মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । 0% 77 মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । NameEmailPhone Number 1 / 25 1. ফাইবার ডটকম কী ? a. একটি সফটওয়্যার b. ই-কমার্স সাইট c. আউটসোর্সিং মার্কেটপ্লেস d. একটু হার্ডওয়্যার 2 / 25 2. প্রথম কোন দেশ মহাকাশে কৃত্রিম উপগ্রহ প্রেরণ করে? a. ফ্রান্স b. যুক্তরাজ্য c. সােভিয়েত ইউনিয়ন d. যুক্তরাষ্ট্র 3 / 25 3. মানুষের শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযােগ্য হলাে—i. চোখের মণি।ii. আঙুলের ছাপiii. DNAনিচের কোনটি সঠিক ? a. i ও iii b. i c. ii ও iii d. i, ii ও iii 4 / 25 4. বায়োমেট্রিক কোথায় ব্যাবহৃত হয় ? a. যোগাযোগের ক্ষেত্রে b. চিকিৎসা বিজ্ঞানে c. শিক্ষাক্ষেত্রে d. ব্যক্তি সনাক্তকরণে 5 / 25 5. কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়ােগ করে ফলাফল দেখাকে কি বলে? a. মডেলিং b. সিমুলেশন c. স্টিমুলেশন d. টেলিপ্রেজেন্স 6 / 25 6. EVM - এর পূর্ণরূপ কী? a. Electrical Voting Machine b. Electronic Voting Manual c. Electronic Voting Machine d. Electronic Voting Management 7 / 25 7. SWIFT কী ? a. ক্রেডিট রেটিং পদ্ধতি b. একটি ব্যাংক সমিতি c. একটি পরিশোধ পদ্ধতি d. একটি ব্যাংকিং সিস্টেম 8 / 25 8. অওতা বিচারে কোনটি বড়ো ? a. ই- রেটেলিইং b. ই - কমার্স c. ই -মার্কেটিং d. ই- বিজনেস 9 / 25 9. মি.‘ক’এর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে: [রা-১৯] i. চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদেরকে হৃৎপিণ্ডের কার্যকারিতা বুঝানাের ক্ষেত্রেii. প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীদেরকে ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানেiii. পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের ক্ষেত্রেনিচের কোনটি সঠিক ? a. i ও ii b. i , ii ও iii c. ii ও iii d. i ও iii 10 / 25 10. নিচের উদ্দিপকের আলোতেফজল মিয়া কৃষি কাজ করেন সমস্যা হলো তার এলাকাটি বন্যাপ্রবণ এবং তার উৎপাদন ধান প্রায়ই বন্যায় তলিয়ে যায় ।কৃষি বিভাগ এ বছর উক্ত অঞ্চলের কৃষকদের জন্য বিশেষ ধরণের ধানের বীজ সরবারহ করেছে, যা থেকে উদপাদিত ধানগাছগুলো বেশ লম্বা হবার কারণে সেগুলো সে বছর বন্যায় তলিয়ে যায়নি শস্যের উদপাদন ও হলো প্রচুর ।উদ্দীপকে বর্ণিত বিশেষ ধরনের ধানবীজ উদ্ভাবনে কোন পদ্ধতিরসহায়তা নেয়া হয়েছে? a. বায়ােইনফরমেটিক্স b. বায়ােটেকনােলজি c. বায়ােমেটিক d. জেনেটিক ইঞ্জিনিয়ারিং 11 / 25 11. ভয়েসব্যান্ড ব্যাবহৃত হয়--i. কার্ড রিডারেii. এম্বুলেন্সiii. কী-বোর্ডে নিচের কোনটি সঠিক ? a. i b. ii ও iii c. i,ii ও iii d. i ও iii 12 / 25 12. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? [য, বাে, ২০১৬] a. MAN b. LAN c. CAN d. PAN 13 / 25 13. ওয়েবপেজের মধ্যে লিংক করার ট্যাগ কোনটি? a. <i> b. <a> c. <li> 14 / 25 14. HTML tag এ থাকে না– [দি, বাে-১৯]i. ওপেনিং ট্যাগii. ক্লোজিং ট্যাগiii. টেক্সট ফিল্ডনিচের কোনটি সঠিক?. a. i,ii ও iii b. i ও iii c. ii d. i 15 / 25 15. ISP এর পূর্ণ নাম কী? [দি.বাে-১৭] a. Internet Server Provider b. Internet Service Provider c. Internet Server Programme d. Internet Super Power 16 / 25 16. তৃতীয় প্রজন্মের ইভেন্ট ড্রাইভেন প্রােগ্রামিং ভাষা কোনটি? a. VB b. BV c. BVC d. VBC 17 / 25 17. সি-ভাষায় ধ্রুবক ঘােষণা করার নিয়ম হলাে- [চ. বাে-২০১৯]i. const float pi =3.1416;ii. float pi = 3.1416;iii. #define pi 3.1416 .নিচের কোনটি সঠিক? a. ii ও iii b. i ও iii c. i,ii ও iii d. i ও ii 18 / 25 18. নিচের উদ্দীপকটি পড়#include#includeint main(){ int i, k; i = 4; k=i++;printf("i and k: %d%d"; i, k);getch 0;}উদ্দীপকের প্রােগ্রামটির আউটপুট কোনটি? a. 9 10 b. 9 ৪ c. 8 9 d. 10 9 19 / 25 19. (1F)₁₆ এর সাথে 1 যােগ করলে যােগফল কত হবে? a. (21)₁₆ b. (2F)₁₆ c. (HF)₁₆ d. (20)₁₆ 20 / 25 20. কোনটি মৌলিক গেইট নয়? [ম, বাে. ২০১৯] a. অ্যান্ড b. নর c. গেট d. অর 21 / 25 21. ডিকোডারের চারটি ইনপুট-এর সাহায্যে কতগুলাে আউটপুট পাওয়া যায়? a. 5 b. 4 c. 2 d. 16 22 / 25 22. AND গেইটের ক্ষেত্রে কখন আলাে জ্বলবে? a. A=1, B=1 b. A=1, B = 0 c. A=0, B=1 d. A=0, B=0 23 / 25 23. সত্যক সারণিটিতে কোন গেইটের আউটপুট দেয়া আছে? a. NAND গেইট b. AND গেইট c. NOT গেইট d. OR গেইট 24 / 25 24. সর্টিং হচ্ছে— [ক, বাে, ২০১০]i.ডেটাকে মানের উর্ধ্বক্রমে সাজানােii. ডেটাকে মানের নিম্নক্রমে সাজানােiii. ডেটাকে দৈর্ঘ্যের ভিত্তিতে সাজানােনিচের কোনটি সঠিক ? a. ii ও iii b. i ও iii c. i ও ii d. i,ii ও iii 25 / 25 25. কোন কমান্ডটি টেবিল থেকে সব ডেটা নেয়ার জন্য ব্যবহৃত হয়? a. SELECT* b. SELECT ALL c. SELECT ALL * d. SELECT** Your score isThe average score is 38% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Share this:FacebookX