মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

0%
77
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-01 প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্ত : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

1 / 50

1. অওতা বিচারে কোনটি বড়ো ?

2 / 50

2. উদ্দিপকের আলোকে নিচের প্রশ্নের উত্তর দাওঃ
আবির  নিজের গ্রামে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেয়। এতে তার বেশ আয় হচ্ছে। আজকাল সে গ্রামের কৃষকদেরকে নিয়ে উচ্চ ফলনশীল  নতুন জাতের গমের চাষাবাদ, পন্য ক্রয়-বিক্রয় বিষয়ে কৃষিবিজ্ঞানীদের সাথে সরাসরি আলোচনার ব্যবস্থা করে এবং গ্রামের বেকার যুবকদের জন্য নিজের পেশায় যুক্ত হতে প্রশিক্ষণের আয়োজন করে।
উদ্দিপকে আবিরের আয়ের উৎসটি কী ?

3 / 50

3. জিন প্রকৌশলকে কাজে লাগানাে হচ্ছে--
i. ফসলের উৎপাদন বৃদ্ধিতে
ii. মৎস্য সম্পদ বৃদ্ধিতে
iii. বিকল্প শক্তি সন্ধানে
নিচের কোনটি সঠিক?

4 / 50

4. লেনদেনের মাধমে ধরণ অনুযায়ী ই-রিটেইলিং সাধারণত কোন ধরণের হয়ে থাকে ?

5 / 50

5. ক্রায়ােসার্জারির ক্ষেত্রে সমন্বিতভাবে ব্যবহৃত হয়-
i. প্রােপেন।
ii. অ্যালকোহল
iii. ডাইমিথাইল ইথার

নিচের কোনটি সঠিক?

6 / 50

6. বায়ােমেট্রিকের কোন পদ্ধতিতে গােপনীয় কোড ব্যবহার করা হয়?

7 / 50

7. BSA এর পূর্ণরূপ কী?

8 / 50

8. নিচের কোন রোগের জন্য ক্রায়ােসার্জারি ব্যাবহৃত হয় ?

9 / 50

9. ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো
i. ক্রায়ােপ্রোব
ii. স্প্রে-ডিভাইস
iii. অ্যাকচুয়েটর।
নিচের কোনটি সঠিক?

10 / 50

10. অফিসের যাবতীয় কার্যক্রমকে স্বয়ংক্রিয় করাকে কি বলে ?

11 / 50

11. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
ডা. রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আচিঁলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ী ফিরে যান।
বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে-
১. পার্শ্ব-প্রতিক্রিয়া কম হবে
২. রোগীর ব্যথা কম হবে
৩. সুস্থ হতে সময় কম  লাগে

12 / 50

12. RDNA সমৃদ্ধ জীবকোষকে কী বলে?

13 / 50

13. উদ্দীপকের আলোতে
চাপাইনবাবগঞ্জ জেলার একজন কৃষক তার জমিতে প্রায় ২০০টি গাছের চারা লাগিয়েছিলেন। তার গাছে এ বছর শীতকালে মৃদুমন্দ বাতাসের সাথে প্রতিটি গাছেই বড় বড় আম ঝুলতে দেখে তিনি খুব খুশি হলেন। তিনি ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে আম। বিক্রি করে আর্থিকভাবে লাভবান হলেন।

উদ্দীপকের আলােকে আম বিক্রির প্রক্রিয়াটি কিসের সাথে সম্পর্কযুক্ত ? [কু, বাে. ২০১৯]

14 / 50

14. টেলিমেডিসিন ব্যবস্থাটি কিসের সাথে সম্পকিত ?

15 / 50

15. নিচের উদ্দীপকের আলোতে
শরীফ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি 3G ফোনে টেক্সট লিখে দেশে-বিদেশে আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবকে জানায় ।
তাদের কেউ কেউ ভিডিও কল এবং কেউ কেউ ফেসবুক-এর মাধ্যমে শরীফকে অভিনন্দন জানায় ।

শরীফের খবরটি পাঠানো হয়েছিলো যেভাবে --

16 / 50

16. উদ্দিপকটি পর এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
মিজান বুয়েটে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি ও কলেজের ছবি 3G প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত তার বন্ধু বান্ধব ও আত্নীয়স্বজনকে জানায়। তাদের কেউ কেউ ভিডিও কল করে অথবা ফেসবুকে তাকে অভিনন্দন জানায়। [সি. ১৬]
উদ্দিপকে ব্যবহৃত প্রযুক্তির মাধ্যমে যে সকল সুবিধা পাওয়া যাবে-
১. ভার্চুয়াল ড্রাইভিং
২. অনলাইন ব্যাংকিং
৩. আউটসোর্সিং

17 / 50

17. মানুষ চাঁদে অবতরণ করে কত সালে?

18 / 50

18. অনলাইনের মাধ্যমে দরপত্র আহব্বান করতে কি বলে ?

19 / 50

19. রােবটের আকার বা আকৃতি কীসের ওপর নির্ভর করে?

20 / 50

20. অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে ? [মা. বাে, ২০১৬]

21 / 50

21. উৎপাদনশীলতা বৃদ্ধিতে নিচের কোনটি ব্যবহার করা হয়?

22 / 50

22. কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন ?

23 / 50

23. টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলা হয় ?

24 / 50

24. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্র কোনটি? [মা, বাে, ২০১৭]

25 / 50

25. মইন সাহেবের তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে কোন ধরণের কর্মকাণ্ড ?

i. ইতিবাচক ii. কার্যকরী
iii.সময়োপযোগী

নিচের কোনটি সঠিক ?

26 / 50

26. সাইবার মানি পরিভাষাটি নিচের কোনটির সাথে সাথে সম্পৃক্ত ?

27 / 50

27. সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছের সাহায্য সহজেই জনমত যাচাই করা যায় ?

28 / 50

28. a2i এর পূর্ণরূপ কী?

29 / 50

29. জিওস্টেশনারি স্যাটেলাইটগুলাে পৃথিবীপৃষ্ঠ থেকে কত উপরে স্থাপন করতে হয় ?

30 / 50

30. বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো -[ব.-2016]
1. কানেকটিভিটি
2. ডেটা
3. সক্ষমতা

31 / 50

31. তাৎক্ষনিকাভাবে সারাবিশ্বের যেকোনো প্রান্তের সাথে যোযোযোগের মাধ্যম হলো --
i. ই-মেইল ii. হোয়াটস অ্যাপ
iii. জুম

নিচের কোনটি সঠিক ?

32 / 50

32. মানবদেহে জিনের সংখ্যা কত ?

33 / 50

33. গুগলের ভার্চুয়াল চ্যাটিং সার্ভিসের নাম কী ?

34 / 50

34. নিচের উদ্দীপকের আলোকে উত্তর দেও
মইন সাহেব একটি সরকারি দপ্তরে চাকরি করেন । তিনি সরকারি নির্দেশনা ও তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারভিউ
ব্যবহার করেন এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে জরুরি সিদ্বান্ত গ্রহণ করেন ।

উদ্দীপকের প্রযুক্তি দাপ্তরিক কার্যকর ব্যতীত আর যে ক্ষেত্রে ব্যাবহৃত হয় , তা হলো --
i. শিক্ষাক্ষেত্রে ii. গোয়েন্দা নজরদারিতে
iii. সামাজিক যোগাযোগে

35 / 50

35. বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো --
i. কানেকটিভিটি ii. ডেটা
iii.সক্ষমতা
নিচের কোনটি সঠিক ?

36 / 50

36. ক্রায়ােসার্জারিতে রােগাক্রান্ত কোষের অবস্থান ও সীমানা নির্ধারণে নিচের কোনটি ব্যাবহৃত
হয় ?

37 / 50

37. GM0-বলতে কি বােঝায়?

38 / 50

38. সাধারণ DNA অণু ছাড়াও ব্যাকটেরিয়ার দেহে অতিরিক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তাকার যে DNA থাকে, তাকে কী বলে?

39 / 50

39. ভার্চুয়াল রিয়েলিটির কত মাত্রিক জগৎ তৈরি হয় ? [য.কু.রা.-16]

40 / 50

40. সরকারি আমলাতন্ত্র হ্রাস করার জন্য প্রয়ােজন --

41 / 50

41. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রগুলাে হলাে --
i. মেশিন লার্নিং
ii. স্পিচ
iii. ভিশন
নিচের কোনটি সঠিক ?

42 / 50

42. শুভ সাহেবের ছোট ভাই নীল ইউএন মিশনে গেলেন । একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মায়ের সাথে নীলের কথা বলার ব্যবস্থা করলেন । আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন ।

উদ্দীপকে বিশ্বগ্রামের কোন উপাদানের ইঙ্গিত দেয়া হয়েছে ?

43 / 50

43. গােপনে এক দুষ্কৃতকারী Mirpur NH Alim Madrasha এর ডেটাবেজ সমৃদ্ধ কম্পিউটার লগইন করল । কিন্তু কোনো ক্রমেই সে তথ্য ওপেন করতে পারলাে না কিংবা নিয়েও তা ওপেন করতে
বার্থ হলো ।

দুষ্কৃতকারীর কর্মকান্ডটি হচ্ছে--

44 / 50

44. উদ্দীপকের আলোতে
রায়হান সাহেব আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে এমন এক ধরণের বাসস্থান তৈরি করেছেন , যার সব যন্ত্রাংশ বা ডিভাইস সফটওয়্যার দ্বারা দূর নিয়ন্ত্রিত ।

রায়হান সাহেবের বাসস্থানকে কি বলে?

45 / 50

45. ক্রায়োসার্জারিতে--- [চ, বাে, ২০১৬]
i. টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস-বৃদ্ধি করা হয়
ii.নাইট্রোজেন ও অন্যান্য ক্রোমোজনিত এজেন্ট ব্যবহার করা হয়।
iii. অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়ােগ করা হয়

নিচের কোনটি সঠিক ?

46 / 50

46. ফ্রীলান্সিং এর নৈতিবাচক দিক হলো--
i. ভিন্নধর্মী জীবনযাপন
ii. রাত জাগা
iii. মানুষিক চাপ

নিচের কোনটি সঠিক ?

47 / 50

47. অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে কোনটির প্রয়োজন হয়না ?

48 / 50

48. মানুষকে ইউনিক হিসাবে শনাক্তকরণ প্রযুক্তি হলো-- [ম.বো.২০১৬]

49 / 50

49. নিচের কোনটি 'Cryo' শব্দের অর্থ প্রকাশ করে?

50 / 50

50. অনলাইন গবেষণাপত্র প্রকাশ করা হলে তাকে কি বলে ?

Your score is

The average score is 33%

0%

Previous articleকুইজ-02 (26 থেকে 50) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
Next articleকুইজ-03 (51 থেকে 75) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং