মডেল টেস্ট-05 (৫ম অধ্যায়) প্রোগ্রামিং ভাষা

0%
1
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-05 (৫ম অধ্যায়) প্রোগ্রামিং ভাষা

1 / 50

1. প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি ?

2 / 50

2. সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণসংখ্যাকে কি বলা হয়?

3 / 50

3. নিচের উদ্দীপকটি পড়
ইকবাল একটি প্রােগ্রাম রচনা করার জন্য প্রথমে প্রােগ্রামটির অ্যালগরিদম তৈরি করে এর আলােকে কোড লিখল।
উদ্দীপকে উল্লিখিত অ্যালগরিদমের বৈশিষ্ট্য হলাে–
i. সহজে প্রােগ্রামের উদ্দেশ্য বুঝতে সহায়তা করে।
ii. প্রােগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে।
iii. প্রােগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?

4 / 50

4. double ডেটা টাইপের জন্য ফরমেট স্পেসিফায়ার কোনটি ?

5 / 50

5. নিচের উদ্দীপক অনুসারে
#include
'main (){ int a, s=0;
for(a = 1; a <= 5; a ++)
S = S + a; print f ("%d", s);
}

প্রােগ্রামটির আউটপুট কত?

6 / 50

6. যান্ত্রিক ভাষার প্রতিটি নির্দেশের অংশ-

7 / 50

7. double ডেটা টাইপের জন্য ফরমেট স্পেসিফায়ার কোনটি?

8 / 50

8. নিচের কোনটি Two Dimensional Array চলক ?

9 / 50

9. কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে ?

10 / 50

10. প্রােগ্রাম রচনার জন্য প্রয়ােজন
১. সমস্যা শনাক্তকরণ
২. প্রোগ্রাম বাগ করা
৩. প্রোগ্রাম ডিবাগিং করা

11 / 50

11. C ভাষায় || কে কোন ধরনের অপারেটর বলা হয়?

12 / 50

12. উদ্দীপকে আবশ্যক হেডার ফাইল কোনটি? [ব. বাে-১৬),
i. stdio.h
ii. conio.h
iii. math.h
নিচের কোনটি সঠিক?

13 / 50

13. for(i=2; i<10; i = i+2) printf(“%d”,i); স্টেটমেন্টটির ফলাফল কোনটি? [য, বাে.-১৭]

14 / 50

14. C প্রােগ্রামের কাঠামাে সিকুয়েন্স কোনটি?

15 / 50

15. উদ্দীপকটি পড়
সাব্বির একটি প্রােগ্রাম রচন প্রােগ্রাম রচনা করল এবং প্রােগ্রামটি নির্বাহ করার পর সব ভুল একসাথে দেখালাে।
অনুবাদক প্রােগ্রামটি হলাে--

16 / 50

16. সি ভাষায় কোন ফাংশন দ্বারা বর্গমূল নির্ণয় করা হয় ?

17 / 50

17. নিচের উদ্দীপকটি পড়
#include
main ()
int a=3, b;
b = 2* a;
printf("%d", b);
নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়?

18 / 50

18. লুপ শেষ হবার পূর্বে লুপ থেকে বের হওয়ার স্টেটমেন্ট হলাে–

19 / 50

19. নিচের উদ্দীপকটি পড়
#include
#include
main(){
int x, y, S; printf("Enter Value :");
scanf(“%d%d", &x, &y); | S = x+y;
printf("\ns =%d", s);
getch();
}

উদ্দীপকের উল্লেখিত printf() এবং scanf() Function এর কাজ হলো--
i. আউটপুট দেখানো
ii. ইনপুট করা
iii.পর্দায় প্রদর্শণ করা এবং প্রিন্ট করা

নিচের কোনটি সঠিক ?

20 / 50

20. উদ্দীপকে ব্যবহৃত প্রােগ্রামিং ভাষাটি হচ্ছে
i. General purpose language
ii. Mid-level language
iii. Case sensitive language
নিচের কোনটি সঠিক?

21 / 50

21. c প্রােগ্রামিং ভাষার জন্য কোন অনুবাদক প্রােগ্রাম ব্যবহৃত হয় ?
১. কম্পাইলার
২. ইন্টারপিটার
৩. অ্যাসেম্বলার

22 / 50

22. কম্পাইলার ও ইন্টারপ্রেটার এর মধ্যে পার্থক্য রয়েছে—[দি, বাে-১৬]
i. প্রােগ্রামিং অনুবাদের ক্ষেত্রে
ii. কাজের গতির ক্ষেত্রে
iii. ভুল প্রদর্শনের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?

23 / 50

23. && কোন ধরনের লজিক্যাল অপারেটর—

24 / 50

24. কম্পিউটারের প্রাণ কোনটি ?

25 / 50

25. C ভাষায় কোন ধরনের অনুবাদক প্রােগ্রাম ব্যবহার করা–
i. Compiler
ii. Interpreter
iii. Assembler
নিচের কোনটি সঠিক?

26 / 50

26. নিচের উদ্দীপকটি পড়–
#include
#include
void main (){
int. n, i. s;
scanf (%d", & n);
S = 0. for(i=1; i<= n, i++);
S = S +i, printf (“%d”, s);
getch ();
}

10 সংখ্যাটি ঠিক রেখে ফলাফল 385 পেতে লুপ স্টেটমেন্টে কী ধরনের পরিবর্তন করতে হবে?

