মডেল টেস্ট-03 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. উদ্দীপকটি অনুসারে
A ও B দু'টি বর্তনীর প্রথমটি দু'টি সংখ্যা কম্পিউটারে বােধগম্যভাবে উপস্থাপন করে এবং অপরটি সংখ্যা দুটির গুণফল বের করতে সহায়তা করে।

B বর্তনীটি হলাে–-

2 / 25

2. OR ও NOT গেইট মিলে কোন গেইট হয়?

3 / 25

3. 11000000.10100100.00010011.00000001 এটিকে বলা হয়--

4 / 25

4. কয়েকটি রাে জুড়ে একটি সেল তৈরি করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়?

5 / 25

5. একটি HTML ফাইলে--
i. শুরু ট্যাগ হিসেবে থাকে
ii. প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগ থাকে
iii. অ্যাট্রিবিউট শুরু ট্যাগে থাকে
নিচের কোনটি সত্য?

6 / 25

6. টেবিলের ঘরগুলােকে কী বলা হয়--

7 / 25

7. কোন নেটওয়ার্ক টপােলজিতে সবচেয়ে বেশি ক্যাবল দরকার হয়?

8 / 25

8. মাইক্রোওয়েভ সিস্টেম কতটি ট্রান্সসিভার নিয়ে গঠিত?

9 / 25

9. কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি?

10 / 25

10. GSM এর পূর্ণরূপ হলাে---

11 / 25

11. নিচের উদ্দীপকটি পড়
মনিমার কলেজটি ৩ তলা তাদের কম্পিউটার শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল কম্পিউটার একই
নেটওয়ার্কের আওতায় আনবেন।

নেটওয়ার্ক চালু হলে মনিমারা যে সুবিধা পাবে- [দি.বাে, ২০১৭]

i. সবাই সফটওয়ারসমূহ ব্যবহার করতে পারবে।
ii. সকল কম্পিউটারের কাজের মধ্যে সমন্বয় করতে পারবে।
iii. এক কম্পিউটারের ডিভাইস অন্য কম্পিউটারে স্থানান্তর করতে পারবে।

নিচের কোনটি সঠিক?

12 / 25

12. কোনটি মােবাইল ফোন নেটওয়ার্কের জন্য অপরিহার্য?

13 / 25

13. কোনটি RDBMS নয়?

14 / 25

14. নিচের কোন ফিল্ডের উপর ইনডেক্স করা হয় না? [য, বাে, ২০১৯]

15 / 25

15. ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রার ইমেজ ব্যবহার করা হয়?

16 / 25

16. মহাশূন্য অভিযানে ব্যবহৃত নভােযান--
i.স্পুটনিক-১
ii. মার্স-৩
iii. ভস্টক-৪
নিচের কোনটি সঠিক ?

17 / 25

17. অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে কোনটির প্রয়োজন হয়না ?

18 / 25

18. এক্সপার্ট সিস্টেম কী ?

19 / 25

19. ক্রায়ােথেরাপি রেডিও থেরাপির তুলনায় ভালাে। কেননা--
i. এতে পার্শ্বপ্রতিক্রিয়া কম
ii. রােগীর ধকল কম।
iii. এটি বেশি নিরাপদ ।
নিচের কোনটি সঠিক?

20 / 25

20. MICR চেক বলতে কি বোঝায় ?

21 / 25

21. প্রযুক্তির যে শাখা রােবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়নের সংশ্লিষ্ট তাকে কী বলে?

22 / 25

22. লাইব্রেরি ফাংশন হচ্ছে—[ঢা. বাে-১৬]

i.পর্ব থেকে তৈরিকৃত বিভিন্ন বিষয়বস্তু
ii.এক ধরনের বিশেষ স্টেটমেন্ট
iii.শুধুমাত্র গাণিতিক কার্যে ব্যবহারযোেগ্য
নির্দেশ নিচের কোনটি সঠিক?

23 / 25

23. নিচের উদ্দীপকটি পড়
#include
main(){
int m
printf("Enter your marks");
scanf("%d", &m);
printf("%d.",&m);
}
উদ্দিপকের স এর জন্য কত বাইট জায়গা প্রয়োজন?

24 / 25

24. নিচের উদ্দীপকটি পড়
#include
main (){
int a = 3, b;
b = 2* a; printf("%d", b);
}

i. b = a ++:
ii. b = a -;
iii. b+ = a;
নিচের কোনটি সঠিক?

25 / 25

25. প্রোগ্রামের ভাষায় লেখা প্রােগ্রামকে কি বলা হয়? [সি, বাে, '১৬]

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-02 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।