মডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. (0.875)₁₀ এর সমতুল্য বাইনারি সংখ্যা--

2 / 25

2. প্রদানকৃত ইনপুট পালসের সংখ্যা সিকুয়েন্সিয়াল সার্কিটকে কী বলে?

3 / 25

3. বুলিয়ান অ্যালজেবরায় 1.1 + (1 + 2) = কত?

4 / 25

4. 8 bit = কত Character?

5 / 25

5. বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়?

6 / 25

6. ডেটাবেজ প্রােগ্রাম ব্যবহার করে —
i. শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব ও উৎপাদনের তথ্য সহজে
সংরক্ষণ করা যায়।
ii. কাক্ষিত তথ্য দ্রুত উপস্থাপন করা যায়।
iii. প্রয়ােজনীয় রেকর্ডসমূহ সহজে খুঁজে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?

7 / 25

7. ডেটাবেজ সাজানাের প্রক্রিয়া হলো —[কু, বে, ২০১৭]
i. সর্টিং
ii. ইনডেক্সিং
iii. কুয়েরিং
নিচের কোনটি সঠিক?

8 / 25

8. কোন ফিল্ডটি প্রাইমারি কী হতে পারে?

9 / 25

9. তৃতীয় প্রজন্মের ইভেন্ট ড্রাইভেন প্রােগ্রামিং ভাষা কোনটি?

10 / 25

10. ইনসুলিন তৈরিতে ব্যবহৃত হয়—
i. Bacillus ব্যাকটেরিয়া
ii. E.coli ব্যাকটেরিয়া
iii. Yeast
নিচের কোনটি সঠিক?

11 / 25

11. উদ্দীপকের আলোতে
ডাঃ রাজ শহরে অবস্থান করেও পত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন । তিনি বন্ধুর আচিলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ।

পত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেয়ার প্রক্রিয়াটি হচ্ছে -- [য. বো. ২০১৯]
i. ভিডিও কনফারেন্স
ii. টেলিমেডিসিন
iii.ই-মেইল

12 / 25

12. নিচের কোনটি রােবট শব্দের অর্থ প্রকাশ করে?

13 / 25

13. মাইশার চালের বিপক্ষে কম্পিউটারও অনেক সময় চাল দিতে ভুল করে । কেননা, কৃত্তিম বুদ্ধিমত্তা --
i. তথ্য ও অভিজ্ঞতার আলােকে সিদ্ধান্ত গৃহীত হয়।
ii. দাবা খেলা সম্ভব নয়।
iii. লার্নিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

14 / 25

14. মহাশূন্যে পৃথিবীর কক্ষপথে স্থাপিত স্পেস স্টেশনগুলাের কার্যক্রম পরিচালিত হয়—
i. কম্পিউটার নিয়ন্ত্রিত রােবট দ্বারা
ii. বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে
ii. টেলিযােগাযােগ ব্যবস্থার সাহায্যে।
নিচের কোনটি সঠিক ?

15 / 25

15. সাধারণ DNA অণু ছাড়াও ব্যাকটেরিয়ার দেহে অতিরিক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তাকার যে DNA থাকে, তাকে কী বলে?

16 / 25

16. ২০১৮ সালে গার্মেন্টস শিল্প থেকে রপ্তানি বাণিজ্যের পরিমাণ কত?

17 / 25

17. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
ডা. রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আচিঁলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ী ফিরে যান।
বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে-
১. পার্শ্ব-প্রতিক্রিয়া কম হবে
২. রোগীর ব্যথা কম হবে
৩. সুস্থ হতে সময় কম  লাগে

18 / 25

18. উদ্দীপকের আলোতে
কাভিড -১৯ সংক্রমণের সময় ইবাদের স্কুল বন্ধ ছিল । তবে এ সময় তার শিক্ষকরা শিক্ষাক্রম বন্ধ না রেখে ঘরে বসে অবস্থান করেই পাঠদান কার্যক্রম চালিয়ে গেছেন ।
শিক্ষকদের পাঠদানে অংশ নিতে ইবাত যে অ্যাপ ব্যবহার করতে পারে --
i. Google Meet
ii. Skype
iii. Zoom

19 / 25

19. আমাদের দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি নতুন শিক্ষা ব্যবস্থা হচ্ছে --
i. ওয়েবভিত্তিক
ii. ইন্টারনেটভিত্তিক
iii. মাল্টিমিডিয়াভিত্তিক

20 / 25

20. নিচের উদ্দীপকটি পড় –
আইসিটি শিক্ষক ইকবাল স্যার সুস্ময়কে একটি টেবিল তৈরী করতে বলায় সুস্ময় ৪ কলমি ও ৫ রাে বিশিষ্ট একটি টেবিল করেছে। টেবিলটিতে ক্যাপশন হিসেবে কলেজের নাম দিতে বলা
হয়েছিল। কিন্তু সে কোন ক্যাপশন দেয়নি এবং টেবিলটিতে কোনো বর্ডারও নেই।

উদ্দীপকে উলিখিত টেবিলটিতে টেক্সটকে ডানদিকে Align করতে সুস্ময় নিচের কোন ট্যাগটি ব্যবহার করেছে ?

21 / 25

21. টেবিলের row height বাড়ানাের জন্য নিম্নের কোন attribute ব্যবহৃত হয়?

22 / 25

22. wwww এর পূর্ণরূপ কী?

23 / 25

23. দূরপাল্লার কমিউনিকেশনে বর্তমানে কত তরঙ্গ দৈঘ্যের লেজার বহুল ব্যাবহৃত হয় ?

24 / 25

24. ওয়েব ব্রাউজিং-এর জন্য প্রয়ােজনীয় ব্যান্ডউইথ--

25 / 25

25. কোন ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ডিভাইসের সংযােগ স্থাপন করে তথ্য আদান-প্রদানের নেটওয়ার্ককে কি বলে?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-03 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-05 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।