মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত) 0% 77 Created by Liaquat Talukder মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত) 1 / 50 1. কোনটি ট্রান্সজেনিক উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে? a. জেনেটিক ইঞ্জিনিয়ারিং b. ন্যানােটেকনােলজি c. বায়য়াইনফরমেটিক্স d. বায়ােমেট্রিক্স , 2 / 50 2. ডাঃ মুনির শিক্ষানবিশদের কম্পিটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারি প্রশিক্ষণ দেন, যাতে কোনােরূপ ঝুঁকি না থাকে। এজন যকৃত ক্যাম্পারের রােগী তার কাছে এলে তিনি তাকে –\20°C তাপমাত্রার মাধ্যমে।চিকিৎসা দেন।প্রশিক্ষণের প্রযুক্তিটি হলো-- [ব, বাে, ২০১৬] a. জেনেটিক ইঞ্জিনিয়ারিং b. কায়ােসার্জারি c. ভার্চুয়াল রিয়েলিটি d. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 3 / 50 3. DNA সংগ্রহ করার উপাদান হলাে--i. রক্তii. চুলiii. মুখের লালানিচের কোনটি সঠিক ? a. iও iii b. i c. i, ii ও iii d. ii ও iii 4 / 50 4. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওমি. ক ফ্লাইট সিমুলেটেরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক এুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়। [রা.বো.১৯]দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরনের জন্য ব্যবহৃত হতে পারে- a. ৃি b. ৃ 5 / 50 5. ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে বার্তা আদান- প্রদান পদ্ধতি কোনটি ? a. ফেসবুক b. ই - মেইল c. টুইটার d. মেসেন্জার 6 / 50 6. ক্যাড’ বলতে কি বােঝায়? a. কম্পিউটার এইডেড ডিরেকশন b. কন্ট্রোল এইডেড ডিরেকশন c. কন্ট্রোল এইডেড ডিজাইন d. কম্পিউটার এইডেড ডিজাইন 7 / 50 7. কোন পদ্ধতিতে আঙুলের ছাপ ব্যবহার করে অপরাধী নির্ণয় করা হয়? a. ন্যানো টেকনোলোজি b. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স c. জেনেটিক ইঞ্জিনিয়ারিং d. বায়োমেট্রিক 8 / 50 8. যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত কৃত্রিম বুদ্বিমত্তা প্রয়োগের ক্ষেত্রে ব্যবহার হয়না ? a. প্রোলগ b. ফক্সপ্রো c. সি ++ d. সি # 9 / 50 9. মানুষ চাঁদে অবতরণ করে কত সালে? a. ১৯৪৮ b. ১৯৬৯ c. ১৯৫৯ d. ১৯৬৪ 10 / 50 10. বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি ? a. কানেকটিভিটি b. ডেটা c. সফটওয়ার d. হার্ডওয়ার 11 / 50 11. ২০১৮ সালে গার্মেন্টস শিল্প থেকে রপ্তানি বাণিজ্যের পরিমাণ কত? a. ৪০.৭৮ বিলিয়ন ডলার b. ৪০.০০ বিলিয়ন ডলার c. ৩৬.৬৭ বিলিয়ন ডলার d. ২৮.