মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত) 0% 77 Created by Liaquat Talukder মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত) 1 / 50 1. গােপনে এক দুষ্কৃতকারী Mirpur NH Alim Madrasha এর ডেটাবেজ সমৃদ্ধ কম্পিউটার লগইন করল । কিন্তু কোনো ক্রমেই সে তথ্য ওপেন করতে পারলাে না কিংবা নিয়েও তা ওপেন করতেবার্থ হলো । দুষ্কৃতকারীর কর্মকান্ডটি হচ্ছে-- a. হ্যাকিং b. কপিরাইট ভঙ্গ c. ফিশিং d. সফটওয়্যার পাইরেসি 2 / 50 2. বিশ্বগ্রাম বলতে বোঝায়?(ব-16)(1)রিয়েল টাইম বিনিময়(2)তথ্য ও বিনোদনের সহজলভ্যতা(3) বিশ্বের গ্রামসমুহের আন্তঃসর্ম্পক a. 2 ও 3 b. 1 ও 3 c. 1 ও 2 d. 1, 2 ও 3 3 / 50 3. নিচের অনুচ্ছেদটি পড়ববি দিনের বেশিরভাগ সময়ই মােবাইল ফোনে গেমস খেলে এমনকি রাত জেগেও সে মােবাইল ফোন ব্যবহার করে।ববির এ অভ্যাসকে কি বলে ? a. বিনোদন b. জ্ঞানচর্চা c. আসক্তি d. আকর্ষণ 4 / 50 4. বাবু এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে । তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করেছেন ।বাবুর ব্যাবহৃত প্রযুক্তিটি হলো-- [দি. বো. ২০১৯] a. ই- লারনিং b. ই-কমার্স c. কৃত্তিম বুদ্ধিমত্তা d. ভার্চুয়াল রিয়েলিটি 5 / 50 5. জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়ােগে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির বিষয়টি কি নামে পরিচিত ? a. হাইব্রিড b. আরডিএন c. সাইব্রিড d. জি এম ও 6 / 50 6. গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি দ্বারা-- [সি. বাে. ২০১৯]i.বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়ii. জীবের নতুন জিনােম আবিষ্কার করা যায়iii.অর্থনৈতিক উন্নয়ন ঘটে নিচের কোনটি সঠিক? a. iii b. i ও iii c. ii ও iii d. i, ii ও iii 7 / 50 7. Khanacademy.org নামক ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা কে ? a. মার্শাল ম্যকলুহান b. জাবেদ করিম c. সালমান খান d. রে টমলিনসন 8 / 50 8. জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যাম হলো--i. ইনস্টাগ্রামii. ফেসবুকiii. টুইটার নিচের কোনটি সঠিক ? a. i , ii ও iii b. i ও iii c. ii ও iii d. i 9 / 50 9. ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে-- [য.বো.২০১৯]i. সামরিক ক্ষেত্রেii. প্রশিক্ষণেiii. শিক্ষা ক্ষেত্রে a. i , ii ও iii b. ii ও iii c. i ও ii d. i ও iii 10 / 50 10. উদ্দীপকের আলোতেপীরগঞ্জ উপজেলা সদরের ডায়াবেটিস হাসপাতালে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যেমে ঢাকার বিশেষ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা দেওয়া হয় ।টেলিমেডিসিনের মাধ্যমে--i. প্রত্যন্ত অঞ্চলে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়ii. ই-মেইলের মাধ্যেমে পাঠানো রোগীর রিপোর্ট পর্যালোচনা করে রোগ নির্ণয় করা যায় ।iii. জটিল রোগ নির্ণয় বা অপারেশনের ক্ষেত্রে ডাক্তারগণ একে অপরের সাথে পরামর্শ করে পারেন নিচের কোনটি সঠিক ? a. ii ও iii b. ii ও iii c. i ও iii d. i , ii ও iii 11 / 50 11. নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭ও৮ নং প্রশ্নের উত্তর দাওঃসমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্য জনের সুখে দুঃখে পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করছে। [য.২০১৭]উদ্দীপকে যে বিষয়ে বলা হয়েছে তা সম্ভব হচ্ছে কিসের কল্যাণ ?১. সংবাদপত্রের২. তথ্য প্রযুক্তির৩. ইন্টারনেট প্রযুক্তির a. ১,২ও৩ b. ১ও২ c. ১ও৩ d. ২ও৩ 12 / 50 12. বিশ্বগ্রামের অসুবিধা হলো --i. অসত্য তথ্য প্রচারের আশঙ্কাii. ব্যক্তিগত গোপনীয়তায় অনৈতিক হস্তক্ষেপiii. প্রযুক্তিগত বৈষম্য নিচের কোনটি সঠিক ? a. i, ii ও iii b. i ও iii c. i ও ii d. ii ও iii 13 / 50 13. যন্ত্রের মধ্যে চিন্তা কিংবা বিশ্লেষণ করার ক্ষমতা প্রদানের প্রক্রিয়াকে কী বলে? a. টেলিপ্যাথি b. টেলি ইন্টেলিজেন্স c. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স d. বিশ্বগ্রাম 14 / 50 14. বায়ােইনফরমেটিক্স-এর সঙ্গে জড়িত--i. জীববিদ্যাii. পরিসংখ্যানiii.কম্পিউটার বিজ্ঞান।নিচের কোনটি সঠিক? a. i, ii ও iii b. i ও iii c. ii ও iii d. i ও ii 15 / 50 15. উদ্দীপকের আলোতেসম্প্রতি ইসলামি বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞানের ছাত্র শামীম দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মাণ করেন, যেটি উঁচু- নিচু জায়গায় চলাচল করতে এবং ভিডিও করে পাঠাতে পারবে ।শামীম যন্ত্রটিকে কোন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেন? [ম.১৬] a. রোবটিক্স b. জেনেটিক ইঞ্জিনিয়ারিং c. বায়ােমেট্রিক্স d. ন্যানােটেকনােলজি 16 / 50 16. ই - লার্নিং এর অসুবিধা কোনটি ? a. ঘরে বসে শিক্ষা গ্রহণ b. পারসস্পরিক মিথক্রিয়ায় পাঠদান c. একসাথে অনেক শিক্ষার্থীকে পাঠদান d. মানবীয় উপাদানের অনুপস্থিতি 17 / 50 17. কোন কাজে রোবটিক্স ব্যবহার হয় ? a. ভারী যন্ত্রাংশ সংযােজনে b. পিতৃত্ব বা মাতৃত্ব শনাক্তকরণ c. মেইল ডেলিভারির কাজে d. গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় 18 / 50 18. www.khanacademy.org কি সংক্ৰান্ত ওয়েবসাইট ? a. বিনোদন সংক্ৰান্ত ওয়েবসাইট b. ব্যবসা সংক্ৰান্ত ওয়েবসাইট c. শিক্ষা সংক্ৰান্ত ওয়েবসাইট d. চিকিৎসা সংক্ৰান্ত ওয়েবসাইট 19 / 50 19. রােবটিক্স কী? [কু. বাে. ২০১৬] a. রােবট তৈরিতে ব্যবহৃত ভাষা b. রােবট বিজ্ঞান c. শিল্পে ব্যবহৃত রােবট d. রোবটের ক্রিয়ানীতি 20 / 50 20. মহাকাশে প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী? a. ভয়েজার-১ b. স্পুটনিক-১ c. কিউরিসিটি রােভার d. লুনার-১ 21 / 50 21. ফাইবার ডটকম কী ? a. একটু হার্ডওয়্যার b. একটি সফটওয়্যার c. আউটসোর্সিং মার্কেটপ্লেস d. ই-কমার্স সাইট 22 / 50 22. একসেস-টু-ইনফরমেশন (a2i) প্রকল্পের আওতাধীন কাজ কোনটি? a. বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করা b. শিল্প উৎপাদন বাড়ানাে c. কৃষির উন্নয়ন সাধন d. দেশের প্রত্যন্ত অঞ্চলে যােগাযােগ স্থাপন 23 / 50 23. নিচের উদ্দিপকের আলোতেফজল মিয়া কৃষি কাজ করেন সমস্যা হলো তার এলাকাটি বন্যাপ্রবণ এবং তার উৎপাদন ধান প্রায়ই বন্যায় তলিয়ে যায় ।