মডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. প্রােগ্রামটির আউটপুট কত?

2 / 25

2. C প্রােগ্রামের কাঠামাে সিকুয়েন্স কোনটি?

3 / 25

3. উদ্দিপকের আলোকে নিচের প্রশ্নের উত্তর দাওঃ
আবির  নিজের গ্রামে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেয়। এতে তার বেশ আয় হচ্ছে। আজকাল সে গ্রামের কৃষকদেরকে নিয়ে উচ্চ ফলনশীল  নতুন জাতের গমের চাষাবাদ, পন্য ক্রয়-বিক্রয় বিষয়ে কৃষিবিজ্ঞানীদের সাথে সরাসরি আলোচনার ব্যবস্থা করে এবং গ্রামের বেকার যুবকদের জন্য নিজের পেশায় যুক্ত হতে প্রশিক্ষণের আয়োজন করে।
উদ্দিপকে আবিরের আয়ের উৎসটি কী ?

4 / 25

4. কোনটি বায়ােইনফরমেটিক্সের বৈশিষ্ট্য?

5 / 25

5. বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইটের মালিকানা অর্জন করে ?

6 / 25

6. বায়ােইনফরমেটিক্স-এর সঙ্গে জড়িত--
i. জীববিদ্যা
ii. পরিসংখ্যান
iii.কম্পিউটার বিজ্ঞান।
নিচের কোনটি সঠিক?

7 / 25

7. কম্পিউটার ইথিকস-এর নির্দেশনা কয়টি? (কু, বাে-১৭, সি-১৯]

8 / 25

8. ক্যাড’ বলতে কি বােঝায়?

9 / 25

9. কোথায় স্পেস স্টেশন স্থাপিত হয়েছে?

10 / 25

10. ই-লার্নিং এর সুবিধা হলো --
i. পারস্পরিক মিথক্রিয়ায় পাঠদান
ii. যেকোনো স্থান থেকে শিক্ষাদান
iii. কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান

নিচের কোনটি সঠিক ?

11 / 25

11. নিচের কোনটি 'Cryo' শব্দের অর্থ প্রকাশ করে?

12 / 25

12. কম্পিউটারের ডেটা ইনপুটের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা?

13 / 25

13. ইনর্ভাটার হিসেবে কাজ করে কোন গেইট?

14 / 25

14. 1+1+1 এর বাইনারি যােগফল কত?

15 / 25

15. ডেটাবেজ প্রােগ্রাম ব্যবহার করে —
i. শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব ও উৎপাদনের তথ্য সহজে
সংরক্ষণ করা যায়।
ii. কাক্ষিত তথ্য দ্রুত উপস্থাপন করা যায়।
iii. প্রয়ােজনীয় রেকর্ডসমূহ সহজে খুঁজে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?

16 / 25

16. Date of Admission ফিল্ডের জন্য মেমােরিতে কত বাইট জায়গা প্রয়ােজন? [চ, বাে. ২০১৯]

17 / 25

17. নিচের উদ্দীপকটি পড়—
একটি কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠানের সব ধরনের তথ্য ডেটাবেজের মাধ্যমে সংরক্ষণের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি বাস্তবায়নের পর ফলাফলের ভিত্তিতে দুর্বল শিক্ষার্থীদের তালিকা আলাদাভাবে প্রদর্শনের ব্যবস্থা নিলেন।

তালিকা প্রদর্শনের পদ্ধতি কোনটি?

18 / 25

18. ওয়েবপেজের মধ্যে লিংক করার ট্যাগ কোনটি?

19 / 25

19. উদ্দীপকটি পড়
দৃশ্যকল্প-১: শুভ কলেজে ভর্তির আবেদনের জন্য একটি সাইবার ক্যাফেতে গিয়ে একটি ইলেকট্রনিক ফরম পূরণ করে। সেখানে বসেই সে তার মােবাইলে পূরণকৃত ফরমের আলােকে নির্দেশনামূলক একটি মেসেজ পায়। দৃশ্যকল্প-২:

This is first website

দৃশ্যকল্প-২ এর জন্য ব্যবহৃত হতে পারে-
i. HTML FTICOS
ii. টেক্সট এডিটর
iii. ব্রাউজার সফটওয়্যার

নিচের কোনটি সঠিক?

20 / 25

20. টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে কোন ট্যাগে? [দি-১৯]

21 / 25

21. কোন টপােলজিতে দ্বিমুখী ডেটা প্রবাহ পরিলক্ষিত হয়?

22 / 25

22. মিউনিকেশন সিস্টেমের মাধ্যমে আদান-প্রদান করা--

23 / 25

23. মিশরীয় সংখ্যা পদ্ধতি ছিল—

24 / 25

24. একটি চ্যানেল দিয়ে ৩ সেকেন্ডে ৮১০০ বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ড্উইথ কত?

25 / 25

25. এস.এম.এস কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-03 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-05 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।