মডেল টেস্ট-02 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । 0% 77 মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । NameEmailPhone Number 1 / 25 1. ডেটাবেজ-এর প্রাণ হলাে— [মা, বাে, ২০১৭] a. ফাইল b. রেকর্ড c. টেবিল d. ফিল্ড 2 / 25 2. কোন কারণে সর্ট-এর তেমন ব্যবহার নেই? a. এটি ইনডেক্সিং আউটপুটের চেয়ে কম মেমোরি দখল করে b. এটি ইনডেক্সিং আউটপুটের চেয়ে বেশি মেমােরি দখল করে c. ডেটা সর্ট করার প্রয়ােজন হয় না d. সব ফিল্ড সর্ট করা যায় না 3 / 25 3. টেবিল থেকে শর্ত সাপেক্ষে ফিল্ডগুলাে খুঁজে নেয়ার জন্য কোন ধরনের কুয়েরি ব্যবহৃত হয়? [চি, বাে, ২০১৯] a. Action b. Parameter c. Select d. Crosstab 4 / 25 4. ক্রায়ােসার্জারিতে অভিজ্ঞ করে তুলতে নিচের কোন প্রযুক্তির সহায়তা নেয়া হয়? a. রােবটিক্স b. কৃত্রিম বুদ্ধিমত্তা c. ভার্চুয়াল রিয়েলিটি d. জেনেটিক ইঞ্জিনিয়ারিং 5 / 25 5. ইন্টারনেটভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলোর জনপ্রিয়তা মূল কারণ হলো --i. সময় সাশ্রয়ii. অর্থ সাশ্রয়iii. অডিও-ভিজ্যুয়াল প্রযুক্তি নিচের কোনটি সঠিক ? a. i ও iii b. ii ও iii c. i, ii ও iii d. i ও ii 6 / 25 6. অফিস যন্ত্রকায়নের ঝুঁকি হলো --i. অনভিজ্ঞ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ কমেii. গ্রাহকের সাথে মিথক্রিয়া কমেiii. জায়ান্ট তথ্য প্রযুক্তি কোম্পানির ডাটা সেন্টারের অনিয়ন্ত্রিত নিচের কোনটি সঠিক ? a. ii ও iii b. i , ii ও iii c. i ও ii d. i ও iii 7 / 25 7. উদ্দীপকে ব্যবত প্রযুক্তির ফলে- [ম, বাে, ২০১৮] a. শিশুদের বুদ্ধির বিকাশ ঘটবে b. মানুষের কর্মস্পৃহা বাড়বে c. শিল্প কারখানার ব্যয় কমবে d. মানবিক মূল্যবােধ বৃদ্ধি পাবে 8 / 25 8. বিশ্বগ্রাম বাস্তবায়নের জন্য প্রয়োজন __i. নেটওয়ার্ক সংযুক্ততা ii. হার্ডওয়্যার-সফটওয়্যারiii. মানুষের জ্ঞান বা সক্ষমতা নিচের কোনটি সঠিক ? a. ii ও iii b. i, ii ও iii c. i ও ii d. i ও iii 9 / 25 9. ভার্চুয়াল রিয়েলিটির কত মাত্রিক জগৎ তৈরি হয় ? [য.কু.রা.-16] a. ত্রিমাত্রিক b. একমাত্রিক c. দ্বিমাত্রিক d. চতুমাত্রিক 10 / 25 10. ক্রায়ােজেনিক এজেন্ট কোনটি? a. প্রােপেন b. বেনজিন c. আর্গন d. মিথেন মিথেন 11 / 25 11. হোমপেজ দেখার জন্য আবশ্যক--i. ওয়েব ব্রাউজারii. সার্চ ইঞ্জিনiii. ইন্টারনেটনিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. i ও iii c. i d. ii 12 / 25 12. ইন্টারনেটে ওয়েবপেজ ব্রাউজ করতে ব্যবহৃত প্রটোকল হলাে-- a. HTTP b. IP c. FTP d. TCP 13 / 25 13. DADA সমতুল্য অকটাল সংখ্যার মান কোনটি? a. 56026 b. 155332 c. 4396 d. 125672 14 / 25 14. নিচের উদ্দীপকটি পড়মি. আতিক কামালকে বলল, “তােমার বয়স কত?” কামাল বলল যে, তার বয়স (101101)₂কামালের বয়সের সমকক্ষ সংখ্যা হলাে- [দি. বাে, ২০১৭] a. (65)₈ b. (55)₈ c. (35)₈ d. (25)₈ 15 / 25 15. দশমিক 3 কে বিসিডি কোডিং এ লেখা হয়-- a. 0111 b. 010 c. 0 d. 0011 16 / 25 16. (10111)₂ এর সমতুল্য দশমিক মান কত? a. 22 b. 43 c. 31 d. 23 17 / 25 17. কোনটিতে কাউন্টার ব্যবহৃত হয় না--- a. কী-বোর্ড b. কম্পিউটারে c. ডিজিটাল ঘড়িতে d. টাকা তােলার লাইনে 18 / 25 18. কোন প্রজন্মের মােবাইল ফোনে আলট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়? a. ১ম b. ৪র্থ c. ২য় d. ৩য় 19 / 25 19. কোনটি Network Topology? a. LAN b. MAN c. BUS d. WAN 20 / 25 20. নেটওয়ার্ককে মালিকানার ভিত্তিতে কত ভাগে শ্রেণিবিভাগ করা যায়? a. ৪ b. ২ c. ৫ d. ৩ 21 / 25 21. উদ্দীপকের আলোতেশাহানা 4G মােবাইল ফোন ব্যবহার করে তার নির্দিষ্ট কিছু বন্ধুকে SMS এর মাধ্যমে একটি বার্তা প্রেরণ করে।শাহানার মােবাইল ফোনের প্রযুক্তি দিয়ে সম্ভব--i. সার্কিট সুইচিং পদ্ধতিতে ডেটা প্রেরণii. IP নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক স্থাপনiii. ত্রিমাত্রিক পরিবেশে ডেটা স্থানান্তর।নিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. i ও ii c. i d. ii ও iii 22 / 25 22. কত মিটার দূরত্ব পর্যন্ত থিকনেট ১০ মেগাবাইট ডেটা সহজেই আদান-প্রদান করতে পারে? a. ৫০০ b. ৩০০ c. ২৮৫ d. ২০০ 23 / 25 23. কোন টপোলজি সম্প্রসারিত হয়ে ট্রি টপােলজিতে রূপান্তর করে? a. রিং b. মেশ c. স্টার d. বাস 24 / 25 24. ফ্লোচার্টের মৌলিক ছাঁচ কয়টি? a. ৬ টি b. ২ টি c. ৪ টি d. ৮ টি 25 / 25 25. কোন ভাষা দিয়ে কম্পিউটারের মেমোরি অ্যাড্রেসের সঙ্গে সরাসরি সংযোগ সাধন সম্ভব ? a. মেশিন ভাষা b. হাই লেভেল ভাষা c. চতুর্থ প্রজন্মের ভাষা d. অ্যাসেম্বলি ভাষা Your score isThe average score is 38% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Share this:FacebookX