কুইজ-05- (101 থেকে 125) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত )

0%
0 votes, 0 avg
2
Created by Liaquat Talukder

কুইজ- 05 (101 থেকে 125) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত )

1 / 25

1. নতুন ধরনের ক্রোমোজোম তৈরির কৌশলকে কী বলে? [সকল বাে. ২০১৮]

2 / 25

2. জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর জনক কে?

3 / 25

3. ইনসুলিন তৈরিতে ব্যবহৃত হয়—
i. Bacillus ব্যাকটেরিয়া
ii. E.coli ব্যাকটেরিয়া
iii. Yeast
নিচের কোনটি সঠিক?

4 / 25

4. উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

5 / 25

5. আণবিক পর্যায়ে পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যাকে বলা হয়--

6 / 25

6. উদ্দীপকের আলোতে--
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উপকুলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের ধান উদ্বাবন করেছে , যার ফলে উপকুলীয় অঞ্চলে ধানের উদপাদন বহুগুনে বেড়ে গেছে । উদ্দীপকে গবেষণার সহায়ক প্রযুক্তি হলাে- [ব, বাে, ২০১৯]

7 / 25

7. কাকে ন্যানাে প্রযুক্তির জনক বলা হয়? খ.

8 / 25

8. লােকমান সাহেবের সাফল্যে-- [দি. বাে. ২০১৬]
i. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।
ii. দেশে প্রচুর ফল ও ফুল উৎপাদন হবে
iii. দেশীয় প্রজাতি বিলুপ্তির সম্ভাবনা রয়েছে
নিচের কোনটি সঠিক ?

9 / 25

9. নিচের উদ্দিপকের আলোতে
ফজল মিয়া কৃষি কাজ করেন সমস্যা হলো তার এলাকাটি বন্যাপ্রবণ এবং তার উৎপাদন ধান প্রায়ই বন্যায় তলিয়ে যায় ।
কৃষি বিভাগ এ বছর উক্ত অঞ্চলের কৃষকদের জন্য বিশেষ ধরণের ধানের বীজ সরবারহ করেছে, যা থেকে উদপাদিত ধানগাছগুলো বেশ লম্বা হবার কারণে সেগুলো সে বছর বন্যায় তলিয়ে যায়নি শস্যের উদপাদন ও হলো প্রচুর ।

উদ্দীপকে বর্ণিত বিশেষ ধরনের ধানবীজ উদ্ভাবনে কোন পদ্ধতির
সহায়তা নেয়া হয়েছে?

10 / 25

10. উদ্দীপকে উল্লিখিত ধান বীজের জিনে---

i. লম্বা বৈশিষ্ট্যের ধান গাছের ডিএনএ সংযুক্ত করা
ii. উচ্চ ফলনশীলতার বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে
iii. ডুবে না যাবার বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে।

নিচের কোনটি সঠিক?

11 / 25

11. এক ন্যানোমিটার সমান কত মিটার?

12 / 25

12. নিচের উপদ্দিপকের আলোতে
BRRI কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত লাভ করতে পারে ।
উদ্দীপকের কর্মকাণ্ডে--- [রা. বো,২০১৭]
i. অর্থনৈতিক উন্নয়ন হবে
ii.চিকিৎসাক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে
iii. জীববৈচিত্র্যের উদ্ভব হবে

নিচের কোনটি সঠিক ?

13 / 25

13. বাবু এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে । তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করেছেন ।
বাবুর ব্যাবহৃত প্রযুক্তিটি হলো-- [দি. বো. ২০১৯]

14 / 25

14. বাবার ব্যাবহৃত প্রযুক্তির সীমাবদ্ধতা হলো-- [দি.বো ২০২৯]
i. দেশীয় প্রজাতির বিলুপ্তি
ii. ফলনে কমে যাওয়া
iii. নতুন রোগ সৃষ্টি হওয়া ।

নিচের কোনটি সঠিক ?

15 / 25

15. জেনেটিক ইঞ্জিনিয়ারিং সফলভাবে প্রয়োগ হচ্ছে--
i. শিল্পক্ষেত্রে
ii. কৃষিক্ষেত্রে।
iii. চিকিৎসাক্ষেত্রে
i. চিকিৎসাক্ষেত্রে
নিচের কোনটি সঠিক ?

16 / 25

16. ন্যানােপার্টিকেলের আকৃতি কত ন্যানােমিটার?

17 / 25

17. রেস্ট্রিকশন এনজাইম দিয়ে--
i. ডিএনএ অণু কাটা যায়।
ii. এক জীবের কোষ থেকে DNA অংশ অন্য জীবে স্থানান্তর করা যায়
iii. এক জীবের DNA অংশ অন্য জীবের DNA অংশের সাথে। লাগানাে যায়
নিচের কোনটি সঠিক?

18 / 25

18. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্র কোনটি? [মা, বাে, ২০১৭]

19 / 25

19. উদ্দীপকের আলোতে--
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উপকুলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের ধান উদ্বাবন করেছে ,
যার ফলে উপকুলীয় অঞ্চলে ধানের উদপাদন বহুগুনে বেড়ে গেছে ।
প্রতিষ্ঠানটি সাফল্য দেশে--
i.অর্থনৈতিক উন্নয়ন হবে
ii. জীববৈচিত্র্য সৃষ্টির পথ সুগম হবে
iii. ধানের দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে

নিচের কোনটি সঠিক?

20 / 25

20. জিন প্রকৌশলকে কাজে লাগানাে হচ্ছে--
i. ফসলের উৎপাদন বৃদ্ধিতে
ii. মৎস্য সম্পদ বৃদ্ধিতে
iii. বিকল্প শক্তি সন্ধানে
নিচের কোনটি সঠিক?

21 / 25

21. নিচের উদ্দীপকটি পড়--
লােকমান সাহেব গবেষণা করে নানা প্রজাতির ফল ও ফুল ফলানাের জন্য নতুন প্রযুক্তি প্রয়ােগ করেন।
এতে তিনি আকারে বড় এবং আকর্ষণীয় ফল ও ফুল উৎপাদন করতে সক্ষম হলেন।
উদ্দীপকে লোকমান সাহেবের গবেষণায় সহায়তায় প্রযুক্তি কোনটি ?

22 / 25

22. কোনটি দ্বারা নানাে বুঝায়? (ঢা. বাে. ২০১৭]

23 / 25

23. নিচের উপদ্দিপকের আলোতে
BRRI কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত লাভ করতে পারে ।
উদ্দীপকে BRRI কর্তৃক ব্যাবহৃত প্রযুক্তি কোনটি ? [রা.বো ২০১৭]

24 / 25

24. রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপগুলাে হলাে--
i DNA নির্বাচন
ii. DNA এর বাহক নিবাচন
iii DNA ও কর্তন

নিচের কোনটি সঠিক?

25 / 25

25. জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে-- [ব বাে, ২০১৬, কু, বাে, ২০১৬
i. জীবের নতুন জিনােম আবিষ্কার করা যায়।
ii. বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়।
i. খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়
নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 16%

0%

Previous articleকুইজ-04-(76 থেকে 100) (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত )
Next articleকুইজ-06 (126 থেকে 150) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত )