মডেল টেস্ট-08 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
70

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. ওয়েবসাইট তৈরির জন্য–
i. ব্যান্ডউইথ প্রয়ােজন
ii. জায়গা প্রয়ােজন
iii ঠিকানা প্রয়ােজন
নিচের কোনটি সঠিক?

2 / 25

2. কোন ট্যাগের শুরু থাকলেও শেষ থাকে না?
i.

ii.
i

iii.

নিচের কোনটি সঠিক ?

3 / 25

3. ওয়েবসাইটে ছবি সংযুক্ত করার উপযুক্ত ফরমেট হলাে--
i.jpg
ii.img
iii.png
নিচের কোনটি সঠিক?

4 / 25

4. দশটি কম্পিউটার একটি তারের সংযুক্ত থাকলে সেটি কোন ধরনের নেটওয়ার্ক? [ম-বাে, ২০১৭]

5 / 25

5. 5 কিলােবাইট ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে অসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত? [চ.বো, ২০১৭]

6 / 25

6. GEO স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয় ?

7 / 25

7. Microsoft Access ডেটাবেজ উইন্ডাের ট্যাৰ হলাে- [সি. বে, ২০১৭]
i. Table
ii. Macros
iii. Design

নিচের কোনটি সঠিক?

8 / 25

8. যদি ডেটাবেজে প্রচুর তথ্য সংরক্ষিত থাকে, তবে —

i. ডেটা দ্রুত খুঁজে পেতে ইনডেক্সিং প্রয়োজন
ii. এমনিতেই ডেটা দ্রুত খুঁজে পাওয়া যায়
iii. ডেটা খুঁজে বের করা সময়সাপেক্ষ

নিচের কোনটি সঠিক?

9 / 25

9. এনক্রিপশন করার পূর্বে মূল মেসেজ বা মানুষের পাঠযােগ্য--

10 / 25

10. "i" এর মানের কী পরিবর্তনে আউটপুট ১২ হবে--

11 / 25

11. নিচের উদ্দীপকটি পড়
#include
main ()
int a=3, b;
b = 2* a;
printf("%d", b);
নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়?

12 / 25

12. ১৬ ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা এনকোডারের আউটপুট সংখ্যা কতটি হবে?

13 / 25

13. আলফানিউমেরিক কোড কে আবিষ্কার করেন?

14 / 25

14. কোন লজিক গেইটের ইনপুট এবং আউটপুট লাইন সমান থাকে?

15 / 25

15. 2's Complement এর নির্ণয়ের সূত্র নিম্নরূপ--

16 / 25

16. বাইনারিতে একটি বইয়ের দাম 1001011 হলে ডেসিমাল কত?

17 / 25

17. 8 bit = কত Character?

18 / 25

18. অক্টাল সংখ্যা পদ্ধতিকে বাংলায় কী বলা হয়?

19 / 25

19. বিশ্বগ্রাম বলতে বোঝায়?
(ব-16)
(1)রিয়েল টাইম বিনিময়
(2)তথ্য ও বিনোদনের সহজলভ্যতা
(3) বিশ্বের গ্রামসমুহের আন্তঃসর্ম্পক

20 / 25

20. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
শুভ সাহেব এর ছোট ভাই নীল ইউএন মিশনে গেলেন। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মা এর সাথে নীলের কথা বলার ব্যবস্থা করেন। আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন।
উদ্দিপকে বিশ্বগ্রামের কোন উপাদানের ইঙ্গিত দেখানো হয়েছে ?

21 / 25

21. সুগার মিলগুলাে আখ চাষিদের জন্য কোন ব্যবস্থা চালু করেছে।

22 / 25

22. কোনটি আবিস্কারের ফলে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয় ?

23 / 25

23. ভার্চুয়াল রিয়ালিটি মূলত-

24 / 25

24. নিচের উদ্দিপকের আলোকে ৯ও১০ নং প্রশ্নের উত্তর দাওঃ
মহন সাহের একটি সরকারি দপ্তরে চাকরি করেন। তিনি সরকারি নির্দেশনা ও তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করেন এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে জরুরি সিদ্ধান্ত গ্রহন করেন। [দি. ২০১৬]

উদ্দিপকের প্রযুক্তি দাপ্তরিক কার্যক্রমত ব্যতীত আর যে ক্ষেত্রে ব্যবহৃত হয় তা হলো-
১. শিক্ষা ক্ষেত্রে
২. গোয়েন্দা নজরদারিতে
৩. সামাজিক যোগাযোগে

25 / 25

25. ক্রায়ােসার্জারিতে অভিজ্ঞ করে তুলতে নিচের কোন প্রযুক্তির সহায়তা নেয়া হয়?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-07 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।