মডেল টেস্ট-03 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. নিচের উদ্দীপকটি পড়— [সি, বাে-১৯]
#include mari ().
int a, b;
b = 50; a = 5% 25;
printf ("%d",a);

প্রােগ্রামটির আউটপুট কত?

2 / 25

2. ই-মেইল কে আবিষ্কার করেন?

3 / 25

3. যন্ত্রের মধ্যে চিন্তা কিংবা বিশ্লেষণ করার ক্ষমতা প্রদানের প্রক্রিয়াকে কী বলে?

4 / 25

4. কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট কত সালে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য নির্দেশনা প্রণয়ন করে?

5 / 25

5. মহাশূন্যে পৃথিবীর কক্ষপথে স্থাপিত স্পেস স্টেশনগুলাের কার্যক্রম পরিচালিত হয়—
i. কম্পিউটার নিয়ন্ত্রিত রােবট দ্বারা
ii. বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে
ii. টেলিযােগাযােগ ব্যবস্থার সাহায্যে।
নিচের কোনটি সঠিক ?

6 / 25

6. ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে সামরিক প্রশিক্ষণের সময়-

7 / 25

7.

First Program

Test Website

কোডটিতে কোন ধরনের ট্যাগ ব্যবহৃত হয়েছে?
i. ফরমেটিং
ii. হাইপার লিংক
iii. ইমেজ লিংক নিচের কোনটি সঠিক?

8 / 25

8. আইপি এড্রেস (IPV) কত বিটের?

9 / 25

9. E₁₆ এর সমতুল্য মান--
i. 5₁₀
ii.14₁₀
iii. 1110₂
নিচের কোনটি সঠিক ?

10 / 25

10. F এর মান কোনটি?

11 / 25

11. (10)₁₆ এর পূর্বের মান কোনটি?

12 / 25

12. OR গেইটের ক্ষেত্রে কখন আলো জ্বলবে না?

13 / 25

13. হেক্সাডেসিমাল F এর পরের সংখ্যা কোনটি?

14 / 25

14. দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য কোন কোড ব্যবহৃত হয়?

15 / 25

15. 2's Complement ব্যবহার করে কীভাবে বিয়ােগ করা হয়?

16 / 25

16. কোনটি একমুখী ডেটা প্রবাহ?

17 / 25

17. ডেটা স্থানান্তরের হারকে বলে-

18 / 25

18. উদ্দীপকের আলোতে--
মি: বিশ্বজিত তার অফিসের দশটি কম্পিউটার এমনভাবে করে নেটওয়ার্ক তৈরি করলেন, যাতে প্রথম ও শেষ কম্পিং পরস্পরের সাথে যুক্ত থাকে। হঠাৎ একদিন কম্পিউটার হওয়ায় নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায়। তিনি নেটওয়ার্কটির কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

উদ্দীপকের নেটওয়ার্ক টপােলজিটি কি?

19 / 25

19. ওয়েব ব্রাউজিং-এর জন্য প্রয়ােজনীয় ব্যান্ডউইথ--

20 / 25

20. কোন ডিভাইসটি ‘ফুল ডুপ্লেক্স মােডে কাজ করে?

21 / 25

21. নিচের উদ্দীপকটি পড়
মনিমার কলেজটি ৩ তলা তাদের কম্পিউটার শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল কম্পিউটার একই
নেটওয়ার্কের আওতায় আনবেন।

নেটওয়ার্ক চালু হলে মনিমারা যে সুবিধা পাবে- [দি.বাে, ২০১৭]

i. সবাই সফটওয়ারসমূহ ব্যবহার করতে পারবে।
ii. সকল কম্পিউটারের কাজের মধ্যে সমন্বয় করতে পারবে।
iii. এক কম্পিউটারের ডিভাইস অন্য কম্পিউটারে স্থানান্তর করতে পারবে।

নিচের কোনটি সঠিক?

22 / 25

22. শ্রমিকের বেতনের ডেটা টাইপ কী?

23 / 25

23. কোনটি সর্বাধিক ব্যবহৃত অবাণিজ্যিক RDBMS সফটওয়্যার?

24 / 25

24. কোন কমান্ডটি টেবিল থেকে সব ডেটা নেয়ার জন্য ব্যবহৃত হয়?

25 / 25

25. কোন ফিল্ডটি প্রাইমারি কী হতে পারে?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-02 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।
Next articleমডেল টেস্ট-04 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।