৬৬ বিলিয়ন ডলার 12 / 50 12. গ্লোবাল ভিলেজ-এর backbone কোনটি? a. কানেক্টিভিটি b. সফটওয়্যার c. হার্ডওয়্যার d. ডেটা 13 / 50 13. ব্যাংকের চেকের চেক নম্বর লেখা ও পড়া হয় কোন পদ্ধতিতে ? a. MUCR b. MICR c. MYCR d. MRCR 14 / 50 14. ক্রায়ােসার্জারিতে রােগাক্রান্ত কোষের অবস্থান ও সীমানা নির্ধারণে নিচের কোনটি ব্যাবহৃতহয় ? a. ক্রায়ােজেনিক এজেন্ট b. সিমুলেটেড সফটওয়্যার c. ক্রোমপ্রোভ d. মাইক্রোক্যামেরাযুক্ত নল 15 / 50 15. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃঅসুস্থতার কারনে অমিত অনুপস্থিতি থাকায় ICT ক্লাসের অ্যাসাইনমেন্ট বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে বন্ধু শফিক তাকে বলে “ এক্ষুণি তোমার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি।” অমিত নিজেও তার পড়াশুনার কাজে কম্পিউটার ও ডাউনলোড করে থাকে এবং অন্যান্য বন্ধুদের সহায়তা করে।অমিতের ভূমিকার ফলে বৃদ্ধি পাবে-১. ক্লাসের অনুপস্থিতি২. তথ্য প্রযুক্তির ব্যবহার৩. ই-লার্নিং সিস্টেম a. ১ও৩ b. ২ও৩ c. ১,২ও৩ d. ১ও২ 16 / 50 16. ই -কমার্সের এর সুবিধা হলো --i. অর্থের খরচ কমেii. অধিকসংখ্যক পণ্য একস্থানে পাওয়া যায়iii. সময় অধিক কম লাগে নিচের কোনটি সঠিক ? a. i ও iii b. i , ii ও iii c. i , ii d. ii ও iii 17 / 50 17. নিচের কোনটি ব্যাবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বগ্রাম ধারণার প্রভাবের প্রকৃষ্ট উদাহরণ হতে পারে ? a. ই - ট্র্যাকিং b. অনলাইন শপিং c. ই -মেইল d. ই - লার্নিং 18 / 50 18. শরীফকে অভিনন্দন জানাতে ব্যাবহৃত প্রযুক্তির সাহায্য যেসব সুবিধা নেওয়া যাবে --i. অনলাইন ব্যাংকিংii. আউটসোসিংiii. ভার্চুয়াল ড্রাইভিং a. i ও iii b. ii ও iii c. i ও ii d. i, ii ও iii 19 / 50 19. বঙ্গবন্ধু-১ কোন ধরনের স্যাটেলাইট? a. মিডিয়াম আর্থ b. জিওস্টেশনারি c. মিডিয়া কনফারেন্স d. ওয়েদার 20 / 50 20. কম্পিউটার ইথিকস-এর নির্দেশনা কয়টি? (কু, বাে-১৭, সি-১৯] a. ৮ b. ১২ c. ১০ d. ১৬ 21 / 50 21. অনলাইনের মাধ্যমে দরপত্র আহব্বান করতে কি বলে ? a. ই -পোস্ট b. ই -কমার্স c. ই -টেন্ডার d. ই -মেইল 22 / 50 22. উদ্দীপকের আলোতে--ক’ শিক্ষার্থী কলেজে পড়াশুনা করে। তথ্যের উৎস উল্লেখ করেপড়াশুনার প্রয়ােজনে কম্পিউটার এবং ইন্টারনেটের সহায়তায় টার্মপেপার তৈরি করে। কিন্তু ‘খ’ শিক্ষার্থী কোনাে অনুমতি ছাড়াই ফাইল কপি করে নেয় । এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনােরূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে । উদ্দীপকের ‘খ শিক্ষার্থীর কর্মকাণ্ড কোনটি? [ঢা. বাে, ২০১৭] a. সিফিং b. হ্যাকিং c. স্পামিং d. প্লেজিয়ারিজম। 