মডেল টেস্ট-08 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
69

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. রেজিস্টার ব্যবহার করা হয়--
i. 0 ও 1 স্টোর করতে
ii. 0 ও 1 যোগ করতে
iii. Data Shift করতে

নিচের কোনটি সঠিক?

2 / 25

2. সংখ্যার প্রথম লিখিত রূপ পাওয়া যায়--

i. সুমেরিয়ান-ব্যাবিলিয়ান সভ্যতায়
ii. মিশরীয় সভ্যতায়
iii. বর্তমান সভ্যতায়।

নিচের কোনটি সঠিক?

3 / 25

3. 8 bit = কত Character?

4 / 25

4. উদ্দীপকের আলোতে
রায়হান সাহেব আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে এমন এক ধরণের বাসস্থান তৈরি করেছেন , যার সব যন্ত্রাংশ বা ডিভাইস সফটওয়্যার দ্বারা দূর নিয়ন্ত্রিত ।

এ ধরণের বাসস্থান তৈরির জন্য প্রয়োজন ---
i. ব্যাপক আর্থিক বিনিয়োগ
ii. রক্ষনাবেক্ষন দক্ষ জনবল
iii. ভয়েস নিয়ন্ত্রিত ডিভাইস

নিচের কোনটি সঠিক ?

5 / 25

5. মােবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? (য-১৬]

6 / 25

6. উদ্দিপকের আলোকে নিচের প্রশ্নের উত্তর দাওঃ
আবির  নিজের গ্রামে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেয়। এতে তার বেশ আয় হচ্ছে। আজকাল সে গ্রামের কৃষকদেরকে নিয়ে উচ্চ ফলনশীল  নতুন জাতের গমের চাষাবাদ, পন্য ক্রয়-বিক্রয় বিষয়ে কৃষিবিজ্ঞানীদের সাথে সরাসরি আলোচনার ব্যবস্থা করে এবং গ্রামের বেকার যুবকদের জন্য নিজের পেশায় যুক্ত হতে প্রশিক্ষণের আয়োজন করে।
উদ্দিপকে আবিরের আয়ের উৎসটি কী ?

7 / 25

7. উদ্দীপকের আলোতে
মি.‘ক’ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়।

দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত প্রযুক্তিটি হতে পারে-- [রা. বাে. ২০১৯]

8 / 25

8. উদ্দীপকে শওকতের বাবার ব্যবহৃত প্রযুক্তিটির সীমাবদ্ধতা হলাে, এর ফলে--
i.দেশীয় প্রজাতি বিলুপ্ত হতে পারে
ii.ফলন কমে যেতে পারে
iii. নতুন রােগ সৃষ্টি হতে পারে

নিচের কোনটি সঠিক?

9 / 25

9. কোনটি বায়ােইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসেবে ব্যবহৃত হয়?

10 / 25

10. উদ্দীপকের আলোতে
প্রযুক্তির এ যুগে শওকত এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। আবার তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নতজাতের ফুল চাষ করছেন।
শওকত এর ব্যবহার প্রযুক্তিটি--

11 / 25

11. উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচের কোনটি সঠিক?
i. টেলিপোর্ট সেবা
ii. টেলিযােগাযােগ সেবা
iii. ইন্টারনেট সেবা
নিচের কোনটি সঠিক ?

12 / 25

12. ডেটা কমিউনিকেশনে রিসিভার হিসেবে কাজ করে
i. মডেম
ii.মোবাইল
iii.টেলিফোন এক্সচেঞ্জ
নিচের কোনটি সঠিক ?

13 / 25

13. ক্লাউড কম্পিউটারকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?

14 / 25

14. নিচের উদ্দীপকটি পড়
কামাল রেজা সাহেব ঢাকায় অবস্থিত তার অফিসের বিভিন্ন শাখায় তথ্য আদান-প্রদানের জন্য কয়েকটি কম্পিউটারের মধ্যে সংযােগ স্থাপন করলেন। এখন তিনি ডেটার গতি বৃদ্ধির জন্য
কমিউনিকেশনের মাধ্যম পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

কামাল রেজা সাহেবের সিদ্ধান্তের ফলাফল কী হবে?

15 / 25

15. মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কী বলে? [ঢা, ৰাে, ২০১৭]

16 / 25

16. হাফ-ডুপ্লেক্স এর উদাহরণ কোনটি?

17 / 25

17. পাশাপাশি দুটি ভবনের বিভিন্ন তলায় অবস্থিত ৫টি কম্পিউটার
থেকে ১টি প্রিন্টারে প্রিন্ট সুবিধা প্রদান করতে হলে কোন ধরনের প্রযুক্তি সেবা সর্বাধিক যুক্তিযুক্ত? [ম.বাে, ২০১৭]

18 / 25

18. ছােট আকারের নেটওয়ার্কে বাস টপোলজির ব্যবহার ---

i. খুব সহজ, সাশ্রয়ী, বিশ্বস্ত
ii. খুব কঠিন, ব্যয়বহুল
iii. খুব সহজ, ব্যয়বহুল, অবিশ্বস্ত।

নিচের কোনটি সঠিক?

19 / 25

19. নিচের কোনটি কম্পাইলার?

20 / 25

20. প্রােগ্রাম টেস্টিং এর পূর্ববর্তী ধাপ কোনটি?

21 / 25

21. উক্ত কোড থেকে বুঝায়–
i, href দ্বারা লিঙ্কের ঠিকানা
ii. url দ্বারা ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা
iii. > দ্বারা অ্যাঙ্কর এলিমেন্ট
নিচের কোনটি সঠিক?

22 / 25

22. ১ম টেবিলটির শেষ ফিল্ডের ডেটা টাইপ কোনটি? [বি. বাে, ২০১৬]

i. Text
ii. Number
iii. Date/Time
নিচের কোনটি সঠিক?

23 / 25

23. ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি?

24 / 25

24. ডেটাসমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কী বলা হয়?

25 / 25

25. ডেটা এনক্রিপশন সংশ্লিষ্ট বিষয় হলাে—
ii. সাইফার টেক্সট
i. প্লেইন টেক্সট
iii. কী
নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-07 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।