মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

0%
77
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

1 / 50

1. ক’ শিক্ষার্থী কলেজে পড়াশুনা করে। তথ্যের উৎস উল্লেখ করেপড়াশুনার প্রয়ােজনে কম্পিউটার এবং ইন্টারনেটের সহায়তায় টার্মপেপার তৈরি করে। কিন্তু ‘খ’ শিক্ষার্থী কোনাে অনুমতি ছাড়াই ফাইল কপি করে নেয় । এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনােরূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে ।

উদ্দীপকের আলােকে ‘ক’ শিক্ষার্থীর কর্মকাণ্ড-
i. কপিরাইট আইন না মানা
ii. টেলনেট
iii. কম্পিউটার এথিকস
নিচের কোনটি সঠিক?

2 / 50

2. অদ্বিতীয়ভাবে একজন ব্যাক্তিকে শনাক্ত করার জন্য কোন তথ্যটি ব্যাবহৃত হয় না?

3 / 50

3. মানুষ চাঁদে অবতরণ করে কত সালে?

4 / 50

4. ডাঃ মুনির শিক্ষানবিশদের কম্পিটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারি প্রশিক্ষণ দেন, যাতে কোনােরূপ ঝুঁকি না থাকে। এজন যকৃত ক্যাম্পারের রােগী তার কাছে এলে তিনি তাকে –\20°C তাপমাত্রার মাধ্যমে।
চিকিৎসা দেন।
প্রশিক্ষণের প্রযুক্তিটি হলো-- [ব, বাে, ২০১৬]

5 / 50

5. BSA এর পূর্ণরূপ কী?

6 / 50

6. ই-লার্নিং এর সুবিধা হলো --
i. পারস্পরিক মিথক্রিয়ায় পাঠদান
ii. যেকোনো স্থান থেকে শিক্ষাদান
iii. কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান

নিচের কোনটি সঠিক ?

7 / 50

7. মহাশূন্য অভিযানে ব্যবহৃত নভােযান--
i.স্পুটনিক-১
ii. মার্স-৩
iii. ভস্টক-৪
নিচের কোনটি সঠিক ?

8 / 50

8. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যাবহার করা হয় ?

9 / 50

9. কৃত্রিম বুদ্ধিমত্তা সংযােজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে?

10 / 50

10. তথ্য প্রযুক্তির সাহায্যে জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যার সমাধানকে কী বলা হয়?

11 / 50

11. বর্তমান পৃথিবীতে গবেষণার জন্য কোনটির সাহায্য অপরিহার্য ?

12 / 50

12. SWIFT কী ?

13 / 50

13. ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে বার্তা আদান- প্রদান পদ্ধতি কোনটি ?

14 / 50

14. ভার্চুয়াল রিয়ালিটির বৈশিষ্ট হলো --

15 / 50

15. অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল বা মেসেজ পাঠানােকে কী বলে?

16 / 50

16. চিত্রের পদার্থটিকে কি বলে ?

HSCICT.com.bd

17 / 50

17. উদ্দীপকের আলোতে
রায়হান সাহেব আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে এমন এক ধরণের বাসস্থান তৈরি করেছেন , যার সব যন্ত্রাংশ বা ডিভাইস সফটওয়্যার দ্বারা দূর নিয়ন্ত্রিত ।

রায়হান সাহেবের বাসস্থানকে কি বলে?

18 / 50

18. রোবট ব্যাবহৃত হয় ?
i. বাসবাড়ির গৃহস্থালী কাজে
ii. পরিকল্পনা প্রণয়নে
iii. খনির অব্যন্তরীণে
নিচের কোনটি সঠিক ?

19 / 50

19. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
ডা. রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আচিঁলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ী ফিরে যান।
বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে-
১. পার্শ্ব-প্রতিক্রিয়া কম হবে
২. রোগীর ব্যথা কম হবে
৩. সুস্থ হতে সময় কম  লাগে

20 / 50

20. আউটসোর্সিং কী ?

21 / 50

21. রােবটিক্সের অধিভুক্ত বিষয় হলাে--
i. বিজ্ঞান
ii.রসায়ন
iii. ইঞ্জিনিয়ারিং
নিচের কোনটি সঠিক ?

22 / 50

22. অর্থনৈতিক উন্নয়ন বলতে বুঝায়---

23 / 50

23. ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে ডাক্তারের কাছে পাওয়া রোগীর চিকিৎসাকে কী বলে ?

24 / 50

24. হার্বাট মার্শার ম্যাকলুহান ছিলেন একজন___

25 / 50

25. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রগুলাে হলাে --
i. মেশিন লার্নিং
ii. স্পিচ
iii. ভিশন
নিচের কোনটি সঠিক ?

26 / 50

26. উদ্দীপকের আলোতে
মিঃ সালাম উচ্চ ফলনশীল ধান উৎপাদন নিয়ে গবেষণা করছেন। তার কপালের টিউমারটি চিকিৎসক -20°C তাপমাত্রার তরল
নাইট্রোজেন ব্যবহার করে অপসারণ করেন।

চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি হচ্ছে-- [সি. বাে. ২০১৯]

27 / 50

27. জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে-- [ব বাে, ২০১৬, কু, বাে, ২০১৬
i. জীবের নতুন জিনােম আবিষ্কার করা যায়।
ii. বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়।
i. খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়
নিচের কোনটি সঠিক?

28 / 50

28. বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি ?

