কুইজ-12 (276 থেকে 300 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

0%
0 votes, 0 avg
0
Created by Liaquat Talukder

কুইজ-12 (276 থেকে 300 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

1 / 25

1. কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি ? [চ.বো.২০১৭]

2 / 25

2. জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যাম হলো--
i. ইনস্টাগ্রাম
ii. ফেসবুক
iii. টুইটার

নিচের কোনটি সঠিক ?

3 / 25

3. ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে-- [য.বো.২০১৯]
i. সামরিক ক্ষেত্রে
ii. প্রশিক্ষণে
iii. শিক্ষা ক্ষেত্রে

4 / 25

4. উদ্দীপকের আলোতে
বিলুর মামা কম্পিউটার বিজ্ঞানী। বিলু একদিন মামার ল্যাবে বেড়াতে গেলে মামা তার শরীরে নানা যন্ত্রপাতি লাগিয়ে দিতেই
বিলু দেখতে পেল-সে কক্সবাজার সমুদ্র সৈকতে বসে আছে। বিলু
হাত দিয়ে পানি স্পর্শ করে দেখল সত্যি তার হাত পানিতে ভিজে
যাচ্ছে।

বিলুর হাতে পানির অনুভূতি সৃষ্টি করছে নিচের কোনাটি ?

5 / 25

5. Virtual Reality তে ব্যবহৃত সরঞ্জাম--
i. HMD:Head Mounted Display
ii. Gloves
iii. Keyboard

নিচের কোনটি সঠিক?

6 / 25

6. ভার্চুয়াল রিয়ালিটির বৈশিষ্ট হলো --

7 / 25

7. হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যেমে তৈরীকৃত বাস্তবভিত্তিক কৃত্তিম পরিবেশকে কি বলে ?

8 / 25

8. উদ্দীপকের আলোতে
প্রযুক্তির এ যুগে শওকত এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। আবার তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নতজাতের ফুল চাষ করছেন।
শওকত এর ব্যবহার প্রযুক্তিটি--

9 / 25

9. ভার্চুয়াল রিয়ালিটির জন্য হাতে যে জিনিসটি পড়তে হয়, তা হলো--

10 / 25

10. সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ হলো --

11 / 25

11. কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়ােগ করে ফলাফল দেখাকে কি বলে?

12 / 25

12. ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদে করা সম্ভব--

i. ড্রাইভিং শেখা।
ii. ডাক্তারি শেখা
iii. বিমান চালনা শেখা
নিচের কোনটি সঠিক ?

13 / 25

13. টেলি প্রেজেন্স-এর প্রয়োগক্ষেত্র কোনটি?

14 / 25

14. মি.‘ক’এর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে: [রা-১৯]

i. চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদেরকে হৃৎপিণ্ডের কার্যকারিতা বুঝানাের ক্ষেত্রে
ii. প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীদেরকে ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানে
iii. পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক ?

15 / 25

15. ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে সামরিক প্রশিক্ষণের সময়-

16 / 25

16. ভার্চুয়াল জগতের গ্রাফিক্সে কোনটিকে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়?

17 / 25

17. উদ্দীপকের আলোতে
মি.‘ক’ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়।

দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরণের জন্য ব্যবহৃত প্রযুক্তিটি হতে পারে-- [রা. বাে. ২০১৯]

18 / 25

18. ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিমান পরিচালনা প্রশিক্ষণে নিচের কোনটি ব্যবহৃত হয়?

19 / 25

19. চিকিৎসাক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটি ব্যাবহৃত হয়--
i. নবীন শলও চিকিৎসকরে প্রশিক্ষণ
ii. কৃক্রিম অঙ্গ- প্রতঙ্গ সংযোজনসহ জটিল অপারেশন
iii. ডিএনএ পর্যালোচনা

নিচের কোনটি সঠিক ?

20 / 25

20. বিলু সমুদ্র সৈকত ভ্রমণের শারীরিক অভিজ্ঞতা লাভ করেছে, কেননা বিলুর মামা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে--
i. সমুদ্র সৈকতের একটি সিমুলেশন তৈরি করেছেন।
ii. বিভিন্ন সেলরের সাহায্যে তার অনুভূতিকে নিয়ন্ত্রণ করেছেন
iii.বাস্তবে কক্সবাজারে নিয়ে গেছেন

নিচের কোনটি সঠিক?

21 / 25

21. ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রার ইমেজ ব্যবহার করা হয়?

22 / 25

22. কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? (দি.বাে, ২০১৭)।

23 / 25

23. ভার্চুয়াল রিয়েলিটির নতুন রূপ কোনটি?

24 / 25

24. ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের ফলে মানুষ--
i. কানে কম শুনতে পারে
ii. বাস্তবতাবিবর্জিত হয়ে উঠতে পারে
iii. মনুষত্ব হারিয়ে ফেলতে পারে

নিচের কোনটি সঠিক ?

25 / 25

25. কোন তত্বের ওপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত ?

Your score is

The average score is 0%

0%

Previous articleকুইজ-11 (251 থেকে 275 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)
Next articleকুইজ-13 (301 থেকে 325 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)