মডেল টেস্ট-03 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. শুভ সাহেবের ছোট ভাই নীল ইউএন মিশনে গেলেন । একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মায়ের সাথে নীলের কথা বলার ব্যবস্থা করলেন । আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন ।

উদ্দীপকে বিশ্বগ্রামের কোন উপাদানের ইঙ্গিত দেয়া হয়েছে ?

2 / 25

2. কোন তত্বের ওপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত ?

3 / 25

3. উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

4 / 25

4. নতুন ধরনের ক্রোমোজোম তৈরির কৌশলকে কী বলে? [সকল বাে. ২০১৮]

5 / 25

5. গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি দ্বারা-- [সি. বাে. ২০১৯]
i.বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়
ii. জীবের নতুন জিনােম আবিষ্কার করা যায়
iii.অর্থনৈতিক উন্নয়ন ঘটে

নিচের কোনটি সঠিক?

6 / 25

6. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
শুভ সাহেব এর ছোট ভাই নীল ইউএন মিশনে গেলেন। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মা এর সাথে নীলের কথা বলার ব্যবস্থা করেন। আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন।
উদ্দিপকে বিশ্বগ্রামের কোন উপাদানের ইঙ্গিত দেখানো হয়েছে ?

7 / 25

7. কর পরিশোধ কখন বাংলাদেশে ই-পেমেন্ট পদ্ধতি চালু হয় ?

8 / 25

8. গবেষণা তথ্য প্রযুক্তি প্রয়োগ করা হয় --
i. সিমুলেটর কিংবা যন্ত্রপাতি পরিচালনায়
ii. উপাত্ত সংরক্ষন ও পক্রিয়াকরণে
iii. গবেষকদের চিন্তাধারা একে অপরের কাছে প্রকাশ করতে

নিচের কোনটি সঠিক ?

9 / 25

9. কোন লুপটি কমপক্ষে একবার চলবে?

10 / 25

10. কম্পইলার ও ইন্টারপ্রেটার এর মধ্যে পার্থক্য রয়েছে-
১. প্রোগ্রামটি অনুবাদের ক্ষেত্রে
২. কাজের গতির ক্ষেত্রে
৩. ভূল প্রদর্শনের ক্ষেত্রে

11 / 25

11. কোন ভাষা লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না ?

12 / 25

12. অ্যালগরিদম হলাে-

13 / 25

13. নিচের উদ্দীপকটি পড় —
দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করল, যেখানে ওয়েবপেজসমূহ বহুস্তরে বিন্যস্ত। পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়ােজনীয় পদক্ষেপ
গ্রহণ করল।

ওয়েবসাইটটির স্ট্রাকচার কোনটি?

14 / 25

14. কোন নেটওয়ার্ক সিস্টেমের ব্যাপ্তি কয়েক মিটারের মধ্যে সীমাবদ্ধ--

15 / 25

15. ব্রড ব্যান্ডের ব্যান্ডউইথ কত?

16 / 25

16. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের সময়ে যে ধরনের ট্রান্সমিশন হয়, তা হচ্ছে--
i. সিনক্রোনাস
ii. ন্যারােব্যান্ড
iii. ফুল-ডুপ্লেক্স।

নিচের কোনটি সঠিক?

17 / 25

17. নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? [দি. বাে, ২০১৬]

18 / 25

18. কোন সময় রােমিং সিস্টেম চালু হয়?

19 / 25

19. ডি মরগ্যান-এর উপপাদ্য কোনটি?

20 / 25

20. কোন সার্কিটের সাহায্যে কম্পিউটারের বােধগম্য ভাষা হতে মানুষের বােধগম্য ভাষায় রূপান্তর করা যায়?

21 / 25

21. নিচের উদ্দীপকটি পড়
'Q' নির্বাচনী পরীক্ষায় ICT বিষয়ে (100)₈ নম্বর পেয়েছে।

উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির আগের সংখ্যা কত? (ব, বাে. ২০১৯)

22 / 25

22. দশমিক ভগ্নাংশ সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করার জন্য ঐ সংখ্যাটিকে বাইনারি সংখ্যার ভিত্তি 2 দিয়ে বার বার কী করতে হয় ?

23 / 25

23. BCD কোড —
i. প্রকাশে বাইনারির চাইতে অধিক সংখ্যক বিট দরকার
ii. সুপার কম্পিউটারে ব্যবহৃত হয়
iii. ইংরেজি অক্ষর প্রকাশে ব্যবহৃত হয়

নিচের কোনটি সঠিক?

24 / 25

24. 2's Complement এর নির্ণয়ের সূত্র নিম্নরূপ--

25 / 25

25. নিচের উদ্দীপকটি পড়—-
একটি কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য ডেটাবেজের মাধ্যমে সংরক্ষণের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি বাস্তবায়নের পর ফলাফলের ভিত্তিতে দুর্বল শিক্ষার্থীদের তালিকা আলাদাভাবে প্রদর্শনের ব্যবস্থা নিলেন।

অধ্যক্ষের সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে—-
i. তথ্যসমূহের সব ধরনের নিরাপত্তা দেয়া যাবে
ii. তথ্যসমূহের যেকোনাে ধরনের বিন্যাস সম্ভব হবে
iii. অতিদ্রুত শিক্ষার্থীদের ডেটা উপস্থাপন করা যাবে

নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-02 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।