কৃষি বিভাগ এ বছর উক্ত অঞ্চলের কৃষকদের জন্য বিশেষ ধরণের ধানের বীজ সরবারহ করেছে, যা থেকে উদপাদিত ধানগাছগুলো বেশ লম্বা হবার কারণে সেগুলো সে বছর বন্যায় তলিয়ে যায়নি শস্যের উদপাদন ও হলো প্রচুর ।উদ্দীপকে বর্ণিত বিশেষ ধরনের ধানবীজ উদ্ভাবনে কোন পদ্ধতিরসহায়তা নেয়া হয়েছে? a. বায়ােইনফরমেটিক্স b. বায়ােটেকনােলজি c. বায়ােমেটিক d. জেনেটিক ইঞ্জিনিয়ারিং 24 / 50 24. বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি ? a. হার্ডওয়ার b. ডেটা c. কানেকটিভিটি d. সফটওয়ার 25 / 50 25. অর্থনৈতিক উন্নয়ন বলতে বুঝায়--- a. জীবনযাত্রার মানােন্নয়ন b. যোগাযোগ ব্যাবস্থা উন্নয়ন c. জীবনধারার পরিবর্তন d. শিক্ষাব্যবস্থার উন্নয়ন 26 / 50 26. তথ্য প্রযুক্তির সাহায্য মানুষের শারীরিক বৈশিষ্ট্য চিহ্নিত করে সনাক্ত করাকে কি বলে ? a. বায়োটেকনোলজি b. বায়োইনফোরমেট্রিক c. বায়োমেডি d. বায়োমেট্রিক 27 / 50 27. এন্টি এজিং ক্রিম তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? a. ন্যানােটেকনােলজি b. রোবোটিক্স c. বায়োমেট্রিক d. জেনেটিক ইঞ্জিনিয়ারিং 28 / 50 28. জিন ফাইন্ডিং গবেষণায় কী ব্যবহৃত হয়? a. জেনেটিক ইঞ্জিনিয়ারিং b. বায়াে ইনফরমেটিক্স c. বায়ােমেট্রিক্স d. ন্যানােটেকনােলজি 29 / 50 29. ভার্চুয়াল জগতের গ্রাফিক্সে কোনটিকে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়? a. শব্দ ও স্পর্শ b. শব্দ ও গতি c. মস্তিষ্ক d. ঘ্রাণ ও স্বাদ 30 / 50 30. ২০১৮ সালে গার্মেন্টস শিল্প থেকে রপ্তানি বাণিজ্যের পরিমাণ কত? a. ২৮.৬৬ বিলিয়ন ডলার b. ৩৬.৬৭ বিলিয়ন ডলার c. ৪০.৭৮ বিলিয়ন ডলার d. ৪০.০০ বিলিয়ন ডলার 31 / 50 31. নিচের উপদ্দিপকের আলোতেBRRI কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত লাভ করতে পারে ।উদ্দীপকে BRRI কর্তৃক ব্যাবহৃত প্রযুক্তি কোনটি ? [রা.বো ২০১৭] a. জেনেটিক ইঞ্জিনিয়ারিং b. ন্যানোটেকনোলজি c. বায়োইনফোরমেটিক্স d. বায়োমেট্রিক 32 / 50 32. স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার ব্যাবস্থা কোনটি ? a. টেলিকনফারেন্সিং b. ই - হাসপাতাল c. ই - মেডিসিন d. টেলিমেডিসিন 33 / 50 33. ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয় ? a. ই-কমার্স b. ই-বিজনেস c. ই-গভর্নেন্স d. আউটসোর্সিং 34 / 50 34. অনলাইন ব্যাংকিং এর একটি উদাহরন হলো-- a. পে- অর্ডার ইস্যুকরণ b. ব্যাংকার কাগজপত্র c. ইন্টারনেট ব্যাংকিং d. টেলি গ্রাফিক মানি ট্রান্সফার 35 / 50 35. ব্যাংকের চেকের চেক নম্বর লেখা ও পড়া হয় কোন পদ্ধতিতে ? a. MICR b. MRCR c. MUCR d. MYCR 36 / 50 36. ডিএনএ ডাবল হেলিক্স দিয়ে কী তৈরি হয়? a. ক্রোমােজোম b. ডিএনএ c. প্রাণকেন্দ্র। d. নিউক্লিয়াস 37 / 50 37. মিথ্যা সংবাদ বা বিদ্বেষমূলুক প্রচারণা মোকাবেলার জন্য আমাদের দেশে প্রয়োজন---i.