মডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । 0% 77 মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । NameEmailPhone Number 1 / 25 1. প্রােগ্রামটির আউটপুট কত? a. 31 b. 12 c. 21 d. 43 2 / 25 2. C প্রােগ্রামের কাঠামাে সিকুয়েন্স কোনটি? a. main() → # include b. # include → main() c. # include → main() d. main() → # include 3 / 25 3. উদ্দিপকের আলোকে নিচের প্রশ্নের উত্তর দাওঃআবির নিজের গ্রামে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেয়। এতে তার বেশ আয় হচ্ছে। আজকাল সে গ্রামের কৃষকদেরকে নিয়ে উচ্চ ফলনশীল নতুন জাতের গমের চাষাবাদ, পন্য ক্রয়-বিক্রয় বিষয়ে কৃষিবিজ্ঞানীদের সাথে সরাসরি আলোচনার ব্যবস্থা করে এবং গ্রামের বেকার যুবকদের জন্য নিজের পেশায় যুক্ত হতে প্রশিক্ষণের আয়োজন করে।উদ্দিপকে আবিরের আয়ের উৎসটি কী ? a. ভিডিও কনফারেন্সিং b. আউটসোর্সিং c. জেনেটিক ইঞ্জিনিয়ারিং d. ই-কমার্স 4 / 25 4. কোনটি বায়ােইনফরমেটিক্সের বৈশিষ্ট্য? a. ন্যানােটেকননালজির ব্যবহার b. প্রযুক্তিনির্ভর নিরাপত্তা c. জৈবিক ডেটার সমাহার d. স্বল্প ডেটা সংরক্ষণ 5 / 25 5. বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইটের মালিকানা অর্জন করে ? a. ৫৩ তম b. ৪৯ তম c. ৬৫ তম d. ৫৭ তম 6 / 25 6. বায়ােইনফরমেটিক্স-এর সঙ্গে জড়িত--i. জীববিদ্যাii. পরিসংখ্যানiii.কম্পিউটার বিজ্ঞান।নিচের কোনটি সঠিক? a. ii ও iii b. i ও iii c. i ও ii d. i, ii ও iii 7 / 25 7. কম্পিউটার ইথিকস-এর নির্দেশনা কয়টি? (কু, বাে-১৭, সি-১৯] a. ১২ b. ১০ c. ১৬ d. ৮ 8 / 25 8. ক্যাড’ বলতে কি বােঝায়? a. কম্পিউটার এইডেড ডিরেকশন b. কন্ট্রোল এইডেড ডিজাইন c. কন্ট্রোল এইডেড ডিরেকশন d. কম্পিউটার এইডেড ডিজাইন 9 / 25 9. কোথায় স্পেস স্টেশন স্থাপিত হয়েছে? a. সূর্যের কক্ষপথে b. মঙ্গলগ্রহে c. পৃথিবীতে d. পৃথিবীর কক্ষপথে 10 / 25 10. ই-লার্নিং এর সুবিধা হলো --i. পারস্পরিক মিথক্রিয়ায় পাঠদানii. যেকোনো স্থান থেকে শিক্ষাদানiii. কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান নিচের কোনটি সঠিক ? a. i ও ii b. ii ও iii c. i ও iii d. i , ii ও iii 11 / 25 11. নিচের কোনটি 'Cryo' শব্দের অর্থ প্রকাশ করে? a. অসুস্থতা b. খুবই গরম c. বরফের মতাে ঠান্ডা d. চিকিৎসা 12 / 25 12. কম্পিউটারের ডেটা ইনপুটের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা? a. এনকোডিং b. কোডিং c. ডিকোডার d. ডিকোডিং 13 / 25 13. ইনর্ভাটার হিসেবে কাজ করে কোন গেইট? a. NOT b. AND c. NOR d. NAND 14 / 25 14. 1+1+1 এর বাইনারি যােগফল কত? a. যােগফল=1, ক্যারি=1 b. যােগফল=0, ক্যারি=1 c. যােগফল = 0, ক্যারি = 0 d. যােগফল = 1, ক্যারি = 0 15 / 25 15. ডেটাবেজ প্রােগ্রাম ব্যবহার করে —i. শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব ও উৎপাদনের তথ্য সহজেসংরক্ষণ করা যায়।ii. কাক্ষিত তথ্য দ্রুত উপস্থাপন করা যায়।iii. প্রয়ােজনীয় রেকর্ডসমূহ সহজে খুঁজে পাওয়া যায়নিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. i ও ii c. i ও iii d. i 16 / 25 16. Date of Admission ফিল্ডের জন্য মেমােরিতে কত বাইট জায়গা প্রয়ােজন? [চ, বাে. ২০১৯] a. 4 b. 2 c. 32 d. 8 17 / 25 17. নিচের উদ্দীপকটি পড়—একটি কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য ডেটাবেজের মাধ্যমে সংরক্ষণের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি বাস্তবায়নের পর ফলাফলের ভিত্তিতে দুর্বল শিক্ষার্থীদের তালিকা আলাদাভাবে প্রদর্শনের ব্যবস্থা নিলেন।তালিকা প্রদর্শনের পদ্ধতি কোনটি? a. ইনডেক্সিং b. এনক্রিপশন c. কুয়েরি d. সর্টিং 18 / 25 18. ওয়েবপেজের মধ্যে লিংক করার ট্যাগ কোনটি? a. <li> b. <a> c. <i> 19 / 25 19. উদ্দীপকটি পড়দৃশ্যকল্প-১: শুভ কলেজে ভর্তির আবেদনের জন্য একটি সাইবার ক্যাফেতে গিয়ে একটি ইলেকট্রনিক ফরম পূরণ করে। সেখানে বসেই সে তার মােবাইলে পূরণকৃত ফরমের আলােকে নির্দেশনামূলক একটি মেসেজ পায়। দৃশ্যকল্প-২: This is first website দৃশ্যকল্প-২ এর জন্য ব্যবহৃত হতে পারে-i. HTML FTICOSii. টেক্সট এডিটরiii. ব্রাউজার সফটওয়্যার নিচের কোনটি সঠিক? a. ii ও iii b. i ও ii c. i,ii ও iii d. i ও iii 20 / 25 20. টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে কোন ট্যাগে? [দি-১৯] a. <tr bgcolor="green"> b. <table bgcolor="green"> c. <tr bgcolor="green"> d. <td bgcolor="green"> 21 / 25 21. কোন টপােলজিতে দ্বিমুখী ডেটা প্রবাহ পরিলক্ষিত হয়? a. RING b. STAR c. MESH d. BUS 22 / 25 22. মিউনিকেশন সিস্টেমের মাধ্যমে আদান-প্রদান করা-- a. ফাইল b. তথ্য c. রেকর্ড d. বিট 23 / 25 23. মিশরীয় সংখ্যা পদ্ধতি ছিল— a. দশভিত্তিক b. ষােলােভিত্তিক c. ষাটভিত্তিক d. দুইভিত্তিক 24 / 25 24. একটি চ্যানেল দিয়ে ৩ সেকেন্ডে ৮১০০ বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ড্উইথ কত? a. 2700 bps b. 600 bps c. 5400 bps d. 1800 bps 25 / 25 25. এস.এম.এস কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে? a. সিমপ্লেক্স b. ফুল ডুপ্লেক্স c. হাফ-ডুপ্লেক্স d. ইউনিকাস্ট Your score isThe average score is 38% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Share this:FacebookX