মডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. কুয়েরি হলো--

2 / 25

2. প্রােগ্রাম লিখতে মেশিন ভাষা ব্যবহার করা হলে- [ব. বাে-১৯]
i. প্রােগ্রাম পরিবর্তন করা কষ্টসাধ্য হয়
ii. দক্ষ প্রােগ্রামার প্রয়ােজন হয়।
iii. প্রােগ্রাম দ্রুত নির্বাহ হয়।
নিচের কোনটি সঠিক?

3 / 25

3. #include
main (
int a = 3, b;
b = 2* a;
printf("%d", b);
}

উদ্দীপকের প্রােগ্রামটি রান করলে b এর মান কত হবে?

4 / 25

4. Y = p²x+ 2/3 এর সমতুল্য সি এক্সপ্রেশন—
i. Y = (pow(p,2))* x+2/3
ii. Y= (pow (2.p))* x+
iii. Y =p*p*x + 2/3
নিচের কোনটি সঠিক?

5 / 25

5. জাভা কত সালে সূচনা করা হয়?

6 / 25

6. C++ এর সমস্যাযুক্ত বৈশিষ্ট্যগুলােকে বাদ দিয়ে নিচের কোনটি ডেভলপ করা হয়েছে?

7 / 25

7. #include
main ()
float x;
print ("Enter the number’’)
scanf(“%d”,&x);
}

প্রােগ্রামে ভুল লেখা %d এর পরিবর্তে যেটি ব্যবহার করা যেতে পারে?
i. % f
ii. % 2f
iii. % s
নিচের কোনটি সঠিক?

8 / 25

8. for (i=2;i<=5;i++) {if(i===3) printf("Welcome to University!")} এই প্রােগ্রাম আংশটিতে ‘print()’ স্টেট কতবার এক্সিকিউট হবে?

9 / 25

9. বাইনারি সংখ্যা পদ্ধতির প্রথম ধারণা দেন?

10 / 25

10. বাইনারি সংখ্যার বাইনারি বিন্দুর
i. ডানপাশে থাকে LSD
ii. ডানপাশে থাকে LSB
iii. বামপাশে থাকে MSB

নিচের কোনটি সঠিক?

11 / 25

11. কত সালে সর্বপ্রথম ইবিসিডিআইসি কোড উদ্ভাবিত হয়েছিল?

12 / 25

12. বুলিয়ান গুণ 1.1 = কত?

13 / 25

13. Unicode এর পূর্ণনাম কী?

14 / 25

14. কোনটি মৌলিক লজিক গেইট?

15 / 25

15. (100)₁₆ সংখ্যাটির পূর্বের সংখ্যাটি কত?

16 / 25

16. 16 ভিত্তিক সংখ্যায় ইংরেজি বর্ণমালার কয়টি প্রতীক রয়েছে?

17 / 25

17. নিম্নলিখিত কোনটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ?

18 / 25

18. ক্রায়ােসার্জারি করতে হয় যে চিকিৎসায়--
i.স্তন ক্যান্সারের চিকিৎসায়
ii. প্রােস্টেট ক্যান্সারের চিকিৎসায়
iii. লিভার ক্যান্সারের চিকিৎসায়।
নিচের কোনটি সঠিক?

19 / 25

19. ক্রায়ােসার্জারির সুবিধা হলাে—
i. এতে রােগীর ঝুঁকি কম
ii. ব্যথানাশক ব্যবহৃত হয় না।
iii. কাটাছেড়ার প্রয়ােজন কম।
নিচের কোনটি সঠিক?

20 / 25

20. RADAR-এর পূর্ণরূপ কি ?

21 / 25

21. চিত্রের পথার্থের বৈশিষ্ট হলো---
i. পৃষ্ঠদেশের পরিমাণ বেশি
ii. মাইক্রো ক্যামেরা যুক্ত
iii. রাসায়নিকভাবে অনেক ক্রিয়াশীল
নিচের কোনটি সঠিক?

HSCICT.com.bd

22 / 25

22. বাংলাদেশে তৈরি প্রথম সার্চ ইঞ্জিন--

23 / 25

23. ওয়েবপেজ তৈরিতে ভাষা ব্যবহৃত হয়?–

24 / 25

24. নিচের উদ্দীপকটি পড় —
দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করল, যেখানে ওয়েবপেজসমূহ বহুস্তরে বিন্যস্ত। পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়ােজনীয় পদক্ষেপ
গ্রহণ করল।

গৃহীত পদক্ষেপসমূহ হচ্ছে--
i. ডােমেইন নেম রেজিস্ট্রেশন করা
ii. ওয়েবপেজসমূহ সমান করা
iii. ওয়েবসাইট হােস্টিং করা
নিচের কোনটি সঠিক?

25 / 25

25. হার্ডওয়্যার রিসাের্স শেয়ারে প্রিন্টারটি কীসের সাথে সংযুক্ত থাকে?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-08 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-10 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।