মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত) 0% 2 Created by Liaquat Talukder মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত) 1 / 50 1. কম্পিউটার ক্রাইম এর অন্তর ভুক্ত হলো--i. কপিরাইট ভঙ্গ করে বই-পুস্তক ব্যবহারii, অশ্লীল চলচ্চিত্রের প্রচারii. নতুন ব্যাংক একাউন্ট খােলানিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. i ও iii c. i d. i ও ii 2 / 50 2. ই -কমার্সের সুবিধা কোনটি ? a. লেনদেনের নিরাপত্তা b. আইন প্রণয়ন ও প্রয়োগ c. বিজ্ঞাপন ও বিপণন d. পণ্যের গুনগতমান যাচাই 3 / 50 3. E-retailing বলতে কী বোঝায় ? a. ক্রেডিট কার্ডের মাধ্যেমে বিক্রয় b. ICT নির্ভর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা c. ডেবিট কার্ডের মাধ্যেমে বিক্রয় d. ইন্টারনেটের মাধমে খুচরা বিক্রয় 4 / 50 4. ২০১৬ সালের ICT উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম ? a. ১৪৭ তম b. ১২৪ তম c. ১৩৪ তম d. ১৪৪ তম 5 / 50 5. আমাদের দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি নতুন শিক্ষা ব্যবস্থা হচ্ছে --i. ওয়েবভিত্তিকii. ইন্টারনেটভিত্তিকiii. মাল্টিমিডিয়াভিত্তিক a. ii ও iii b. i c. i ও iii d. i , ii ও iii 6 / 50 6. একসেস-টু-ইনফরমেশন (a2i) প্রকল্পের আওতাধীন কাজ কোনটি? a. কৃষির উন্নয়ন সাধন b. দেশের প্রত্যন্ত অঞ্চলে যােগাযােগ স্থাপন c. শিল্প উৎপাদন বাড়ানাে d. বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করা 7 / 50 7. প্রযুক্তি দ্বারা ক্ষতিগ্রস্থ বিপন্ন পেশার তালিকায় শীর্ষে রয়েছে নিম্নের কোনটি ? a. করাতি b. কৃষক c. দর্জি d. ডাকপিয়ন 8 / 50 8. ডিজিটাল আইন প্রণীত হয় কত সালে? a. ২০২১ b. ২০১১ c. ২০১৪ d. ২০১৮ 9 / 50 9. মিথ্যা সংবাদ বা বিদ্বেষমূলুক প্রচারণা মোকাবেলার জন্য আমাদের দেশে প্রয়োজন---i.এআই নির্ভর নিজস্ব নিউজ সার্ভারii. নেটওয়ার্ক ও নিরাপত্তা ব্যবস্থার সম্প্রসারণiii. শক্তিশালী নেটওয়ার্ক নিচের কোনটি সঠিক ? a. i ও iii b. i , ii ও iii c. i d. ii ও iii 10 / 50 10. কৃত্রিম বুদ্ধিমত্তা সংযােজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে? a. পঞ্চম b. চতুর্থ c. তৃতীয় d. ষষ্ঠ 11 / 50 11. নতুন ধরনের ক্রোমোজোম তৈরির কৌশলকে কী বলে? [সকল বাে. ২০১৮] a. বায়ােমেট্রিক্স b. ন্যানােটেকনােলজি c. জেনেটিক ইঞ্জিনিয়ারিং d. বায়ােইনফরমেটিক্স 12 / 50 12. নিচের উদ্দীপকের আলোকে উত্তর দেওমইন সাহেব একটি সরকারি দপ্তরে চাকরি করেন । তিনি সরকারি নির্দেশনা ও তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারভিউব্যবহার করেন এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে জরুরি সিদ্বান্ত গ্রহণ করেন ।উদ্দীপকের প্রযুক্তি দাপ্তরিক কার্যকর ব্যতীত আর যে ক্ষেত্রে ব্যাবহৃত হয় , তা হলো --i. শিক্ষাক্ষেত্রে ii. গোয়েন্দা নজরদারিতেiii. সামাজিক যোগাযোগে a. i ও iii b. i ও ii c. i, ii ও iii d. ii ও iii 13 / 50 13. ন্যানােপার্টিকেলের আকৃতি কত ন্যানােমিটার? a. 1 থেকে ৪00 b. 1 থেকে ২00 c. 1 থেকে 100 d. 1 থেকে ৩00 14 / 50 14. রোবট ব্যাবহৃত হয় ?i. বাসবাড়ির গৃহস্থালী কাজেii. পরিকল্পনা প্রণয়নেiii. খনির অব্যন্তরীণেনিচের কোনটি সঠিক ? a. i b. ii ও iii c. i, ii ও ii d. i ও iii 15 / 50 15. নিচের উদ্দিপকের আলোতেফজল মিয়া কৃষি কাজ করেন সমস্যা হলো তার এলাকাটি বন্যাপ্রবণ এবং তার উৎপাদন ধান প্রায়ই বন্যায় তলিয়ে যায় ।