মডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
73

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. (11011110.1)₂ -এর হেক্সাডেসিমাল সংখ্যা কোনটি?

2 / 25

2. কোন সংখ্যাটি সবচেয়ে বড়?

3 / 25

3. শিফট রেজিস্টার তৈরিতে ব্যবহৃত হয় যে ফ্লিপ-ফ্লপ--
i. S-K
ii. J-K
iii. D
নিচের কোনটি সঠিক?

4 / 25

4. NAND গেইট গঠিত হয়—
i. AND
ii. OR
iii. NOT
নিচের কোনটি সঠিক?

5 / 25

5. উদ্দীপকটি পড়
তমালের তৈরিকৃত ওয়েবপেজটি লােডিং করার পরও ডেটার মান পরিবর্তন করতে পারছে না। এ সমস্যা সমাধানের জন্য তার শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহার করার পরামর্শ দিলেন।

তমালের তৈরিকত ওয়েবপেজটি কোন ধরনের?

6 / 25

6. উদ্দীপকটি পড়
দৃশ্যকল্প-১: শুভ কলেজে ভর্তির আবেদনের জন্য একটি সাইবার ক্যাফেতে গিয়ে একটি ইলেকট্রনিক ফরম পূরণ করে। সেখানে বসেই সে তার মােবাইলে পূরণকৃত ফরমের আলােকে নির্দেশনামূলক একটি মেসেজ পায়। দৃশ্যকল্প-২:

This is first website

দশ্যকল্প-১ এ তথ্য প্রযুক্তির কোন সেবাটি গ্রহণ করা হয়েছে?

7 / 25

7. ওয়েবসাইটের মূল পাতাকে বলা হয়–

8 / 25

8. HTML-এ সবচেয়ে ছােট আকারের heading এ নিচের কোন ট্যাগটি ব্যবহার করা হয়?

9 / 25

9. ডেটা এনক্রিপশন ও ডিক্রিপশনের নিয়ম কোনটি? [য, বাে, ২০১৬)]

10 / 25

10. DDL কমান্ড কোনটি? [চ, বাে, ২০১৯]

11 / 25

11. জেরি সি ভাষায় একটি প্রােগ্রাম রচনা করে যাতে দুইটি সংখ্যার যােগফল নির্ণয় করা যায়। প্রােগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়।
উদ্দীপকের ন্যায় প্রােগ্রাম তৈরির ক্ষেত্রে প্রয়ােজন?
১. বিশেষ ডেটাবেজ প্রােগ্রামিং ভাষা জানা থাকা
২. চলক ও ডেটা টাইপ সম্পর্কে ধারণা থাকা
৩. ইনপুট আউটপুট সম্পর্কে সঠিক ধারণা থাকা

12 / 25

12. && কোন ধরনের লজিক্যাল অপারেটর—

13 / 25

13. Y = p²x+ 2/3 এর সমতুল্য সি এক্সপ্রেশন—
i. Y = (pow(p,2))* x+2/3
ii. Y= (pow (2.p))* x+
iii. Y =p*p*x + 2/3
নিচের কোনটি সঠিক?

14 / 25

14. নিচের উদ্দীপকটি পড়
x = 100;
X1 = 5;
x = x% 10;

উদ্দীপকে ব্যবহৃত অপারেটর হচ্ছে--
i. Arithmetic
ii. Assignment
iii. Logical
নিচের কোনটি সঠিক?

15 / 25

15. ব্রডকাস্ট মােডের উদাহরণ হলাে--- [ব. বাে, ২০১৭]

16 / 25

16. কোনটি ব্লু-টুথ স্ট্যান্ডার্ড?

17 / 25

17. উদ্দীপকের আলোতে
মােহনা লক্ষ করল, তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলাের ওপর বিভিন্ন মােবাইল কোম্পানির টাওয়ার বসানাে আছে। এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলাে বসানাে, যাদের মাঝখানে কোনাে বাধা নেই। একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতিসহ একটি এন্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে।

একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতিসহ একটি এন্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে। উক্ত আকাশমুখীতার ব্যবহার--
i. টেলিভিশনের সিগন্যাল পাঠানাের ক্ষেত্রে
ii. আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে
iii. আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে বসাতে হয়

নিচের কোনটি সঠিক?

18 / 25

18. উদ্দীপকের আলোতে
মােহনা লক্ষ করল, তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলাের ওপর বিভিন্ন মােবাইল কোম্পানির টাওয়ার বসানাে আছে। এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলাে বসানাে, যাদের মাঝখানে কোনাে বাধা নেই। একটি দালানের ওপর কিছু
যন্ত্রপাতিসহ একটি এন্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে।

উদ্দীপকের উঁচু টাওয়ারগুলাে কোন ধরনের মিডিয়া ব্যবহার করে?

19 / 25

19. 4Mbps ব্যান্ডউইথ পাওয়া যায় এমন সার্ভিসগুলাে হলাে –
i. ইন্টারনেট গেম কনসােল।
ii. অনলাইন HD মাল্টিপ্লেয়ার গেমিং
iii. HD ভিডিও কনফারেন্সিং

নিচের কোনটি সঠিক ?

20 / 25

20. কোন টপােলজিতে দুটি টার্মিনেটর থাকে?

21 / 25

21. মােবাইলের উন্নতির সময়কালকে কয়টি প্রজন্মে ভাগ করা হয়েছে?

22 / 25

22. ক্রায়ােসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি উৎপাদন ও বিপণনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

23 / 25

23. E-GP এর পূর্ণরূপ কী ?

24 / 25

24. উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিগুলাের মধ্যে নির্ভুলভাবে কর্মকর্তাদের
দাবি পূরণে কোনটি সবচেয়ে বেশি কার্যকর? [চ, বাে, ২০১৬]

25 / 25

25. কোনটি আবিস্কারের ফলে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয় ?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-03 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-05 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।