23 / 50 23. কোন তত্বের ওপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত ? a. মরগান তত্ত্ব b. সিমুলেশন তত্ত্ব c. ভার্চুয়াল তত্ত্ব d. কম্পিউটার তত্ত্ব 24 / 50 24. World Economic Forum এর উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম ? a. ৩৩তম b. ৩৪তম c. ৪৪তম d. ৩৯তম 25 / 50 25. ভার্চুয়াল রিয়ালিটির বৈশিষ্ট হলো -- a. বাস্তব জগতে বিচরণ b. দ্বিমাত্রিক জগতে প্রবেশ c. কাল্পনিক জগতে প্রবেশ d. তথ্য আদান প্রদান 26 / 50 26. আচরণগত বৈশ্যিষ্ঠের বায়োমেট্রিক হচ্ছে --i. ফেইস রিকোগনিশনii ভয়েস রিকোগনিশনiii. টাইপিং কি-স্ট্রোকনিচের কোনটি সঠিক ? a. i, ii ও iii b. i ও iii c. ii ও iii d. i ও ii 27 / 50 27. DNA-এর পূর্ণনাম কী? a. Diluted Nietric Acid b. Disjoint Nietric Acid c. Deoxyribo Nucleic Acid d. Distributed Nucleic Acid 28 / 50 28. ক’ শিক্ষার্থী কলেজে পড়াশুনা করে। তথ্যের উৎস উল্লেখ করেপড়াশুনার প্রয়ােজনে কম্পিউটার এবং ইন্টারনেটের সহায়তায় টার্মপেপার তৈরি করে। কিন্তু ‘খ’ শিক্ষার্থী কোনাে অনুমতি ছাড়াই ফাইল কপি করে নেয় । এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনােরূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে । উদ্দীপকের আলােকে ‘ক’ শিক্ষার্থীর কর্মকাণ্ড-i. কপিরাইট আইন না মানাii. টেলনেটiii. কম্পিউটার এথিকসনিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. i ও iii c. ii ও iii d. i 29 / 50 29. ই-কমার্স এর অন্তর্ভূক্ত নয়- a. লেনদেন b. প্রচার c. সরবরাহ d. বিপণন 30 / 50 30. ফ্রীলান্সিং কী ? a. স্বাধীনভাবে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে কাজ করা b. নিয়মমাফিক ১০টা -৫টা অফিস করা c. দীর্ঘ মেয়াদী চুক্তিতে কাজ করা d. শুনির্দিষ্ট কাজের লাইসেন্স নিয়ে কাজ করা 31 / 50 31. প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত? [দি, বাে. ২০১৬] a. আইডেন্টিটি চুরি b. অন্যের লেখা চুরি c. কপিরাইট লঙ্ঘন d. সফটওয়্যার পাইরেসি 32 / 50 32. ই-লার্নিং এর সুবিধা হলো --i. পারস্পরিক মিথক্রিয়ায় পাঠদানii. যেকোনো স্থান থেকে শিক্ষাদানiii. কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান নিচের কোনটি সঠিক ? a. i ও ii b. i , ii ও iii c. i ও iii d. ii ও iii 33 / 50 33. বহুল ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি ? a. Zorpia b. Facebook c. Tagged d. Twitter 34 / 50 34. ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটারে অবৈধভাবে অনুপ্রবেশ করাকে কী বলে? a. হ্যাকিং b. ব্লগিং c. প্রোগ্রামিং d. চ্যাটিং 35 / 50 35. তথ্য ও যােগাযােগ প্রযুক্তি আইন প্রণীত হয় কত সালে? a. ২০০৬ b. ২০০৪ c. ১৯৯৯ d. ২০০১ 36 / 50 36. অফিসের যাবতীয় কার্যক্রমকে স্বয়ংক্রিয় করাকে কি বলে ? a. ডিজিটালাইজেশন b. অটোমেশন c. ওয়ান-স্টপ সাপোর্ট d. টেলিকমিনিকেশন 37 / 50 37. উদ্দীপকের আলোতেচাপাইনবাবগঞ্জ জেলার একজন কৃষক তার জমিতে প্রায় ২০০টি গাছের চারা লাগিয়েছিলেন। তার গাছে এ বছর শীতকালে মৃদুমন্দ বাতাসের সাথে প্রতিটি গাছেই বড় বড় আম ঝুলতে দেখে তিনি খুব খুশি হলেন। তিনি ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে আম। বিক্রি করে আর্থিকভাবে লাভবান হলেন।