মডেল টেস্ট-03 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
70

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. টেবলের হেডিং-এর জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহৃত হয়?

2 / 25

2. অ্যাট্রবিউটে কোন ভ্যালু লিখলে বর্ডার প্রদর্শিত হবে না?

3 / 25

3. বাংলাদেশে তৈরি প্রথম সার্চ ইঞ্জিন--

4 / 25

4. ১৬ ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট সংখ্যা এনকোডারের আউটপুট সংখ্যা কতটি হবে?

5 / 25

5. উদ্দীপকের বর্তনীর আউটপুট শূন্য পেতে হলে কোন দুইটি গেইট বিনিময় করতে হবে?

6 / 25

6. ডিকোডারে nটি ইনপুট থেকে আউটপুট পাওয়া যায়--

7 / 25

7. কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা ও বিশেষ | চিহ্নকে আলাদাভাবে CPU কে বােঝানাের জন্য বিটের (0,1) ভিন্ন ভিন্ন বিন্যাসের সাহায্যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এ অদ্বিতীয় সংকেতকে কী বলে?

8 / 25

8. কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করে?

9 / 25

9. x = y = 0 হলে x + y = কত?

10 / 25

10. (12A7C)16 = (x) হলে x = ?

11 / 25

11. x = 1 এবং y = 0 হলে, x + y = কত?

12 / 25

12. সি ভাষায় নতুন লাইন তৈরির ব্যাকফ্ল্যাশ ক্যারেক্টার কোনটি?

13 / 25

13. ফটোডিটেক্টরের কাজ কি?

14 / 25

14. উদ্দীপকের আলোতে
দোকানের নিরাপত্তার স্বার্থে রাকিব সাহেব সিসি ক্যামেরা লাগালেন। তিনি যে কোনাে স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে দোকানের অবস্থা দেখতে পারেন। প্রয়োজনে দোকানের কর্মচারীদের মৌখিক নির্দেশনাও দেন। তবে তিনি কথা বলাকালীন কর্মচারীদের কথা শোনা যায় না, আবার কর্মচারীরা কথা বলাকালীন তার কথা কর্মচারীদের কাছে পৌছায় না।

রাকিব সাহেবের ব্যাবহৃত ক্যামেরা নিচের কোনটিকে সমর্থন করেন ? [ম.বো.২০১৯]

15 / 25

15. CAN এর বিস্তিতি কত মিটার পর্যন্ত?

16 / 25

16. নিচের কোনটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বুঝায়?

17 / 25

17. উদ্দীপকের যে ফিন্ডগুলাে প্রাইমারি কী হতে পারে
i. নাম
ii. রােল নং
iii. রেজিঃ নং

নিচের কোনটি সঠিক?

18 / 25

18. নিচের কোন ফিল্ডের উপর ইনডেক্স করা হয় না? [য, বাে, ২০১৯]

19 / 25

19. যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত কৃত্রিম বুদ্বিমত্তা প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার হয়না ?

20 / 25

20. সুগার মিলগুলাে আখ চাষিদের জন্য কোন ব্যবস্থা চালু করেছে।

21 / 25

21. কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? (দি.বাে, ২০১৭)।

22 / 25

22. ডিজিটাল আইন প্রণীত হয় কত সালে?

23 / 25

23. আরমান মায়ের জন্য তার মেয়ে ও নাতির সাথে যোগাযোগের সহজ উপায় হতে পারে --

i. ফেসবুক ii. বিং
iii. স্কাইপি

24 / 25

24. ক্রায়ােসার্জারিতে রােগাক্রান্ত কোষের অবস্থান ও সীমানা নির্ধারণে নিচের কোনটি ব্যাবহৃত
হয় ?

25 / 25

25. চেকের আধুনিক সংরক্ষণ কি নামে ডাকা হয় ?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-02 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।