মডেল টেস্ট-03 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. কোন লুপটি কমপক্ষে একবার চলবে?

2 / 25

2. নিচের উদ্দীপক অনুসারে
#include
'main (){ int a, s=0;
for(a = 1; a <= 5; a ++)
S = S + a; print f ("%d", s);
}

for (i=1; i <= 5;i++)
{if(i ==3) continue;
printf ("HSC Exam");
উদ্দীপকের প্রােগ্রামটিতে "HSC Exam" কতবার প্রদর্শিত হবে?

3 / 25

3. বায়োমেট্রিক পদ্ধতিতে সিম কার্ড নিবন্ধন এ বাংলাদেশ কত তম?

4 / 25

4. ২০১৬ সালের ICT উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম ?

5 / 25

5. মানবদেহে ইনসুলিন তৈরি হয় কোন ব্যাকটেরিয়া থেকে?

6 / 25

6. বিশ্বগ্রাম ধারণার প্রধান উপাদান কোনটি ?

7 / 25

7. মহাকাশযানগুলাে বর্তমানে ব্যবহৃত যে কাজে হয়--
i.স্পেস স্টেশনে মালামাল পৌছানাের কাজে
ii. কৃত্রিম উপগ্রহ স্থাপনের কাজে
iii. মঙ্গল গ্রহে অভিযানের কাজে।
নিচের কোনটি সঠিক?

8 / 25

8. রেস্ট্রিকশন এনজাইম দিয়ে--
i. ডিএনএ অণু কাটা যায়।
ii. এক জীবের কোষ থেকে DNA অংশ অন্য জীবে স্থানান্তর করা যায়
iii. এক জীবের DNA অংশ অন্য জীবের DNA অংশের সাথে। লাগানাে যায়
নিচের কোনটি সঠিক?

9 / 25

9. চাকুরিজীবীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ, কারণ এ পদ্ধতিতে --
i.কর্মদক্ষতা বৃদ্ধি পায়
ii. অতিরিক্ত উপার্জন করা যায়
iii. সময়ের সাশ্রয় হয়

নিজের কোনটি সঠিক ?

10 / 25

10. একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ডেটাবেজে অ্যাট্রিবিউট হলাে রােল, নাম, বিভাগ, ঠিকানা এক্ষেত্রে প্রাইমারি কী কোনটি?

11 / 25

11. কোন টেবিলের Roll ফিল্ডকে প্রাইমারি key বলা হয় কেন?

12 / 25

12. টেবিল দুটির মধ্যে কি ধরনের রিলেশন বিদ্যমান? [ব. বাে. ২০১৬]

13 / 25

13. নিচের উদ্দীপকটি পড়

‘ক’ কলেজের মান উন্নয়নের জন্য সরকার ১২টি কম্পিউটার প্রদান করে। কম্পিউটারগুলাে একই ফ্লোরে অবস্থিত কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ও ক্লাসরুমে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটারগুলোর মধ্যে ডেটা স্থানান্তরের জন্য পেনড্রাইভ ব্যবহৃত হওয়ার কারণে অনেক অসুবিধা হচ্ছিল। তাই আইসিটি শিক্ষকের পরামর্শে কলেজ কর্তৃপক্ষ কম্পিউটারগুলােকে পরস্পরের সাথে সংযােগের ব্যবস্থা করলেন।

কলেজ কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থায় যে যে রিসোর্সসমূহ শেয়ার করা সম্ভব হবে-- [ব. বাে, ২০১১]
i. হার্ডওয়্যার।
ii. সফটওয়্যার
iii. ইনফরমেশন।

নিচের কোনটি সঠিক?

14 / 25

14. সত্যক সারণির কাজ কোনটি?

15 / 25

15. যদি P,Q,R,S চারটি বুলিয়ান চলক হয়, তবে এদের দ্বারা সর্বোচ্চ কয়টি কম্বিনেশন তৈরি করা সম্ভব?

16 / 25

16. কোনটি 10₂ + 10₈ + 10₁₀ + 10₁₆ এর ডেসিমাল মান নির্দেশক?

17 / 25

17. ডিকোডারের চারটি ইনপুট-এর সাহায্যে কতগুলাে আউটপুট পাওয়া যায়?

18 / 25

18. দশমিক সংখ্যা 10 কে রােমান পদ্ধতিতে কোনটি দ্বারা প্রকাশ করা হয়?

19 / 25

19. (00000101)₂ এর 2 এর পরিপূরক কোনটি?

20 / 25

20. LSD দ্বারা বোঝায়--

21 / 25

21. 0 এর বুলিয়ান পূরক কত?

22 / 25

22. কত সালে সর্বপ্রথম ইবিসিডিআইসি কোড উদ্ভাবিত হয়েছিল?

23 / 25

23. কোন ট্যাগের শুরু থাকলেও শেষ থাকে না?
i.

ii.
i

iii.

নিচের কোনটি সঠিক ?

24 / 25

24. টেবিলের প্রতি সেল বা ঘরগুলাে ফাকা ফাঁকা না রেখে একটির সাথে অন্যটি একেবারে লাগিয়ে রাখতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়?

25 / 25

25. ইউসুফ একটি ওয়েবসাইট তৈরি করে তাতে তার ব্যক্তিগত সকল তথ্যের সাথে প্রয়ােজনীয় ছবি ও কার্টুন যুক্ত করল।
ইউসুফ তার ওয়েবপেজে যুক্ত করতে পারে---
i. টেক্সট
ii. ভিডিও
iii. চিত্র
নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-02 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।