কুইজ-06 (126 থেকে 150) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত )

0%
0 votes, 0 avg
1
Created by Liaquat Talukder

কুইজ-06 (126 থেকে 150) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত )

1 / 25

1. GM0-বলতে কি বােঝায়?

2 / 25

2. ডিএনএ ডাবল হেলিক্স দিয়ে কী তৈরি হয়?

3 / 25

3. জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়ােগে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধির বিষয়টি কি নামে পরিচিত ?

4 / 25

4. কোনটি ট্রান্সজেনিক উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে?

5 / 25

5. সাধারণ DNA অণু ছাড়াও ব্যাকটেরিয়ার দেহে অতিরিক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তাকার যে DNA থাকে, তাকে কী বলে?

6 / 25

6. যে কৌশল অবলম্বন করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ একটি জিন পরিবর্তন করে সেখানে অন্য জিন লাগানাে হয়, তাদেরকে একত্রে কী?

7 / 25

7. পাউরুটিতে ব্যবহৃত ইস্ট তৈরিতে ব্যবহৃত হয় কোন পদ্ধতি?

8 / 25

8. মানবদেহে ইনসুলিন তৈরি হয় কোন ব্যাকটেরিয়া থেকে?

9 / 25

9. একটি নির্দিষ্ট জিন বহনকারী কোনাে জীব থেকে DNA খণ্ড পৃথক ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে কী বলে?

10 / 25

10. জীবের বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কী বলে?

11 / 25

11. ছাত্ররা বাস্তব স্বাদ পাওয়ার সময় দেখতে পেল- [সি, বাে, ২০১৭]
i. দ্বি-মাত্রিক দৃশ্য
ii. ত্রি-মাত্রিক দৃশ্য।
i. কৃত্রিম জীবন্ত দৃশ্য
নিচের কোনটি সঠিক ?

12 / 25

12. পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়?

13 / 25

13. RDNA সমৃদ্ধ জীবকোষকে কী বলে?

14 / 25

14. DNA এর নতুন সিকুয়েন্স তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?

15 / 25

15. কোনটির মাধ্যমে বিভিন্ন রকম হরমােন তৈরি করা সম্ভব হচ্ছে--

16 / 25

16. নিচের কোন প্রতিষ্ঠান পার্পল কালার-এর উফশী ধান উদ্ভাবন করেছে?

17 / 25

17. উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তিগুলাের মধ্যে নির্ভুলভাবে কর্মকর্তাদের
দাবি পূরণে কোনটি সবচেয়ে বেশি কার্যকর? [চ, বাে, ২০১৬]

18 / 25

18. উদ্দীপকের আলোতে
ICT শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে ল্যাবের দরজার দিকে তাকাতেই দরজা খুলে গেল। তারপর ছাত্রদের
মাথায় হেলমেট পরিয়ে আলাে নিভিয়ে নিয়ে গেলেন সমুদ সৈকতে, যেখানে তারা সৈকতের বাস্তব স্বাদ পেল।
শিক্ষক মিজান কোন বৈশিষ্ট্যের প্রয়ােগ দ্বারা ল্যাবে প্রবেশ করলেন?

19 / 25

19. ক্রোমােজোমের মধ্যে চেইনের মতাে প্যাচানাে পদার্থকে কী বলে?

20 / 25

20. নিচের কোনটি জীবদেহের ডিএনএ-এর বিভাজিত একক বৈশিষ্ট্য নির্দেশক?

21 / 25

21. DNA-এর পূর্ণনাম কী?

22 / 25

22. কোনটি জীবদেহে পরিবর্তন আনার জন্য প্রয়ােজন?

23 / 25

23. জেনেটিক ইঞ্জিনিয়ারিং বাণিজ্যিকভাবে কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে?

24 / 25

24. মানবদেহে জিনের সংখ্যা কত ?

25 / 25

25. উদ্দীপকের আলোতে
চার বন্ধু চারটি ভিন্ন ভিন্ন কোম্পানিতে কর্মকর্তা হিসেবে কর্মরত। এদের অফিসের প্রবেশপথে কাউকে হাতের আঙুল বা সম্পূর্ণ হাত একটি যন্ত্রের উপর রেখে অফিসে ঢুকতে হয়। কাউকে একটি ক্যামেরার সামনে চোখ স্থির করে দাঁড়াতে হয় কিংবা সম্পূর্ণ মুখমণ্ডলই ক্যামেরার সামনে কয়েক মুহূর্ত রাখতে হয় এদের প্রত্যেকের দাবি হচ্ছে, অফিসের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরতেস্ব স্ব অফিসে ব্যবহৃত পদ্ধতি অধিক কার্যকর ।

উদ্দীপকে অফিসের প্রবেশপথে কোন প্রযুক্তি ব্যবহার করা নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 4%

0%

Previous articleকুইজ-05- (101 থেকে 125) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত )
Next articleকুইজ-07 (151 থেকে 200) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত )