মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত) 0% 77 Created by Liaquat Talukder মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত) 1 / 50 1. কোনটি আউটসোর্সিং-এর মার্কেট প্লেস ? a. ডিগ b. আপওয়ার্ক c. টুইটার d. মাইস্পেস 2 / 50 2. উদ্দিপকটি পড় এবং উত্তর দাওঃঅসুস্থতার কারনে অমিত অনুপস্থিতি থাকায় ICT ক্লাসের অ্যাসাইনমেন্ট বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে বন্ধু শফিক তাকে বলে “ এক্ষুণি তোমার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি।” অমিত নিজেও তার পড়াশুনার কাজে কম্পিউটার ও ডাউনলোড করে থাকে এবং অন্যান্য বন্ধুদের সহায়তা করে।উদ্দিপকে অমিতের বন্ধু তথ্য প্রযুক্তির কোন সুবিধাটি গ্রহন করেছে? a. ইলেকট্রনিক মেইলিং b. অডিও কনফারেন্সিং c. ভিডিও কনফারেন্সিং d. মোবাইল প্রযুক্তি 3 / 50 3. উদ্দীপকের আলোতেরায়হান সাহেব আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে এমন এক ধরণের বাসস্থান তৈরি করেছেন , যার সব যন্ত্রাংশ বা ডিভাইস সফটওয়্যার দ্বারা দূর নিয়ন্ত্রিত ।এ ধরণের বাসস্থান তৈরির জন্য প্রয়োজন ---i. ব্যাপক আর্থিক বিনিয়োগii. রক্ষনাবেক্ষন দক্ষ জনবলiii. ভয়েস নিয়ন্ত্রিত ডিভাইস নিচের কোনটি সঠিক ? a. i , ii ও iii b. ii ও iii c. i ও iii d. i ও ii 4 / 50 4. Twitter হলো- a. কর্পোরেট ব্যাবসা b. পেশাজীবী যোগাযোগ সাইট c. সামাজিক সংগঠন d. সামাজিক যোগাযোগ মাধ্যম 5 / 50 5. ভার্চুয়াল রিয়েলিটির নতুন রূপ কোনটি? a. অগমেন্টেড রিয়েলিটি b. সিমুলেশন রিয়েলিটি c. সফটওয়্যার রিয়েলিটি d. ইম্পেক্ট রিয়েলিটি 6 / 50 6. ভার্চুয়াল রিয়ালিটির বৈশিষ্ট হলো -- a. কাল্পনিক জগতে প্রবেশ b. বাস্তব জগতে বিচরণ c. তথ্য আদান প্রদান d. দ্বিমাত্রিক জগতে প্রবেশ 7 / 50 7. ই-ব্যাংকিং এর সাথে সম্পর্কিত নয়- a. ডেভিট কার্ড b. ক্রেডিট কার্ড c. বিন কার্ড d. SWIFT 8 / 50 8. নিচের অনুচ্ছেদটি পড়ববি দিনের বেশিরভাগ সময়ই মােবাইল ফোনে গেমস খেলে এমনকি রাত জেগেও সে মােবাইল ফোন ব্যবহার করে।ববির যে ধরনের সমস্যা হতে পারে তাহলো--i. স্নায়বিক সমস্যাi. মাথা ব্যথাiii. মস্তিষ্কের অসুস্থতানিচের কোনটি সঠিক ? a. i,ii ও iii b. i ও ii c. i ও iii d. i 9 / 50 9. মহাকাশযানগুলাে বর্তমানে ব্যবহৃত যে কাজে হয়--i.স্পেস স্টেশনে মালামাল পৌছানাের কাজেii. কৃত্রিম উপগ্রহ স্থাপনের কাজেiii. মঙ্গল গ্রহে অভিযানের কাজে।নিচের কোনটি সঠিক? a. i ও iii b. i c. ii ও iii d. i, ii ও iii 10 / 50 10. সাধারণ DNA অণু ছাড়াও ব্যাকটেরিয়ার দেহে অতিরিক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তাকার যে DNA থাকে, তাকে কী বলে? a. ক্রোমােজোম b. প্লাজমিড় c. নিউক্লিওলাস d. জেনেটিক ইঞ্জিনিয়ারিং 11 / 50 11. বর্তমান পৃথিবীতে গবেষণার জন্য কোনটির সাহায্য অপরিহার্য ? a. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি b. ডেটা পক্রিয়াকরণ c. স্যাটেলাইট প্রযুক্তি d. টেলিকমিউনিকেশন প্রযুক্তি 12 / 50 12. গুগলের ভার্চুয়াল চ্যাটিং সার্ভিসের নাম কী ? a. Virtual b. Google c. Lively d. Be Virtuality 13 / 50 13. হ্যাকার বলা হয় কাকে? a. যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করে b. যারা ইন্টারনেট ব্যবহার করে c. যারা পণ্য বাজারজাত করে d. যারা সংবাদপত্র বাজারজাত করে 14 / 50 14. বায়ােইনফরমেট্রিক ব্যবহারের ক্ষেত্রগুলো হলো--i. জৈব প্রযুক্তিii. জীবাণু অস্র তৈরীiii. মহাকাশ গবেষণানিচের কোনটি সঠিক ? a. ii ও iii b. ii ও iii c. i, ii ও iii d. i ও iii 15 / 50 15. ক্রায়ােসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়- [কু.বো. ২০১৯] a. আর্গন b. কার্বন মনাে-অক্সাইড c. কঠিন নাইট্রোজেন d. ডাই মিথানল ইথেন 16 / 50 16. কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়? a. বায়ােইনফরমেটিক্স b. ন্যানােটেকনােলজি c. বায়ােমেট্রিক্স d. জেনেটিক ইঞ্জিনিয়ারিং 17 / 50 17. নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭ও৮ নং প্রশ্নের উত্তর দাওঃসমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্য জনের সুখে দুঃখে পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করছে। [য.২০১৭]উদ্দীপকে কোন বিষয় সম্পর্ক বলা হয়েছে ? a. ভার্চুয়াল রিয়েলিটি b. নেটওয়ার্ক c. ন্যানোটেকনোলজি d. বিশ্বগ্রাম 18 / 50 18. উদ্দিপকের আলোকে নিচের প্রশ্নের উত্তর দাওঃআবির নিজের গ্রামে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেয়। এতে তার বেশ আয় হচ্ছে। আজকাল সে গ্রামের কৃষকদেরকে নিয়ে উচ্চ ফলনশীল নতুন জাতের গমের চাষাবাদ, পন্য ক্রয়-বিক্রয় বিষয়ে কৃষিবিজ্ঞানীদের সাথে সরাসরি আলোচনার ব্যবস্থা করে এবং গ্রামের বেকার যুবকদের জন্য নিজের পেশায় যুক্ত হতে প্রশিক্ষণের আয়োজন করে।উদ্দিপকে আবিরের আয়ের উৎসটি কী ? a. ভিডিও কনফারেন্সিং b. আউটসোর্সিং c. ই-কমার্স d. জেনেটিক ইঞ্জিনিয়ারিং 19 / 50 19. উদ্দীপকের আলোতেসম্প্রতি ইসলামি বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞানের ছাত্র শামীম দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করেন, যেটি উঁচু- নিচু জায়গায় চলাচল করতে এবং ভিডিও করে পাঠাতে পারবে ।শামীম যন্ত্রটিকে কোন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেন? [ম.১৬] a. বায়ােমেট্রিক্স b. ন্যানােটেকনােলজি c. রোবটিক্স d. জেনেটিক ইঞ্জিনিয়ারিং 20 / 50 20. তথ্য প্রযুক্তির নেতিবাচক প্রভাব হলাে--i. আসক্তিii.