মডেল টেস্ট-05 (৫ম অধ্যায়) প্রোগ্রামিং ভাষা

0%
1
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-05 (৫ম অধ্যায়) প্রোগ্রামিং ভাষা

1 / 50

1. মেশিন ভাষা অনূদিত হয় কোনটি ?

2 / 50

2. কোন ল্যাঙ্গুয়েজে প্রােগ্রাম কম্পাইলিং করা বেশ কঠিন?

3 / 50

3. সি ভাষায় নতুন লাইন তৈরির ব্যাকফ্ল্যাশ ক্যারেক্টার কোনটি?

4 / 50

4. যে কোনাে প্রােগ্রাম রচনার জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে – .
i.সমস্যা নির্ধারণ ও বিশ্লেষণ
ii. অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরি
iii. প্রােগ্রাম কোডিং ডিবাগিং
নিচের কোনটি সঠিক?

5 / 50

5. হেডার ফাইল হলাে—-
i. Stdio.h
ii. math.h
iii. input.h
নিচের কোনটি সঠিক?

6 / 50

6. প্রোগ্রামে ভুল হতে পারে-
১. Data error
২. Logical Error
৩. Syntax error

7 / 50

7. নিচের উদ্দীপক অনুসারে
#include
'main (){ int a, s=0;
for(a = 1; a <= 5; a ++)
S = S + a; print f ("%d", s);
}

প্রােগ্রামটির আউটপুট কত?

8 / 50

8. জাভা কত সালে সূচনা করা হয়?

9 / 50

9. প্রােগ্রাম ডিজাইনের অন্তর্ভূক্ত কাজ হচ্ছে— [বি. বাে.-১৬]
i. এলগরিদম প্রণয়ন
ii. প্রবাহচিত্র তৈরি।
iii. সুডােকোড তৈরি
নিচের কোনটি সঠিক?

10 / 50

10. for (i=2;i<=5;i++) {if(i===3) printf("Welcome to University!")} এই প্রােগ্রাম আংশটিতে ‘print()’ স্টেট কতবার এক্সিকিউট হবে?

11 / 50

11. নিচের উদ্দীপকটি পড়
#include
#include
main(){
int x, y, S; printf("Enter Value :");
scanf(“%d%d", &x, &y); | S = x+y;
printf("\ns =%d", s);
getch();
}

উদ্দীপকে লিখিত প্রথম হেডার ফাইলটির সঠিক রূপ কোনটি?

12 / 50

12. কম্পাইলার ও ইন্টারপ্রেটার এর মধ্যে পার্থক্য রয়েছে—[দি, বাে-১৬]
i. প্রােগ্রামিং অনুবাদের ক্ষেত্রে
ii. কাজের গতির ক্ষেত্রে
iii. ভুল প্রদর্শনের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?

13 / 50

13. কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত কোন প্রজন্মের কম্পিউটার ভাষা ?

14 / 50

14. FORTRAN ভাষাটিকোন কম্পিউটারের জন্য তৈরি করা হয়েছে ?

15 / 50

15. মেশিন ভাষা -
১. অন্যান্য ভাষা হতে দ্রুত নির্বাহ হয়
২. যন্ত্রের ওপর নির্ভরশীল থাকে
৩. তারাতারি প্রোগ্রাম লেখা যায়

16 / 50

16. জেরি সি ভাষায় একটি প্রােগ্রাম রচনা করে যাতে দুইটি সংখ্যার যােগফল নির্ণয় করা যায়। প্রােগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়।
উদ্দীপকে উ সমস্যার কারণ কোনটি?

17 / 50

17. প্রােগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের জন্য কোন প্রতীকটি ব্যবহৃত হয়?

18 / 50

18. উদ্দীপকটি পড়
সাব্বির একটি প্রােগ্রাম রচন প্রােগ্রাম রচনা করল এবং প্রােগ্রামটি নির্বাহ করার পর সব ভুল একসাথে দেখালাে।
অনুবাদক প্রােগ্রামটি হলাে--

19 / 50

19. মেশিন ভাষার প্রােগ্রাম—[চ. বাে-১৬]
i. সরাসরি ও দ্রুত কার্যকর হয়
ii. কম্পিউটার সংগঠন বর্ণনা করে
iii. লেখা সহজ ও সাধারণের ব্যবহার উপযােগী
নিচের কোনটি সঠিক?

20 / 50

20. #include
main (
int a = 3, b;
b = 2* a;
printf("%d", b);
}

উদ্দীপকের প্রােগ্রামটি রান করলে b এর মান কত হবে?

21 / 50

21. নিচের উদ্দীপকটি পড়
ইকবাল একটি প্রােগ্রাম রচনা করার জন্য প্রথমে প্রােগ্রামটির অ্যালগরিদম তৈরি করে এর আলােকে কোড লিখল।

অ্যালগরিদম হলাে—

22 / 50

22. ফ্লোচার্ট কত প্রকার?

23 / 50

23. C ভাষায় লেখা প্রােগ্রামকে কী বলা হয়?

24 / 50

24. ভিজুয়্যাল প্রােগ্রামিং এর ভিত্তি কোনটি?

