মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

0%
77
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

1 / 50

1. কোনটি ট্রান্সজেনিক উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে?

2 / 50

2. ডাঃ মুনির শিক্ষানবিশদের কম্পিটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারি প্রশিক্ষণ দেন, যাতে কোনােরূপ ঝুঁকি না থাকে। এজন যকৃত ক্যাম্পারের রােগী তার কাছে এলে তিনি তাকে –\20°C তাপমাত্রার মাধ্যমে।
চিকিৎসা দেন।
প্রশিক্ষণের প্রযুক্তিটি হলো-- [ব, বাে, ২০১৬]

3 / 50

3. DNA সংগ্রহ করার উপাদান হলাে--
i. রক্ত
ii. চুল
iii. মুখের লালা
নিচের কোনটি সঠিক ?

4 / 50

4. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও
মি. ক ফ্লাইট সিমুলেটেরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক এুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়। [রা.বো.১৯]
দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরনের জন্য ব্যবহৃত হতে পারে-

5 / 50

5. ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে বার্তা আদান- প্রদান পদ্ধতি কোনটি ?

6 / 50

6. ক্যাড’ বলতে কি বােঝায়?

7 / 50

7. কোন পদ্ধতিতে আঙুলের ছাপ ব্যবহার করে অপরাধী নির্ণয় করা হয়?

8 / 50

8. যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত কৃত্রিম বুদ্বিমত্তা প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার হয়না ?

9 / 50

9. মানুষ চাঁদে অবতরণ করে কত সালে?

10 / 50

10. বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি ?

11 / 50

11. ২০১৮ সালে গার্মেন্টস শিল্প থেকে রপ্তানি বাণিজ্যের পরিমাণ কত?

12 / 50

12. গ্লোবাল ভিলেজ-এর backbone কোনটি?

13 / 50

13. ব্যাংকের চেকের চেক নম্বর লেখা ও পড়া হয় কোন পদ্ধতিতে ?

14 / 50

14. ক্রায়ােসার্জারিতে রােগাক্রান্ত কোষের অবস্থান ও সীমানা নির্ধারণে নিচের কোনটি ব্যাবহৃত
হয় ?

15 / 50

15. উদ্দিপকটি পড় এবং নিচের  প্রশ্নের উত্তর দাওঃ

অসুস্থতার কারনে অমিত অনুপস্থিতি থাকায় ICT ক্লাসের অ্যাসাইনমেন্ট বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে বন্ধু শফিক তাকে বলে “ এক্ষুণি তোমার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি।” অমিত নিজেও তার পড়াশুনার কাজে কম্পিউটার ও ডাউনলোড করে থাকে এবং অন্যান্য বন্ধুদের সহায়তা করে।

অমিতের ভূমিকার ফলে বৃদ্ধি পাবে-
১. ক্লাসের অনুপস্থিতি
২. তথ্য প্রযুক্তির ব্যবহার
৩. ই-লার্নিং সিস্টেম

16 / 50

16. ই -কমার্সের এর সুবিধা হলো --
i. অর্থের খরচ কমে
ii. অধিকসংখ্যক পণ্য একস্থানে পাওয়া যায়
iii. সময় অধিক কম লাগে

নিচের কোনটি সঠিক ?

17 / 50

17. নিচের কোনটি ব্যাবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বগ্রাম ধারণার প্রভাবের প্রকৃষ্ট উদাহরণ হতে পারে ?

18 / 50

18. শরীফকে অভিনন্দন জানাতে ব্যাবহৃত প্রযুক্তির সাহায্য যেসব সুবিধা নেওয়া যাবে --
i. অনলাইন ব্যাংকিং
ii. আউটসোসিং
iii. ভার্চুয়াল ড্রাইভিং

19 / 50

19. বঙ্গবন্ধু-১ কোন ধরনের স্যাটেলাইট?

20 / 50

20. কম্পিউটার ইথিকস-এর নির্দেশনা কয়টি? (কু, বাে-১৭, সি-১৯]

21 / 50

21. অনলাইনের মাধ্যমে দরপত্র আহব্বান করতে কি বলে ?

22 / 50

22. উদ্দীপকের আলোতে--
ক’ শিক্ষার্থী কলেজে পড়াশুনা করে। তথ্যের উৎস উল্লেখ করেপড়াশুনার প্রয়ােজনে কম্পিউটার এবং ইন্টারনেটের সহায়তায় টার্মপেপার তৈরি করে। কিন্তু ‘খ’ শিক্ষার্থী কোনাে অনুমতি ছাড়াই ফাইল কপি করে নেয় । এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনােরূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে ।

উদ্দীপকের ‘খ শিক্ষার্থীর কর্মকাণ্ড কোনটি? [ঢা. বাে, ২০১৭]

23 / 50

23. কোন তত্বের ওপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত ?

