মডেল টেস্ট-05 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
70

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. নিচের উদ্দীপকটি পড়
রহমান তার ওয়েবসাইটে লেখার সাথে ছবিও যুক্ত করেছে করে তার সাইটটি সুন্দর ও আকর্ষণীয় হয়েছে রহমান কোন ট্যাগটি ব্যবহার করে ছবিটি যুক্ত করেছে
রহমান যে ছবিটি যুক্ত করেছে, সেটি যে ফরমেটের হতে পারে--
i. .jpg
ii. .png
iii. .psd
নিচের কোনটি সঠিক?

2 / 25

2. নিচের কোনটি meta এলিমেন্টের অ্যাট্রিবিউট?

3 / 25

3. বাংলাদেশে তৈরি প্রথম সার্চ ইঞ্জিন--

4 / 25

4. ডেটা কমিউনিকেশনে গন্তব্য হচ্ছে—
i. সার্ভার ।
ii. টেলিফোন।
iii. মােবাইল।
নিচের কোনটি সঠিক?

5 / 25

5. হটস্পট কী?

6 / 25

6. কত সালে প্রথম মােবাইল ফোন ব্যবহার শুরু হয়?

7 / 25

7. কম্পউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি?

8 / 25

8. বিট সিনক্রোনাইজেশনের ওপর ভিত্তি করে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে ভাগ করা হয়েছে ?

9 / 25

9. ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কমিউনিকেশনের কয়টি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?

10 / 25

10. কোনটি একমুখী ডেটা প্রবাহ?

11 / 25

11. উদ্দীপকের আলোতে
কাভিড -১৯ সংক্রমণের সময় ইবাদের স্কুল বন্ধ ছিল । তবে এ সময় তার শিক্ষকরা শিক্ষাক্রম বন্ধ না রেখে ঘরে বসে অবস্থান করেই পাঠদান কার্যক্রম চালিয়ে গেছেন ।
শিক্ষকদের পাঠদানে অংশ নিতে ইবাত যে অ্যাপ ব্যবহার করতে পারে --
i. Google Meet
ii. Skype
iii. Zoom

12 / 25

12. কোনটি রােবটের ব্যবহার? [রা, বাে, ২০১৬]

13 / 25

13. নিচের উদ্দীপকটি পড়--
লােকমান সাহেব গবেষণা করে নানা প্রজাতির ফল ও ফুল ফলানাের জন্য নতুন প্রযুক্তি প্রয়ােগ করেন।
এতে তিনি আকারে বড় এবং আকর্ষণীয় ফল ও ফুল উৎপাদন করতে সক্ষম হলেন।
উদ্দীপকে লোকমান সাহেবের গবেষণায় সহায়তায় প্রযুক্তি কোনটি ?

14 / 25

14. চিত্রের পথার্থের বৈশিষ্ট হলো---
i. পৃষ্ঠদেশের পরিমাণ বেশি
ii. মাইক্রো ক্যামেরা যুক্ত
iii. রাসায়নিকভাবে অনেক ক্রিয়াশীল
নিচের কোনটি সঠিক?

HSCICT.com.bd

15 / 25

15. এক ন্যানোমিটার সমান কত মিটার?

16 / 25

16. শুভ সাহেবের ছোট ভাই নীল ইউএন মিশনে গেলেন । একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মায়ের সাথে নীলের কথা বলার ব্যবস্থা করলেন । আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন ।

উদ্দীপকে বিশ্বগ্রামের কোন উপাদানের ইঙ্গিত দেয়া হয়েছে ?

17 / 25

17. নিচের উদ্দিপকের আলোকে ৯ও১০ নং প্রশ্নের উত্তর দাওঃ
মহন সাহের একটি সরকারি দপ্তরে চাকরি করেন। তিনি সরকারি নির্দেশনা ও তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করেন এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে জরুরি সিদ্ধান্ত গ্রহন করেন। [দি. ২০১৬]

উদ্দিপকের প্রযুক্তি দাপ্তরিক কার্যক্রমত ব্যতীত আর যে ক্ষেত্রে ব্যবহৃত হয় তা হলো-
১. শিক্ষা ক্ষেত্রে
২. গোয়েন্দা নজরদারিতে
৩. সামাজিক যোগাযোগে

18 / 25

18. সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেজ ব্যবহারের ফলে সরকারের—[র, বো, ২০১৯]
i.দক্ষতা বৃদ্ধি পাবে
ii.স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে
iii.সেবার মান কমবে পাবে
নিচের কোনটি সঠিক?

19 / 25

19. নিচের কোনটি ডেটাবেজ সফটওয়্যার? [দি, বাে, ২০১১]

20 / 25

20. যে বর্তনী ASCII সংখ্যাকে B বর্ণতে রূপান্তর করে–
i. অ্যাডার
ii. এনকোডার
iii. ডিকোডার
নিচের কোনটি সঠিক?

21 / 25

21. 246 সংখ্যাটি হলো---
i. ডেসিমেল
ii. অকটাল
iii. হেক্সাডেসিমেল

নিচের কোনটি সঠিক?

22 / 25

22. কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ছিল?

23 / 25

23. যে কোনাে প্রােগ্রাম রচনার জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে – .
i.সমস্যা নির্ধারণ ও বিশ্লেষণ
ii. অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরি
iii. প্রােগ্রাম কোডিং ডিবাগিং
নিচের কোনটি সঠিক?

24 / 25

24. নিচের উদ্দীপকটি পড়–
#include
#include
void main (){
int. n, i. s;
scanf (%d", & n);
S = 0. for(i=1; i<= n, i++);
S = S +i, printf (“%d”, s);
getch ();
}

10 সংখ্যাটি ঠিক রেখে ফলাফল 385 পেতে লুপ স্টেটমেন্টে কী ধরনের পরিবর্তন করতে হবে?

25 / 25

25. 4GL সম্পর্কিত তথ্য--
i. একে RAD টুল বলা হয়।
ii. এর সাহায্যে কম্পিউটারের সাথে সংযােগ স্থাপন করা যায়
iii. অপারেটিং সিস্টেম তৈরির জন্য ব্যবহৃত হয়।
নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-06 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।