25 / 50

25. নিচের উদ্দীপকটি পড়
#include
main ()
{ int a=3, b; b =++ a;
printf (“%d”, b);
}
প্রোগ্রাম রান করলে printf() ফাংশনে b এর মান কত হবে?

26 / 50

26. প্রােগ্রাম রচনার জন্য প্রয়ােজন
১. সমস্যা শনাক্তকরণ
২. প্রোগ্রাম বাগ করা
৩. প্রোগ্রাম ডিবাগিং করা

27 / 50

27. মেমােরি অ্যাড্রেস নিয়ে সরাসরি কাজ হয়—[য, বাে.-১৬]
i. মেশিন ভাষায়
ii. অ্যাসেম্বলি ভাষায়
iii. C তে
নিচের কোনটি সঠিক?

28 / 50

28. ইনহেরিটেন্স কোন প্রােগ্রামিং মডেল এর বৈশিষ্ট্য?

29 / 50

29. C প্রোগ্রামের কাঠামাে সিকুয়েন্স কোনটি? [ঢা. বাে-১৭].

30 / 50

30. উদ্দীপকটি পড় –
জেরি সি-ভাষায় একটি প্রােগ্রাম রচনা করে, যাতে ২টি সংখ্যার
যোগফল নির্ণয় করা যায়। প্রােগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়।

উদ্দীপকে উদ্ভূত সমস্যার কারণ কোনটি?

31 / 50

31. সি ভাষায় প্রােগ্রাম রচনা করা হয় কোন বন্ধনীর ভেতরে?

32 / 50

32. মেশিন ভাষা—-
i.অন্যান্য ভাষা হতে দ্রুত নির্বাহ হয়।
ii.যন্ত্রের ওপর নির্ভরশীল থাকে
iii.তাড়াতাড়ি প্রােগ্রাম লেখা যায়।
নিচের কোনটি সঠিক?

33 / 50

33. সি প্রােগ্রামের ক্ষেত্রে
১. প্রােগ্রাম কম্পাইল করার জন্য Alt+F9 কী-দ্বয় একত্রে
২. প্রােগ্রাম সেভ করার জন্য Alt+S কী-দ্বয় একত্রে চাপতে হবে
৩. প্রােগ্রাম রান করার জন্য Ctrl+F9 কী-দ্বয় একত্রে

34 / 50

34. কোন ভাষা দিয়ে কম্পিউটারের মেমোরি অ্যাড্রেসের সঙ্গে সরাসরি সংযোগ সাধন সম্ভব ?

35 / 50

35. x = 4 এবং y=10 হলে y % x এর ,মান কত ?

36 / 50

36. অ্যালগরিদম হলাে-

37 / 50

37. নিচের উদ্দীপকটি পড়— [সি, বাে-১৯]
#include mari ().
int a, b;
b = 50; a = 5% 25;
printf ("%d",a);

প্রােগ্রামটির আউটপুট কত?

38 / 50

38. C++ কী?

39 / 50

39. সি ভাষার হেডার ফাইল হচ্ছে— [ঢা. বাে.-২০১৬]
i. প্রােগ্রামের আবশ্যকীয় অংশ
ii. ডেটাটাইপ ধারণকারী ফাইল
iii. ফাংশনের বর্ণনা ধারণকারী ফাইল
নিচের কোনটি সঠিক?

40 / 50

40. প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটি ?

41 / 50

41. সাংকেতিক ভাষা কোনটি ?

42 / 50

42. নিচের উদ্দীপকটি পড়–
#include
#include
void main (){
int. n, i. s;
scanf (%d", & n);
S = 0. for(i=1; i<= n, i++);
S = S +i, printf (“%d”, s);
getch ();
}

প্রােগ্রামটি রান করলে এবং কী-বাের্ডে 10 টাইপ করলে কত ফলাফল পাওয়া যাবে?

43 / 50

43. টেক্সট ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে হতে পারে

44 / 50

44. %f কাজ করে–
i. ইন্টিজার।
ii. ফ্লোট
iii. রিয়েল
নিচের কোনটি সঠিক?

45 / 50

45. লাইব্রেরি ফাংশন হচ্ছে—[ঢা. বাে-১৬]

i.পর্ব থেকে তৈরিকৃত বিভিন্ন বিষয়বস্তু
ii.এক ধরনের বিশেষ স্টেটমেন্ট
iii.শুধুমাত্র গাণিতিক কার্যে ব্যবহারযোেগ্য
নির্দেশ নিচের কোনটি সঠিক?

46 / 50

46. কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হলাে—
i. if
ii. switch
iii. else....if
নিচের কোনটি সঠিক?

47 / 50

47. অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা ?

48 / 50

48. প্রােগ্রাম টেস্টিং এর পূর্ববর্তী ধাপ কোনটি?

49 / 50

49. কম্পিউটার শুধু বুঝতে পারে-
১. Off ও On
২. O ও 1
৩. বিদ্যুতের উপস্থিতি ও অনুপস্থিতি

50 / 50

50. ফ্লোটিং ডেটা ফরমেটে স্পেসিফায়ার কোনটি ?

Your score is

The average score is 0%

0%

Previous articleমডেল টেস্ট-04 (চতুর্থ অধ্যায়) ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML
Next articleমডেল টেস্ট-06 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম