মডেল টেস্ট-06 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম Aminur Rahman 3 years ago 0% 1 http://hscict.com.bd/wp-content/uploads/2022/07/Ok-Boss0.mp3http://hscict.com.bd/wp-content/uploads/2022/07/Wrong-Answer.mp3 মডেল টেস্ট-06 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম 1 / 50 1. ডেটাসমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কী বলা হয়? a. ডেটাবেজ b. কুয়েরি c. ফিল্ড d. ফাইল 2 / 50 2. কোনটি ডেটা বেজের সবচেয়ে বড় ডেটা টাইপ? a. মেমাে b. কারেন্সি c. নাম্বার d. টেক্সট 3 / 50 3. নিচের কোনটি ডেটাবেজ প্রােগ্রাম? a. নােটপ্যাড b. অ্যাডা c. পাইথন d. ওরাকল 4 / 50 4. রিলেশনাল ডেটাবেজ ডেটাকে কোন উপায়ে সংরক্ষণ করা হয়? a. XML b. FILE c. HTML d. TABLE 5 / 50 5. ডেটাবেজ প্রােগ্রাম ব্যবহার করে —i. শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব ও উৎপাদনের তথ্য সহজেসংরক্ষণ করা যায়।ii. কাক্ষিত তথ্য দ্রুত উপস্থাপন করা যায়।iii. প্রয়ােজনীয় রেকর্ডসমূহ সহজে খুঁজে পাওয়া যায়নিচের কোনটি সঠিক? a. i b. i ও iii c. i ও ii d. i,ii ও iii 6 / 50 6. কোনাে ডেটাবেজ রেকর্ডের ক্ষুদ্রতম অংশকে কি বলে? a. ফিল্ড b. টেক্সট c. টেবিল d. ডেটা 7 / 50 7. সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেজ ব্যবহারের ফলে সরকারের—[র, বো, ২০১৯]i.দক্ষতা বৃদ্ধি পাবেii.স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবেiii.সেবার মান কমবে পাবেনিচের কোনটি সঠিক? a. i ও iii b. i,ii ও iii c. i ও ii d. ii ও iii 8 / 50 8. কুয়েরি বলতে কী বুঝ? [ঢা. বাে, ২০১৬] a. ডেটাবেজে ডেটা সবসময় আপডেট রাখা b. প্রয়ােজনমাফিক ডেটা সরবরাহ করা c. ডেটাবেজের টেবিলসমূহ সাজিয়ে রাখা d. ডেটাবেজে ফাইলসমূহ যথাযথ সংরক্ষণ করা 9 / 50 9. ডেটার গোপনীয়তা রক্ষায় গৃহীত ব্যবস্থা কোনটি? [ঢা. বা. ২০১৬] a. এনক্রিপশন b. সর্টিং c. ইনডেক্সিং d. প্লেইন টেক্সট 10 / 50 10. ডেটাবেজের ভিত্তি কোনটি? [সি, বাে, ও য. বাে, ১৯, চ. বাে, ২০১৬] a. টেবিল b. টেক্সট c. ফিন্ড d. রেকর্ড 11 / 50 11. নিচের উদ্দীপকটি পড়জহির, সাহেব তার প্রতিষ্ঠানের প্রতিদিনের হিসাব-নিকাশ খাতাকলমের মাধ্যমে সম্পন্ন করে। এতে করে প্রয়ােজনীয় সিদ্ধান্ত নিতে অনেক সমস্যা হয়। তাই তিনি ডেটাবেজ ব্যবহার করার সিদ্ধান্ত নেন। উদ্দীপকে উল্লিখিত কাজ কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভান করতে হলে জহির সাহেবকে কোন সফটওয়্যারটি ব্যবহার হবে? a. MS-Power point b. MS-Access c. MS-Excel d. MS-Word 12 / 50 12. DDL কমান্ড কোনটি? [চ, বাে, ২০১৯] a. Select b. Create c. Update d. Insert 13 / 50 13. ডেটাবেজের রেকর্ড বাদ দেয়ার অপশন কোনটি? [দি. বাে, ২০১৭) a. Delete data b. Delete field c. Delete record d. Delete row 14 / 50 14. রিলেশনাল ডেটাবেজে সর্বনিম্ন ফাইলের সংখ্যা কয়টি? a. ছয়টি b. চারটি c. দুটি d. তিনটি 15 / 50 15. কুয়েরি ভাষার উদাহরণ হচ্ছে--i. QBEii. SQLiii. QUELনিচের