29 / 50

29. উদ্দিপকের আলোকে নিচের প্রশ্নেরে উত্তর দাওঃ
আবির নিজের গ্রামে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেয়। এতে তার বেশ আয় হচ্ছে। আজকাল সে গ্রমের কৃষকদেরকে নিয়ে উচ্চ ফলনশীল নতুন জাতের গমের চাষাবাদ, পণ্য ক্রয়-বিক্রয় বিষয়ে কৃষীবিজ্ঞানীদের সাথে সরাসরি আলোচনার ব্যবস্থা্ করে এবং গ্রামের বেকার যুবকদের জন্য নিজের পেশায় যুক্ত হতে প্রশিক্ষনের আয়োজন করে।
আবিরের উদ্যোগের ফলে -
১. প্রযুক্তির প্রসার ঘটবে
২. জনসম্পদ তৈরি হবে
৩. কর্মসংস্থান হ্রাস পাবে

30 / 50

30. জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়ােগে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির বিষয়টি কি নামে পরিচিত ?

31 / 50

31. বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট থেকে প্রাপ্ত সুবিধার ক্ষেত্র হলাে
i. ডিস সার্ভিস।
ii. প্রতিরক্ষা সার্ভিস।
iii. ইন্টারনেট সার্ভিস

নিচের কোনটি সঠিক?

32 / 50

32. উদ্দীপকের আলোতে
ডাঃ রাজ শহরে অবস্থান করেও পত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন । তিনি বন্ধুর আচিলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ।

পত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেয়ার প্রক্রিয়াটি হচ্ছে -- [য. বো. ২০১৯]
i. ভিডিও কনফারেন্স
ii. টেলিমেডিসিন
iii.ই-মেইল

33 / 50

33. বিলু সমুদ্র সৈকত ভ্রমণের শারীরিক অভিজ্ঞতা লাভ করেছে, কেননা বিলুর মামা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে--
i. সমুদ্র সৈকতের একটি সিমুলেশন তৈরি করেছেন।
ii. বিভিন্ন সেলরের সাহায্যে তার অনুভূতিকে নিয়ন্ত্রণ করেছেন
iii.বাস্তবে কক্সবাজারে নিয়ে গেছেন

নিচের কোনটি সঠিক?

34 / 50

34. কোনাে টিউমারকে অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রায় গলানাে হয়, কোন সার্জিকাল পদ্ধতির মাধ্যেমে ?

35 / 50

35. ২০১৮ সালে গার্মেন্টস শিল্প থেকে রপ্তানি বাণিজ্যের পরিমাণ কত?

36 / 50

36. রোগীর তথ্য সংরক্ষণের ব্যাবহৃত সফটওয়্যার হলো --
i. Theraphy Notes ii. iCliniq
iii. Care 360

নিচের কোনটি সঠিক ?

37 / 50

37. ই-কমার্স  এর অন্তর্ভূক্ত নয়-

38 / 50

38. ক্রায়ােসার্জারি ব্যবহৃত প্রধান উপাদান-- [য. বো.২০১৯]

39 / 50

39. ইন্টারনেটের ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা চলে ?

40 / 50

40. অওতা বিচারে কোনটি বড়ো ?

41 / 50

41. মিথ্যা সংবাদ বা বিদ্বেষমূলুক প্রচারণা মোকাবেলার জন্য আমাদের দেশে প্রয়োজন---
i.এআই নির্ভর নিজস্ব নিউজ সার্ভার
ii. নেটওয়ার্ক ও নিরাপত্তা ব্যবস্থার সম্প্রসারণ
iii. শক্তিশালী নেটওয়ার্ক

নিচের কোনটি সঠিক ?

42 / 50

42. ন্যানো রোবট-এর ব্যবহার ক্ষেত্র কোনটি ?

43 / 50

43. ই -কমার্সের এর সুবিধা হলো --
i. অর্থের খরচ কমে
ii. অধিকসংখ্যক পণ্য একস্থানে পাওয়া যায়
iii. সময় অধিক কম লাগে

নিচের কোনটি সঠিক ?

44 / 50

44. কোনটি নিউজ চ্যানেল নয় ?

45 / 50

45. কর পরিশোধ কখন বাংলাদেশে ই-পেমেন্ট পদ্ধতি চালু হয় ?

46 / 50

46. নিচের উদ্দিপকের আলোতে
ফজল মিয়া কৃষি কাজ করেন সমস্যা হলো তার এলাকাটি বন্যাপ্রবণ এবং তার উৎপাদন ধান প্রায়ই বন্যায় তলিয়ে যায় ।
কৃষি বিভাগ এ বছর উক্ত অঞ্চলের কৃষকদের জন্য বিশেষ ধরণের ধানের বীজ সরবারহ করেছে, যা থেকে উদপাদিত ধানগাছগুলো বেশ লম্বা হবার কারণে সেগুলো সে বছর বন্যায় তলিয়ে যায়নি শস্যের উদপাদন ও হলো প্রচুর ।

উদ্দীপকে বর্ণিত বিশেষ ধরনের ধানবীজ উদ্ভাবনে কোন পদ্ধতির
সহায়তা নেয়া হয়েছে?

47 / 50

47. সাধারণ DNA অণু ছাড়াও ব্যাকটেরিয়ার দেহে অতিরিক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তাকার যে DNA থাকে, তাকে কী বলে?

48 / 50

48. তদেহ শনাক্তকরণে ব্যবহৃত বায়ােমট্রিক্স পদ্ধতি কোনটি?

49 / 50

49. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ---

50 / 50

50. কোনটি আবিস্কারের ফলে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয় ?

Your score is

The average score is 33%

0%

Previous articleকুইজ-02 (26 থেকে 50) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
Next articleকুইজ-03 (51 থেকে 75) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং