মডেল টেস্ট-05 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. উদ্দীপকের টেবিল হতে যাদের GPA = 5.00, তাদের তাদের নাম দেখতে SQL কমান্ড "SELECT NAME FROM S পরের অংশ কোনটি?

ডেটাবেজে SQL টেবিলে নতুন রেকর্ড সংযােজনে স্টেটমেন্ট ব্যবহার করা যায়?

2 / 25

2. নিচের উদ্দীপকটি পড়
একটি ডেটাবেজে দুইশত ছাত্রের তথ্য সংরক্ষিত আছে। প্রতিটি ছাত্রের নাম, রােল নম্বর, জন্ম তারিখ ও জিপিএ সংবলিত ৪টি করে ফিল্ড আছে।

রােল নম্বর ফিল্ডটি হতে পারে –
i. Text type
ii. Numeric type
iii. Logical
নিচের কোনটি সঠিক?

3 / 25

3. ওয়েবসাইটে ছবি সংযুক্ত করার উপযুক্ত ফরমেট হলাে--
i.jpg
ii.img
iii.png
নিচের কোনটি সঠিক?

4 / 25

4. বিট, বাইট, মেমােরি অ্যাড্রেস নিয়ে কাজ করে- [ঢা, বাে-১৯]
i. মেশিন ভাষা
ii. মধ্যস্তরের ভাষা
iii. উচ্চস্তরের ভাষা

নিচের কোনটি সঠিক?

5 / 25

5. 1011 সংখ্যায় কয়টি বিট আছে? [ম, বাে, ২০১৯]

6 / 25

6. বাইনারি সংখ্যার MSB এর সাইনের জন্য নির্ধারিত চিহ্নটি কত হলে সংখ্যাটি পজিটিভ হবে?

7 / 25

7. NAND গেটের আউটপুট কোনটির আউটপুটের বিপরীত ?

8 / 25

8. আলফানিউমেরিক ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়- [রা, বাে, ২০১৬]
i. ASCII code
ii. EBCDIC code
iii. Unicode

নিচের কোনটি সঠিক?

9 / 25

9. নিচের কোনটি পজিশনাল সংখ্যা ?

10 / 25

10. কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ গঠিত হয় কতটি বিদ্যুৎ প্রবাহের সমন্বয়ে?

11 / 25

11. লজিক গেইটে সর্বনিম্ন ইনপুটের সংখ্যা কতটি?

12 / 25

12. ইউনিকোডের বিটের সংখ্যা কত? [র, বাে, ২০১৬]

13 / 25

13. গণিতে শূন্যকে একটি সংখ্যা হিসেবে প্রথম ব্যবহার করে--

14 / 25

14. এখানে Y = ?

15 / 25

15. নিচের চিত্রটি লক্ষ কর--

Y এর মান 1 হবে, যদি--

i. A = 0, B = 1
ii. A = 0, B = 0
iii. A = 1, B = 0

নিচের কোনটি সঠিক?

16 / 25

16. প্রদানকৃত ইনপুট পালসের সংখ্যা সিকুয়েন্সিয়াল সার্কিটকে কী বলে?

17 / 25

17. কম্পিউটার ইথিকস-এর নির্দেশনা কয়টি? (কু, বাে-১৭, সি-১৯]

18 / 25

18. অদ্বিতীয়ভাবে একজন ব্যাক্তিকে শনাক্ত করার জন্য কোন তথ্যটি ব্যাবহৃত হয় না?

19 / 25

19. কোন উপাদানটি Global Village এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূূর্ণ ?
[য-17]

20 / 25

20. নিচের উদ্দীপকের আলোতে
আরমান তার কুয়েত প্রবাসী বোনের টেলিফোনে নিয়মিত যোগাযোগ রাখে । কিন্তু তার মা প্রবাসী মেয়ে ও দুই নাতির সাথে দেখে কথা বলার জন্য আরমানকে পীড়াপীড়ি করাতে সে একটা ব্যবস্থা নিতে সম্মত হয় ।

আরমান মায়ের অনুরোধ পূরণে কোন বেবস্থা গ্রহণ করবে ?

21 / 25

21. উৎপাদনশীলতা বৃদ্ধিতে নিচের কোনটি ব্যবহার করা হয়?

22 / 25

22. মানুষের চিন্তা-ভাবনাকে যন্ত্রের মাধ্যেমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি ?

23 / 25

23. পাউরুটিতে ব্যবহৃত ইস্ট তৈরিতে ব্যবহৃত হয় কোন পদ্ধতি?

24 / 25

24. উদ্দীপকের আলোতে
পীরগঞ্জ উপজেলা সদরের ডায়াবেটিস হাসপাতালে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যেমে ঢাকার বিশেষ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসাসেবা দেওয়া হয় ।

চিকিৎসাসেবা প্রদানের এ পদ্ধতিকে কি বলে ?

25 / 25

25. RJ45 কানেক্টর ব্যবহার করে ৩০টি কম্পিউটার একটি সুইয়ে সাথে সংযােগ স্থাপন করা হলাে। নেটওয়ার্কটিতে কে টপােলজির ব্যবহার হয়েছে?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-06 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।