কৃষি বিভাগ এ বছর উক্ত অঞ্চলের কৃষকদের জন্য বিশেষ ধরণের ধানের বীজ সরবারহ করেছে, যা থেকে উদপাদিত ধানগাছগুলো বেশ লম্বা হবার কারণে সেগুলো সে বছর বন্যায় তলিয়ে যায়নি শস্যের উদপাদন ও হলো প্রচুর ।উদ্দীপকে বর্ণিত বিশেষ ধরনের ধানবীজ উদ্ভাবনে কোন পদ্ধতিরসহায়তা নেয়া হয়েছে? a. বায়ােমেটিক b. জেনেটিক ইঞ্জিনিয়ারিং c. বায়ােটেকনােলজি d. বায়ােইনফরমেটিক্স 16 / 50 16. নিচের কোন কাজটি আউটসোর্সিং এর অন্তর্ভুক্ত নয় ? a. এসইও b. এফিলিয়েট মার্কেটিং c. গুগল এডসেন্স d. রাইট শেয়ারিং 17 / 50 17. নিচের উদ্দিপকের আলোকে ৯ও১০ নং প্রশ্নের উত্তর দাওঃমহন সাহের একটি সরকারি দপ্তরে চাকরি করেন। তিনি সরকারি নির্দেশনা ও তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করেন এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে জরুরি সিদ্ধান্ত গ্রহন করেন। [দি. ২০১৬]উদ্দিপকের প্রযুক্তি দাপ্তরিক কার্যক্রমত ব্যতীত আর যে ক্ষেত্রে ব্যবহৃত হয় তা হলো-১. শিক্ষা ক্ষেত্রে২. গোয়েন্দা নজরদারিতে৩. সামাজিক যোগাযোগে a. ১ও২ b. ১,২ও৩ c. ১ও৩ d. ২ও৩ 18 / 50 18. আণবিক পর্যায়ে পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যাকে বলা হয়-- a. বায়ােইনফরমেটিক্স b. জেনেটিক ইঞ্জিনিয়ারিং c. বায়ােইনফরমেটিক্স d. ন্যানােটেকনােলজি 19 / 50 19. ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলোi. ক্রায়ােপ্রোবii. স্প্রে-ডিভাইসiii. অ্যাকচুয়েটর।নিচের কোনটি সঠিক? a. i, ii ও iii b. i ও iii c. ii ও iii d. i ও ii 20 / 50 20. কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন ? a. হার্ডওয়্যার b. ইন্টারনেট c. মানুষের জ্ঞান d. সফটওয়্যার 21 / 50 21. উদ্দীপকে যে বিষয়ে বলা হয়েছে , তা সম্ভব হচ্ছে কিসের কল্যাণে ?i. সংবাদপত্রেরii.তথ্য প্রযুক্তিরiii. ইন্টারনেট প্রযুক্তির নিচের কোনটি সঠিক ? a. i ও iii b. i, ii ও iii c. i ও ii d. ii ও iii 22 / 50 22. যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত কৃত্রিম বুদ্বিমত্তা প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার হয়না ? a. সি # b. ফক্সপ্রো c. সি ++ d. প্রোলগ 23 / 50 23. ক্রায়ােসার্জারি আধুনিক ও উন্নত হয়ে ওঠে--i. তরল নাইট্রোজেন ব্যবহারের ফলেii. তরল হাইড্রোজেন ব্যবহারের ফলেiii. বিভিন্ন ক্রায়ােজনিক এজেন্ট ব্যবহারের ফলে। নিচের কোনটি সঠিক? a. ii ও iii b. i, ii ও iii c. i ও iii d. i 24 / 50 24. ইলেকট্রনিক ডিভাইস-এর মাধমে পর্নোগ্রাফি সরবরাহের সর্বোচ শাস্তি কোনটি ? a. ৫ বছর সশ্রম কারাদণ্ড b. ৬ বছর সশ্রম কারাদণ্ড c. ৪ বছর সশ্রম কারাদণ্ড d. ৩ বছর সশ্রম কারাদণ্ড 25 / 50 25. সামরিক ক্ষেত্রে রোবট ব্যাবহৃত হয় ?i. স্থল মাইন অপসারণ করতেii. সামনা সামনি গোলাগুলি করতেiii.যুদ্ধযানে ড্রাইভাইরে বিকল্প হিসাবেনিচের কোনটি সঠিক ? a. i ও iii b. i c. ii ও iii d. i, ii ও iii 26 / 50 26. ব্যবহৃত চিকিৎসা পদ্ধতিতে-- [ব, বো, ২০১৬]i. চিকিৎসা ব্যয় তুলনামূলকভাবে কম।ii. অপারেশনের ধকল সহ্য করতে হয় না।iii. আশেপাশের কোষের ক্ষতি হয় না।নিচের কোনটি সঠিক? a. i ও iii b. i c. ii ও iii d. i, ii ও iii 27 / 50 27. কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? (দি.