মডেল টেস্ট-03 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
29

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. সত্যক সারণিতে কোন গেইটের আউটপুট দেয়া আছে ?

2 / 25

2. আলফানিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়- [রা, বাে, ২০১৬]
i. ASCII code
ii. EBCDIC code
iii. Unicode

নিচের কোনটি সঠিক?

3 / 25

3. 16 ভিত্তিক সংখ্যায় ইংরেজি বর্ণমালার কয়টি প্রতীক রয়েছে?

4 / 25

4. কোন সংখ্যাটি বৃহত্তম?

5 / 25

5. x + xy এর সরলীকৃত মান কত?

6 / 25

6. ইউনিকোডের উদ্দেশ্য কী?

7 / 25

7. প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের? [ঢা. বাে, ২০১৭]

8 / 25

8. কে ইবিসিডিআইসি কোড উদ্ভাবন করেন?

9 / 25

9. লজিক গেইটে সর্বনিম্ন ইনপুটের সংখ্যা কতটি?

10 / 25

10. ই -কমার্সের এর সুবিধা হলো --
i. অর্থের খরচ কমে
ii. অধিকসংখ্যক পণ্য একস্থানে পাওয়া যায়
iii. সময় অধিক কম লাগে

নিচের কোনটি সঠিক ?

11 / 25

11. গােপনে এক দুষ্কৃতকারী Mirpur NH Alim Madrasha এর ডেটাবেজ সমৃদ্ধ কম্পিউটার লগইন করল । কিন্তু কোনো ক্রমেই সে তথ্য ওপেন করতে পারলাে না কিংবা নিয়েও তা ওপেন করতে
বার্থ হলো ।

দুষ্কৃতকারীর কর্মকান্ডটি হচ্ছে--

12 / 25

12. নিচের উদ্দীপকের আলোকে উত্তর দেও
মইন সাহেব একটি সরকারি দপ্তরে চাকরি করেন । তিনি সরকারি নির্দেশনা ও তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারভিউ
ব্যবহার করেন এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে জরুরি সিদ্বান্ত গ্রহণ করেন ।

উদ্দীপকের প্রযুক্তি দাপ্তরিক কার্যকর ব্যতীত আর যে ক্ষেত্রে ব্যাবহৃত হয় , তা হলো --
i. শিক্ষাক্ষেত্রে ii. গোয়েন্দা নজরদারিতে
iii. সামাজিক যোগাযোগে

13 / 25

13. কর পরিশোধ কখন বাংলাদেশে ই-পেমেন্ট পদ্ধতি চালু হয় ?

14 / 25

14. সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ হলো --

15 / 25

15. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
ডা. রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আচিঁলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ী ফিরে যান।
বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে-
১. পার্শ্ব-প্রতিক্রিয়া কম হবে
২. রোগীর ব্যথা কম হবে
৩. সুস্থ হতে সময় কম  লাগে

16 / 25

16. নিচের উদ্দীপকটি পড়–
#include
#include
void main (){
int. n, i. s;
scanf (%d", & n);
S = 0. for(i=1; i<= n, i++);
S = S +i, printf (“%d”, s);
getch ();
}

প্রােগ্রামটি রান করলে এবং কী-বাের্ডে 10 টাইপ করলে কত ফলাফল পাওয়া যাবে?

17 / 25

17. স্বয়ংক্রিয়ভাবে আপডেটেড সফটওয়্যার সেবার ক্ষেত্রে কোনটি সর্বোত্তম? [ম. বাে, ২০১৭]

18 / 25

18. কোন টপোলজি সম্প্রসারিত হয়ে ট্রি টপােলজিতে রূপান্তর করে?

19 / 25

19. একই সাথে ঊভর প্লে দিয়ে ডেটা স্থানান্তরের পদ্ধতিকে কি বলে?

20 / 25

20. কোনটি সবচেয়ে দ্রুতগতির ডেটা ট্রান্সমিটার ?

21 / 25

21. একটি সুইচ দিয়ে কয়টি LAN তৈরি করা যায়?

22 / 25

22. বর্তমানে যোগানকৃত ইউটিপি ক্যাবলের ডেটা ট্রান্সমিশন গতি সর্বোচ্চ কত এমবিপিএস ?

23 / 25

23. ডেটাবেজ-এর প্রাণ হলাে— [মা, বাে, ২০১৭]

24 / 25

24. ওয়েব সাইটের একক ঠিকানা-- [ঢা. বাে-১৯]

25 / 25

25. https://-এর ও কী নির্দেশ করে?

Your score is

The average score is 24%

0%

Previous articleমডেল টেস্ট-02 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।