স্নায়বিক অসুস্থতাiii. কালােবাজারিনিচের কোনটি সঠিক ? a. i,ii ও iii b. i ও ii c. i ও iii d. ii ও iii 21 / 50 21. কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট কত সালে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য নির্দেশনা প্রণয়ন করে? a. ১৯৯৪ b. ১৯৯০ c. ১৯৯৩ d. ১৯৯১ 22 / 50 22. কোনটি বায়ােমেট্রিক্স-এ ব্যবহৃত হয়? a. থার্মোমিটার b. সেন্সর c. ওয়েট মিটার d. ডিজিটাল মিটার 23 / 50 23. শরীরবিত্তীয় বায়োমেট্রিক পদ্ধতি-i. ফিঙ্গার প্রিন্টii. ডি এন এiii. কি- স্ট্রোকনিচের কোনটি সঠিক ? a. i, ii ও iii b. i ও iii c. i ও ii d. ii ও iii 24 / 50 24. কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন ? a. মানুষের জ্ঞান b. ইন্টারনেট c. হার্ডওয়্যার d. সফটওয়্যার 25 / 50 25. সরকারি আমলাতন্ত্র হ্রাস করার জন্য প্রয়ােজন -- a. ই-টেন্ডার b. ই-গভর্নেন্স c. ই-কমার্স d. ই-অফিস 26 / 50 26. যন্ত্রের মধ্যে চিন্তা কিংবা বিশ্লেষণ করার ক্ষমতা প্রদানের প্রক্রিয়াকে কী বলে? a. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স b. টেলি ইন্টেলিজেন্স c. বিশ্বগ্রাম d. টেলিপ্যাথি 27 / 50 27. বায়ােমেট্রিকের কোন পদ্ধতিতে গােপনীয় কোড ব্যবহার করা হয়? a. কিবাের্ড টাইপিং b. কণ্ঠস্বর যাচাইকরণ c. আঙুলের ছাপ d. হাতে করা স্বাক্ষর 28 / 50 28. Apple M-11 মােবাইল তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? [মা. বাে. ২০১৯] a. বায়ােটেকনােলজি b. বায়াে প্রযুক্তি c. জেনেটিক ইঞ্জিনিয়ারিং d. ন্যানােটেকনােলজি 29 / 50 29. বায়ােইনফরমেটিক্স পদ্ধতির গঠন উপাদান কয়টি? a. ৫ b. ২ c. ৩ d. ৪ 30 / 50 30. রোবট ব্যাবহৃত হয় ?i. বাসবাড়ির গৃহস্থালী কাজেii. পরিকল্পনা প্রণয়নেiii. খনির অব্যন্তরীণেনিচের কোনটি সঠিক ? a. i b. i ও iii c. i, ii ও ii d. ii ও iii 31 / 50 31. রােবট শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে ? a. গ্রিক b. স্প্যানিশ c. ল্যাটিন d. স্লাভিক 32 / 50 32. ক্রায়ােসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি উৎপাদন ও বিপণনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? a. ইন্টারনেট প্রযুক্তি b. তথ্য প্রযুক্তি c. বায়াে প্রযুক্তি d. যােগাযােগ প্রযুক্তি 33 / 50 33. উদ্দীপকের আলোতেডাঃ রাজ শহরে অবস্থান করেও পত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন । তিনি বন্ধুর আচিলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান । পত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেয়ার প্রক্রিয়াটি হচ্ছে -- [য. বো. ২০১৯]i. ভিডিও কনফারেন্সii. টেলিমেডিসিনiii.ই-মেইল a. i ও ii b. i , ii ও iii c. ii ও iii d. ii ও iii 34 / 50 34. E-GP এর পূর্ণরূপ কী ? a. Electric Government Procedure b. Electronic Government Procedure c. Electronic Government Procurement d. Electronic Grameenphone 35 / 50 35. অনলাইন ব্যাংকিং এর একটি উদাহরন হলো-- a. ব্যাংকার কাগজপত্র b. ইন্টারনেট ব্যাংকিং c. টেলি গ্রাফিক মানি ট্রান্সফার d. পে- অর্ডার ইস্যুকরণ 36 / 50 36. ইলেকট্রনিক ডিভাইস-এর মাধমে পর্নোগ্রাফি সরবরাহের সর্বোচ শাস্তি কোনটি ? a. ৩ বছর সশ্রম কারাদণ্ড b. ৪ বছর সশ্রম কারাদণ্ড c. ৫ বছর সশ্রম কারাদণ্ড d. ৬ বছর সশ্রম কারাদণ্ড 37 / 50 37. কম্পিউটারের মধ্যে জৈবতথ্য নিয়ে গবেষণা করাকে কী বলে? a. বায়ােল্যাব b. ওয়েটল্যাব c. ডাইল্যাব d. এক্সল্যাব 38 / 50 38. মানবদেহে জিনের সংখ্যা কত ? a. ৫-১০ হাজার b. ২০-৩০ হাজার c. ৩০-৪০ হাজার d. ১০-২০ হাজার 39 / 50 39. আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি? [পরীক্ষা ২০১৮] a. জেনেটিক ইঞ্জিনিয়ারিং b. বায়োমেট্রিক c. ন্যানােটেকনােলজি d. রােবটিক্স 40 / 50 40. অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে ? [মা. বাে, ২০১৬] a. বায়ােমট্রিক্স b. ভার্চুয়াল রিয়েলিটি c. বায়ােইনফরমেটিক্স d. রােবটিক্স 41 / 50 41. জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ডের প্রকাশিত পাঠ্যপুস্তুক ওয়েবসাইট থেকে কোন আকারে ডাউনলোড করতে হয় ? a. ই - বুক b. ই -টেক্সট c. ই -জার্নাল d. ই - লার্নিং 42 / 50 42. কোনাে টিউমারকে অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রায় গলানাে হয়, কোন সার্জিকাল পদ্ধতির মাধ্যেমে ? a. ক্রোয়োসার্জারি b. ক্রোমোসার্জারি c. হোমোসার্জারি d. বায়োসার্জারি 43 / 50 43. বিশ্বগ্রাম ধারণার প্রধান উপাদান কোনটি ? a. যোগাযোগ b. শিক্ষা c. চিকিৎসা d. গবেষণা 44 / 50 44. উদ্দীপকটি পড়সমগ্র পৃথিবীর এখন একটি গ্রামে পরিণত হয়েছে । এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্য জনের সুখ-দুঃখে পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করেছে ।উদ্দীপকে কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে ? a. ভার্চুয়াল রিয়েলিটি b. নেটওয়ার্ক c. ন্যানোটেকনোলজি d. বিশ্বগ্রাম 45 / 50 45. যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত কৃত্রিম বুদ্বিমত্তা প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার হয়না ? a. প্রোলগ b. সি # c. ফক্সপ্রো d. সি ++ 46 / 50 46. ভার্চুয়াল জগতের গ্রাফিক্সে কোনটিকে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়? a. শব্দ ও স্পর্শ b. ঘ্রাণ ও স্বাদ c. মস্তিষ্ক d. শব্দ ও গতি 47 / 50 47. বায়োমেট্রিক পদ্ধতিতে সিমকার্ড নিবন্ধন শুরু করা হয় ১ম ও ২য় দেশ কী কী ? a. বাংলাদেশ ও ভারত b. পাকিস্থান ও বাংলাদেশ c. ভারত ও পাকিস্তান d. বাংলাদেশ ও ইরান 48 / 50 48. ২০১৬ সালের ICT উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম ? a. ১৪৪ তম b. ১৩৪ তম c. ১২৪ তম d. ১৪৭ তম 49 / 50 49. দেশের অর্থনীতির চাকাকে বেগবান করার ক্ষেত্রে নিচের কোনটি নতুন মাত্রা যুক্ত করেছে ? a. আউটসোর্সিং b. গুগল c. ফেসবুক d. সংবাদপত্র 50 / 50 50. রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপগুলাে হলাে--i DNA নির্বাচনii. DNA এর বাহক নিবাচনiii DNA ও কর্তননিচের কোনটি সঠিক? a. i b. i,ii ও iii c. ii ও iii d. i ও iii Your score isThe average score is 33% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Share this:FacebookX