সাশ্রয় হয়

নিজের কোনটি সঠিক ?

8 / 25

8. ডেটাবেজ থেকে কোনাে তথ্য খোঁজার জন্য কোনটি ব্যবহৃত হয়? [ম. বাে-১৬]

9 / 25

9. ডেটাবেজ থেকে ডেটা খুঁজে বের করতে ব্যবহৃত হয়?

10 / 25

10. নিচের কোনটি ডেটা এনক্রিপশনের অংশ নয়? [সি. বাে, ২০১৭]

11 / 25

11. DMIS এর কাজ হলাে– [র, বো, ২০১৬)
নতুন ডেটা অন্তর্ভুক্ত করা
তথ্যের পুনঃপুন ব্যবহার বৃদ্ধি করা
iii. পেটার নিৱাগতা নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?

12 / 25

12. রিলেশনাল ডেটাবেজে সর্বনিম্ন ফাইলের সংখ্যা কয়টি?

13 / 25

13. টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশন বসানাে হয় কোনটিতে?

14 / 25

14. নিচের কোনটি Modulator ও Demodulator কে বােঝায়?

15 / 25

15. উদ্দীপকের আলোতে
মােহনা লক্ষ করল, তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলাের ওপর বিভিন্ন মােবাইল কোম্পানির টাওয়ার বসানাে আছে। এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলাে বসানাে, যাদের মাঝখানে কোনাে বাধা নেই। একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতিসহ একটি এন্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে।

একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতিসহ একটি এন্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে। উক্ত আকাশমুখীতার ব্যবহার--
i. টেলিভিশনের সিগন্যাল পাঠানাের ক্ষেত্রে
ii. আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে
iii. আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে বসাতে হয়

নিচের কোনটি সঠিক?

16 / 25

16. কোন আদিবাসীরা এখনও ১ ও ২ এর বেশি গুণতে পারে না?

17 / 25

17. এক বাইট সমান কত বিট?

18 / 25

18. (A0)₁₀ এর দশমিক সমতুল্য মান কত?

19 / 25

19. BABA সংখ্যাটির সমতুল্য দশমিক সংখ্যা কত?

20 / 25

20. কোনাে সংখ্যা পদ্ধতির ভিত্তি হলাে--

21 / 25

21. হাফ অ্যাডারের ক্ষেত্রে থাকে –
i. ২টি আউটপুট
ii. ২টি ইনপুট
iii. ৩টি ইনপুট

নিচের কোনটি সঠিক?

22 / 25

22. NAND গেইটের তৈরীতে কোন গেট ব্যাবহৃত হয় ?

23 / 25

23. নিচের উদ্দীপকটি পড়
রহমান তার ওয়েবসাইটে লেখার সাথে ছবিও যুক্ত করেছে করে তার সাইটটি সুন্দর ও আকর্ষণীয় হয়েছে রহমান কোন ট্যাগটি ব্যবহার করে ছবিটি যুক্ত করেছে ।

রহমান কোন ট্যাগটি ব্যবহার করে ছবি যুক্ত করতে পারে ?

24 / 25

24. কম্পাইলার ও ইন্টারপ্রেটার এর মধ্যে পার্থক্য রয়েছে—[দি, বাে-১৬]
i. প্রােগ্রামিং অনুবাদের ক্ষেত্রে
ii. কাজের গতির ক্ষেত্রে
iii. ভুল প্রদর্শনের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?

25 / 25

25. প্রােগ্রাম লিখতে মেশিন ভাষা ব্যবহার করা হলে- [ব. বাে-১৯]
i. প্রােগ্রাম পরিবর্তন করা কষ্টসাধ্য হয়
ii. দক্ষ প্রােগ্রামার প্রয়ােজন হয়।
iii. প্রােগ্রাম দ্রুত নির্বাহ হয়।
নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 38%

0%

Exit mobile version