মডেল টেস্ট-03 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. প্রাইমারি কী হিসেবে ব্যবহৃত হতে পারে –
i. Roll
ii. Name
iii. GPA
নিচের কোনটি সঠিক?

2 / 25

2. রিলেশনাল ডেটাবেজে সর্বনিম্ন ফাইলের সংখ্যা কয়টি?

3 / 25

3. এক বা একাধিক রেকর্ড নিয়ে কি গঠিত হয়? [চ, বা, ২০১৬]

4 / 25

4. ইউনিকোড নিয়ে কাজ করে যাচ্ছে কে?

5 / 25

5. কোনটি ৪ বিটের কোড?
i. ASCII Code
ii. EBCDIC Code
iii. BCD Code
নিচের কোনটি সঠিক?

6 / 25

6. কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা ও বিশেষ | চিহ্নকে আলাদাভাবে CPU কে বােঝানাের জন্য বিটের (0,1) ভিন্ন ভিন্ন বিন্যাসের সাহায্যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এ অদ্বিতীয় সংকেতকে কী বলে?

7 / 25

7. দশমিক চিহ্ন (.) ছাড়া সংখ্যাকে কী বলা হয়?

8 / 25

8. কোন সার্কিটের সাহায্যে কম্পিউটারের বােধগম্য ভাষা হতে মানুষের বােধগম্য ভাষায় রূপান্তর করা যায়?

9 / 25

9. X= ABC সমীকরণটি কোন গেইট নির্দেশ করে?

10 / 25

10. AB (A + B) এর সরলীকৃত মান কত?

11 / 25

11. 2-এর পরিপূরক-এর সুবিধা হলাে--
i, সার্কিটের মাত্রা কমে
ii. জটিলতা কমে
iii. দক্ষতা কমে

নিচের কোনটি সঠিক?

12 / 25

12. কোন সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ছিল?

13 / 25

13. F = (A + B) +C সমীকরণটি কোন গেইট নির্দেশ করে?

14 / 25

14. HDMI এর পূর্ণরূপ কী ?

15 / 25

15. প্রথম মহাকাশচারীর নাম কী?

16 / 25

16. স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত ক্ষুদ্র যন্ত্রাংশ ত্রুটিহীনভাবে স্থাপন সম্ভব হচ্ছে কিছের কল্যাণে ?

17 / 25

17. সৃষ্ট নেটওয়ার্কের সুবিধা কী? [ম, বাে. ২০১৯]

18 / 25

18. সাবমেরিন ক্যাবল ব্যবহৃত হয়--

19 / 25

19. এ ধরনের আলােচনায় আয়োজন করতে হলে যে বিষয়টি নিশ্চিত করতে হবে তা কী?

20 / 25

20. এস.এম.এস কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে?

21 / 25

21. কোন টপােলজিতে প্রায় সব ধরনের নেটওয়ার্ক সংযুক্ত থাকে?

22 / 25

22. কোনটি অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা ?

23 / 25

23. নিচের উদ্দীপকটি পড়—
প্রােগ্রামার ইকবালকে তার কোম্পানির সিস্টেম এনালিস্ট হাসান চিত্রের মাধ্যমে একটি প্রােগ্রাম কীভাবে রচনা করা হবে তা দেখিয়ে দিল। ইকবাল এর আলােকে প্রােগ্রাম রচনা শুরু করল।

উদ্দীপকের চিত্রের সাহায্যে সমস্যা সমাধান করার পদ্ধতিকে কী বলা হয়?

24 / 25

24. সকল অনুক্রমের পরিবর্তনের জন্য কী ব্যবহার করা হয়?

25 / 25

25. নিচের উদ্দীপক অনুসারে
#include
'main (){ int a, s=0;
for(a = 1; a <= 5; a ++)
S = S + a; print f ("%d", s);
}

প্রােগ্রামটির আউটপুট কত?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-02 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।