বাে, ২০১৭)। a. দ্বিমাত্রিক সিমুলেশন b. হ্যান্ড জিওমেট্রি c. বায়ােলজিক্যাল ডেটা d. ত্রিমাত্রিক সিমুলেশন 28 / 50 28. বর্তমান পৃথিবীতে গবেষণার জন্য কোনটির সাহায্য অপরিহার্য ? a. টেলিকমিউনিকেশন প্রযুক্তি b. স্যাটেলাইট প্রযুক্তি c. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি d. ডেটা পক্রিয়াকরণ 29 / 50 29. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃশুভ সাহেব এর ছোট ভাই নীল ইউএন মিশনে গেলেন। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মা এর সাথে নীলের কথা বলার ব্যবস্থা করেন। আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন।উদ্দিপকে বিশ্বগ্রামের কোন উপাদানের ইঙ্গিত দেখানো হয়েছে ? a. অফিস b. শিক্ষা c. চিকিৎসা d. যোগাযোগ 30 / 50 30. ক্রায়ােসার্জারিতে রােগাক্রান্ত কোষের অবস্থান ও সীমানা নির্ধারণে নিচের কোনটি ব্যাবহৃতহয় ? a. ক্রোমপ্রোভ b. মাইক্রোক্যামেরাযুক্ত নল c. ক্রায়ােজেনিক এজেন্ট d. সিমুলেটেড সফটওয়্যার 31 / 50 31. নিচের উদ্দিপকের আলোকে ৯ও১০ নং প্রশ্নের উত্তর দাওঃমহন সাহের একটি সরকারি দপ্তরে চাকরি করেন। তিনি সরকারি নির্দেশনা ও তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করেন এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে জরুরি সিদ্ধান্ত গ্রহন করেন। [দি. ২০১৬]মহন সাহেবের তথ্য ও প্রযুক্তি ব্যবহার কোন ধরনের কর্মকান্ড ?১. ইতিবাচক২. কার্যকরী৩. সময়োপযোগী a. ১ b. ১ও২ c. ১,২ও৩ d. ১ও৩ 32 / 50 32. EHR এর পূর্ণ রূপ কী ? a. Essential Health Card b. Electronic Health Cash c. Electronic Health Record d. Electronic Hospital Card 33 / 50 33. ই-লার্নিং এর সুবিধা হলো --i. পারস্পরিক মিথক্রিয়ায় পাঠদানii. যেকোনো স্থান থেকে শিক্ষাদানiii. কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান নিচের কোনটি সঠিক ? a. i ও iii b. i ও ii c. i , ii ও iii d. ii ও iii 34 / 50 34. বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইন চিকিৎসাসেবা পাওয়ার জন্য টেলিমেডিসিন সংক্রান্ত ওয়েবসাইট হলো --i. Teladoc ii.MDliveiii. Epic care a. i ও iii b. ii ও iii c. i , ii ও iii d. i ও ii 35 / 50 35. উদ্দিপকটি পড় এবং উত্তর দাওঃঅসুস্থতার কারনে অমিত অনুপস্থিতি থাকায় ICT ক্লাসের অ্যাসাইনমেন্ট বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে বন্ধু শফিক তাকে বলে “ এক্ষুণি তোমার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি।” অমিত নিজেও তার পড়াশুনার কাজে কম্পিউটার ও ডাউনলোড করে থাকে এবং অন্যান্য বন্ধুদের সহায়তা করে।উদ্দিপকে অমিতের বন্ধু তথ্য প্রযুক্তির কোন সুবিধাটি গ্রহন করেছে? a. ভিডিও কনফারেন্সিং b. মোবাইল প্রযুক্তি c. অডিও কনফারেন্সিং d. ইলেকট্রনিক মেইলিং 36 / 50 36. রেস্ট্রিকশন এনজাইম দিয়ে--i. ডিএনএ অণু কাটা যায়।ii. এক জীবের কোষ থেকে DNA অংশ অন্য জীবে স্থানান্তর করা যায়iii. এক জীবের DNA অংশ অন্য জীবের DNA অংশের সাথে। লাগানাে যায়নিচের কোনটি সঠিক? a. ii ও iii b. i, ii ও iii c. i ও ii d. i 37 / 50 37. ন্যানােটেকনােলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে- (ঢা. বাে, ২০১৭]i. কম্পিউটারii. ক্রায়ােলােবiii. রােবট নিচের কোনটি সঠিক? a. ii ও iii b. i c. i ও iii d. i,ii ও iii 38 / 50 38. বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো --i. কানেকটিভিটি ii. ডেটাiii.সক্ষমতানিচের কোনটি সঠিক ? a. i ও ii b. ii ও iii c. i , ii ও iii d. i ও iii 39 / 50 39. ভার্চুয়াল রিয়েলিটির নতুন রূপ কোনটি? a. সফটওয়্যার রিয়েলিটি b. সিমুলেশন রিয়েলিটি c. অগমেন্টেড রিয়েলিটি d. ইম্পেক্ট রিয়েলিটি 40 / 50 40. উদ্দীপকের আলোতেচাপাইনবাবগঞ্জ জেলার একজন কৃষক তার জমিতে প্রায় ২০০টি গাছের চারা লাগিয়েছিলেন। তার গাছে এ বছর শীতকালে মৃদুমন্দ বাতাসের সাথে প্রতিটি গাছেই বড় বড় আম ঝুলতে দেখে তিনি খুব খুশি হলেন। তিনি ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে আম। বিক্রি করে আর্থিকভাবে লাভবান হলেন।উদ্দীপকের আলােকে আম বিক্রির প্রক্রিয়াটি কিসের সাথে সম্পর্কযুক্ত ? [কু, বাে. ২০১৯] a. ই-সেবা b. ই-বিজনেস c. ই-ব্যাংকিং d. ই-কমার্স 41 / 50 41. মহাকাশযানগুলাে বর্তমানে ব্যবহৃত যে কাজে হয়--i.স্পেস স্টেশনে মালামাল পৌছানাের কাজেii. কৃত্রিম উপগ্রহ স্থাপনের কাজেiii. মঙ্গল গ্রহে অভিযানের কাজে।নিচের কোনটি সঠিক? a. i ও iii b. i c. i, ii ও iii d. ii ও iii 42 / 50 42. বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত ? a. শিক্ষার অবাধ সুযোগ সুবিধার বিস্তার b. গ্রামের সাথে শহরের সহজ যোগাযোগ c. বিশ্বব্যাপি গ্রামকে নগরে পরিবর্তন d. ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার 43 / 50 43. ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে বার্তা আদান- প্রদান পদ্ধতি কোনটি ? a. ই - মেইল b. মেসেন্জার c. টুইটার d. ফেসবুক 44 / 50 44. সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ হলো -- a. দ্বিমাত্রিক b. ত্রি-মাত্রিক c. চতুমাত্রিক d. একমাত্রিক 45 / 50 45. কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়ােগ করে ফলাফল দেখাকে কি বলে? a. সিমুলেশন b. টেলিপ্রেজেন্স c. স্টিমুলেশন d. মডেলিং 46 / 50 46. ছাত্ররা বাস্তব স্বাদ পাওয়ার সময় দেখতে পেল- [সি, বাে, ২০১৭]i. দ্বি-মাত্রিক দৃশ্যii. ত্রি-মাত্রিক দৃশ্য।i. কৃত্রিম জীবন্ত দৃশ্যনিচের কোনটি সঠিক ? a. i ও ii b. i ও iii c. i, ii ও iii d. ii ও iii 47 / 50 47. কোনটি রােবটের ব্যবহার? [রা, বাে, ২০১৬] a. টেনিস বলের আকৃতি তৈরিতে b. নতুন জাতের বীজ উৎপাদনে c. ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে d. জটিল সার্জারি চিকিৎসায় 48 / 50 48. ভার্চুয়াল রিয়ালিটির বৈশিষ্ট হলো -- a. তথ্য আদান প্রদান b. কাল্পনিক জগতে প্রবেশ c. বাস্তব জগতে বিচরণ d. দ্বিমাত্রিক জগতে প্রবেশ 49 / 50 49. উদ্দীপকের আলোতেরায়হান সাহেব আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে এমন এক ধরণের বাসস্থান তৈরি করেছেন , যার সব যন্ত্রাংশ বা ডিভাইস সফটওয়্যার দ্বারা দূর নিয়ন্ত্রিত ।এ ধরণের বাসস্থান তৈরির জন্য প্রয়োজন ---i. ব্যাপক আর্থিক বিনিয়োগii. রক্ষনাবেক্ষন দক্ষ জনবলiii. ভয়েস নিয়ন্ত্রিত ডিভাইস নিচের কোনটি সঠিক ? a. i ও iii b. i ও ii c. ii ও iii d. i , ii ও iii 50 / 50 50. কোনটি বায়ােইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসেবে ব্যবহৃত হয়? a. LISP b. CLISP c. SQL d. PROLOG Your score is The average score is 17% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Share this:TwitterFacebook