মডেল টেস্ট-07 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. নিচের কোনটি সঠিক? [য, বাে.-১৯]

2 / 25

2. BCD কোড —
i. প্রকাশে বাইনারির চাইতে অধিক সংখ্যক বিট দরকার
ii. সুপার কম্পিউটারে ব্যবহৃত হয়
iii. ইংরেজি অক্ষর প্রকাশে ব্যবহৃত হয়

নিচের কোনটি সঠিক?

3 / 25

3. নিচের সার্কিটটি কোন গেইটের সমতুল্য?

4 / 25

4. অকটাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের সংখ্যাটি কত? [কু, বাে, ২০১৬]

5 / 25

5. (A0)₁₀ এর দশমিক সমতুল্য মান কত?

6 / 25

6. কে BCD কোড উদ্ভাবন করেন?

7 / 25

7. (1101)₂ = (?)₁₀

8 / 25

8. বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক দুটি কী কী?

9 / 25

9. F = RS + R S সমীকরণটি কোন গেইট নির্দেশ করে?

10 / 25

10. উদ্দীপকের আলোতে
কাভিড -১৯ সংক্রমণের সময় ইবাদের স্কুল বন্ধ ছিল । তবে এ সময় তার শিক্ষকরা শিক্ষাক্রম বন্ধ না রেখে ঘরে বসে অবস্থান করেই পাঠদান কার্যক্রম চালিয়ে গেছেন ।
উদ্দীপকের শিক্ষকরা পাঠদানে কোন পদ্ধতি ব্যবহার করেছেন ?

11 / 25

11. বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি ?

12 / 25

12. ক্রায়োসার্জারিতে--- [চ, বাে, ২০১৬]
i. টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস-বৃদ্ধি করা হয়
ii.নাইট্রোজেন ও অন্যান্য ক্রোমোজনিত এজেন্ট ব্যবহার করা হয়।
iii. অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়ােগ করা হয়

নিচের কোনটি সঠিক ?

13 / 25

13. উদ্দিপকের আলোকে নিচের প্রশ্নেরে উত্তর দাওঃ
আবির নিজের গ্রামে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেয়। এতে তার বেশ আয় হচ্ছে। আজকাল সে গ্রমের কৃষকদেরকে নিয়ে উচ্চ ফলনশীল নতুন জাতের গমের চাষাবাদ, পণ্য ক্রয়-বিক্রয় বিষয়ে কৃষীবিজ্ঞানীদের সাথে সরাসরি আলোচনার ব্যবস্থা্ করে এবং গ্রামের বেকার যুবকদের জন্য নিজের পেশায় যুক্ত হতে প্রশিক্ষনের আয়োজন করে।
আবিরের উদ্যোগের ফলে -
১. প্রযুক্তির প্রসার ঘটবে
২. জনসম্পদ তৈরি হবে
৩. কর্মসংস্থান হ্রাস পাবে

14 / 25

14. বিশ্বগ্রাম সুবিধা হলো --
i. নিরাপদ ও দ্রুত যোগাযোগ
ii. তথ্যের ব্যাপক উৎস সৃষ্টি
iii. তথ্যের নিয়ন্ত্রণ ব্যবহার

নিচের কোনটি সঠিক ?

15 / 25

15. নিচের কোন প্রতিষ্ঠান ব্লুটুথ-এর উদ্ভাবক?

16 / 25

16. কোন সময় রােমিং সিস্টেম চালু হয়?

17 / 25

17. 4G এর গতি 3G এর কতগুণ বেশি?

18 / 25

18. নিচের উদ্দীপকটি পড়
কামাল রেজা সাহেব ঢাকায় অবস্থিত তার অফিসের বিভিন্ন শাখায় তথ্য আদান-প্রদানের জন্য কয়েকটি কম্পিউটারের মধ্যে সংযােগ স্থাপন করলেন। এখন তিনি ডেটার গতি বৃদ্ধির জন্য
কমিউনিকেশনের মাধ্যম পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি--

19 / 25

19. বাণিজ্যিকভাবে 3G চালু হয় কবে থেকে--

20 / 25

20. টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশন বসানাে হয়---
i. মাটিতে
ii. পাহাড়ে
iii বড়ো টাওয়ারে

নিচের কোনটি সঠিক ?

21 / 25

21. উদ্দীপক টেবিলের ফিল্ড রিলেশনে ভূমিকা রাখতে পারে— [কু, বাে. ২০১৭]
i. E_ID
ii. NAME
iii. MOBILE No

নিচের কোনটি সঠিক?

22 / 25

22. সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেজ ব্যবহারের ফলে সরকারের—[র, বো, ২০১৯]
i.দক্ষতা বৃদ্ধি পাবে
ii.স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে
iii.সেবার মান কমবে পাবে
নিচের কোনটি সঠিক?

23 / 25

23. ডেটা টেবিলের মধ্যে ব্যক্তির নাম কোন ধরনের ডেটা?

24 / 25

24. RGB (255, 255, 255) কোন রং নির্দেশ করে?

25 / 25

25. টেবিলের বিলের একেবারে নিচের সারিকে কী বলা হয়---

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-06 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-08 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।