মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

0%
77
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

1 / 50

1. অদ্বিতীয়ভাবে একজন ব্যাক্তিকে শনাক্ত করার জন্য কোন তথ্যটি ব্যাবহৃত হয় না?

2 / 50

2. ডিজিটাল মুদ্রার উদাহরণ-

3 / 50

3. অত্যধিক ঠান্ডায় অস্বাভাবিক বা রােগাক্রান্ত টিস্যর ওপর নিচের কোন পদ্ধতি প্রয়ােগ করা হয়?

4 / 50

4. সুগার মিলগুলাে আখ চাষিদের জন্য কোন ব্যবস্থা চালু করেছে।

5 / 50

5. অডিও-ভিজ্যুয়াল পদ্ধতিতে সভা করাকে কি বলা হয় ?

6 / 50

6. ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে ডাক্তারের কাছে পাওয়া রোগীর চিকিৎসাকে কী বলে ?

7 / 50

7. ক্ষতস্থান শনাক্তে ব্যবহৃত মাইক্রো ক্যামেরাযুক্ত নলকে কী বলে?

8 / 50

8. মানুষের চিন্তা-ভাবনাকে যন্ত্রের মাধ্যেমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি ?

9 / 50

9. GPS কী কাজে লাগে?

10 / 50

10. কোনটি বায়ােইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসেবে ব্যবহৃত হয়?

11 / 50

11. টেলিমেডিসিন ব্যবস্থাটি কিসের সাথে সম্পকিত ?

12 / 50

12. নিচের উপদ্দিপকের আলোতে
BRRI কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত লাভ করতে পারে ।
উদ্দীপকের কর্মকাণ্ডে--- [রা. বো,২০১৭]
i. অর্থনৈতিক উন্নয়ন হবে
ii.চিকিৎসাক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে
iii. জীববৈচিত্র্যের উদ্ভব হবে

নিচের কোনটি সঠিক ?

13 / 50

13. ক্রায়ােসার্জারি আধুনিক ও উন্নত হয়ে ওঠে--
i. তরল নাইট্রোজেন ব্যবহারের ফলে
ii. তরল হাইড্রোজেন ব্যবহারের ফলে
iii. বিভিন্ন ক্রায়ােজনিক এজেন্ট ব্যবহারের ফলে।

নিচের কোনটি সঠিক?

14 / 50

14. BSA এর সূত্রমতে ব্যবহৃত সকল সফটওয়্যারের কতভাগ পাইরেটেড?

15 / 50

15. নিচের উপদ্দিপকের আলোতে
BRRI কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত লাভ করতে পারে ।
উদ্দীপকে BRRI কর্তৃক ব্যাবহৃত প্রযুক্তি কোনটি ? [রা.বো ২০১৭]

16 / 50

16. বঙ্গবন্ধু-১ কোন ধরনের স্যাটেলাইট?

17 / 50

17. EFT এর মাধ্যমে লেনদেন সংঘটিত হয়--

i. একই ব্যাংকের বিভিন্ন শাখার অ্যাকাউন্টের মধ্যে
ii. বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে
iii. বৈদেশিক ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে নিচের কোনটি সঠিক?
নিচের কোনটি সঠিক ?

18 / 50

18. টপ ডাউন পদ্ধতিতে কোনাে জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? [চ. বাে, ২০১৯]

19 / 50

19. কোন ক্ষেত্রে বায়ােমেট্রিক প্রযুক্তি ব্যবহৃত হয়?

20 / 50

20. উদ্দিপকটি পড় এবং নিচের  প্রশ্নের উত্তর দাওঃ

অসুস্থতার কারনে অমিত অনুপস্থিতি থাকায় ICT ক্লাসের অ্যাসাইনমেন্ট বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে বন্ধু শফিক তাকে বলে “ এক্ষুণি তোমার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি।” অমিত নিজেও তার পড়াশুনার কাজে কম্পিউটার ও ডাউনলোড করে থাকে এবং অন্যান্য বন্ধুদের সহায়তা করে।

অমিতের ভূমিকার ফলে বৃদ্ধি পাবে-
১. ক্লাসের অনুপস্থিতি
২. তথ্য প্রযুক্তির ব্যবহার
৩. ই-লার্নিং সিস্টেম

21 / 50

21. বায়োমেট্রিক পদ্ধতিতে সিমকার্ড নিবন্ধন শুরু করা হয় ১ম ও ২য় দেশ কী কী ?

22 / 50

22. অনলাইন ব্যাংকিং এর একটি উদাহরন হলো--

23 / 50

23. প্রযুক্তির যে শাখা রােবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়নের সংশ্লিষ্ট তাকে কী বলে?

24 / 50

24. বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইটের মালিকানা অর্জন করে ?

