মডেল টেস্ট-06 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম 0% 0 Created by Liaquat Talukder মডেল টেস্ট-06 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম 1 / 50 1. ব্যক্তির নাম কোন ধরনের ডেটা? [রা, বাে-১৬.; দি, বাে-১৬] a. Record b. Number c. Value d. Text 2 / 50 2. Auto Number টাইপের ডেটা দ্বারা —i. ডেটাবেজকে অন্যান্য প্রোগ্রামে নেয়া যায়ii. অন্যান্য প্রােগ্রামকে ডেটাবেজে আনা যায়iii. স্বয়ংক্রিয়ভাবে ধারাবাহিক ডেটা এন্ট্রি হয়ে যায়নিচের কোনটি সঠিক? a. iii b. i,ii ও iii c. ii ও iii d. i 3 / 50 3. কুয়েরি ভাষার উদাহরণ হচ্ছে--i. QBEii. SQLiii. QUELনিচের কোনটি সঠিক ? a. i,ii ও iii b. i c. i ও iii d. i ও ii 4 / 50 4. ডেটার গোপনীয়তা রক্ষায় গৃহীত ব্যবস্থা কোনটি? [ঢা. বা. ২০১৬] a. প্লেইন টেক্সট b. এনক্রিপশন c. ইনডেক্সিং d. সর্টিং 5 / 50 5. উদ্দীপকটি পড়---কোন একটি কলেজের তিন হাজার ছাত্রের জন ডেটাবেজে পরীক্ষা সম্পর্কিত তথ্যের জন্য exam তথ্যের জন্য personal নামক ডেটা ফাইল তৈরি করা হয় । উভয় ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য কোন ফিল্ডটি অত্যাবশ্যক? a. Salary b. Name c. Roll d. Age 6 / 50 6. যদি ডেটাবেজে প্রচুর তথ্য সংরক্ষিত থাকে, তবে — i. ডেটা দ্রুত খুঁজে পেতে ইনডেক্সিং প্রয়োজনii. এমনিতেই ডেটা দ্রুত খুঁজে পাওয়া যায়iii. ডেটা খুঁজে বের করা সময়সাপেক্ষ নিচের কোনটি সঠিক? a. i b. i,ii ও iii c. i ও iii d. ii ও iii 7 / 50 7. নিচের কোনটি Action Query? [সি. বাে. ২০১৯] a. Crosstab b. Select c. Parameter d. Update 8 / 50 8. ডেটা এনক্রিপশন সংশ্লিষ্ট বিষয় হলাে—ii. সাইফার টেক্সটi. প্লেইন টেক্সটiii. কীনিচের কোনটি সঠিক? a. i ও ii b. i,ii ও iii c. ii ও iii d. i ও iii 9 / 50 9. ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি? a. বর্ণ ফিল্ড রেকর্ড ডেটাবেজ b. ফিল্ড রেকর্ড টেবিল ডেটাবেজ c. রেকর্ড → ফিল্ড → তথ্য → ডেটাবেজ d. রেকর্ড → ফিল্ড → বর্ণ ডেটাবেজ 10 / 50 10. ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS-এর প্রধান কাজ হচ্ছে – [চ, বাে, ২০১৬]i. ডেটাবেজ তৈরি করাii. ডেটা এন্ট্রি ও সংরক্ষণ করাiii. রিপাের্ট তৈরি ও প্রিন্ট করানিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. i ও ii c. i ও iii d. i 11 / 50 11. একই ধরনের ডেটা থাকে কোনটিতে? | [ঢা, বাে. ২০১৭] a. ডেটা টেবিলে b. সম্পর্কযুক্ত ফিল্ডে c. কুয়েরি d. ফিন্ডে 12 / 50 12. বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়? a. ডেটাবেজ সফটওয়্যার b. স্প্রেডশিট সফটওয়্যার c. প্রেজেন্টেশন সফটওয়্যার d. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার 13 / 50 13. নিচের উদ্দীপকটি পড় ---একটি ডেটাবেজে দুইশত ছাত্রের তথ্য সংরক্ষিত আছে। প্রতিটি ছাত্রের নাম, রােল নম্বর, জন্ম তারিখ ও জিপিএ সংবলিত ৪টি করে ফিল্ড আছে।উল্লিখিত ডেটাবেজে রেকর্ডের সংখ্যা কয়টি? a. ৩৪৫ b. ২০০ c. ৫৪৪ d. ৪ 14 / 50 14. কুয়েরি বলতে কী বুঝ? [ঢা. বাে, ২০১৬] a. ডেটাবেজের টেবিলসমূহ সাজিয়ে রাখা b. ডেটাবেজে ফাইলসমূহ যথাযথ সংরক্ষণ করা c. প্রয়ােজনমাফিক ডেটা সরবরাহ করা d. ডেটাবেজে ডেটা সবসময় আপডেট রাখা 15 / 50 15. একজন শিক্ষার্থীর বায়ােডাটাতে Photograph কোন ধরনের ডেটা--- [কু, বাে, ২০১৯] a. OLE Object b. Hyperlink c. Number d. Memo 16 / 50 16. নিচের কোনটি ফরেন কী? যখন একটি টেবিলের অ্যাট্রিবিউট Roll, Academic Year এবং অপর একটি টেবিলের অ্যাট্রিবিউট Roll, Marks, Grade. a. Marks b. Roll c. Grade d. Academic Year 17 / 50 17. কোনটি সর্বাধিক ব্যবহৃত অবাণিজ্যিক RDBMS সফটওয়্যার? a. SQL Server b. MYSQL c. MS Access d. DB-2 18 / 50 18. ডেটাবেজের ভিত্তি কোনটি? [সি, বাে, ও য. বাে, ১৯, চ. বাে, ২০১৬] a. ফিন্ড b. টেবিল c. টেক্সট d. রেকর্ড 19 / 50 19. নিচের কোনটি ডেটাবেজ প্রােগ্রাম? a. অ্যাডা b. নােটপ্যাড c. পাইথন d. ওরাকল 20 / 50 20. Table-A এর Dist ফিল্ডের উপর A – Z সর্টিং করলে Roll ফিল্ডের মানের ক্রম হবে— [ব, বাে, ২০১৭] a. 3, 1, 2, 4 b. 4, 3, 2, 1 c. 2, 3, 4, 1 d. 4, 2, 1, 3 21 / 50 21. কোন ফিন্ডটি প্রাইমারি কী হতে পারে? [র, বাে, ২০১৬] a. Mobile No. b. Number c. Address d. Currency 22 / 50 22. নিচের উদ্দীপকটি পড়—একটি কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য ডেটাবেজের মাধ্যমে সংরক্ষণের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি বাস্তবায়নের পর ফলাফলের ভিত্তিতে দুর্বল শিক্ষার্থীদের তালিকা আলাদাভাবে প্রদর্শনের ব্যবস্থা নিলেন।তালিকা প্রদর্শনের পদ্ধতি কোনটি? a. সর্টিং b. কুয়েরি c. ইনডেক্সিং d. এনক্রিপশন 23 / 50 23. রিলেশনাল ডেটাবেজ ডেটাকে কোন উপায়ে সংরক্ষণ করা হয়? a. TABLE b. XML c. HTML d. FILE 24 / 50 24. ডেটাবেজ সফটওয়্যারের সাহায্যে তৈরি করা যায়- (ঢা, বাে, ২০১৬)i. বিশেষ অ্যাপ্লিকেশন প্রােগ্রাম।ii, ডেটা প্রদানের ইন্টারফেসiii. প্রয়ােজন অনুযায়ী প্রতিবেদন।নিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. i ও ii c. i ও iii d. i 25 / 50 25. Date of Admission ফিল্ডের জন্য মেমােরিতে কত বাইট জায়গা প্রয়ােজন? [চ, বাে. ২০১৯] a. 8 b. 4 c. 2 d. 32 26 / 50 26. ১ম টেবিলটির শেষ ফিল্ডের ডেটা টাইপ কোনটি? [বি. বাে, ২০১৬]i. Textii. Numberiii. Date/Timeনিচের কোনটি সঠিক? a. i b. ii ও iii c. i,ii ও iii d. ii 27 / 50 27. ডেটাসমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কী বলা হয়? a. ডেটাবেজ b. কুয়েরি c. ফাইল d. ফিল্ড 28 / 50 28. ডেটাবেজে Yes/No ডেটার সাইজ কত বাইট? a. ৪ b. ২ c. ১ d. ৩ 29 / 50 29. যে রােল নম্বরগুলাে না পেয়েছে, তাদের দ্রুত খুঁজে বের করা যা কোন পদ্ধতিতে? [দি, বাে, ২০১৩] a. সটিং b. সার্চিং c. কুয়েরি d. ইনডেক্সিং 30 / 50 30. কুয়েরি হলো-- a. ডেটাবেজ ফাইল সংরক্ষণ করা b. ডেটাবেজ আপডেট রাখা c. ডেটাবেজ থেকে কিছু খুঁজে বের করা d. ডেটাবেজ ফাইল সাজানাে 31 / 50 31. রিলেশনাল ডেটাবেজে সর্বনিম্ন ফাইলের সংখ্যা কয়টি? a. তিনটি b. চারটি c. দুটি d. ছয়টি 32 / 50 32. ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? [চ, বাে. ২০১৭] a. ৫১২ b. ৬৫৪ c. ৩২৪ d. ২৫৫ 33 / 50 33. একটি রেকর্ডের সাথে অনেকগুলাে রেকর্ড সম্পর্কযুক্ত হয় কোনটিতে? [সি, বাে, '১৭] a. Many to many b. One to many c. One to one d. Many to one 34 / 50 34. ডেটাবেজ প্রােগ্রাম ব্যবহার করে —i. শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব ও উৎপাদনের তথ্য সহজেসংরক্ষণ করা যায়।ii. কাক্ষিত তথ্য দ্রুত উপস্থাপন করা যায়।iii. প্রয়ােজনীয় রেকর্ডসমূহ সহজে খুঁজে পাওয়া যায়নিচের কোনটি সঠিক? a. i ও iii b. i,ii ও iii c. i ও ii d. i 35 / 50 35. প্রত্যেকটি এট্রিবিউটে যে মান থাকে, তাকে কী বলে? a. ফিল্ড b. ভ্যালু c. ডেটা d. রেকর্ড 36 / 50 36. উদ্দীপকটি পড় —৪০ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রীর তথ্য রয়েছে। প্রত্যেক রেকর্ডে একটি ডেটাবেজে রােল, নাম, জন্ম তারিখ, এবং GPA নামক চারটি ফিন্ড আছে।প্রাইমারি কী হিসেবে ব্যবহৃত হতে পারে–-i. Rollii. Nameiii. GPAনিচের কোনটি সঠিক ? a. i,ii ও iii b. i c. i ও ii d. i ও iii 37 / 50 37. কোনটি ডেটা বেজের সবচেয়ে বড় ডেটা টাইপ? a. টেক্সট b. মেমাে c. নাম্বার d. কারেন্সি 38 / 50 38. নিচের কোনটি ডেটাবেজ সফটওয়্যার? [দি, বাে, ২০১১] a. এমএস ফন্ট পেজ b. এমএস এক্সেস c. এমএস এক্সেল d. এমএস পাওয়ার পয়েন্ট 39 / 50 39. কোন সম্পর্কটি সঠিক? a. সার্ডিং খোঁজা b. সার্ডিং শনাক্ত c. ইনডেক্সিং সাজানো d. কুয়েরি বাছাই 40 / 50 40. Foreign Key এর সাথে Primary Key এর রিলেশন কীরূপ?[দি. বাে, ২০১৭] a. many to many b. one to one c. many to one d. one to many 41 / 50 41. ডেটাবেজ থেকে ডেটা খুঁজে বের করতে ব্যবহৃত হয়? a. জয়েনিং b. সর্টিং c. ইনডেক্সিং d. সিলেক্টিং 42 / 50 42. ডেটা টেবিলে ইমেজ সংযােজনের জন্য কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করতে হয়? [রা. বাে. ২০১৯] a. OLE Object b. Calculated c. Logical d. Lookup wizard 43 / 50 43. নিচের উদ্দীপকটি পড়জহির, সাহেব তার প্রতিষ্ঠানের প্রতিদিনের হিসাব-নিকাশ খাতাকলমের মাধ্যমে সম্পন্ন করে। এতে করে প্রয়ােজনীয় সিদ্ধান্ত নিতে অনেক সমস্যা হয়। তাই তিনি ডেটাবেজ ব্যবহার করার সিদ্ধান্ত নেন। উদ্দীপকে উল্লিখিত কাজ কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভান করতে হলে জহির সাহেবকে কোন সফটওয়্যারটি ব্যবহার হবে? a. MS-Word b. MS-Excel c. MS-Access d. MS-Power point 44 / 50 44. কোনটি RDBMS নয়? a. MySQL b. DB-2 c. C++ d. SQL 45 / 50 45. ডেটাবেজ থেকে নির্দিষ্ট শর্তের ভিত্তিতে তথ্য খোজ করার জন্য কী ব্যবহার করতে হয়? a. সার্চিং b. রিলেশন c. কুয়েরি d. ইন্ডেক্স 46 / 50 46. UPDATE ও ALFER কমান্ডদ্বয় কোন ধরনের স্টেটমেন্ট? a. DDL ও DML b. DML ও DML c. DML ও DDL d. DDL ও DDL 47 / 50 47. কোন টেবিলের Roll ফিল্ডকে প্রাইমারি key বলা হয় কেন? a. Roll ফিল্ড পরিবর্তনশীল b. Roll ফিল্ডটি সংখ্যা দিয়ে লেখা c. একাধিক ছাত্রের একই Roll হতে পারে না d. প্রতি Roll-কে value বলে 48 / 50 48. রিলেশন ডেটা মডেলের প্রবর্তক কে? [য, বাে, ২০১৭] a. Marshall McLuhan b. Karel Capek c. E.F. Codd d. George Boole 49 / 50 49. কোন ধরনের ডেটা টাইপের মাধ্যমে ডেটাবেস হতে ওয়েব পেজের লিংক করা যায়? a. OLE Object b. Hyperlink c. Memo d. Lookup Wizard 50 / 50 50. SQL এর সাহায্যে করা যায়–i. ডেটা অবজেক্ট তৈরিii. ডেটা কুয়াের।iii. ডেটা সন্নিবেশ নিচের কোনটি সঠিক? a. i ও ii b. i,ii ও iii c. i ও iii d. ii ও iii Your score is The average score is 0% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Share this:TwitterFacebook