কোনটি সঠিক ? a. i ও iii b. i c. i ও ii d. i,ii ও iii 16 / 50 16. ডেটা টেবিলে ইমেজ সংযােজনের জন্য কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করতে হয়? [রা. বাে. ২০১৯] a. Calculated b. OLE Object c. Logical d. Lookup wizard 17 / 50 17. উদ্দীপকটি পড়একটি সরকারি প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণে অs তাই প্রতিষ্ঠানটি একটি সফটওয়্যার ফার্মের সাথে চুক্তি করে এমন সে অনুযায়ী ফার্মটি প্রতিষ্ঠানের জন্য প্রয়ােজনীয় প্রযুক্তিতে সুবিধা প্রদান করে। এতে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য বিশ্লেষণ পূর্বের চেয়ে দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে।উদ্দীপকের প্রতিষ্ঠানটির বর্তমান সিদ্ধান্তের ফলে কি ঘটতে পারে? ক. জনবল বাড়াতে হবে – [রা. বাে, ২০১৬] a. চাহিদা মাফিক রিপাের্ট পাবে b. তথ্য ব্যবস্থাপনার খরচ বৃদ্ধি পাবে c. নিরাপত্তা বিঘ্নিত হবে d. জনবল বাড়াতে হবে 18 / 50 18. RDBMS-এর বৈশিষ্ট্য হচ্ছে — [কু, বে, ২০১৬]i. নানা ধরনের চাট ব্যবহার করা যায়।ii. অবজেক্টের জন্য OL টাইপ ব্যবহার করা যায়iii. অ্যাপ্লিকেশন প্রােগ্রাম তৈরি করা যায় ।নিচের কোনটি সঠিক? a. i b. i ও iii c. i ও ii d. i,ii ও iii 19 / 50 19. কোন সম্পর্কটি সঠিক? a. কুয়েরি বাছাই b. সার্ডিং খোঁজা c. ইনডেক্সিং সাজানো d. সার্ডিং শনাক্ত 20 / 50 20. DML কমান্ড কোনটি? [কু, বাে. ২০১৯] a. Select b. Create c. Drop d. Alter 21 / 50 21. নিচের উদ্দীপকটি পড়একটি ডেটাবেজে দুইশত ছাত্রের তথ্য সংরক্ষিত আছে। প্রতিটি ছাত্রের নাম, রােল নম্বর, জন্ম তারিখ ও জিপিএ সংবলিত ৪টি করে ফিল্ড আছে।রােল নম্বর ফিল্ডটি হতে পারে –i. Text typeii. Numeric typeiii. Logicalনিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. i c. i ও iii d. ii 22 / 50 22. একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ডেটাবেজে অ্যাট্রিবিউট হলাে রােল, নাম, বিভাগ, ঠিকানা এক্ষেত্রে প্রাইমারি কী কোনটি? a. বিভাগ b. রোল c. ঠিকানা d. নাম 23 / 50 23. উদ্দীপকের যে ফিন্ডগুলাে প্রাইমারি কী হতে পারেi. নামii. রােল নংiii. রেজিঃ নংনিচের কোনটি সঠিক? a. i b. i ও iii c. ii ও iii d. i,ii ও iii 24 / 50 24. কোন কমান্ডটি টেবিল থেকে সব ডেটা নেয়ার জন্য ব্যবহৃত হয়? a. SELECT** b. SELECT ALL * c. SELECT ALL d. SELECT* 25 / 50 25. মূল ডেটাকে অন্য ফরমেটে পরিবর্তনের পদ্ধতি কোনটি? a. ম্যানিপুলেশন b. ভ্যালিডেশন c. ডিক্রিপশন d. এনক্রিপশন 26 / 50 26. ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি? a. ফিল্ড রেকর্ড টেবিল ডেটাবেজ b. বর্ণ ফিল্ড রেকর্ড ডেটাবেজ c. রেকর্ড → ফিল্ড → তথ্য → ডেটাবেজ d. রেকর্ড → ফিল্ড → বর্ণ ডেটাবেজ 27 / 50 27. রিলেশন ডেটা মডেলের প্রবর্তক কে? [য, বাে, ২০১৭] a. Marshall McLuhan b. Karel Capek c. George Boole d. E.F. Codd 28 / 50 28. একজন শিক্ষার্থীর বায়ােডাটাতে Photograph কোন ধরনের ডেটা--- [কু, বাে, ২০১৯] a. Number b. OLE Object