মডেল টেস্ট-06 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. for (i=2;i<=5;i++) {if(i===3) printf("Welcome to University!")} এই প্রােগ্রাম আংশটিতে ‘print()’ স্টেট কতবার এক্সিকিউট হবে?

2 / 25

2. প্রােগ্রাম তৈরির ধাপে কোডিং-
১. সমস্যার বিশ্লেষণের সাথে সম্পর্কিত
২. প্রোগ্রামিং ভাষার সাহায্যে করা
৩. প্রোগ্রাম তৈরির পর ভুল খোজা

3 / 25

3. double ডেটা টাইপের জন্য ফরমেট স্পেসিফায়ার কোনটি ?

4 / 25

4. নেটওয়ার্ক সংযুক্ত প্রতিটি যন্ত্রের সংযােগস্থলকে কী বলে?

5 / 25

5. কোন প্রযুক্তির ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ?

6 / 25

6. কোন ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে রূপান্তরিত হয়? [ম. বাে, ২০১৬]

7 / 25

7. ইন্টারনেটের গতি বা স্পিড কিসের ওপর নির্ভর করে?

8 / 25

8. উদ্দীপকের আলোতে
দোকানের নিরাপত্তার স্বার্থে রাকিব সাহেব সিসি ক্যামেরা লাগালেন। তিনি যে কোনাে স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে দোকানের অবস্থা দেখতে পারেন। প্রয়োজনে দোকানের কর্মচারীদের মৌখিক নির্দেশনাও দেন। তবে তিনি কথা বলাকালীন কর্মচারীদের কথা শোনা যায় না, আবার কর্মচারীরা কথা বলাকালীন তার কথা কর্মচারীদের কাছে পৌছায় না।

রাকিব সাহেবের ব্যাবহৃত ক্যামেরা নিচের কোনটিকে সমর্থন করেন ? [ম.বো.২০১৯]

9 / 25

9. সংখ্যা পদ্ধতি ও সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সংখ্যা গণনা ও প্রকাশ করার পদ্ধতিকে কী বলে?

10 / 25

10. (75.75)₁₀ -এর সমতুল্য বাইনারি সংখ্যা কোনটি?

11 / 25

11. বুলিয়ান গুণনের ক্ষেত্রে কোনটি সঠিক?

12 / 25

12. NOR গেইট আউটপুটে '1' পেতে হলে--

13 / 25

13. কোনটি সর্বাধিক ব্যবহৃত অবাণিজ্যিক RDBMS সফটওয়্যার?

14 / 25

14. ই - লার্নিং এর অসুবিধা কোনটি ?

15 / 25

15. উদ্দীপকের আলোতে--
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উপকুলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের ধান উদ্বাবন করেছে ,
যার ফলে উপকুলীয় অঞ্চলে ধানের উদপাদন বহুগুনে বেড়ে গেছে ।
প্রতিষ্ঠানটি সাফল্য দেশে--
i.অর্থনৈতিক উন্নয়ন হবে
ii. জীববৈচিত্র্য সৃষ্টির পথ সুগম হবে
iii. ধানের দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে

নিচের কোনটি সঠিক?

16 / 25

16. কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন ?

17 / 25

17. অনলাইন গবেষণাপত্র প্রকাশ করা হলে তাকে কি বলে ?

18 / 25

18. a2i এর পূর্ণরূপ কী?

19 / 25

19. বায়ােইনফরমেটিক্স-এর প্রধান গবেষণার বিষয় হলাে –
i.ইমেজ বিশ্লেষণ
ii. জিন-এর সূত্র বিশ্লেষণ
iii.ধারা বিশ্লেষণ
নিচের কোনটি সঠিক ?

20 / 25

20. উদ্দীপকের আলোতে
চার বন্ধু চারটি ভিন্ন ভিন্ন কোম্পানিতে কর্মকর্তা হিসেবে কর্মরত। এদের অফিসের প্রবেশপথে কাউকে হাতের আঙুল বা সম্পূর্ণ হাত একটি যন্ত্রের উপর রেখে অফিসে ঢুকতে হয়। কাউকে একটি ক্যামেরার সামনে চোখ স্থির করে দাঁড়াতে হয় কিংবা সম্পূর্ণ মুখমণ্ডলই ক্যামেরার সামনে কয়েক মুহূর্ত রাখতে হয় এদের প্রত্যেকের দাবি হচ্ছে, অফিসের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরতেস্ব স্ব অফিসে ব্যবহৃত পদ্ধতি অধিক কার্যকর ।

উদ্দীপকে অফিসের প্রবেশপথে কোন প্রযুক্তি ব্যবহার করা নিচের কোনটি সঠিক?

21 / 25

21. প্রযুক্তি দ্বারা ক্ষতিগ্রস্থ বিপন্ন পেশার তালিকায় শীর্ষে রয়েছে নিম্নের কোনটি ?

22 / 25

22. তথ্য প্রযুক্তির নেতিবাচক প্রভাব হলাে--
i. আসক্তি
ii.স্নায়বিক অসুস্থতা
iii. কালােবাজারি
নিচের কোনটি সঠিক ?

23 / 25

23. আইপি এড্রেস (IPV) কত বিটের?

24 / 25

24. কোন html ট্যাগটি ড্রপডাউন বক্স তৈরিতে ব্যাবহৃত হয় ?

25 / 25

25. হাইপারলিংক ব্যবহার করার ফলে ওয়েবপেইজ--
i. তথ্যবহুল হয়ে উঠে
ii. এম সাশ্রয়ী হয়
iii. আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন হয়
নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-05 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-07 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।