কুইজ-13 (301 থেকে 325 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

0%
0 votes, 0 avg
0
Created by Liaquat Talukder

কুইজ-13 (301 থেকে 325 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

1 / 25

1. বর্তমান প্রায় সব খবরের কাগজ অফিস কি প্রকাশ করেছে ?

2 / 25

2. ই -কমার্সের এর সুবিধা হলো --
i. অর্থের খরচ কমে
ii. অধিকসংখ্যক পণ্য একস্থানে পাওয়া যায়
iii. সময় অধিক কম লাগে

নিচের কোনটি সঠিক ?

3 / 25

3. অনলাইনের মাধ্যমে দরপত্র আহব্বান করতে কি বলে ?

4 / 25

4. উদ্দীপকের আলােকে কৃষক যে ধরনের সুবিধা পাবেন- [কু. বাে, ২০১৯]

i.অধিক ফলন ঘরে তুলতে পারবেন
ii. টিস্যু কালচার ব্যবহার করতে পারবেন
iii. বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস করতে পারবেন।

নিচের কোনটি সঠিক?

5 / 25

5. অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে কোনটির প্রয়োজন হয়না ?

6 / 25

6. স্মার্ট হোমে বিভিন্ন ডিভাইস দ্বারা নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় ব্যবস্থা হলো ___
i. ফায়ার সিস্টেম
ii. গ্যারেজ সিস্টেম
iii. তাপ নিয়ন্ত্রক ব্যবস্থা

নিচের কোনটি সঠিক ?

7 / 25

7. www.daraz.com কী ?

8 / 25

8. EFT এর পূর্ণরূপ কি?

9 / 25

9. ই -কমার্সের সুবিধা কোনটি ?

10 / 25

10. সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছের সাহায্য সহজেই জনমত যাচাই করা যায় ?

11 / 25

11. কোনটি নিউজ চ্যানেল নয় ?

12 / 25

12. অফিস যন্ত্রকায়নের ঝুঁকি হলো --

i. অনভিজ্ঞ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ কমে
ii. গ্রাহকের সাথে মিথক্রিয়া কমে
iii. জায়ান্ট তথ্য প্রযুক্তি কোম্পানির ডাটা সেন্টারের অনিয়ন্ত্রিত

নিচের কোনটি সঠিক ?

13 / 25

13. ইন্টারনেটের মাধমে ব্যাবসায় পরিচালনা করাকে কি বলে ?

14 / 25

14. উদ্দীপকের আলোতে
রায়হান সাহেব আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে এমন এক ধরণের বাসস্থান তৈরি করেছেন , যার সব যন্ত্রাংশ বা ডিভাইস সফটওয়্যার দ্বারা দূর নিয়ন্ত্রিত ।

এ ধরণের বাসস্থান তৈরির জন্য প্রয়োজন ---
i. ব্যাপক আর্থিক বিনিয়োগ
ii. রক্ষনাবেক্ষন দক্ষ জনবল
iii. ভয়েস নিয়ন্ত্রিত ডিভাইস

নিচের কোনটি সঠিক ?

15 / 25

15. E-Commerce-এর সাথে সম্পর্কিত শব্দ হলাে--
i.ক্রেডিট কার্ড
ii. ডেবিট কার্ড
iii. আইডেন্টিটি কার্ড

নিচের কোনটি সঠিক?

16 / 25

16. উদ্দীপকের আলোতে
চাপাইনবাবগঞ্জ জেলার একজন কৃষক তার জমিতে প্রায় ২০০টি গাছের চারা লাগিয়েছিলেন। তার গাছে এ বছর শীতকালে মৃদুমন্দ বাতাসের সাথে প্রতিটি গাছেই বড় বড় আম ঝুলতে দেখে তিনি খুব খুশি হলেন। তিনি ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে আম। বিক্রি করে আর্থিকভাবে লাভবান হলেন।

উদ্দীপকের আলােকে আম বিক্রির প্রক্রিয়াটি কিসের সাথে সম্পর্কযুক্ত ? [কু, বাে. ২০১৯]

17 / 25

17. মিথ্যা সংবাদ বা বিদ্বেষমূলুক প্রচারণা মোকাবেলার জন্য আমাদের দেশে প্রয়োজন---
i.এআই নির্ভর নিজস্ব নিউজ সার্ভার
ii. নেটওয়ার্ক ও নিরাপত্তা ব্যবস্থার সম্প্রসারণ
iii. শক্তিশালী নেটওয়ার্ক

নিচের কোনটি সঠিক ?

18 / 25

18. আধুনিক তথ্য প্রযুক্তির সর্বসুবিধাসমৃদ্ধ বাসস্থানকে কি বলে ?

19 / 25

19. উদ্দীপকের আলোতে
রায়হান সাহেব আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে এমন এক ধরণের বাসস্থান তৈরি করেছেন , যার সব যন্ত্রাংশ বা ডিভাইস সফটওয়্যার দ্বারা দূর নিয়ন্ত্রিত ।

রায়হান সাহেবের বাসস্থানকে কি বলে?

20 / 25

20. নেটফ্লিক্স কি ?

21 / 25

21. স্মার্টহোমের নিরাপত্তা সুরক্ষিত করার জন্য কোন ডিভাইসটি ব্যাবহৃত হয় ?

22 / 25

22. নিচের কোনটি ব্যাবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বগ্রাম ধারণার প্রভাবের প্রকৃষ্ট উদাহরণ হতে পারে ?

23 / 25

23. ই- কমার্সের অন্তর্ভুত নয় ---

24 / 25

24. স্মার্ট হোমে প্রাপ্ত সুবিধা হলো ---
i. সার্বক্ষণিক নিরাপত্তা
ii. স্বয়ংক্রিয় নিয়ন্ত্রন ব্যবস্থা
iii. প্রতিবন্দীবান্দব পরিবেশ

নিচের কোনটি সঠিক ?

25 / 25

25. EFT এর মাধ্যমে লেনদেন সংঘটিত হয়--

i. একই ব্যাংকের বিভিন্ন শাখার অ্যাকাউন্টের মধ্যে
ii. বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে
iii. বৈদেশিক ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে নিচের কোনটি সঠিক?
নিচের কোনটি সঠিক ?

Your score is

The average score is 0%

0%

Previous articleকুইজ-12 (276 থেকে 300 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)
Next articleকুইজ-14 (326 থেকে 350 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)