c. Hyperlink d. Memo 29 / 50 29. ডেটাবেজ থেকে ডেটা খুঁজে বের করতে ব্যবহৃত হয়? a. সর্টিং b. ইনডেক্সিং c. সিলেক্টিং d. জয়েনিং 30 / 50 30. কুয়েরি হলো-- a. ডেটাবেজ ফাইল সাজানাে b. ডেটাবেজ ফাইল সংরক্ষণ করা c. ডেটাবেজ থেকে কিছু খুঁজে বের করা d. ডেটাবেজ আপডেট রাখা 31 / 50 31. বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়? a. স্প্রেডশিট সফটওয়্যার b. প্রেজেন্টেশন সফটওয়্যার c. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার d. ডেটাবেজ সফটওয়্যার 32 / 50 32. ডিবিএমএস ব্যবহার করলে সুবিধা পাওয়া যায়- (চা, বাে,২০১৭)i. রিপাের্ট তৈরিতেii. বায়ােডেটা তৈরিতেiii. রেকর্ড অনুসন্ধানেনিচের কোনটি সঠিক ? a. i b. i ও ii c. i,ii ও iii d. i ও iii 33 / 50 33. ডেটা এনক্রিপশন সংশ্লিষ্ট বিষয় হলাে—ii. সাইফার টেক্সটi. প্লেইন টেক্সটiii. কীনিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. i ও iii c. i ও ii d. ii ও iii 34 / 50 34. উদ্দীপকটি পড়একটি সরকারি প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণে অs তাই প্রতিষ্ঠানটি একটি সফটওয়্যার ফার্মের সাথে চুক্তি করে এমন সে অনুযায়ী ফার্মটি প্রতিষ্ঠানের জন্য প্রয়ােজনীয় প্রযুক্তিতে সুবিধা প্রদান করে। এতে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য বিশ্লেষণ পূর্বের চেয়ে দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে।উদ্দীপকের প্রতিষ্ঠানটির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়েছে? [রা. বাে, ২০১৬] a. Oracle b. firefox c. Paseat d. Nexus 35 / 50 35. নিচের উদ্দীপকের —রনি তার দোকানের দৈনিক হিসাব লিখেন। এতে তার অনেক সময় ও ব্যবসায় ক্ষতি হয়। সমস্যা সমাধানের জন্য বিশেষজ্ঞের পরামর্শে DBMS ব্যবহারের সিদ্ধান্ত নেন।উদ্দীপকে উল্লিখিত কাজ কোনটির সাহায্যে সহজে করা যায়? [য. বাে. ২০১৬] a. MS Excel b. MS Word c. MS Access d. HTML 36 / 50 36. Insert ও Update কমান্ড SQL এর কোন সুবিধার অন্তর্ভুক্ত? a. DOL b. DDL c. DML d. DCL 37 / 50 37. কোনটি RDBMS নয়? a. C++ b. SQL c. DB-2 d. MySQL 38 / 50 38. ডেটা ইনক্রিপশন ও ডিক্রিপশনের নিয়ম কোনটি? a. সাইটোগ্রাফি b. ইনডেক্সিং c. ইনফরমেটিক্স d. ক্রিপটোগ্রাফি 39 / 50 39. ডেটাবেজ সফটওয়্যারের সাহায্যে তৈরি করা যায়- (ঢা, বাে, ২০১৬)i. বিশেষ অ্যাপ্লিকেশন প্রােগ্রাম।ii, ডেটা প্রদানের ইন্টারফেসiii. প্রয়ােজন অনুযায়ী প্রতিবেদন।নিচের কোনটি সঠিক? a. i b. i ও ii c. i,ii ও iii d. i ও iii 40 / 50 40. প্রাইমারি কী হিসেবে ব্যবহৃত হতে পারে –i. Rollii. Nameiii. GPAনিচের কোনটি সঠিক? a. i ও iii b. i,ii ও iii c. i d. i ও ii 41 / 50 41. Auto Number টাইপের ডেটা দ্বারা —i. ডেটাবেজকে অন্যান্য প্রোগ্রামে নেয়া যায়ii. অন্যান্য প্রােগ্রামকে ডেটাবেজে আনা যায়iii. স্বয়ংক্রিয়ভাবে ধারাবাহিক ডেটা এন্ট্রি হয়ে যায়নিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. ii ও iii c. i d. iii 42 / 50 42. উদ্দীপক টেবিলের