Site icon hscict.com.bd

মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

hcsict
0%
77

http://hscict.com.bd/wp-content/uploads/2022/07/Ok-Boss0.mp3http://hscict.com.bd/wp-content/uploads/2022/07/Wrong-Answer.mp3
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

1 / 50

1. আঙুলের ছাপ নিয়ে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি কোনটি ?

2 / 50

2. ন্যানো রোবট-এর ব্যবহার ক্ষেত্র কোনটি ?

3 / 50

3. বাংলাদেশে সর্বপ্রথম Q-Cash চালু করেন--

4 / 50

4. মানুষের শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযােগ্য হলাে—
i. চোখের মণি।
ii. আঙুলের ছাপ
iii. DNA
নিচের কোনটি সঠিক ?

5 / 50

5. নাসা কর্তৃক মঙ্গলগ্রহে পাঠানাে রােবটটির নাম কী?

6 / 50

6. ই -কমার্সের এর সুবিধা হলো --
i. অর্থের খরচ কমে
ii. অধিকসংখ্যক পণ্য একস্থানে পাওয়া যায়
iii. সময় অধিক কম লাগে

নিচের কোনটি সঠিক ?

7 / 50

7. আউটসোর্সিং কী ?

8 / 50

8. রােবট কোন কাজে ব্যবহার করা হয়?

9 / 50

9. কোন সায়েন্স ফিকশন রাইটার সর্বপ্রথম রােবটিক্স শব্দটি ব্যবহার করেন ?

10 / 50

10. চিত্রের পদার্থটিকে কি বলে ?

11 / 50

11. নিচের অনুচ্ছেদটি পড়
ববি দিনের বেশিরভাগ সময়ই মােবাইল ফোনে গেমস খেলে এমনকি রাত জেগেও সে মােবাইল ফোন ব্যবহার করে।

ববির যে ধরনের সমস্যা হতে পারে তাহলো--
i. স্নায়বিক সমস্যা
i. মাথা ব্যথা
iii. মস্তিষ্কের অসুস্থতা

নিচের কোনটি সঠিক ?

12 / 50

12. মাইশার চালের বিপক্ষে কম্পিউটারও অনেক সময় চাল দিতে ভুল করে । কেননা, কৃত্তিম বুদ্ধিমত্তা --
i. তথ্য ও অভিজ্ঞতার আলােকে সিদ্ধান্ত গৃহীত হয়।
ii. দাবা খেলা সম্ভব নয়।
iii. লার্নিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

13 / 50

13. তথ্য ও প্রযুক্তির অবদান হলো--

i. তথ্যের সহজ প্রাপ্যতা
ii. মানবসম্পদের উন্নয়ন ঘটানো
iii. ব্যাবসায় বাণিজ্যে লাভজনক প্রক্রিয়া সৃষ্টি

14 / 50

14. বৈশ্বিক যোগাযোগের ব্যবস্থাসমৃদ্ব স্থানকে কি বলে ?

15 / 50

15. কর্মসন্থানের জন্য বর্তমানে --

i. ঘরে বসে কাজ পাওয়া যায়
ii. ইন্টারনেট সুবিধা নেওয়া যায়
iii. বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায়

নিচের কোনটি সঠিক ?

16 / 50

16. গবেষণা ক্ষেত্রের প্রতিবন্ধকতা দূর করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান হলো --

i. ই-জার্নালের ধারণা উদ্ভাবন
ii. পেটেন্টের ডেটাবেজ উন্মুক্তকরণ
iii. গবেষণাপত্র প্রকাশের খরচ কমানো

নিচের কোনটি সঠিক ?

17 / 50

17. জাতীয় পরিচয় পত্র (স্মার্ট কার্ড) -এর মাধ্যমে কত ধরণের সেবা পাওয়া যায় ?

18 / 50

18. কম্পিউটার ইথিকস-এর নির্দেশনা কয়টি? (কু, বাে-১৭, সি-১৯]

19 / 50

19. বিশ্বগ্রাম বাস্তবায়নের জন্য প্রয়োজন __
i. নেটওয়ার্ক সংযুক্ততা ii. হার্ডওয়্যার-সফটওয়্যার
iii. মানুষের জ্ঞান বা সক্ষমতা

নিচের কোনটি সঠিক ?

20 / 50

20. ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীরা -
১. একে অপরের ছবি দেখতে পারে
২. প্রত্যেকে প্রত্যেকের কথোপকথন শুনতে পারে
৩. নিজেদের মধ্যে চিঠিপত্র আদান-প্রদান করতে পারে

21 / 50

21. এন্টি এজিং ক্রিম তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

22 / 50

22. আঙুলের ছাপচিত্র তৈরিতে ফিঙ্গার প্রিন্ট মেশিন বিবেচনা করে--
i.আঙুলের রেখার বিন্যাস
ii. ত্বকের টিস্যু
iii.রক্তের গ্রুপ
নিচের কোনটি সঠিক?

23 / 50

23. দুষ্কৃতকারী বার্থ হলো কারণ--

24 / 50

24. উদ্দীপকের আলোতে
চার বন্ধু চারটি ভিন্ন ভিন্ন কোম্পানিতে কর্মকর্তা হিসেবে কর্মরত। এদের অফিসের প্রবেশপথে কাউকে হাতের আঙুল বা সম্পূর্ণ হাত একটি যন্ত্রের উপর রেখে অফিসে ঢুকতে হয়। কাউকে একটি ক্যামেরার সামনে চোখ স্থির করে দাঁড়াতে হয় কিংবা সম্পূর্ণ মুখমণ্ডলই ক্যামেরার সামনে কয়েক মুহূর্ত রাখতে হয় এদের প্রত্যেকের দাবি হচ্ছে, অফিসের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরতেস্ব স্ব অফিসে ব্যবহৃত পদ্ধতি অধিক কার্যকর ।

উদ্দীপকে অফিসের প্রবেশপথে কোন প্রযুক্তি ব্যবহার করা নিচের কোনটি সঠিক?

25 / 50

25. ভার্চুয়াল জগতের গ্রাফিক্সে কোনটিকে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়?

26 / 50

26. ন্যানােপার্টিকেলের আকৃতি কত ন্যানােমিটার?

27 / 50

27. রোবট ব্যাবহৃত হয় ?
i. বাসবাড়ির গৃহস্থালী কাজে
ii. পরিকল্পনা প্রণয়নে
iii. খনির অব্যন্তরীণে
নিচের কোনটি সঠিক ?

28 / 50

28. জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর জনক কে?

29 / 50

29. নিচের উদ্দিপকের আলোতে
ফজল মিয়া কৃষি কাজ করেন সমস্যা হলো তার এলাকাটি বন্যাপ্রবণ এবং তার উৎপাদন ধান প্রায়ই বন্যায় তলিয়ে যায় ।
কৃষি বিভাগ এ বছর উক্ত অঞ্চলের কৃষকদের জন্য বিশেষ ধরণের ধানের বীজ সরবারহ করেছে, যা থেকে উদপাদিত ধানগাছগুলো বেশ লম্বা হবার কারণে সেগুলো সে বছর বন্যায় তলিয়ে যায়নি শস্যের উদপাদন ও হলো প্রচুর ।

উদ্দীপকে বর্ণিত বিশেষ ধরনের ধানবীজ উদ্ভাবনে কোন পদ্ধতির
সহায়তা নেয়া হয়েছে?

30 / 50

30. ক্রায়ােসার্জারির ক্ষেত্রে পৃথক পৃথকভাবে ব্যবহৃত হয়--
i.কার্বন ডাই-অক্সাইডের তুষার
ii. তরল নাইট্রোজেন
iii. নিয়ন

নিচের কোনটি সঠিক?

31 / 50

31. বাবু এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে । তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করেছেন ।
বাবুর ব্যাবহৃত প্রযুক্তিটি হলো-- [দি. বো. ২০১৯]

32 / 50

32. ক্রায়ােসার্জারির ক্ষেত্রে সমন্বিতভাবে ব্যবহৃত হয়-
i. প্রােপেন।
ii. অ্যালকোহল
iii. ডাইমিথাইল ইথার

নিচের কোনটি সঠিক?

33 / 50

33. উদ্দীপকের আলোতে
পীরগঞ্জ উপজেলা সদরের ডায়াবেটিস হাসপাতালে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যেমে ঢাকার বিশেষ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা দেওয়া হয় ।

চিকিৎসাসেবা প্রদানের এ পদ্ধতিকে কি বলে ?

34 / 50

34. মানুষের মস্তিকের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে ?

35 / 50

35. ক্রোয়োসার্জারি ব্যাবহৃত হয় ? [য. বো.২০১৬]

36 / 50

36. জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়ােগে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির বিষয়টি কি নামে পরিচিত ?

37 / 50

37. ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে বার্তা আদান- প্রদান পদ্ধতি কোনটি ?

38 / 50

38. Apple M-11 মােবাইল তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? [মা. বাে. ২০১৯]

39 / 50

39. GPS কী কাজে লাগে?

40 / 50

40. আউটসোসিং কী ?

41 / 50

41. ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে? [য, বাে. ২০১৬]

42 / 50

42. বায়োমেট্রিক পদ্ধতিতে সিমকার্ড নিবন্ধন শুরু করা হয় ১ম ও ২য় দেশ কী কী ?

43 / 50

43. ভার্চুয়াল রিয়েলিটির কত মাত্রিক জগৎ তৈরি হয় ? [য.কু.রা.-16]

44 / 50

44. উদ্দিপকটি পড় এবং উত্তর দাওঃ

অসুস্থতার কারনে অমিত অনুপস্থিতি থাকায় ICT ক্লাসের অ্যাসাইনমেন্ট বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে বন্ধু শফিক তাকে বলে “ এক্ষুণি তোমার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি।” অমিত নিজেও তার পড়াশুনার কাজে কম্পিউটার ও ডাউনলোড করে থাকে এবং অন্যান্য বন্ধুদের সহায়তা করে।

উদ্দিপকে অমিতের বন্ধু তথ্য প্রযুক্তির কোন সুবিধাটি গ্রহন করেছে?

45 / 50

45. ন্যানােটেকনােলজির ব্যবহারিক ক্ষেত্র হলাে--
i. রসায়ন।
ii. পদার্থবিজ্ঞান বলা হয়
iii. মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

নিচের কোনটি সঠিক ?

46 / 50

46. রােবটিক্সের অধিভুক্ত বিষয় হলাে--
i. বিজ্ঞান
ii.রসায়ন
iii. ইঞ্জিনিয়ারিং
নিচের কোনটি সঠিক ?

47 / 50

47. জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাণিজ্যিকভাবে কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে?

48 / 50

48. কম্পিউটার নিয়ন্ত্রিত রােবটের সাহায্যে বড় বড় কারখানা কর হয়--
i. পরিশ্রমসাধ্য কাজ
ii. সহজ কাজ
iii. বিপজ্জনক কাজ

নিচের কোনটি সঠিক ?

49 / 50

49. নিচের কোনটি জীবদেহের ডিএনএ-এর বিভাজিত একক বৈশিষ্ট্য নির্দেশক?

50 / 50

50. প্রথম মহাকাশচারীর নাম কী?

Your score is

The average score is 33%

0%

Exit mobile version