25 / 50

25. জিন ফাইন্ডিং গবেষণায় কী ব্যবহৃত হয়?

26 / 50

26. নেটফ্লিক্স কি ?

27 / 50

27. কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন ?

28 / 50

28. জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর জনক কে?

29 / 50

29. বাংলাদেশে সর্বপ্রথম Q-Cash চালু করেন--

30 / 50

30. ফ্রীলান্সিং কী ?

31 / 50

31. ভার্চুয়াল জগতের গ্রাফিক্সে কোনটিকে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়?

32 / 50

32. ক্রায়ােসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি উৎপাদন ও বিপণনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

33 / 50

33. Apple M-11 মােবাইল তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে? [মা. বাে. ২০১৯]

34 / 50

34. গবেষণা তথ্য প্রযুক্তি প্রয়োগ করা হয় --
i. সিমুলেটর কিংবা যন্ত্রপাতি পরিচালনায়
ii. উপাত্ত সংরক্ষন ও পক্রিয়াকরণে
iii. গবেষকদের চিন্তাধারা একে অপরের কাছে প্রকাশ করতে

নিচের কোনটি সঠিক ?

35 / 50

35. বায়ােইনফরমেট্রিক ব্যবহারের ক্ষেত্রগুলো হলো--
i. জৈব প্রযুক্তি
ii. জীবাণু অস্র তৈরী
iii. মহাকাশ গবেষণা
নিচের কোনটি সঠিক ?

36 / 50

36. প্রযুক্তি দ্বারা ক্ষতিগ্রস্থ বিপন্ন পেশার তালিকায় শীর্ষে রয়েছে নিম্নের কোনটি ?

37 / 50

37. তথ্য প্রযুক্তির সাহায্যে জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যার সমাধানকে কী বলা হয়?

38 / 50

38. উদ্দীপকের আলোতে
রায়হান সাহেব আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে এমন এক ধরণের বাসস্থান তৈরি করেছেন , যার সব যন্ত্রাংশ বা ডিভাইস সফটওয়্যার দ্বারা দূর নিয়ন্ত্রিত ।

এ ধরণের বাসস্থান তৈরির জন্য প্রয়োজন ---
i. ব্যাপক আর্থিক বিনিয়োগ
ii. রক্ষনাবেক্ষন দক্ষ জনবল
iii. ভয়েস নিয়ন্ত্রিত ডিভাইস

নিচের কোনটি সঠিক ?

39 / 50

39. সামরিক ক্ষেত্রে রোবট ব্যাবহৃত হয় ?
i. স্থল মাইন অপসারণ করতে
ii. সামনা সামনি গোলাগুলি করতে
iii.যুদ্ধযানে ড্রাইভাইরে বিকল্প হিসাবে
নিচের কোনটি সঠিক ?

40 / 50

40. উদ্দীপকের আলোতে
কাভিড -১৯ সংক্রমণের সময় ইবাদের স্কুল বন্ধ ছিল । তবে এ সময় তার শিক্ষকরা শিক্ষাক্রম বন্ধ না রেখে ঘরে বসে অবস্থান করেই পাঠদান কার্যক্রম চালিয়ে গেছেন ।
শিক্ষকদের পাঠদানে অংশ নিতে ইবাত যে অ্যাপ ব্যবহার করতে পারে --
i. Google Meet
ii. Skype
iii. Zoom

41 / 50

41. ই-ব্যাংকিং এর সাথে সম্পর্কিত নয়-

42 / 50

42. ইন্টারনেটভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলোর জনপ্রিয়তা মূল কারণ হলো --
i. সময় সাশ্রয়
ii. অর্থ সাশ্রয়
iii. অডিও-ভিজ্যুয়াল প্রযুক্তি

নিচের কোনটি সঠিক ?

43 / 50

43. কোনটি ক্রায়ােসার্জারির সাথে সম্পর্কিত ?

44 / 50

44. ‘কিউরিসিটি' নামক মহাকাশযান কোন গ্রহে পাঠানাে হয়েছে?

45 / 50

45. কম্পিউটারের মধ্যে জৈবতথ্য নিয়ে গবেষণা করাকে কী বলে?

46 / 50

46. জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়ােগ হলো--

47 / 50

47. বিশ্বগ্রামের ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন-
(ঢা-16, কু-16)

48 / 50

48. ডেটা বা উপাত্ত হলো--

49 / 50

49. আণবিক পর্যায়ে পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যাকে বলা হয়--

50 / 50

50. বিশ্বগ্রাম ধারণার প্রধান উপাদান কোনটি ?

Your score is

The average score is 33%

0%

Previous articleকুইজ-02 (26 থেকে 50) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
Next articleকুইজ-03 (51 থেকে 75) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং