মডেল টেস্ট-02 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. স্মার্ট হোমে বিভিন্ন ডিভাইস দ্বারা নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় ব্যবস্থা হলো ___
i. ফায়ার সিস্টেম
ii. গ্যারেজ সিস্টেম
iii. তাপ নিয়ন্ত্রক ব্যবস্থা

নিচের কোনটি সঠিক ?

2 / 25

2. ন্যানাে প্রযুক্তির মাধ্যমে সম্ভব হচেছ--
i.বৃহৎ স্কেলে পণ্যোৎপাদন
ii. সূক্ষ্ম ও ছােট পণ্যোৎপাদন।
iii. বর্জ্য পরিষ্কারকরণ
নিচের কোনটি সঠিক?

3 / 25

3. আঙুলের ছাপচিত্র তৈরিতে ফিঙ্গার প্রিন্ট মেশিন বিবেচনা করে--
i.আঙুলের রেখার বিন্যাস
ii. ত্বকের টিস্যু
iii.রক্তের গ্রুপ
নিচের কোনটি সঠিক?

4 / 25

4. কোনটি বায়ােইনফরমেটিক্সের বৈশিষ্ট্য?

5 / 25

5. ভার্চুয়াল রিয়ালিটি মূলত-

6 / 25

6. a2i এর পূর্ণরূপ কী?

7 / 25

7. ই -কমার্সের সুবিধা কোনটি ?

8 / 25

8. শামীমের যন্ত্রটি ব্যবহার করে --
i. শিল্পকারখানায়
ii. চিকিৎসা ক্ষেত্রে
iii. গৃহ ব্যথাপনায়
নিচের কোনটি সঠিক ?

9 / 25

9. GIS-এর অর্থ কী?

10 / 25

10. মাইশার চালের বিপক্ষে কম্পিউটারও অনেক সময় চাল দিতে ভুল করে । কেননা, কৃত্তিম বুদ্ধিমত্তা --
i. তথ্য ও অভিজ্ঞতার আলােকে সিদ্ধান্ত গৃহীত হয়।
ii. দাবা খেলা সম্ভব নয়।
iii. লার্নিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

11 / 25

11. প্রােগ্রাম তৈরির ধাপে কোডিং হলাে–

i.সমস্যা বিশ্লেষণের সাথে সম্পর্কিত
ii. প্রােগ্রামিং ভাষার সাহায্যে করা
iii. প্রােগ্রাম তৈরির পর ভুল খোজা
নিচের কোনটি সঠিক?

12 / 25

12. নিচের কোনটি জনপ্রিয় একটি ইউনিকোড ক্যারেক্টার সেট?

13 / 25

13. HTML কোড

H2O/p>-এর ফলাফল কোনটি?

14 / 25

14. নিচের উদ্দীপকের আলোতে
মবিন নোটপ্যাড এডিটর ব্যবহার করে New Word/ নিউ ওয়ার্ড নামে একটি HTML ডকুমেন্ট তৈরী করলো ।

মবিন তার New Word ডকুমেন্ট পাবে--
i.ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করে
ii.গুগল ক্রোম ব্যবহার করে
iii. মজিলা ফায়ারফক্স ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?

15 / 25

15. একটি পেইজের সাথে অন্য পেইজের সংযােগকে HTML এর ভাষায় কি বলে?

16 / 25

16. নিচের উদ্দীপকটি পড়

HSC Exam

উদ্দীপকে ব্যবহৃত রঙের সমতুল্য হেক্সাডেসিমাল কোড হচ্ছে--

17 / 25

17. 101₂ + 100₂ = ?

18 / 25

18. কোন কোডিং-এর সাথে মিল রেখে EBCDIC কোড তৈরি করা হয়েছিল?

19 / 25

19. NAND গেইটের আউটপুটকে NOT গেইটের মধ্যে দিয়ে প্রবেশ করালে কোন গেইট পাওয়া যায়?

20 / 25

20. যদি A ও B দুইটি চলক হয়, তবে এদের দ্বারা সর্বোচ্চ কয়টি কম্বিনেশন তৈরি করা সম্ভব?

21 / 25

21. ডেটা ট্রান্সফরমার ও হার 4G নেটওয়ার্কে সর্বোচ্চ কত?

22 / 25

22. কোনটি সবচেয়ে দ্রুতগতির ডেটা ট্রান্সমিটার ?

23 / 25

23. উদ্দীপকের আলোতে
কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময় তারা কথা বলতে পারে না ।

তারা কোন ডেটা ট্রান্সমিশন মােড ব্যবহার করেন? [কু. বাে. ২০১৬]

24 / 25

24. একটি চ্যানেল দিয়ে ৩ সেকেন্ডে ৮১০০ বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ড্উইথ কত?

25 / 25

25. সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেজ ব্যবহারের ফলে সরকারের—[র, বো, ২০১৯]
i.দক্ষতা বৃদ্ধি পাবে
ii.স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে
iii.সেবার মান কমবে পাবে
নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-03 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।