মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

0%
6
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

1 / 50

1. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি ?

2 / 50

2. প্রযুক্তির যে শাখা রােবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়নের সংশ্লিষ্ট তাকে কী বলে?

3 / 50

3. কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়ােগ করে ফলাফল দেখাকে কি বলে?

4 / 50

4. রোগীর তথ্য সংরক্ষণের ব্যাবহৃত সফটওয়্যার হলো --
i. Theraphy Notes ii. iCliniq
iii. Care 360

নিচের কোনটি সঠিক ?

5 / 50

5. Apple M-11 মােবাইল তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? [মা. বাে. ২০১৯]

6 / 50

6. রেস্ট্রিকশন এনজাইম দিয়ে--
i. ডিএনএ অণু কাটা যায়।
ii. এক জীবের কোষ থেকে DNA অংশ অন্য জীবে স্থানান্তর করা যায়
iii. এক জীবের DNA অংশ অন্য জীবের DNA অংশের সাথে। লাগানাে যায়
নিচের কোনটি সঠিক?

7 / 50

7. টেলি প্রেজেন্স-এর প্রয়োগক্ষেত্র কোনটি?

8 / 50

8. উদ্দীপকের আলোতে
বিলুর মামা কম্পিউটার বিজ্ঞানী। বিলু একদিন মামার ল্যাবে বেড়াতে গেলে মামা তার শরীরে নানা যন্ত্রপাতি লাগিয়ে দিতেই
বিলু দেখতে পেল-সে কক্সবাজার সমুদ্র সৈকতে বসে আছে। বিলু
হাত দিয়ে পানি স্পর্শ করে দেখল সত্যি তার হাত পানিতে ভিজে
যাচ্ছে।

বিলুর হাতে পানির অনুভূতি সৃষ্টি করছে নিচের কোনাটি ?

9 / 50

9. কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টিতে কম্পিউটারে ব্যবহৃত হয়--

i. ইলেকট্রনিক চিপ
ii. উচ্চক্ষমতাসম্পন্ন মাইক্রোপ্রসেসর
iii.রাউটার

নিচের কোনটি সঠিক ?

10 / 50

10. ই-কমার্স  এর অন্তর্ভূক্ত নয়-

11 / 50

11. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে সফল ক্ষেত্র কোনটি ?

12 / 50

12. বায়ােমেট্রিক্স সিস্টেমে শনাক্তকরণে বিবেচিত বায়ােলজিক্যাল ডেটা--
i.হ্যান্ড জিওমেট্রি
ii. আইরিশ
iii.সিগনেচার
নিচের কোনটি সঠিক ?

13 / 50

13. ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো
i. ক্রায়ােপ্রোব
ii. স্প্রে-ডিভাইস
iii. অ্যাকচুয়েটর।
নিচের কোনটি সঠিক?

14 / 50

14. নিচের উদ্দীপকের আলোতে
আরমান তার কুয়েত প্রবাসী বোনের টেলিফোনে নিয়মিত যোগাযোগ রাখে । কিন্তু তার মা প্রবাসী মেয়ে ও দুই নাতির সাথে দেখে কথা বলার জন্য আরমানকে পীড়াপীড়ি করাতে সে একটা ব্যবস্থা নিতে সম্মত হয় ।

আরমান মায়ের অনুরোধ পূরণে কোন বেবস্থা গ্রহণ করবে ?

15 / 50

15. উদ্দীপকের আলোতে
কাভিড -১৯ সংক্রমণের সময় ইবাদের স্কুল বন্ধ ছিল । তবে এ সময় তার শিক্ষকরা শিক্ষাক্রম বন্ধ না রেখে ঘরে বসে অবস্থান করেই পাঠদান কার্যক্রম চালিয়ে গেছেন ।
উদ্দীপকের শিক্ষকরা পাঠদানে কোন পদ্ধতি ব্যবহার করেছেন ?

16 / 50

16. মানুষ চাঁদে অবতরণ করে কত সালে?

17 / 50

17. নলেজ ইকোনমির সুফল--
i.বৈদেশিক মুদ্রা অর্জন
ii. তথ্য ও সেবা কেন্দ্র চালু
iii. কর্মসংস্থানের সুযােগ সৃষ্টি
নিচের কোনটি সঠিক?

18 / 50

18. বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো --
i. কানেকটিভিটি ii. ডেটা
iii.সক্ষমতা
নিচের কোনটি সঠিক ?

19 / 50

19. বর্তমান পৃথিবীতে গবেষণার জন্য কোনটির সাহায্য অপরিহার্য ?

20 / 50

20. ন্যানােপার্টিকেল ব্যবহারের অসুবিধা---
i. কালােবাজারি
ii. ধনী ও নির্ধনের পার্থক্য বৃদ্ধি
iii. প্রাণঘাতি অস্ত্র তৈরি
নিচের কোনটি সঠিক ?

21 / 50

21. তথ্য প্রযুক্তি বলতে মূলত কী বোঝায় ?

22 / 50

22. কোনটি উপাদানটি গ্লোবাল ভিলেজ এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ?

23 / 50

23. কোনটি বায়ােইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসেবে ব্যবহৃত হয়?

24 / 50

24. নিচের কোনটি 'Cryo' শব্দের অর্থ প্রকাশ করে?

