কুইজ-14 (326 থেকে 350 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

0%
0 votes, 0 avg
1
Created by Liaquat Talukder

কুইজ-14 (326 থেকে 350 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

1 / 25

1. উদ্দীপকের আলোতে
ডাঃ রাজ শহরে অবস্থান করেও পত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন । তিনি বন্ধুর আচিলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ।

বন্ধুর চিকিৎসায় ব্যাবহৃত পদ্ধতির প্রভাবে --- [য. বো. ২০১৯]

i. পার্শ্ব-পতিক্রিয়া কম হবে ii. রোগীর ব্যথা কম হবে
iii. সুস্থ হতে সময় কম লাগবে

নিচের কোনটি সঠিক ?

2 / 25

2. নিরাপত্তার সাথে ফাইল সংরক্ষণ ও শেয়ারের জন্য বর্তমানে কোন সার্ভিসটি ব্যবহার করা হয় ?

3 / 25

3. টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক --- [রা.বো. ২০১৯]
i. বিশেষজ্ঞ চিকিৎসক
ii. রোগ নির্ণয় কেন্দ্র
iii.বিশেষায়িত নেটওয়ার্ক

4 / 25

4. ওয়েবসাইটে বা ব্লগে গবেষণার বিষয়বস্তু প্রকাশের ফলে গবেষণা কার্যক্রমটি --

i. গতিশীল ও ত্বরানিত্ব হবে
ii. অনৈতিক কাজে ব্যাবহৃত হবে
iii. বিশ্বব্যাপি দ্রুত প্রচার পাবে

নিচের কোনটি সঠিক ?

5 / 25

5. বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইন চিকিৎসাসেবা পাওয়ার জন্য টেলিমেডিসিন সংক্রান্ত ওয়েবসাইট হলো --
i. Teladoc ii.MDlive
iii. Epic care

6 / 25

6. রোগীর তথ্য সংরক্ষণের ব্যাবহৃত সফটওয়্যার হলো --
i. Theraphy Notes ii. iCliniq
iii. Care 360

নিচের কোনটি সঠিক ?

7 / 25

7. গবেষণা ক্ষেত্রের প্রতিবন্ধকতা দূর করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান হলো --

i. ই-জার্নালের ধারণা উদ্ভাবন
ii. পেটেন্টের ডেটাবেজ উন্মুক্তকরণ
iii. গবেষণাপত্র প্রকাশের খরচ কমানো

নিচের কোনটি সঠিক ?

8 / 25

8. আমাদের দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি নতুন শিক্ষা ব্যবস্থা হচ্ছে --
i. ওয়েবভিত্তিক
ii. ইন্টারনেটভিত্তিক
iii. মাল্টিমিডিয়াভিত্তিক

9 / 25

9. উদ্দীপকের আলোতে
কাভিড -১৯ সংক্রমণের সময় ইবাদের স্কুল বন্ধ ছিল । তবে এ সময় তার শিক্ষকরা শিক্ষাক্রম বন্ধ না রেখে ঘরে বসে অবস্থান করেই পাঠদান কার্যক্রম চালিয়ে গেছেন ।
উদ্দীপকের শিক্ষকরা পাঠদানে কোন পদ্ধতি ব্যবহার করেছেন ?

10 / 25

10. ই-লার্নিং এর সুবিধা হলো --
i. পারস্পরিক মিথক্রিয়ায় পাঠদান
ii. যেকোনো স্থান থেকে শিক্ষাদান
iii. কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান

নিচের কোনটি সঠিক ?

11 / 25

11. টেলিমেডিসিন ব্যবস্থাটি কিসের সাথে সম্পকিত ?

12 / 25

12. উদ্দীপকের আলোতে
পীরগঞ্জ উপজেলা সদরের ডায়াবেটিস হাসপাতালে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যেমে ঢাকার বিশেষ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা দেওয়া হয় ।

টেলিমেডিসিনের মাধ্যমে--
i. প্রত্যন্ত অঞ্চলে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়
ii. ই-মেইলের মাধ্যেমে পাঠানো রোগীর রিপোর্ট পর্যালোচনা করে রোগ নির্ণয় করা যায় ।
iii. জটিল রোগ নির্ণয় বা অপারেশনের ক্ষেত্রে ডাক্তারগণ একে অপরের সাথে পরামর্শ করে পারেন

নিচের কোনটি সঠিক ?

13 / 25

13. গবেষণা তথ্য প্রযুক্তি প্রয়োগ করা হয় --
i. সিমুলেটর কিংবা যন্ত্রপাতি পরিচালনায়
ii. উপাত্ত সংরক্ষন ও পক্রিয়াকরণে
iii. গবেষকদের চিন্তাধারা একে অপরের কাছে প্রকাশ করতে

নিচের কোনটি সঠিক ?

14 / 25

14. উদ্দীপকের আলোতে
ডাঃ রাজ শহরে অবস্থান করেও পত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন । তিনি বন্ধুর আচিলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ।

পত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেয়ার প্রক্রিয়াটি হচ্ছে -- [য. বো. ২০১৯]
i. ভিডিও কনফারেন্স
ii. টেলিমেডিসিন
iii.ই-মেইল

15 / 25

15. অনলাইন পারস্পরিক মিথক্রিয়ায় শিক্ষা কার্যকর পরিচালনালকে কি বলে ?

16 / 25

16. EHR এর পূর্ণ রূপ কী ?

17 / 25

17. অফিসের যাবতীয় কার্যক্রমকে স্বয়ংক্রিয় করাকে কি বলে ?

18 / 25

18. ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে ডাক্তারের কাছে পাওয়া রোগীর চিকিৎসাকে কী বলে ?

19 / 25

19. ই - লার্নিং এর অসুবিধা কোনটি ?

20 / 25

20. বর্তমান পৃথিবীতে গবেষণার জন্য কোনটির সাহায্য অপরিহার্য ?

21 / 25

21. স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার ব্যাবস্থা কোনটি ?

22 / 25

22. দূরশিক্ষন শিক্ষা ব্যাবস্থার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা –
i. বাড়ির কাজ ইন্টারনেটের সহায়তায় জমা দিতে পারবে
ii. বিভিন্ন রকম অনলাইন পরীক্ষায় অংশগ্রন করতে পারবে
iii. শিক্ষকের লেকচার নোটগুলা ওয়েবসাইটে দেখতে পারবে

নিচের কোনটি সঠিক ?

23 / 25

23. অনলাইন গবেষণাপত্র প্রকাশ করা হলে তাকে কি বলে ?

24 / 25

24. উদ্দীপকের আলোতে
কাভিড -১৯ সংক্রমণের সময় ইবাদের স্কুল বন্ধ ছিল । তবে এ সময় তার শিক্ষকরা শিক্ষাক্রম বন্ধ না রেখে ঘরে বসে অবস্থান করেই পাঠদান কার্যক্রম চালিয়ে গেছেন ।
শিক্ষকদের পাঠদানে অংশ নিতে ইবাত যে অ্যাপ ব্যবহার করতে পারে --
i. Google Meet
ii. Skype
iii. Zoom

25 / 25

25. উদ্দীপকের আলোতে
পীরগঞ্জ উপজেলা সদরের ডায়াবেটিস হাসপাতালে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যেমে ঢাকার বিশেষ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা দেওয়া হয় ।

চিকিৎসাসেবা প্রদানের এ পদ্ধতিকে কি বলে ?

Your score is

The average score is 12%

0%

Previous articleকুইজ-13 (301 থেকে 325 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)
Next articleকুইজ-15 (326 থেকে 350 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)