24 / 50

24. World Economic Forum এর উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম ?

25 / 50

25. ভার্চুয়াল রিয়ালিটির বৈশিষ্ট হলো --

26 / 50

26. আচরণগত বৈশ্যিষ্ঠের বায়োমেট্রিক হচ্ছে --
i. ফেইস রিকোগনিশন
ii ভয়েস রিকোগনিশন
iii. টাইপিং কি-স্ট্রোক
নিচের কোনটি সঠিক ?

27 / 50

27. DNA-এর পূর্ণনাম কী?

28 / 50

28. ক’ শিক্ষার্থী কলেজে পড়াশুনা করে। তথ্যের উৎস উল্লেখ করেপড়াশুনার প্রয়ােজনে কম্পিউটার এবং ইন্টারনেটের সহায়তায় টার্মপেপার তৈরি করে। কিন্তু ‘খ’ শিক্ষার্থী কোনাে অনুমতি ছাড়াই ফাইল কপি করে নেয় । এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনােরূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে ।

উদ্দীপকের আলােকে ‘ক’ শিক্ষার্থীর কর্মকাণ্ড-
i. কপিরাইট আইন না মানা
ii. টেলনেট
iii. কম্পিউটার এথিকস
নিচের কোনটি সঠিক?

29 / 50

29. ই-কমার্স  এর অন্তর্ভূক্ত নয়-

30 / 50

30. ফ্রীলান্সিং কী ?

31 / 50

31. প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত? [দি, বাে. ২০১৬]

32 / 50

32. ই-লার্নিং এর সুবিধা হলো --
i. পারস্পরিক মিথক্রিয়ায় পাঠদান
ii. যেকোনো স্থান থেকে শিক্ষাদান
iii. কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান

নিচের কোনটি সঠিক ?

33 / 50

33. বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি ?

34 / 50

34. ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটারে অবৈধভাবে অনুপ্রবেশ করাকে কী বলে?

35 / 50

35. তথ্য ও যােগাযােগ প্রযুক্তি আইন প্রণীত হয় কত সালে?

36 / 50

36. অফিসের যাবতীয় কার্যক্রমকে স্বয়ংক্রিয় করাকে কি বলে ?

37 / 50

37. উদ্দীপকের আলোতে
চাপাইনবাবগঞ্জ জেলার একজন কৃষক তার জমিতে প্রায় ২০০টি গাছের চারা লাগিয়েছিলেন। তার গাছে এ বছর শীতকালে মৃদুমন্দ বাতাসের সাথে প্রতিটি গাছেই বড় বড় আম ঝুলতে দেখে তিনি খুব খুশি হলেন। তিনি ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে আম। বিক্রি করে আর্থিকভাবে লাভবান হলেন।

উদ্দীপকের আলােকে আম বিক্রির প্রক্রিয়াটি কিসের সাথে সম্পর্কযুক্ত ? [কু, বাে. ২০১৯]

38 / 50

38. অদ্বিতীয়ভাবে একজন ব্যাক্তিকে শনাক্ত করার জন্য কোন তথ্যটি ব্যাবহৃত হয় না?

39 / 50

39. ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীরা -
১. একে অপরের ছবি দেখতে পারে
২. প্রত্যেকে প্রত্যেকের কথোপকথন শুনতে পারে
৩. নিজেদের মধ্যে চিঠিপত্র আদান-প্রদান করতে পারে

40 / 50

40. অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল বা মেসেজ পাঠানােকে কী বলে?

41 / 50

41. রােবটের আকার বা আকৃতি কীসের ওপর নির্ভর করে?

42 / 50

42. কোনটি দ্বারা নানাে বুঝায়? (ঢা. বাে. ২০১৭]

43 / 50

43. ভার্চুয়াল রিয়ালিটির জন্য হাতে যে জিনিসটি পড়তে হয়, তা হলো--

44 / 50

44. কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়?

45 / 50

45. জিন ফাইন্ডিং গবেষণায় কী ব্যবহৃত হয়?

46 / 50

46. টপ ডাউন পদ্ধতিতে কোনাে জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? [চ. বাে, ২০১৯]

47 / 50

47. অনলাইন পারস্পরিক মিথক্রিয়ায় শিক্ষা কার্যকর পরিচালনালকে কি বলে ?

48 / 50

48. কোনটি রােবটের ব্যবহার? [রা, বাে, ২০১৬]

49 / 50

49. বাংলাদেশে সর্বপ্রথম Q-Cash চালু করেন--

50 / 50

50. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্র কোনটি? [মা, বাে, ২০১৭]

Your score is

The average score is 33%

0%

Previous articleকুইজ-02 (26 থেকে 50) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
Next articleকুইজ-03 (51 থেকে 75) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং