মডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । 0% 77 মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । NameEmailPhone Number 1 / 25 1. xy + x y = কত? a. x+y b. x-y c. x y d. x ⊕ y 2 / 25 2. শিক্ষক ছাত্রকে রােল নম্বর লিখতে বলায় সে লিখল 1001; দশমিক পদ্ধতিতে ছাত্রটির রােল নম্বর কত হবে? a. 23 b. 9 c. 34 d. 18 3 / 25 3. ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার পারস্পরিক পরিবর্তনকে বলে-- a. বিপরীতকরণ b. যােগ c. পরিপূরক d. বিয়ােগ 4 / 25 4. কোনটি মৌলিক লজিক গেইট? a. OR b. NAND c. NOR d. x-OR 5 / 25 5. 111 সংখ্যাটি হতে পারে-- [বি.বাে, ২০১৭]i. বাইনারিii. অকটালiii. ডেসিমেল নিচের কোনটি সঠিক? a. i b. i ও iii c. i,ii ও iii d. ii ও iii 6 / 25 6. Boolean Algebra-এর ক্ষেত্রে কোনটি সঠিক? a. A+1= A b. A+ A =0 c. A+0= A d. A+ A =1 7 / 25 7. ডেটা ট্রান্সমিশনের একককে নিচের কোনটি দ্বারা হিসেব করা হয়? a. Mbps b. bps c. Kbps d. spb 8 / 25 8. তরঙ্গ কন যত বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে? a. বেশি হবে b. অপেক্ষাকৃত বেশি c. নেই বললেই চলে d. কম হবে 9 / 25 9. কোন ডিভাইসটি ‘ফুল ডুপ্লেক্স মােডে কাজ করে? a. ওয়াকি-টকি b. রেডিও ব্রডকাস্টিং যন্ত্রাংশ c. মােবাইল ফোন d. সবগুলাে 10 / 25 10. বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইটের মালিকানা অর্জন করে ? a. ৬৫ তম b. ৫৭ তম c. ৫৩ তম d. ৪৯ তম 11 / 25 11. কোনটি আউটসোর্সিং-এর মার্কেট প্লেস ? a. মাইস্পেস b. টুইটার c. ডিগ d. আপওয়ার্ক 12 / 25 12. ২০১৮ সালে গার্মেন্টস শিল্প থেকে রপ্তানি বাণিজ্যের পরিমাণ কত? a. ২৮.৬৬ বিলিয়ন ডলার b. ৪০.৭৮ বিলিয়ন ডলার c. ৩৬.৬৭ বিলিয়ন ডলার d. ৪০.০০ বিলিয়ন ডলার 13 / 25 13. ক্রায়ােসার্জারিতে এমআরআই ব্যবহার করা হয় কেন? a. আক্রান্ত কোষে তরল নাইট্রোজেন প্রয়ােগের জন্য b. আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য c. আক্রান্ত কোষের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য d. আক্রান্ত কোষে শীতল তাপমাত্রা প্রয়ােগের জন্য 14 / 25 14. নিচের উদ্দিপকের আলোতেফজল মিয়া কৃষি কাজ করেন সমস্যা হলো তার এলাকাটি বন্যাপ্রবণ এবং তার উৎপাদন ধান প্রায়ই বন্যায় তলিয়ে যায় ।কৃষি বিভাগ এ বছর উক্ত অঞ্চলের কৃষকদের জন্য বিশেষ ধরণের ধানের বীজ সরবারহ করেছে, যা থেকে উদপাদিত ধানগাছগুলো বেশ লম্বা হবার কারণে সেগুলো সে বছর বন্যায় তলিয়ে যায়নি শস্যের উদপাদন ও হলো প্রচুর ।উদ্দীপকে বর্ণিত বিশেষ ধরনের ধানবীজ উদ্ভাবনে কোন পদ্ধতিরসহায়তা নেয়া হয়েছে? a. বায়ােটেকনােলজি b. বায়ােইনফরমেটিক্স c. জেনেটিক ইঞ্জিনিয়ারিং d. বায়ােমেটিক 15 / 25 15. EVM - এর পূর্ণরূপ কী? a. Electronic Voting Manual b. Electronic Voting Management c. Electronic Voting Machine d. Electrical Voting Machine 16 / 25 16. স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত ক্ষুদ্র যন্ত্রাংশ ত্রুটিহীনভাবে স্থাপন সম্ভব হচ্ছে কিছের কল্যাণে ? a. বায়োমেট্রিক b. ন্যানােটেকনােলজি c. ভার্চুয়াল রিয়েলিটি d. বায়ােইনফরমেটিক্স 17 / 25 17. প্রােগ্রামাররা ওয়েবসাইট ডিজাইন করবেi. এইচটিএমএল ব্যবহার করেii. Pascal TRIT POSTiii. C/C++ ব্যবহার করেনিচের কোনটি সঠিক? a. i ও ii b. i ও iii c. i d. i,ii ও iii 18 / 25 18. ইন্টারনেটে যেসব ঠিকানা ব্যবহৃত হয় সেগুলাে সাধারণত--i. আইপি অ্যাড্রেস।ii.টেক্সটনির্ভর ডােমেইন নেম সিস্টেম (DNS)iii. লােকাল অ্যাড্রেসনিচের কোনটি সঠিক? a. i ও ii b. ii ও iii c. i,ii ও iii d. i ও iii 19 / 25 19. ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট [চ, বাে-১৯]i. Align ii. faceiii. colspanনিচের কোনটি সঠিক? a. i ও iii b. ii ও iii c. i,ii ও iii d. i 20 / 25 20. x = 4 এবং y=10 হলে y % x এর ,মান কত ? a. ৬ b. ২ c. ২.৫ d. কোনোটিই নয় 21 / 25 21. জেরি সি ভাষায় একটি প্রােগ্রাম রচনা করে যাতে দুইটি সংখ্যার যােগফল নির্ণয় করা যায়। প্রােগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়।উদ্দীপকে উ সমস্যার কারণ কোনটি? a. প্রয়ােজনীয় চলক ঘােষণা না করা b. ইনপুটে ভগ্নাংশ সংখ্যা প্রদান করা c. আউটপুট ফাংশনে ভুল চলক ঘােষণা করা d. সঠিক হেডার ফাইল উল্লেখ না করা 22 / 25 22. C ভাষায় || কে কোন ধরনের অপারেটর বলা হয়? a. Assignment b. Relational c. Arithmetic d. Logical 23 / 25 23. কম্পিউটারের তৃতিয় প্রজন্মের ভাষা কেমন ছিল? a. যান্ত্রিক ভাষা b. স্বাভাবিক ভাষা c. উচ্চস্তর ভাষা d. অ্যাসেম্বলি ভাষা 24 / 25 24. নিচের উদ্দীপকটি পড়x = 100;X1 = 5;x = x% 10; X এর মান কত? [ব. বাে--১৬] a. 20 b. 0 c. 10 d. 2 25 / 25 25. Date of Admission ফিল্ডের জন্য মেমােরিতে কত বাইট জায়গা প্রয়ােজন? [চ, বাে. ২০১৯] a. 8 b. 2 c. 32 d. 4 Your score isThe average score is 38% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Share this:FacebookX RELATED ARTICLESMORE FROM AUTHOR মডেল টেস্ট-10 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । মডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । মডেল টেস্ট-08 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । Go to mobile version