ফিল্ড রিলেশনে ভূমিকা রাখতে পারে— [কু, বাে. ২০১৭]i. E_IDii. NAMEiii. MOBILE No নিচের কোনটি সঠিক? a. ii ও iii b. i c. i,ii ও iii d. i ও iii 43 / 50 43. Frontend Development হচ্ছে --- [য, বাে, ২০১৯] a. রিকভারি b. রিপাের্ট c. কুয়েরি সম্পাদনা d. অপটিমাইজেশন 44 / 50 44. একই ধরনের ডেটা থাকে কোনটিতে? | [ঢা, বাে. ২০১৭] a. কুয়েরি b. ডেটা টেবিলে c. ফিন্ডে d. সম্পর্কযুক্ত ফিল্ডে 45 / 50 45. ১ম টেবিলটির শেষ ফিল্ডের ডেটা টাইপ কোনটি? [বি. বাে, ২০১৬]i. Textii. Numberiii. Date/Timeনিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. ii ও iii c. i d. ii 46 / 50 46. উদ্দীপকটি পড়---কোন একটি কলেজের তিন হাজার ছাত্রের জন ডেটাবেজে পরীক্ষা সম্পর্কিত তথ্যের জন্য exam তথ্যের জন্য personal নামক ডেটা ফাইল তৈরি করা হয় । উভয় ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য কোন ফিল্ডটি অত্যাবশ্যক? a. Age b. Salary c. Roll d. Name 47 / 50 47. এনক্রিপশন করার পূর্বে মূল মেসেজ বা মানুষের পাঠযােগ্য-- a. কী b. প্লেইন টেক্সট c. সাইফার টেক্সট d. এনক্রিপশন অ্যালগরিদম 48 / 50 48. যদি ডেটাবেজে প্রচুর তথ্য সংরক্ষিত থাকে, তবে — i. ডেটা দ্রুত খুঁজে পেতে ইনডেক্সিং প্রয়োজনii. এমনিতেই ডেটা দ্রুত খুঁজে পাওয়া যায়iii. ডেটা খুঁজে বের করা সময়সাপেক্ষ নিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. i ও iii c. i d. ii ও iii 49 / 50 49. কুয়েরি হলো-- a. ডেটাবেজ ফাইল সংরক্ষণ করা b. ডেটাবেজ থেকে কিছু খুঁজে বের করা c. ডেটাবেজ ফাইল সাজানাে d. ডেটাবেজ আপডেট রাখা 50 / 50 50. নিচের উদ্দীপকটি পড়—-একটি কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য ডেটাবেজের মাধ্যমে সংরক্ষণের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি বাস্তবায়নের পর ফলাফলের ভিত্তিতে দুর্বল শিক্ষার্থীদের তালিকা আলাদাভাবে প্রদর্শনের ব্যবস্থা নিলেন।অধ্যক্ষের সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে—-i. তথ্যসমূহের সব ধরনের নিরাপত্তা দেয়া যাবেii. তথ্যসমূহের যেকোনাে ধরনের বিন্যাস সম্ভব হবেiii. অতিদ্রুত শিক্ষার্থীদের ডেটা উপস্থাপন করা যাবে নিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. i c. ii ও iii d. i ও ii Your score isThe average score is 2% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz {{#message}}{{{message}}}{{/message}}{{^message}}Your submission failed. The server responded with {{status_text}} (code {{status_code}}). Please contact the developer of this form processor to improve this message. Learn More{{/message}}{{#message}}{{{message}}}{{/message}}{{^message}}It appears your submission was successful. Even though the server responded OK, it is possible the submission was not processed. Please contact the developer of this form processor to improve this message. Learn More{{/message}}Submitting… Share this: