মডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
29

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. টেবিলের row height বাড়ানাের জন্য নিম্নের কোন attribute ব্যবহৃত হয়?

2 / 25

2. কোন ওয়েবসাইটকে ইন্টারনেটে যে কম্পিউটারে রাখা হয়, তাকে কী বলা হয়?

3 / 25

3. ইউসুফ একটি ওয়েবসাইট তৈরি করে তাতে তার ব্যক্তিগত সকল তথ্যের সাথে প্রয়ােজনীয় ছবি ও কার্টুন যুক্ত করল।

উসুফের কাজ কি বলা হয় ?

4 / 25

4. কোনটি আউটসোর্সিং-এর মার্কেট প্লেস ?

5 / 25

5. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
শুভ সাহেব এর ছোট ভাই নীল ইউএন মিশনে গেলেন। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মা এর সাথে নীলের কথা বলার ব্যবস্থা করেন। আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন।
উদ্দিপকে নীলের ব্যবহৃত প্রযুক্তিতে-
১. বিশেষ সফটওয়ার প্রয়োজন
২. টেলিমেডিসিন সেবা পাওয়া যাবে
৩. বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করবে

6 / 25

6. শরীফকে অভিনন্দন জানাতে ব্যাবহৃত প্রযুক্তির সাহায্য যেসব সুবিধা নেওয়া যাবে --
i. অনলাইন ব্যাংকিং
ii. আউটসোসিং
iii. ভার্চুয়াল ড্রাইভিং

7 / 25

7. কম্পিউটারের মধ্যে জৈবতথ্য নিয়ে গবেষণা করাকে কী বলে?

8 / 25

8. নিচের অনুচ্ছেদটি পড়
ববি দিনের বেশিরভাগ সময়ই মােবাইল ফোনে গেমস খেলে এমনকি রাত জেগেও সে মােবাইল ফোন ব্যবহার করে।

ববির এ অভ্যাসকে কি বলে ?

9 / 25

9. ক্রায়ােসার্জারির আদিরূপ হলাে –
i. ক্ষত ও প্রদাহের চিকিৎসায় শীতল তাপমাত্রা প্রয়োেগ ।
ii. লবণ ও পানির বরফ জমাট মিশ্রণের সাহায্যে চিকিৎসা
iii.তরল নাইট্রোজেনের মাধ্যমে ত্বকের রােগের চিকিৎসা

নিচের কোনটি সঠিক?

10 / 25

10. কোনটি বায়ােইনফরমেটিক্স-এর মূল উদ্দেশ্য--

11 / 25

11. double ডেটা টাইপের জন্য ফরমেট স্পেসিফায়ার কোনটি?

12 / 25

12. Float type চলকর জন্য মেমোরিতে কত বাইট জায়গায় প্রয়োজন হয় ?

13 / 25

13. নিচের উদ্দীপকটি পড়
#include
main (){
int a = 3, b;
b = 2* a; printf("%d", b);
}

পোগ্রাম রান করলে আউটপুট মান ৩ হবে যখন--

14 / 25

14. প্রােগ্রাম টেস্টিং এর পূর্ববর্তী ধাপ কোনটি?

15 / 25

15. নিচের কোন শব্দটি রূপক অর্থে ব্যবহৃত হয়?

16 / 25

16. IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কট তৈরি ব্রা যাবে?

17 / 25

17. কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব?

18 / 25

18. কত দূরত্ব পর্যন্ত Wi-Max বেস স্টেশন ইন্টারনেট অ্যাকসেস সুবিধা প্রদান করে?

19 / 25

19. GEO স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয় ?

20 / 25

20. কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত?

21 / 25

21. মডেমের কাজ হলাে-- [কু, বাে, ২০১৬]
i. ডেটা পাঠানো
ii. ডেটা গ্রহণ
iii. ডেটা সংরক্ষণ

নিচের কোনটি সঠিক?

22 / 25

22. F = RS + R S সমীকরণটি কোন গেইট নির্দেশ করে?

23 / 25

23. বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রযােজ্য--
i. ডিজিটাল সংকেত হিসেবে ব্যবহৃত হয়
ii. কম্পিউটারের বােধগম্য
iii. কম্পিউটারের সকল হিসাব নিকাশের ভিত্তি

নিচের কোনটি সঠিক?

24 / 25

24. (1F)₁₆ এর সাথে 1 যােগ করলে যােগফল কত হবে?

25 / 25

25. Octal সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? [যে. বাে.; দি. বাে, ২০১৬, ২০১৭]

Your score is

The average score is 24%

0%

Previous articleমডেল টেস্ট-03 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-05 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।