27 / 50

27. কম্পিউটার শুধু বুঝতে পারে-
১. Off ও On
২. O ও 1
৩. বিদ্যুতের উপস্থিতি ও অনুপস্থিতি

28 / 50

28. প্রােগ্রামের কয় ধরনের ভুল রয়েছে?

29 / 50

29. প্রােগ্রাম রচনার জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে—
১. সমস্যা নির্ধারণ ও বিশ্লেষণ
২. প্রবাহচিত্র তৈরি
৩. ডিবাগিং ও কোডিং

30 / 50

30. উৎস প্রোগ্রমকে একত্রে বস্তু প্রোগ্রামে রুপান্তর করে কোনটি ?

31 / 50

31. "a" এর মানের কোন কোন পরিবর্তনে আউটপুট 6 হবে?

32 / 50

32. কম্পইলার ও ইন্টারপ্রেটার এর মধ্যে পার্থক্য রয়েছে-
১. প্রোগ্রামটি অনুবাদের ক্ষেত্রে
২. কাজের গতির ক্ষেত্রে
৩. ভূল প্রদর্শনের ক্ষেত্রে

33 / 50

33. সরাসরি কোন ভাষা কম্পিউটারে ব্যবহার করা হয় ?

34 / 50

34. C ভাষায় (1/2+pow(8,0)+5%2+10) এর মান পূর্ণ সংখ্যায় কত?

35 / 50

35. প্রােগ্রাম লেখার কাজ শেষ করার পর যে ত্রুটি থাকতে পারে–
i. নির্বাহজনিত ত্রুটি
ii. যুক্তিসংক্রান্ত ক্রটি
iii. চিহ্নসংক্রান্ত ত্রুটি
নিচের কোনটি সঠিক?

36 / 50

36. প্রােগ্রামে x> y এর জায়গায় x < y লিখলে কোন ধরনের ভুল হবে ?

37 / 50

37. 4GL বলতে বুঝায় ?

38 / 50

38. উদ্দীপকটি পড়
for(c=2; c<=10; c=c+2)
{printf("ICT");
if (c= = 6)
break;}
ICT লেখাটি কতবার প্রদর্শিত হবে?

39 / 50

39. for (i=1;i<8; i+ = 2)
printf("%d”; i) কোনটি উপরের স্টেটমেন্টের ফলাফল?

40 / 50

40. জেরি সি ভাষায় একটি প্রােগ্রাম রচনা করে যাতে দুইটি সংখ্যার যােগফল নির্ণয় করা যায়। প্রােগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়।
উদ্দীপকের ন্যায় প্রােগ্রাম তৈরির ক্ষেত্রে প্রয়ােজন?
১. বিশেষ ডেটাবেজ প্রােগ্রামিং ভাষা জানা থাকা
২. চলক ও ডেটা টাইপ সম্পর্কে ধারণা থাকা
৩. ইনপুট আউটপুট সম্পর্কে সঠিক ধারণা থাকা

41 / 50

41. %f কাজ করে–
i. ইন্টিজার।
ii. ফ্লোট
iii. রিয়েল
নিচের কোনটি সঠিক?

42 / 50

42. প্রােগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয় ?

43 / 50

43. নিচের উদ্দীপকটি পড়
#include
main ()
{ int a=3, b; b =++ a;
printf (“%d”, b);
}
অতিরিক্ত লাইন না লিখে প্রােগ্রাম রান করলে Printf() ফাংশনে b এর মান ৪ হবে কী পরিবর্তন করলে?

44 / 50

44. C++ কী?

45 / 50

45. প্রােগ্রাম তৈরির ধাপে কোডিং-
১. সমস্যার বিশ্লেষণের সাথে সম্পর্কিত
২. প্রোগ্রামিং ভাষার সাহায্যে করা
৩. প্রোগ্রাম তৈরির পর ভুল খোজা

46 / 50

46. কোন ল্যাঙ্গুয়েজে প্রােগ্রাম কম্পাইলিং করা বেশ কঠিন?

47 / 50

47. সি প্রােগ্রামের ক্ষেত্রে
১. প্রােগ্রাম কম্পাইল করার জন্য Alt+F9 কী-দ্বয় একত্রে
২. প্রােগ্রাম সেভ করার জন্য Alt+S কী-দ্বয় একত্রে চাপতে হবে
৩. প্রােগ্রাম রান করার জন্য Ctrl+F9 কী-দ্বয় একত্রে

48 / 50

48. FORTRAN ভাষাটিকোন কম্পিউটারের জন্য তৈরি করা হয়েছে ?

49 / 50

49. c হচ্ছে – ভাষা
১. উচ্চস্তরের প্রােগ্রামিং
২. মধ্যম স্তরের
৩. স্ট্রাকচার্ড প্রােগ্রামিং

50 / 50

50. ‘সি++' ভাষা কোন ধরনের প্রােগ্রামিং মডেল অনুসরণ করে?

Your score is

The average score is 0%

0%

Previous articleমডেল টেস্ট-04 (চতুর্থ অধ্যায়) ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML
Next articleমডেল টেস্ট-06 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম