মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
70

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. বাইনারি নিয়মে গুণ করা মানে--

2 / 25

2. নিচের সত্যক সারণিটি কোন গেইট নির্দেশ করে?

3 / 25

3. (10000.111000)₂ (101.01001)₂ = ?

4 / 25

4. কোনটি মৌলিক উপপাদ্য? [ব. বাে, ২০১৭]

5 / 25

5. বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রযােজ্য--
i. ডিজিটাল সংকেত হিসেবে ব্যবহৃত হয়
ii. কম্পিউটারের বােধগম্য
iii. কম্পিউটারের সকল হিসাব নিকাশের ভিত্তি

নিচের কোনটি সঠিক?

6 / 25

6. NAND গেইটের আউটপুটকে NOT গেইটের মধ্যে দিয়ে প্রবেশ করালে কোন গেইট পাওয়া যায়?

7 / 25

7. অনলাইন গবেষণাপত্র প্রকাশ করা হলে তাকে কি বলে ?

8 / 25

8. চন্দ্রে অবতরণকারী প্রথম মনুষ্যবাহী মহাকাশযানের নাম--

9 / 25

9. উদ্দীপকে নীলের ব্যাবহৃত প্রযুক্তিতে--
i. বিশেষ সফটওয়্যার প্রয়োজন
ii. টেলিমেডিসিন সেবা পাওয়া যাবে
iii. বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করবে ।

10 / 25

10. আটিফিশিয়াল ইন্টেলিজেন্স' শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়ে দেন কে ?

11 / 25

11. কৃত্রিম বুদ্ধিমত্তা সংযােজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে?

12 / 25

12. ATM এর পূর্ণরূপ কি?

13 / 25

13. ইনডেক্স করা হয়---
i.একটি ফিল্ডের ওপর
ii.দুইটি ফিল্ডের ওপর
iii. একাধিক শিল্পের ওপর

নিচের কোনটি সঠিক?

14 / 25

14. কম্পইলার ও ইন্টারপ্রেটার এর মধ্যে পার্থক্য রয়েছে-
১. প্রোগ্রামটি অনুবাদের ক্ষেত্রে
২. কাজের গতির ক্ষেত্রে
৩. ভূল প্রদর্শনের ক্ষেত্রে

15 / 25

15. জেরি সি ভাষায় একটি প্রােগ্রাম রচনা করে যাতে দুইটি সংখ্যার যােগফল নির্ণয় করা যায়। প্রােগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়।
উদ্দীপকে উ সমস্যার কারণ কোনটি?

16 / 25

16. প্রোগ্রামের ভাষায় লেখা প্রােগ্রামকে কি বলা হয়? [সি, বাে, '১৬]

17 / 25

17. ডেটা সংঘর্ষ এড়ানাের জন্য সুইচ প্রতিটি কম্পিউটারের কী ব্যবহার করে?

18 / 25

18. কোনটি ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার?

19 / 25

19. নিচের উদ্দীপকটি পড়
কামাল রেজা সাহেব ঢাকায় অবস্থিত তার অফিসের বিভিন্ন শাখায় তথ্য আদান-প্রদানের জন্য কয়েকটি কম্পিউটারের মধ্যে সংযােগ স্থাপন করলেন। এখন তিনি ডেটার গতি বৃদ্ধির জন্য
কমিউনিকেশনের মাধ্যম পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

কামাল রেজা সাহেবের সিদ্ধান্তের ফলাফল কী হবে?

20 / 25

20. নিচের কোনটি বর্তমানে প্রাপ্ত অপটিক্যাল ফাইবারের ডেটা পরিবহনের হারের সীমা নির্দেশক ?

21 / 25

21. নেটওয়ার্কটি কোন ধরনের টপােলজি? [সি.বাে, ২০১৭]

22 / 25

22. উদ্দীপকের আলোতে
MTV-এর টকশােতে বিশেষজ্ঞদের একজন ঢাকার বারিধারার বাসা থেকে, একজন চট্টগ্রামের লালখান বাজার থেকে এবং অন্যজন যুক্ত রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে । আলোচনায় ড. আলী রিয়াজের যুক্ত থাকার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তাকে সংযুক্ত করা হয়নি ।

উদ্দীপকে কোন ধরনের ট্রান্সমিশন মােড় তৈরি হয়েছে?

23 / 25

23. নিচের উদ্দীপকটি পড়
মনিমার কলেজটি ৩ তলা তাদের কম্পিউটার শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল কম্পিউটার একই
নেটওয়ার্কের আওতায় আনবেন।

কলেজটির নেটওয়ার্ক গড়ে উঠতে পারে-- [দি.বাে, ২০১৭]

i. ক্যাবল ব্যবহারের মাধ্যমে।
ii. স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে
iii. রেডিও লিঙ্ক ব্যবহারের মাধ্যমে।

নিচের কোনটি সঠিক?

24 / 25

24. মােবাইল শব্দের অর্থ---

25 / 25

25. নিচের কোন প্রতিষ্ঠান ব্লুটুথ-এর উদ্ভাবক?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-06 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
Next articleমডেল টেস্ট-02 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।