মডেল টেস্ট-03 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
74

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. নিচের উদ্দীপক অনুসারে
একটি ওয়েবসাইটের ৪ নম্বর পেজে 300x300 সাইজের pic.jpg নামের একটি ছবি সংযুক্ত রয়েছে। তবে সমস্যা হলাে এক পেজ হতে অন্য পেজে যাওয়া যাচ্ছে না।
সাইটটির সমস্যা সমাধানে প্রয়ােজনীয় ট্যাগ—

2 / 25

2. HTTP- এর পূর্ণরূপ কী ?

3 / 25

3. কয়েকটি রাে জুড়ে একটি সেল তৈরি করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়?

4 / 25

4. টেবিল তৈরি করার জন্য নিচের কোন ট্যাগটি দিতে হবে?

5 / 25

5. RDBMS-এর বৈশিষ্ট্য হচ্ছে — [কু, বে, ২০১৬]
i. নানা ধরনের চাট ব্যবহার করা যায়।
ii. অবজেক্টের জন্য OL টাইপ ব্যবহার করা যায়
iii. অ্যাপ্লিকেশন প্রােগ্রাম তৈরি করা যায় ।
নিচের কোনটি সঠিক?

6 / 25

6. কম্পিউটার নিয়ন্ত্রিত রােবটের সাহায্যে বড় বড় কারখানা কর হয়--
i. পরিশ্রমসাধ্য কাজ
ii. সহজ কাজ
iii. বিপজ্জনক কাজ

নিচের কোনটি সঠিক ?

7 / 25

7. রােবটিক্সের অধিভুক্ত বিষয় হলাে--
i. বিজ্ঞান
ii.রসায়ন
iii. ইঞ্জিনিয়ারিং
নিচের কোনটি সঠিক ?

8 / 25

8. নিচের উদ্দীপকের আলোতে
শরীফ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি 3G ফোনে টেক্সট লিখে দেশে-বিদেশে আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবকে জানায় ।
তাদের কেউ কেউ ভিডিও কল এবং কেউ কেউ ফেসবুক-এর মাধ্যমে শরীফকে অভিনন্দন জানায় ।

শরীফের খবরটি পাঠানো হয়েছিলো যেভাবে --

9 / 25

9. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও
মি. ক ফ্লাইট সিমুলেটেরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক এুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়। [রা.বো.১৯]
দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরনের জন্য ব্যবহৃত হতে পারে-

10 / 25

10. জেনেটিক ইঞ্জিনিয়ারিং সফলভাবে প্রয়োগ হচ্ছে--
i. শিল্পক্ষেত্রে
ii. কৃষিক্ষেত্রে।
iii. চিকিৎসাক্ষেত্রে
i. চিকিৎসাক্ষেত্রে
নিচের কোনটি সঠিক ?

11 / 25

11. টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলা হয় ?

12 / 25

12. (10)₂ এর সমতুল দশমিক সংখ্যা কত?

13 / 25

13. কোনটি বুলিয়ান অ্যালজেবরার মৌলিক উপপাদ্য? [সি. বাে. ২০১৯]

14 / 25

14. একটি ডিকোডারের আউটপুট ৩২ পেতে চাইলে, ইনপুট কত দিতে হবে?

15 / 25

15. 1, 8, F ধারাটির পরবর্তী মান কত?

16 / 25

16. AND ও NOT গেইট মিলে কোন গেট হয় ?

17 / 25

17. কোন পদ্ধতিতে প্রতীক বা চিহ্ন যেখানেই ব্যবহার করা হােক, তার মান একই থাকে?

18 / 25

18. দ্বৈতনীতির নিয়ম হলাে--
i. 0 এর পরিবর্তে ব্যবহার করা
ii. 1 এর পরিবর্তে 0 ব্যবহার করা
iii. অ্যান্ড (.) ও অর (+) এর মান পরস্পর বিনিময় করা

নিচের কোনটি সঠিক?

19 / 25

19. অক্টাল সংখ্যা পদ্ধতিকে বাংলায় কী বলা হয়?

20 / 25

20. বুলিয়ান গুণ 1.1 = কত?

21 / 25

21. যদি P,Q,R,S চারটি বুলিয়ান চলক হয়, তবে এদের দ্বারা সর্বোচ্চ কয়টি কম্বিনেশন তৈরি করা সম্ভব?

22 / 25

22. নিচের উদ্দীপকটি পড়
একটি অফিসের দুটি কক্ষ থেকে দুজন কম্পিউটার অপারেটর একটি প্রিন্টার থেকে প্রিন্ট দিতে পারেন। অফিসের পরিচালক কম্পিউটার ব্যবহার করে বিশেষ ব্যবস্থায় তার ছেলের সাথে
প্রবাসী মেয়ের কথা বলিয়ে দিলেন।

উদ্দীপকে প্রিন্টিং-এর ক্ষেত্রে নেটওয়ার্কের ধরন হলাে- [দি, বাে.-২০১৯]

23 / 25

23. একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপােলজি সংযুক্ত থাকে? [দি, বাে, ২০১৬]

24 / 25

24. হাইব্রিড নেটওয়ার্ক কিসের সমন্বয়ে গঠিত?

25 / 25

25. নিচের কোনটি রাউটারের চেয়ে দ্রুতগতিসম্পন্ন?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-02 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।