মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. বুলিয়ান অ্যালজেবরায় কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় ?

2 / 25

2. 1 ৰাইটের অর্ধেককে কী বলা হয়?

3 / 25

3. (x + y) (x+y) এই সমীকরণটি সরল করলে হবে--

4 / 25

4. BCD কোড —
i. প্রকাশে বাইনারির চাইতে অধিক সংখ্যক বিট দরকার
ii. সুপার কম্পিউটারে ব্যবহৃত হয়
iii. ইংরেজি অক্ষর প্রকাশে ব্যবহৃত হয়

নিচের কোনটি সঠিক?

5 / 25

5. NAND গেইটের আউটপুটকে NOT গেইটের মধ্যে দিয়ে প্রবেশ করালে কোন গেইট পাওয়া যায়?

6 / 25

6. কোন সার্কিটের সাহায্যে কম্পিউটারের বােধগম্য ভাষা হতে মানুষের বােধগম্য ভাষায় রূপান্তর করা যায়?

7 / 25

7. উদ্দীপকের আলােকে কৃষক যে ধরনের সুবিধা পাবেন- [কু. বাে, ২০১৯]

i.অধিক ফলন ঘরে তুলতে পারবেন
ii. টিস্যু কালচার ব্যবহার করতে পারবেন
iii. বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস করতে পারবেন।

নিচের কোনটি সঠিক?

8 / 25

8. www.daraz.com কী ?

9 / 25

9. অত্যধিক ঠান্ডায় অস্বাভাবিক বা রােগাক্রান্ত টিস্যর ওপর নিচের কোন পদ্ধতি প্রয়ােগ করা হয়?

10 / 25

10. ই-মেইল কে আবিষ্কার করেন?

11 / 25

11. আটিফিশিয়াল ইন্টেলিজেন্স' শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়ে দেন কে ?

12 / 25

12. ভার্চুয়াল রিয়ালিটি মূলত-

13 / 25

13. রোগীর তথ্য সংরক্ষণের ব্যাবহৃত সফটওয়্যার হলো --
i. Theraphy Notes ii. iCliniq
iii. Care 360

নিচের কোনটি সঠিক ?

14 / 25

14. বিশ্বগ্রাম সুবিধা হলো --
i. নিরাপদ ও দ্রুত যোগাযোগ
ii. তথ্যের ব্যাপক উৎস সৃষ্টি
iii. তথ্যের নিয়ন্ত্রণ ব্যবহার

নিচের কোনটি সঠিক ?

15 / 25

15. কর্মসন্থানের জন্য বর্তমানে --

i. ঘরে বসে কাজ পাওয়া যায়
ii. ইন্টারনেট সুবিধা নেওয়া যায়
iii. বিভিন্ন ওয়েব সুবিধা পাওয়া যায়

নিচের কোনটি সঠিক ?

16 / 25

16. Float type চলকর জন্য মেমোরিতে কত বাইট জায়গায় প্রয়োজন হয় ?

17 / 25

17. C ভাষায় সঠিক চলক কোনটি?

18 / 25

18. যে কোনাে প্রােগ্রাম রচনার জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে – .
i.সমস্যা নির্ধারণ ও বিশ্লেষণ
ii. অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরি
iii. প্রােগ্রাম কোডিং ডিবাগিং
নিচের কোনটি সঠিক?

19 / 25

19. Google.com কী?

20 / 25

20. ১১২. html-এর ওয়েবপেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হচ্ছে
i. html
ii. .htm
iii. .doc
নিচের কোনটি সঠিক?

21 / 25

21. উদ্দীপকের ১নং টেবিলের ১নং ফিল্ডের বৈশিষ্ট্য হতে পারে–[ঢা. বাে, ২০১৬]
i. ডুপ্লিকেট মান বিরুদ্ধ
ii. ডেটা টাইপ অটো নাম্বার।
iii. ইনডেক্সিং সুবিধা সম্বলিত
নিচের কোনটি সঠিক?

22 / 25

22. ডেটাবেজের রেকর্ড বাদ দেয়ার অপশন কোনটি? [দি. বাে, ২০১৭)

23 / 25

23. নিচের উদ্দীপকটি পড়
মনিমার কলেজটি ৩ তলা তাদের কম্পিউটার শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল কম্পিউটার একই
নেটওয়ার্কের আওতায় আনবেন।

কলেজটির নেটওয়ার্ক গড়ে উঠতে পারে-- [দি.বাে, ২০১৭]

i. ক্যাবল ব্যবহারের মাধ্যমে।
ii. স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে
iii. রেডিও লিঙ্ক ব্যবহারের মাধ্যমে।

নিচের কোনটি সঠিক?

24 / 25

24. উদ্দীপকটি পড়--
কুশিয়ারা কলেজে বিভিন্ন বিভাগের কম্পিউটারগুলাে এমনভাবে যুক্ত রয়েছে যেন প্রথম হতে শেষ পর্যন্ত কম্পিউটারগুলাে পরস্পর চক্রাকারে যুক্ত। কিন্তু সময় বাঁচানাের জন্য আইসিটি শিক্ষক নেটওয়ার্ক টপােলজির পরিবর্তন করলেন।

কলেজটিতে কোন ধরনের টপােলজি ব্যবহৃত হয়েছে? [চ.বাে, ২০১৭]

25 / 25

25. টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশন বসানাে হয় কোনটিতে?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-06 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
Next articleমডেল টেস্ট-02 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।