মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. বায়োমেট্রিক পদ্ধতিতে সিমকার্ড নিবন্ধন শুরু করা হয় ১ম ও ২য় দেশ কী কী ?

2 / 25

2. উদ্দীপকের আলোতে
মিঃ সালাম উচ্চ ফলনশীল ধান উৎপাদন নিয়ে গবেষণা করছেন। তার কপালের টিউমারটি চিকিৎসক -20°C তাপমাত্রার তরল
নাইট্রোজেন ব্যবহার করে অপসারণ করেন।

চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি হচ্ছে-- [সি. বাে. ২০১৯]

3 / 25

3. ন্যানো রোবট-এর ব্যবহার ক্ষেত্র কোনটি ?

4 / 25

4. তথ্য ও যােগাযােগ সংক্রান্ত যন্ত্রপাতি অত্যধিক ব্যবহারের ফলে--
i. চোখের ওপর চাপ পরে
ii. ঘাড় ও পিঠের কেন্দ্র চালু
iii. কর্মসন্থানের সুযোগ সৃস্টি
নিচের কোনটি সঠিক ?

5 / 25

5. Virtual Reality তে ব্যবহৃত সরঞ্জাম--
i. HMD:Head Mounted Display
ii. Gloves
iii. Keyboard

নিচের কোনটি সঠিক?

6 / 25

6. HTML এ

Tag ব্যবহার করা হয়--

7 / 25

7. দশমিক সংখ্যা পদ্ধতি কয়টি অঙ্ক ব্যবহার করে গড়ে উঠেছে?

8 / 25

8. সংখ্যা, অক্ষর, বিশেষ চিহ্ন ইত্যাদি নির্দেশ করার জন্য ব্যবহৃত হয় কোনটি?

9 / 25

9. ১৭৩ সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ?

10 / 25

10. দশমিক সংখ্যা 572.36 এ LSD কোনটি ?

11 / 25

11. কোনাে ডেটাবেজ রেকর্ডের ক্ষুদ্রতম অংশকে কি বলে?

12 / 25

12. নিচের কোনটি ডেটা এনক্রিপশনের অংশ নয়? [সি. বাে, ২০১৭]

13 / 25

13. "UPDATE" কোন কুয়েরির অন্তর্ভুক্ত?

14 / 25

14. মূল ডেটাকে অন্য ফরমেটে পরিবর্তনের পদ্ধতি কোনটি?

15 / 25

15. কোনো ডেটাবেজের আওতায় থাকতে পারে--
1. এক বা একাধিক ডেটা টেবিল, কুয়েরি
ii. ফর্ম, রিপাের্ট
iii. ম্যাক্রো ও মডিউল
নিচের কোনটি সঠিক?

16 / 25

16. কম্পাইলারের সুবিধা হলাে
i. সম্পূর্ণ প্রােগ্রামটি একবারে অনুবাদ করে
ii. প্রােগ্রামে ডিবাগিং ও টেস্টিং দ্রুতগতি সম্পন্ন
iii. ভুল থাকলে তা মনিটরে প্রদর্শন করে।
নিচের কোনটি সঠিক?

17 / 25

17. include
main()
int x;
for (x = 5; x<= 10; x++)
printf("%d", x);
if (x = =6)
Break;
}
}

প্রােগ্রামটির আউটপুট কোনটি?

18 / 25

18. নিচের কোনটি কম্পাইলার?

19 / 25

19. মেশিন ভাষা -
১. অন্যান্য ভাষা হতে দ্রুত নির্বাহ হয়
২. যন্ত্রের ওপর নির্ভরশীল থাকে
৩. তারাতারি প্রোগ্রাম লেখা যায়

20 / 25

20. নিচের উদ্দীপকটি পড়—
প্রােগ্রামার ইকবালকে তার কোম্পানির সিস্টেম এনালিস্ট হাসান চিত্রের মাধ্যমে একটি প্রােগ্রাম কীভাবে রচনা করা হবে তা দেখিয়ে দিল। ইকবাল এর আলােকে প্রােগ্রাম রচনা শুরু করল।
উদ্দীপকে উল্লিখিত বিষয়টির বৈশিষ্ট্য হলাে–

i. জ্যামিতিক বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রােগ্রামের পরিকল্পনা
ii. প্রােগ্রাম প্রবাহের দিক অনুধাবন করা যায়
iii. ধাপে ধাপে সমস্যা সমাধান করার পদ্ধতি
নিচের কোনটি সঠিক?

21 / 25

21. কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা?

22 / 25

22. ফ্লোচার্টের মৌলিক ছাঁচ কয়টি?

23 / 25

23. 4Mbps ব্যান্ডউইথ পাওয়া যায় এমন সার্ভিসগুলাে হলাে –
i. ইন্টারনেট গেম কনসােল।
ii. অনলাইন HD মাল্টিপ্লেয়ার গেমিং
iii. HD ভিডিও কনফারেন্সিং

নিচের কোনটি সঠিক ?

24 / 25

24. কোনটি ব্লু-টুথ স্ট্যান্ডার্ড?

25 / 25

25. বিভিন্ন ব্যক্তি কিংবা যন্ত্রের মধ্যে তথ্য আদান-প্রদানের প্রক্রিয়াকে কি বলে ?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-06 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
Next articleমডেল টেস্ট-02 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।