মডেল টেস্ট-05 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
62

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ---

2 / 25

2. উদ্দীপকের আলোতে
মি.‘ক’ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়।

দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত প্রযুক্তিটি হতে পারে-- [রা. বাে. ২০১৯]

3 / 25

3. পর্ণগ্রাফি আইন প্রণীত হয় কত সালে ?

4 / 25

4. নিচের উপদ্দিপকের আলোতে
BRRI কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত লাভ করতে পারে ।
উদ্দীপকের কর্মকাণ্ডে--- [রা. বো,২০১৭]
i. অর্থনৈতিক উন্নয়ন হবে
ii.চিকিৎসাক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে
iii. জীববৈচিত্র্যের উদ্ভব হবে

নিচের কোনটি সঠিক ?

5 / 25

5. তথ্য ও যােগাযােগ প্রযুক্তি আইন প্রণীত হয় কত সালে?

6 / 25

6. কোনটি জীবদেহে পরিবর্তন আনার জন্য প্রয়ােজন?

7 / 25

7. চেকের আধুনিক সংরক্ষণ কি নামে ডাকা হয় ?

8 / 25

8. EHR এর পূর্ণ রূপ কী ?

9 / 25

9. মানুষকে ইউনিক হিসাবে শনাক্তকরণ প্রযুক্তি হলো-- [ম.বো.২০১৬]

10 / 25

10. জাভা কত সালে সূচনা করা হয়?

11 / 25

11. নিচের উদ্দীপকটি পড়— [সি, বাে-১৯]
#include mari ().
int a, b;
b = 50; a = 5% 25;
printf ("%d",a);

প্রােগ্রামটির আউটপুট কত?

12 / 25

12. উদ্দীপকের আলোতে
কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময় তারা কথা বলতে পারে না ।

তারা কোন ডেটা ট্রান্সমিশন মােড ব্যবহার করেন? [কু. বাে. ২০১৬]

13 / 25

13. ন্যাকােব্যান্ড বলা হয় -
i. 256 bps
ii. 48 bps
iii. 52 Kbps

নিচের কোনটি সঠিক?

14 / 25

14. পাশাপাশি দুটি ভবনের বিভিন্ন তলায় অবস্থিত ৫টি কম্পিউটার
থেকে ১টি প্রিন্টারে প্রিন্ট সুবিধা প্রদান করতে হলে কোন ধরনের প্রযুক্তি সেবা সর্বাধিক যুক্তিযুক্ত? [ম.বাে, ২০১৭]

15 / 25

15. প্রােটোকল ট্রান্সলেশনে সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস? [কু, বাে, ২০১৯]

16 / 25

16. কোনটি মৌলিক গেইট নয়? [ম, বাে. ২০১৯]

17 / 25

17. X-OR গেইট তৈরিতে ব্যবহূত হয়
i. OR Gate
ii. AND Gate
iii. NOT Gate
নিচের কোনটি সঠিক?

18 / 25

18. ASCII কোডে প্রথম কতটি কোড যান্ত্রিক নিয়ন্ত্রণের ব্যবহিত হয়?

19 / 25

19. হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির E ডিজিটের সমতুল্য ডেসিমাল সংখ্যা কোনটি?

20 / 25

20. বুলিয়ান অ্যালজেবরায় 1.0 + (0 + 1) = কত?

21 / 25

21. কোনটি মৌলিক উপপাদ্য? [ব. বাে, ২০১৭]

22 / 25

22. কয়েকটি কলাম জুড়ে একটি সেল তৈরি করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়?

23 / 25

23. ডেটাবেজ প্রােগ্রাম ব্যবহার করে —
i. শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব ও উৎপাদনের তথ্য সহজে
সংরক্ষণ করা যায়।
ii. কাক্ষিত তথ্য দ্রুত উপস্থাপন করা যায়।
iii. প্রয়ােজনীয় রেকর্ডসমূহ সহজে খুঁজে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?

24 / 25

24. সর্টিং হচ্ছে— [ক, বাে, ২০১০]
i.ডেটাকে মানের উর্ধ্বক্রমে সাজানাে
ii. ডেটাকে মানের নিম্নক্রমে সাজানাে
iii. ডেটাকে দৈর্ঘ্যের ভিত্তিতে সাজানাে
নিচের কোনটি সঠিক ?

25 / 25

25. ডেটাসমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কী বলা হয়?

Your score is

The average score is 36%

0%

Previous articleমডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-06 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।