মডেল টেস্ট-05 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
70

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. লজিক গেইটে সর্বনিম্ন ইনপুটের সংখ্যা কতটি?

2 / 25

2. শুধুমাত্র IBM ও IBM সমকক্ষ কম্পিউটারে ব্যবহৃত হয় কোন কোড?

3 / 25

3. সংখ্যা, অক্ষর, বিশেষ চিহ্ন ইত্যাদি নির্দেশ করার জন্য ব্যবহৃত হয় কোনটি?

4 / 25

4. নিচের উদ্দীপকটি পড়
'Q' নির্বাচনী পরীক্ষায় ICT বিষয়ে (100)₈ নম্বর পেয়েছে।

উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির হেক্সাডেসিমাল সংখ্যা হলাে--

5 / 25

5. ইউনিকোড এর উদ্ভাবক কে ?
i. Apple Computer Corporation
ii. IBM
iii. Xerox Corporation

নিচের কোনটি সঠিক ?

6 / 25

6. A‾BC + AB‾C + ABC‾ + ABC লজিক ফাংশনটি কোন গেইটের মাধমে এককভাবে বাস্তবায়ন করা যাবে ?

7 / 25

7. দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য কোন কোড ব্যবহৃত হয়?

8 / 25

8. ইন্টারনেটে যেসব ঠিকানা ব্যবহৃত হয় সেগুলাে সাধারণত--
i. আইপি অ্যাড্রেস।
ii.টেক্সটনির্ভর ডােমেইন নেম সিস্টেম (DNS)
iii. লােকাল অ্যাড্রেস

নিচের কোনটি সঠিক?

9 / 25

9. Html এ

ট্যাগ ব্যবহার করা হয়--

10 / 25

10. উদ্দিপকটি পড় এবং উত্তর দাওঃ

অসুস্থতার কারনে অমিত অনুপস্থিতি থাকায় ICT ক্লাসের অ্যাসাইনমেন্ট বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে বন্ধু শফিক তাকে বলে “ এক্ষুণি তোমার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি।” অমিত নিজেও তার পড়াশুনার কাজে কম্পিউটার ও ডাউনলোড করে থাকে এবং অন্যান্য বন্ধুদের সহায়তা করে।

উদ্দিপকে অমিতের বন্ধু তথ্য প্রযুক্তির কোন সুবিধাটি গ্রহন করেছে?

11 / 25

11. বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইটের মালিকানা অর্জন করে ?

12 / 25

12. Twitter হলো-

13 / 25

13. নিচের উদ্দীপকের আলোকে উত্তর দেও
মইন সাহেব একটি সরকারি দপ্তরে চাকরি করেন । তিনি সরকারি নির্দেশনা ও তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারভিউ
ব্যবহার করেন এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে জরুরি সিদ্বান্ত গ্রহণ করেন ।

উদ্দীপকের প্রযুক্তি দাপ্তরিক কার্যকর ব্যতীত আর যে ক্ষেত্রে ব্যাবহৃত হয় , তা হলো --
i. শিক্ষাক্ষেত্রে ii. গোয়েন্দা নজরদারিতে
iii. সামাজিক যোগাযোগে

14 / 25

14. কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? (দি.বাে, ২০১৭)।

15 / 25

15. স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত ক্ষুদ্র যন্ত্রাংশ ত্রুটিহীনভাবে স্থাপন সম্ভব হচ্ছে কিছের কল্যাণে ?

16 / 25

16. নিচের কোনটি ডেটা এনক্রিপশনের অংশ নয়? [সি. বাে, ২০১৭]

17 / 25

17. Wi-Fi এর কাভারেজ এরিয়া কত?

18 / 25

18. পৃথক সার্ভার কম্পিউটার ব্যতীত একাধিক কম্পিউটারের মধ্যে কোন নেটওয়ার্ক গঠিত হয়?

19 / 25

19. কত কিলােমিটার পর পর টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশনে রিপিটার বসাতে হয় ?

20 / 25

20. ন্যাড়ো ব্যান্ডের সব্বোচ্চ গতি কত?

21 / 25

21. শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের ক্যাজ ব্যবহার করা হয়?

22 / 25

22. PAN এর পূর্ণরূপ কী?

23 / 25

23. প্রােগ্রাম ডিজাইনের অন্তর্ভূক্ত কাজ হচ্ছে— [বি. বাে.-১৬]
i. এলগরিদম প্রণয়ন
ii. প্রবাহচিত্র তৈরি।
iii. সুডােকোড তৈরি
নিচের কোনটি সঠিক?

24 / 25

24. জেরি সি ভাষায় একটি প্রােগ্রাম রচনা করে যাতে দুইটি সংখ্যার যােগফল নির্ণয় করা যায়। প্রােগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়।
উদ্দীপকে উ সমস্যার কারণ কোনটি?

25 / 25

25. কম্পিউটার শুধু বুঝতে পারে-
১. Off ও On
২. O ও 1
৩. বিদ্যুতের উপস্থিতি ও অনুপস্থিতি

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-06 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।