মডেল টেস্ট-06 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম

0%
1

মডেল টেস্ট-06 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম

1 / 50

1. কোনটি সর্বাধিক ব্যবহৃত অবাণিজ্যিক RDBMS সফটওয়্যার?

2 / 50

2. UPDATE ও ALFER কমান্ডদ্বয় কোন ধরনের স্টেটমেন্ট?

3 / 50

3. ডেটাবেজের রেকর্ড বাদ দেয়ার অপশন কোনটি? [দি. বাে, ২০১৭)

4 / 50

4. ডেটাবেজ প্রােগ্রাম ব্যবহার করে —
i. শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব ও উৎপাদনের তথ্য সহজে
সংরক্ষণ করা যায়।
ii. কাক্ষিত তথ্য দ্রুত উপস্থাপন করা যায়।
iii. প্রয়ােজনীয় রেকর্ডসমূহ সহজে খুঁজে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?

5 / 50

5. ডেটাবেজের ভিত্তি কোনটি? [সি, বাে, ও য. বাে, ১৯, চ. বাে, ২০১৬]

6 / 50

6. ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS-এর প্রধান কাজ হচ্ছে – [চ, বাে, ২০১৬]
i. ডেটাবেজ তৈরি করা
ii. ডেটা এন্ট্রি ও সংরক্ষণ করা
iii. রিপাের্ট তৈরি ও প্রিন্ট করা
নিচের কোনটি সঠিক?

7 / 50

7. কুয়েরি ব্যবহার করা হয় ?
i. Data Input
ii. Data Update
iii. Data Delete

নিচের কোনটি সঠিক ?

8 / 50

8. Microsoft Access ডেটাবেজ উইন্ডাের ট্যাৰ হলাে- [সি. বে, ২০১৭]
i. Table
ii. Macros
iii. Design

নিচের কোনটি সঠিক?

9 / 50

9. ডেটাবেজে Field Property-এর বিভিন্ন অংশ হলো---
i. Field Size
ii. Format
iii. Caption
নিচের কোনটি সঠিক?

10 / 50

10. কোন ধরনের ডেটাবেজ রিলেশনে জাংশন টেবিল ব্যবহৃত হয়?

11 / 50

11. উদ্দীপকে যাদের বেতন 30.000 টাকা-এর উপরে তাদের দ্রুত খুঁজে বের করা যায় কোন পদ্ধতিতে?

12 / 50

12. উদ্দীপকের টেবিল হতে যাদের GPA=5.00 তাদের নাম দেখতে SQL কমান্ড "SELECTNAME FROM এর পরের অংশ কোনটি?

13 / 50

13. "UPDATE" কোন কুয়েরির অন্তর্ভুক্ত?

14 / 50

14. নিচের কোনটি ডেটাবেজ প্রােগ্রাম?

15 / 50

15. কোনাে ডেটাবেজ রেকর্ডের ক্ষুদ্রতম অংশকে কি বলে?

16 / 50

16. Frontend Development হচ্ছে --- [য, বাে, ২০১৯]

17 / 50

17. Foreign Key এর সাথে Primary Key এর রিলেশন কীরূপ?[দি. বাে, ২০১৭]

18 / 50

18. সর্টিং হচ্ছে— [ক, বাে, ২০১০]
i.ডেটাকে মানের উর্ধ্বক্রমে সাজানাে
ii. ডেটাকে মানের নিম্নক্রমে সাজানাে
iii. ডেটাকে দৈর্ঘ্যের ভিত্তিতে সাজানাে
নিচের কোনটি সঠিক ?

19 / 50

19. ডেটা টেবিলে ইমেজ সংযােজনের জন্য কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করতে হয়? [রা. বাে. ২০১৯]

20 / 50

20. উদ্দীপকটি পড়
একটি সরকারি প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণে অs তাই প্রতিষ্ঠানটি একটি সফটওয়্যার ফার্মের সাথে চুক্তি করে এমন সে অনুযায়ী ফার্মটি প্রতিষ্ঠানের জন্য প্রয়ােজনীয় প্রযুক্তিতে সুবিধা প্রদান করে। এতে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য বিশ্লেষণ পূর্বের চেয়ে দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে।

উদ্দীপকের প্রতিষ্ঠানটির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়েছে? [রা. বাে, ২০১৬]

21 / 50

21. টেবিলের শেষ ফিল্ডের ডেটা টাইপ কোন ধরনের? [দি. বে. ২০১৭]

22 / 50

22. কুয়েরি হলো--

23 / 50

23. ১ম টেবিলটির শেষ ফিল্ডের ডেটা টাইপ কোনটি? [বি. বাে, ২০১৬]

i. Text
ii. Number
iii. Date/Time
নিচের কোনটি সঠিক?

24 / 50

24. Table-A এর Dist ফিল্ডের উপর A – Z সর্টিং করলে Roll ফিল্ডের মানের ক্রম হবে— [ব, বাে, ২০১৭]

25 / 50

25. ডেটাবেজে Yes/No ডেটার সাইজ কত বাইট?

26 / 50

26. কোন কারণে সর্ট-এর তেমন ব্যবহার নেই?

27 / 50

27. উদ্দীপকের যে ফিন্ডগুলাে প্রাইমারি কী হতে পারে
i. নাম
ii. রােল নং
iii. রেজিঃ নং

নিচের কোনটি সঠিক?

28 / 50

28. Auto Number টাইপের ডেটা দ্বারা —
i. ডেটাবেজকে অন্যান্য প্রোগ্রামে নেয়া যায়
ii. অন্যান্য প্রােগ্রামকে ডেটাবেজে আনা যায়
iii. স্বয়ংক্রিয়ভাবে ধারাবাহিক ডেটা এন্ট্রি হয়ে যায়
নিচের কোনটি সঠিক?

29 / 50

29. DMIS এর কাজ হলাে– [র, বো, ২০১৬)
নতুন ডেটা অন্তর্ভুক্ত করা
তথ্যের পুনঃপুন ব্যবহার বৃদ্ধি করা
iii. পেটার নিৱাগতা নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?

30 / 50

30. নিচের উদ্দীপকটি পড়
জহির, সাহেব তার প্রতিষ্ঠানের প্রতিদিনের হিসাব-নিকাশ খাতাকলমের মাধ্যমে সম্পন্ন করে। এতে করে প্রয়ােজনীয় সিদ্ধান্ত নিতে অনেক সমস্যা হয়। তাই তিনি ডেটাবেজ ব্যবহার করার সিদ্ধান্ত নেন।

উদ্দীপকে উল্লিখিত কাজ কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভান করতে হলে জহির সাহেবকে কোন সফটওয়্যারটি ব্যবহার হবে?

31 / 50

31. নিচের কোনটি ডেটাবেজ সফটওয়্যার? [দি, বাে, ২০১১]

32 / 50

32. কোন সম্পর্কটি সঠিক?

33 / 50

33. ডেটাবেজ থেকে নির্দিষ্ট শর্তের ভিত্তিতে তথ্য খোজ করার জন্য কী ব্যবহার করতে হয়?

34 / 50

34. কোন ধরনের ডেটা টাইপের মাধ্যমে ডেটাবেস হতে ওয়েব পেজের লিংক করা যায়?

35 / 50

35. নিচের কোনটি Action Query? [সি. বাে. ২০১৯]

36 / 50

36. সরকারি প্রতিষ্ঠানে ডেটাবেজ ব্যবহারের ফলে সরকারের—[র, বো, ২০১৯]
i.দক্ষতা বৃদ্ধি পাবে
ii.স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে
iii.সেবার মান কমবে পাবে
নিচের কোনটি সঠিক?

37 / 50

37. DDL কমান্ড কোনটি? [চ, বাে, ২০১৯]

38 / 50

38. বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়?

39 / 50

39. উদ্দীপকটি পড় —
৪০ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রীর তথ্য রয়েছে। প্রত্যেক রেকর্ডে একটি ডেটাবেজে রােল, নাম, জন্ম তারিখ, এবং GPA নামক চারটি ফিন্ড আছে।

উদ্দীপকে কতটি রেকর্ড-এর উল্লেখ রয়েছে?

40 / 50

40. টেবিল থেকে শর্ত সাপেক্ষে ফিল্ডগুলাে খুঁজে নেয়ার জন্য কোন ধরনের কুয়েরি ব্যবহৃত হয়? [চি, বাে, ২০১৯]

41 / 50

41. ডেটা টেবিলে Numeric ফিল্ড কী ধরনের?

42 / 50

42. নির্দিষ্ট ডেটা খুঁজতে কোনটি ব্যবহৃত হয়?

43 / 50

43. একটি রেকর্ডের সাথে অনেকগুলাে রেকর্ড সম্পর্কযুক্ত হয় কোনটিতে? [সি, বাে, '১৭]

44 / 50

44. ৩য় টেবিল থাকে কোন রিলেশনে?

45 / 50

45. ডেটার গোপনীয়তা রক্ষায় গৃহীত ব্যবস্থা কোনটি? [ঢা. বা. ২০১৬]

46 / 50

46. কোনটি ডেটা বেজের সবচেয়ে বড় ডেটা টাইপ?

47 / 50

47. কুয়েরি হলো--

48 / 50

48. নিচের উদ্দীপকের আলোতে —
ইসমাইল সাহেব তার প্রতিষ্ঠানের হিসাব খাতায় লিখে রাখেন। এতে তার অনেক সমস্যা হয় সঠিক সময়ে উপযুক্ত তথ্য না পাওয়ায় ব্যবসায় ক্ষতি হয়।

ডেটাবেজে কোনগুলাে একই অর্থে ব্যবহার করা হয়? [ম, বাে, ২০১৬)

49 / 50

49. নিচের কোন ফিল্ডের উপর ইনডেক্স করা হয় না? [য, বাে, ২০১৯]

50 / 50

50. SQL এর পূর্ণরূপ— [বি. বাে, ২০১৭]

Your score is

The average score is 2%

0%

Previous articleমডেল টেস্ট-05 (৫ম অধ্যায়) প্রোগ্রামিং ভাষা
Next articleমডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।