মডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. কম্পাইলার ও ইন্টারপ্রেটার এর মধ্যে পার্থক্য রয়েছে—[দি, বাে-১৬]
i. প্রােগ্রামিং অনুবাদের ক্ষেত্রে
ii. কাজের গতির ক্ষেত্রে
iii. ভুল প্রদর্শনের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?

2 / 25

2. উদ্দীপকটি পড় –
জেরি সি-ভাষায় একটি প্রােগ্রাম রচনা করে, যাতে ২টি সংখ্যার
যোগফল নির্ণয় করা যায়। প্রােগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়।

উদ্দীপকে প্রদর্শিত ভুলের কারণ কোনটি? [ঢা.বাে. ১৬]

3 / 25

3. সাংকেতিক ভাষা কোনটি ?

4 / 25

4. নিচের কোন প্রতিষ্ঠান পার্পল কালার-এর উফশী ধান উদ্ভাবন করেছে?

5 / 25

5. উদ্দীপকের আলোতে
প্রযুক্তির এ যুগে শওকত এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। আবার তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নতজাতের ফুল চাষ করছেন।
শওকত এর ব্যবহার প্রযুক্তিটি--

6 / 25

6. ন্যানাে প্রযুক্তির মাধ্যমে সম্ভব হচেছ--
i.বৃহৎ স্কেলে পণ্যোৎপাদন
ii. সূক্ষ্ম ও ছােট পণ্যোৎপাদন।
iii. বর্জ্য পরিষ্কারকরণ
নিচের কোনটি সঠিক?

7 / 25

7. কোনটি বায়ােমেট্রিক্স-এ ব্যবহৃত হয়?

8 / 25

8. ক্লাউড কমপিউটিং বলতে বুঝায়--

9 / 25

9. তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়--

10 / 25

10. নেটওয়ার্কটি কোন ধরনের টপােলজি? [সি.বাে, ২০১৭]

11 / 25

11. কোনাে কমিউনিকেশন নেটওয়ার্কের ব্যান্ডউইথ নির্ভর করে –
i. ঐ নেটওয়ার্কে ব্যবহৃত মিডিয়ামের ওপর
ii ঐ নেটওয়ার্কে ব্যবহৃত যন্ত্রপাতির ওপর।
iii ঐ নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যা ও তাদের ব্যবহারের
নিচের কোনটি সঠিক ?

12 / 25

12. ডেটার গোপনীয়তা রক্ষায় গৃহীত ব্যবস্থা কোনটি? [ঢা. বা. ২০১৬]

13 / 25

13. নিমের কোনটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার? [রা. ব, ২০১৭]

14 / 25

14. নিচের উদ্দীপকের আলোতে —
ইসমাইল সাহেব তার প্রতিষ্ঠানের হিসাব খাতায় লিখে রাখেন। এতে তার অনেক সমস্যা হয় সঠিক সময়ে উপযুক্ত তথ্য না পাওয়ায় ব্যবসায় ক্ষতি হয়।

উদ্দীপকে উল্লিখিত কাজ সহজে করতে কোন সফটওয়্যার দরকার? [ঢা, বাে, ২০১৭]

15 / 25

15. উদ্দীপকটি পড়---
কোন একটি কলেজের তিন হাজার ছাত্রের জন ডেটাবেজে পরীক্ষা সম্পর্কিত তথ্যের জন্য exam তথ্যের জন্য personal নামক ডেটা ফাইল তৈরি করা হয় ।

উভয় ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য কোন ফিল্ডটি অত্যাবশ্যক?

16 / 25

16. ৩য় টেবিল থাকে কোন রিলেশনে?

17 / 25

17. ওয়েবপেজ তৈরিতে ভাষা ব্যবহৃত হয়?–

18 / 25

18. নিচের উদ্দীপক অনুসারে
একটি ওয়েবসাইটের ৪ নম্বর পেজে 300x300 সাইজের pic.jpg নামের একটি ছবি সংযুক্ত রয়েছে। তবে সমস্যা হলাে এক পেজ হতে অন্য পেজে যাওয়া যাচ্ছে না।
সাইটটির সমস্যা সমাধানে প্রয়ােজনীয় ট্যাগ—

19 / 25

19. সবচেয়ে বড় হেডিং কোনটি?

20 / 25

20. কোনটি ওয়েব ব্রাউজার?

21 / 25

21. নিচের উদ্দীপকটি পড় –
আইসিটি শিক্ষক ইকবাল স্যার সুস্ময়কে একটি টেবিল তৈরী করতে বলায় সুস্ময় ৪ কলমি ও ৫ রাে বিশিষ্ট একটি টেবিল করেছে। টেবিলটিতে ক্যাপশন হিসেবে কলেজের নাম দিতে বলা
হয়েছিল। কিন্তু সে কোন ক্যাপশন দেয়নি এবং টেবিলটিতে কোনো বর্ডারও নেই।

উদ্দীপকে উলিখিত টেবিলটিতে টেক্সটকে ডানদিকে Align করতে সুস্ময় নিচের কোন ট্যাগটি ব্যবহার করেছে ?

22 / 25

22. কাউন্টার ব্যবহৃত হয়--
i. ডিজিটাল কম্পিউটারে
ii. ডিজিটাল ঘড়িতে
ii. টাইমিং সিগন্যালে
নিচের কোনটি সঠিক?

23 / 25

23. কোন গেটটি মৌলিক গেট নয়?

24 / 25

24. AND গেইট আউটপুটে ‘1' পেতে হলে--

25 / 25

25. কোন সংখ্যাটি সবচেয়ে বড়?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-03 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-05 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।