উদ্দীপকের আলােকে আম বিক্রির প্রক্রিয়াটি কিসের সাথে সম্পর্কযুক্ত ? [কু, বাে. ২০১৯] a. ই-ব্যাংকিং b. ই-বিজনেস c. ই-কমার্স d. ই-সেবা 38 / 50 38. অদ্বিতীয়ভাবে একজন ব্যাক্তিকে শনাক্ত করার জন্য কোন তথ্যটি ব্যাবহৃত হয় না? a. ডিএনএ b. চোখের মনি c. আঙুলের ছাপ d. কণ্ঠস্বর 39 / 50 39. ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীরা -১. একে অপরের ছবি দেখতে পারে২. প্রত্যেকে প্রত্যেকের কথোপকথন শুনতে পারে৩. নিজেদের মধ্যে চিঠিপত্র আদান-প্রদান করতে পারে a. ১ও২ b. ২ও৩ c. ১,২ও৩ d. ১ও৩ 40 / 50 40. অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল বা মেসেজ পাঠানােকে কী বলে? a. সুফিং b. স্প্যামিং c. হ্যাকিং d. ব্লিকিং 41 / 50 41. রােবটের আকার বা আকৃতি কীসের ওপর নির্ভর করে? a. ডিজাইনারের ওপর b. মানুষের ওপর c. রােবটের কাজের ওপর d. কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর 42 / 50 42. কোনটি দ্বারা নানাে বুঝায়? (ঢা. বাে. ২০১৭] a. ১০^-৯ b. ১০^-২৮ c. ১০^-১৯ d. ১০^-৬ 43 / 50 43. ভার্চুয়াল রিয়ালিটির জন্য হাতে যে জিনিসটি পড়তে হয়, তা হলো-- a. Data glove b. Head set c. HMD d. Body Cuit 44 / 50 44. কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়? a. জেনেটিক ইঞ্জিনিয়ারিং b. ন্যানােটেকনােলজি c. বায়ােইনফরমেটিক্স d. বায়ােমেট্রিক্স 45 / 50 45. জিন ফাইন্ডিং গবেষণায় কী ব্যবহৃত হয়? a. বায়ােমেট্রিক্স b. বায়াে ইনফরমেটিক্স c. ন্যানােটেকনােলজি d. জেনেটিক ইঞ্জিনিয়ারিং 46 / 50 46. টপ ডাউন পদ্ধতিতে কোনাে জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? [চ. বাে, ২০১৯] a. ন্যানােটেকনােলজি b. বায়ােমট্রিক্স c. জেনেটিক ইঞ্জিনিয়ারিং d. বায়ােইনফরমেটিক্স 47 / 50 47. অনলাইন পারস্পরিক মিথক্রিয়ায় শিক্ষা কার্যকর পরিচালনালকে কি বলে ? a. ই -স্টাডি b. অন-লার্নিং c. ই -লার্নিং d. ইন্টারআক্টিভ ক্লাস 48 / 50 48. কোনটি রােবটের ব্যবহার? [রা, বাে, ২০১৬] a. নতুন জাতের বীজ উৎপাদনে b. জটিল সার্জারি চিকিৎসায় c. ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে d. টেনিস বলের আকৃতি তৈরিতে 49 / 50 49. বাংলাদেশে সর্বপ্রথম Q-Cash চালু করেন-- a. প্রাইম ব্যাংক লিঃ b. জনতা ব্যাংক লিঃ c. সোনালী ব্যাংক লিঃ d. অগ্রণী ব্যাংক লিঃ 50 / 50 50. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্র কোনটি? [মা, বাে, ২০১৭] a. খেলাধুলা b. চিকিৎসা c. নিরাপত্তা d. সফটওয়্যার Your score isThe average score is 33% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Share this:FacebookX