মডেল টেস্ট-06 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. প্রােগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীকটি ব্যবহৃত হয়?

2 / 25

2. কোনটি C ভাষায় ফাংশন নির্দেশ করে?

3 / 25

3. নিচের উদ্দীপকটি পড়
#include
main(){
int m
printf("Enter your marks");
scanf("%d", &m);
printf("%d.",&m);
}
উদ্দিপকের কোন স্টেসমেন্টটি ভুল ?

4 / 25

4. নিচের উদ্দীপকটি পড় –
ওয়েবসাইট তৈরি অর্থাৎ ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ব্যবহারকারীর দৃষ্টিকোণ থেকে চিন্তা করে ওয়েবসাইট ডিজাইন করলে সেই ওয়েবসাইট ব্যবহারকারী গ্রাহক বা ক্রেতার চাহিদা পূরণে সক্ষম হবে।

ওয়েবসাইট তৈরি ও পাবলিশিংয়ের ক্ষেত্রে বিবেচ্য বিষয়--
i. ওয়েবসাইট ডিজাইন
ii. ডােমেইন রেজিস্ট্রেশন
iii. ডােমেইন হােস্টিং

নিচের কোনটি সঠিক?

5 / 25

5. নিচের অনুচ্ছেদটি পড়
ববি দিনের বেশিরভাগ সময়ই মােবাইল ফোনে গেমস খেলে এমনকি রাত জেগেও সে মােবাইল ফোন ব্যবহার করে।

ববির যে ধরনের সমস্যা হতে পারে তাহলো--
i. স্নায়বিক সমস্যা
i. মাথা ব্যথা
iii. মস্তিষ্কের অসুস্থতা

নিচের কোনটি সঠিক ?

6 / 25

6. এক ন্যানোমিটার সমান কত মিটার?

7 / 25

7. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
শুভ সাহেব এর ছোট ভাই নীল ইউএন মিশনে গেলেন। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মা এর সাথে নীলের কথা বলার ব্যবস্থা করেন। আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন।
উদ্দিপকে বিশ্বগ্রামের কোন উপাদানের ইঙ্গিত দেখানো হয়েছে ?

8 / 25

8. AND ও NOT গেইট মিলে কোন গেট হয় ?

9 / 25

9. গ্রিক A কে দশমিক পদ্ধতিতে কত লেখা হয়?

10 / 25

10. OR গেইটের ক্ষেত্রে কখন আলাে জ্বলবে?
i A=0, B= 0
ii. A=0, B=1
iii. A=1, B=1
নিচের কোনটি সঠিক?

11 / 25

11. কত সালে ইউনিকোডের 13 সংস্করণ প্রকাশিত হয়?

12 / 25

12. মেমােরি পরিমাপের ক্ষুদ্রতম একক কী?

13 / 25

13. নিচের কোন সংখ্যা পদ্ধতিটি নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি?

14 / 25

14. ইউনিকোডের 13 সংস্করণে কতটি ভাষা স্থান পায়?

15 / 25

15. কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করে?

16 / 25

16. কোন টপােলজির একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে ?

17 / 25

17. একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপােলজি সংযুক্ত থাকে? [দি, বাে, ২০১৬]

18 / 25

18. Wi-Fi এর কাভারেজ এরিয়া কত?

19 / 25

19. সিমপ্লেক্স পদ্বতির উদাহরণ হলো--

20 / 25

20. Wi-max এর ফ্রিকোয়েন্সি কত?

21 / 25

21. bps এর পূর্ রুপ কি?

22 / 25

22. ক্লাউড কম্পিউটিং-এর সার্ভিস মডেলকে কয় ভাগে ভাগ করা হয়?

23 / 25

23. HD ভিডিও কনফারেন্সিং-এর জন্য প্রয়ােজনীয় ব্যান্ডউইথ--

24 / 25

24. দ্বিতীয় প্রজন্মের মােবাইল ফোনের উল্লেখযােগ্য বৈশিষ্ট্য কী?

25 / 25

25. কম্পউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-05 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-07 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।