মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

0%
77

মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।

1 / 25

1. ফাইবার ডটকম কী ?

2 / 25

2. প্রথম কোন দেশ মহাকাশে কৃত্রিম উপগ্রহ প্রেরণ করে?

3 / 25

3. মানুষের শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযােগ্য হলাে—
i. চোখের মণি।
ii. আঙুলের ছাপ
iii. DNA
নিচের কোনটি সঠিক ?

4 / 25

4. বায়োমেট্রিক কোথায় ব্যাবহৃত হয় ?

5 / 25

5. কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়ােগ করে ফলাফল দেখাকে কি বলে?

6 / 25

6. EVM - এর পূর্ণরূপ কী?

7 / 25

7. SWIFT কী ?

8 / 25

8. অওতা বিচারে কোনটি বড়ো ?

9 / 25

9. মি.‘ক’এর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে: [রা-১৯]

i. চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদেরকে হৃৎপিণ্ডের কার্যকারিতা বুঝানাের ক্ষেত্রে
ii. প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীদেরকে ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানে
iii. পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক ?

10 / 25

10. নিচের উদ্দিপকের আলোতে
ফজল মিয়া কৃষি কাজ করেন সমস্যা হলো তার এলাকাটি বন্যাপ্রবণ এবং তার উৎপাদন ধান প্রায়ই বন্যায় তলিয়ে যায় ।
কৃষি বিভাগ এ বছর উক্ত অঞ্চলের কৃষকদের জন্য বিশেষ ধরণের ধানের বীজ সরবারহ করেছে, যা থেকে উদপাদিত ধানগাছগুলো বেশ লম্বা হবার কারণে সেগুলো সে বছর বন্যায় তলিয়ে যায়নি শস্যের উদপাদন ও হলো প্রচুর ।

উদ্দীপকে বর্ণিত বিশেষ ধরনের ধানবীজ উদ্ভাবনে কোন পদ্ধতির
সহায়তা নেয়া হয়েছে?

11 / 25

11. ভয়েসব্যান্ড ব্যাবহৃত হয়--
i. কার্ড রিডারে
ii. এম্বুলেন্স
iii. কী-বোর্ডে

নিচের কোনটি সঠিক ?

12 / 25

12. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? [য, বাে, ২০১৬]

13 / 25

13. ওয়েবপেজের মধ্যে লিংক করার ট্যাগ কোনটি?

14 / 25

14.
HTML tag এ থাকে না– [দি, বাে-১৯]
i. ওপেনিং ট্যাগ
ii. ক্লোজিং ট্যাগ
iii. টেক্সট ফিল্ড
নিচের কোনটি সঠিক?.

15 / 25

15. ISP এর পূর্ণ নাম কী? [দি.বাে-১৭]

16 / 25

16. তৃতীয় প্রজন্মের ইভেন্ট ড্রাইভেন প্রােগ্রামিং ভাষা কোনটি?

17 / 25

17. সি-ভাষায় ধ্রুবক ঘােষণা করার নিয়ম হলাে- [চ. বাে-২০১৯]
i. const float pi =3.1416;
ii. float pi = 3.1416;
iii. #define pi 3.1416 .
নিচের কোনটি সঠিক?

18 / 25

18. নিচের উদ্দীপকটি পড়
#include
#include
int main()
{ int i, k; i = 4; k=i++;
printf("i and k: %d%d"; i, k);
getch 0;
}
উদ্দীপকের প্রােগ্রামটির আউটপুট কোনটি?

19 / 25

19. (1F)₁₆ এর সাথে 1 যােগ করলে যােগফল কত হবে?

20 / 25

20. কোনটি মৌলিক গেইট নয়? [ম, বাে. ২০১৯]

21 / 25

21. ডিকোডারের চারটি ইনপুট-এর সাহায্যে কতগুলাে আউটপুট পাওয়া যায়?

22 / 25

22. AND গেইটের ক্ষেত্রে কখন আলাে জ্বলবে?

23 / 25

23. সত্যক সারণিটিতে কোন গেইটের আউটপুট দেয়া আছে?

24 / 25

24. সর্টিং হচ্ছে— [ক, বাে, ২০১০]
i.ডেটাকে মানের উর্ধ্বক্রমে সাজানাে
ii. ডেটাকে মানের নিম্নক্রমে সাজানাে
iii. ডেটাকে দৈর্ঘ্যের ভিত্তিতে সাজানাে
নিচের কোনটি সঠিক ?

25 / 25

25. কোন কমান্ডটি টেবিল থেকে সব ডেটা নেয়ার জন্য ব্যবহৃত হয়?

Your score is

The average score is 38%

0%

Previous articleমডেল টেস্ট-06 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
Next articleমডেল টেস্ট-02 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে ।