মডেল টেস্ট-05 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য কোন কোড ব্যবহৃত হয়?

2 / 25

2. কোনটিতে কাউন্টার ব্যবহৃত হয় না---

3 / 25

3. কোনটি 10₂ + 10₈ + 10₁₀ + 10₁₆ এর ডেসিমাল মান নির্দেশক?

4 / 25

4. বুলিয়ান অ্যালজেবরায় কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় ?

5 / 25

5. (4 বিট) ইনপুট সিগন্যালের সমকক্ষ দশমিক মান কত?

6 / 25

6. অভ্যন্তরীণ কাজ করার জন্য কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে?

7 / 25

7. বিনিময় উপপাদ্যের ক্ষেত্রে x + y = কত?

8 / 25

8. F = A+ AB + AB হলে F এর সরলীকৃত মান কত?

9 / 25

9. বুলিয়ান যােগ, 0 + ১ = কত?

10 / 25

10. নিচের উদ্দীপকটি পড় —
দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করল, যেখানে ওয়েবপেজসমূহ বহুস্তরে বিন্যস্ত। পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়ােজনীয় পদক্ষেপ
গ্রহণ করল।

গৃহীত পদক্ষেপসমূহ হচ্ছে--
i. ডােমেইন নেম রেজিস্ট্রেশন করা
ii. ওয়েবপেজসমূহ সমান করা
iii. ওয়েবসাইট হােস্টিং করা
নিচের কোনটি সঠিক?

11 / 25

11. মানবদেহে ইনসুলিন তৈরি হয় কোন ব্যাকটেরিয়া থেকে?

12 / 25

12. অফিস যন্ত্রকায়নের ঝুঁকি হলো --

i. অনভিজ্ঞ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ কমে
ii. গ্রাহকের সাথে মিথক্রিয়া কমে
iii. জায়ান্ট তথ্য প্রযুক্তি কোম্পানির ডাটা সেন্টারের অনিয়ন্ত্রিত

নিচের কোনটি সঠিক ?

13 / 25

13. উদ্দীপকের আলোতে
রায়হান সাহেব আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে এমন এক ধরণের বাসস্থান তৈরি করেছেন , যার সব যন্ত্রাংশ বা ডিভাইস সফটওয়্যার দ্বারা দূর নিয়ন্ত্রিত ।

এ ধরণের বাসস্থান তৈরির জন্য প্রয়োজন ---
i. ব্যাপক আর্থিক বিনিয়োগ
ii. রক্ষনাবেক্ষন দক্ষ জনবল
iii. ভয়েস নিয়ন্ত্রিত ডিভাইস

নিচের কোনটি সঠিক ?

14 / 25

14. ফেসবুক পেজ থেকে গল্প নিয়ে শাহানা নিজের নামে মাদ্রাসা ম্যাগাজিনে ছাপিয়ে দিল। শাহানার কাজটি কোন ধরনের? [ম. বাে, ২০১৮]

15 / 25

15. রােবট শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে ?

16 / 25

16. এক বাইট সমান কত বিট?

17 / 25

17. মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কী বলে? [ঢা, ৰাে, ২০১৭]

18 / 25

18. কুয়েরি ব্যবহার করা হয় ?
i. Data Input
ii. Data Update
iii. Data Delete

নিচের কোনটি সঠিক ?

19 / 25

19. Insert ও Update কমান্ড SQL এর কোন সুবিধার অন্তর্ভুক্ত?

20 / 25

20. কোন কমান্ডটি টেবিল থেকে সব ডেটা নেয়ার জন্য ব্যবহৃত হয়?

21 / 25

21. প্রােগ্রামার তার ইচ্ছানুযায়ী ভেরিয়েবলের
১. নাম পরিবর্তন করতে পারেন
২. সংযােজন করতে পারেন
৩. বিয়ােজন করতে পারে না

22 / 25

22. অনুবাদক সফটওয়্যার কয় ধরনের?

23 / 25

23. জেরি সি ভাষায় একটি প্রােগ্রাম রচনা করে যাতে দুইটি সংখ্যার যােগফল নির্ণয় করা যায়। প্রােগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়।
উদ্দীপকে উ সমস্যার কারণ কোনটি?

24 / 25

24. ফ্লোচার্ট কত প্রকার?

25 / 25

25. উদ্দীপকটি পড় –
জেরি সি-ভাষায় একটি প্রােগ্রাম রচনা করে, যাতে ২টি সংখ্যার
যোগফল নির্ণয় করা যায়। প্রােগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়।

উদ্দীপকে উদ্ভূত সমস্যার কারণ কোনটি?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-06 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।