এআই নির্ভর নিজস্ব নিউজ সার্ভারii. নেটওয়ার্ক ও নিরাপত্তা ব্যবস্থার সম্প্রসারণiii. শক্তিশালী নেটওয়ার্ক নিচের কোনটি সঠিক ? a. i ও iii b. i , ii ও iii c. i d. ii ও iii 38 / 50 38. চেকের আধুনিক সংরক্ষণ কি নামে ডাকা হয় ? a. MRIC চেক b. LICR চেক c. MICR চেক d. CICR চেক 39 / 50 39. জীবের বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কী বলে? a. ক্রোমােজোম b. জিন c. জিনােম d. নিউক্লিয়াস 40 / 50 40. উদ্দীপকের আলোতেবিলুর মামা কম্পিউটার বিজ্ঞানী। বিলু একদিন মামার ল্যাবে বেড়াতে গেলে মামা তার শরীরে নানা যন্ত্রপাতি লাগিয়ে দিতেইবিলু দেখতে পেল-সে কক্সবাজার সমুদ্র সৈকতে বসে আছে। বিলুহাত দিয়ে পানি স্পর্শ করে দেখল সত্যি তার হাত পানিতে ভিজেযাচ্ছে। বিলুর হাতে পানির অনুভূতি সৃষ্টি করছে নিচের কোনাটি ? a. ডেটা ইনপুট b. বিশেষ ধরনের চশমা c. ডেটা গ্লোভস d. ডেটা ডিভাইস 41 / 50 41. Covid-19 সংক্রমণের সময় কোন পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়েছে ? a. অনটার্ম ক্লাস b. অনলাইন ক্লাস c. ফেসবুক d. ই-ক্লাস 42 / 50 42. উৎপাদন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচের কোনটি সঠিক?i. টেলিপোর্ট সেবাii. টেলিযােগাযােগ সেবাiii. ইন্টারনেট সেবানিচের কোনটি সঠিক ? a. i b. i ও iii c. ii ও iii d. i, ii ও iii 43 / 50 43. হার্বাট মার্শাল ম্যাকলুহান নিচের কোন দেশটি অধিবাসী ছিলেন ? a. জার্মানি b. কানাডা c. ফ্রান্স d. গ্রিস 44 / 50 44. উদ্দীপকের আলোতেপ্রযুক্তির এ যুগে শওকত এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। আবার তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নতজাতের ফুল চাষ করছেন।শওকত এর ব্যবহার প্রযুক্তিটি-- a. কৃত্রিম বুদ্ধিমত্তা b. ভার্চুয়াল রিয়েলিটি c. ই-লার্নিং d. ই-কমার্স 45 / 50 45. বিশ্বগ্রামের ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন-(ঢা-16, কু-16) a. বিল গেটস b. মার্ক জাকারবার্গ c. টিম বার্নার্স লি d. মার্শাল ম্যাকলুহান 46 / 50 46. বাংলাদেশে সর্বপ্রথম Q-Cash চালু করেন-- a. অগ্রণী ব্যাংক লিঃ b. জনতা ব্যাংক লিঃ c. প্রাইম ব্যাংক লিঃ d. সোনালী ব্যাংক লিঃ 47 / 50 47. ২০১৬ সালের ICT উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম ? a. ১৩৪ তম b. ১৪৪ তম c. ১২৪ তম d. ১৪৭ তম 48 / 50 48. উদ্দীপকের আলোতেডাঃ রাজ শহরে অবস্থান করেও পত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন । তিনি বন্ধুর আচিলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান । পত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেয়ার প্রক্রিয়াটি হচ্ছে -- [য. বো. ২০১৯]i. ভিডিও কনফারেন্সii. টেলিমেডিসিনiii.ই-মেইল a. i ও ii b. ii ও iii c. ii ও iii d. i , ii ও iii 49 / 50 49. রােবটের গঠনে থাকা নির্দিষ্ট বিশেষত্বগুলাে হলাে—i. প্রােগ্রামিং দ্বারা নিয়ন্ত্রণii. বিশেষ যান্ত্রিক গঠনiii. বিদ্যুৎ বা পাওয়ার সাপ্লাই ব্যবস্থা নিচের কোনটি সঠিক? a. i ও ii b. i, ii ও iii c. i ও iii d. ii ও iii 50 / 50 50. মানুষ চাঁদে অবতরণ করে কত সালে? a. ১৯৪৮ b. ১৯৬৯ c. ১৯৬৪ d. ১৯৫৯ Your score isThe average score is 33% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Share this:FacebookX