25 / 50

25. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
শুভ সাহেব এর ছোট ভাই নীল ইউএন মিশনে গেলেন। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মা এর সাথে নীলের কথা বলার ব্যবস্থা করেন। আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন।
উদ্দিপকে নীলের ব্যবহৃত প্রযুক্তিতে-
১. বিশেষ সফটওয়ার প্রয়োজন
২. টেলিমেডিসিন সেবা পাওয়া যাবে
৩. বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করবে

26 / 50

26. মিথ্যা সংবাদ বা বিদ্বেষমূলুক প্রচারণা মোকাবেলার জন্য আমাদের দেশে প্রয়োজন---
i.এআই নির্ভর নিজস্ব নিউজ সার্ভার
ii. নেটওয়ার্ক ও নিরাপত্তা ব্যবস্থার সম্প্রসারণ
iii. শক্তিশালী নেটওয়ার্ক

নিচের কোনটি সঠিক ?

27 / 50

27. আউটসোর্সিং সম্পর্কিত বিষয় কোনটি ?

28 / 50

28. লােকমান সাহেবের সাফল্যে-- [দি. বাে. ২০১৬]
i. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।
ii. দেশে প্রচুর ফল ও ফুল উৎপাদন হবে
iii. দেশীয় প্রজাতি বিলুপ্তির সম্ভাবনা রয়েছে
নিচের কোনটি সঠিক ?

29 / 50

29. কর্মসন্থানের জন্য বর্তমানে --

i. ঘরে বসে কাজ পাওয়া যায়
ii. ইন্টারনেট সুবিধা নেওয়া যায়
iii. বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায়

নিচের কোনটি সঠিক ?

30 / 50

30. E-Commerce-এর সাথে সম্পর্কিত শব্দ হলাে--
i.ক্রেডিট কার্ড
ii. ডেবিট কার্ড
iii. আইডেন্টিটি কার্ড

নিচের কোনটি সঠিক?

31 / 50

31. হ্যাকার বলা হয় কাকে?

32 / 50

32. ক্রোমােজোমের মধ্যে চেইনের মতাে প্যাচানাে পদার্থকে কী বলে?

33 / 50

33. আরমান মায়ের জন্য তার মেয়ে ও নাতির সাথে যোগাযোগের সহজ উপায় হতে পারে --

i. ফেসবুক ii. বিং
iii. স্কাইপি

34 / 50

34. এক্সপার্ট সিস্টেম কী ?

35 / 50

35. World Economic Forum এর উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম ?

36 / 50

36. মানুষের চিন্তা-ভাবনাকে যন্ত্রের মাধ্যেমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি ?

37 / 50

37. ইন্টারনেটের মাধমে চিকিৎসা পদ্ধতিকে কি বলে ?

38 / 50

38. ভার্চুয়াল জগতের গ্রাফিক্সে কোনটিকে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়?

39 / 50

39. কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়?

40 / 50

40. ভার্চুয়াল রিয়ালিটির জন্য হাতে যে জিনিসটি পড়তে হয়, তা হলো--

41 / 50

41. উদ্দীপকের আলোতে
রায়হান সাহেব আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে এমন এক ধরণের বাসস্থান তৈরি করেছেন , যার সব যন্ত্রাংশ বা ডিভাইস সফটওয়্যার দ্বারা দূর নিয়ন্ত্রিত ।

এ ধরণের বাসস্থান তৈরির জন্য প্রয়োজন ---
i. ব্যাপক আর্থিক বিনিয়োগ
ii. রক্ষনাবেক্ষন দক্ষ জনবল
iii. ভয়েস নিয়ন্ত্রিত ডিভাইস

নিচের কোনটি সঠিক ?

42 / 50

42. নাসা কর্তৃক মঙ্গলগ্রহে পাঠানাে রােবটটির নাম কী?

43 / 50

43. উদ্দীপকে শওকতের বাবার ব্যবহৃত প্রযুক্তিটির সীমাবদ্ধতা হলাে, এর ফলে--
i.দেশীয় প্রজাতি বিলুপ্ত হতে পারে
ii.ফলন কমে যেতে পারে
iii. নতুন রােগ সৃষ্টি হতে পারে

নিচের কোনটি সঠিক?

44 / 50

44. উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিগুলাের মধ্যে নির্ভুলভাবে কর্মকর্তাদের
দাবি পূরণে কোনটি সবচেয়ে বেশি কার্যকর? [চ, বাে, ২০১৬]

45 / 50

45. ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয় ?

46 / 50

46. অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে ? [মা. বাে, ২০১৬]

47 / 50

47. নিচের কোন রোগের জন্য ক্রায়ােসার্জারি ব্যাবহৃত হয় ?

48 / 50

48. তাৎক্ষনিকাভাবে সারাবিশ্বের যেকোনো প্রান্তের সাথে যোযোযোগের মাধ্যম হলো --
i. ই-মেইল ii. হোয়াটস অ্যাপ
iii. জুম

নিচের কোনটি সঠিক ?

49 / 50

49. কোনটি আউটসোর্সিং-এর মার্কেট প্লেস ?

50 / 50

50. হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যেমে তৈরীকৃত বাস্তবভিত্তিক কৃত্তিম পরিবেশকে কি বলে ?

Your score is

The average score is 16%

0%

Previous articleকুইজ-02 (26 থেকে 50) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
Next articleকুইজ-03 (51 থেকে 75) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং