মডেল টেস্ট-05 (৫ম অধ্যায়) প্রোগ্রামিং ভাষা

0%
1
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-05 (৫ম অধ্যায়) প্রোগ্রামিং ভাষা

1 / 50

1. Y = p²x+ 2/3 এর সমতুল্য সি এক্সপ্রেশন—
i. Y = (pow(p,2))* x+2/3
ii. Y= (pow (2.p))* x+
iii. Y =p*p*x + 2/3
নিচের কোনটি সঠিক?

2 / 50

2. প্রোগ্রাম রচনার ধাপগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি ?

3 / 50

3. C ভাষার চলকগুলাে লক্ষ কর–
i. student_name
ii. student name
iii student@ name
নিচের কোনটি সঠিক?

4 / 50

4. for (i=1;i<8; i+ = 2)
printf("%d”; i) কোনটি উপরের স্টেটমেন্টের ফলাফল?

5 / 50

5. কত সালে যান্ত্রিক ভাষা চালু হয় ?

6 / 50

6. ফ্লোচার্ট কত প্রকার?

7 / 50

7. নিচের উদ্দীপকটি পড়
x = 100;
X1 = 5;
x = x% 10;

X এর মান কত? [ব. বাে--১৬]

8 / 50

8. সি প্রােগ্রামের ক্ষেত্রে
১. প্রােগ্রাম কম্পাইল করার জন্য Alt+F9 কী-দ্বয় একত্রে
২. প্রােগ্রাম সেভ করার জন্য Alt+S কী-দ্বয় একত্রে চাপতে হবে
৩. প্রােগ্রাম রান করার জন্য Ctrl+F9 কী-দ্বয় একত্রে

9 / 50

9. সকল অনুক্রমের পরিবর্তনের জন্য কী ব্যবহার করা হয়?

10 / 50

10. c হচ্ছে – ভাষা
১. উচ্চস্তরের প্রােগ্রামিং
২. মধ্যম স্তরের
৩. স্ট্রাকচার্ড প্রােগ্রামিং

11 / 50

11. double ডেটা টাইপের জন্য ফরমেট স্পেসিফায়ার কোনটি ?

12 / 50

12. সি ভাষায় প্রােগ্রাম রচনা করা হয় কোন বন্ধনীর ভেতরে?

13 / 50

13. double ডেটা টাইপের জন্য ফরমেট স্পেসিফায়ার কোনটি?

14 / 50

14. প্রােগ্রামে x> y এর জায়গায় x < y লিখলে কোন ধরনের ভুল হবে ?

15 / 50

15. প্রােগ্রাম রচনার জন্য প্রয়ােজন—[চ, বাে-১৭]
i. সমস্যা শনাক্তকরণ
ii. প্রােগ্রাম বাগ করা
iii. প্রােগ্রাম ডিবাগিং করা
নিচের কোনটি সঠিক?

16 / 50

16. অবজেক্ট ওরিয়েন্টেড উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা হলো-
১. Python
২. C++
৩. ALGOL

17 / 50

17. কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা?

18 / 50

18. 4GL সম্পর্কিত তথ্য--
i. একে RAD টুল বলা হয়।
ii. এর সাহায্যে কম্পিউটারের সাথে সংযােগ স্থাপন করা যায়
iii. অপারেটিং সিস্টেম তৈরির জন্য ব্যবহৃত হয়।
নিচের কোনটি সঠিক?

19 / 50

19. প্রােগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয় ?

20 / 50

20. উদ্দীপকটি পড় –
জেরি সি-ভাষায় একটি প্রােগ্রাম রচনা করে, যাতে ২টি সংখ্যার
যোগফল নির্ণয় করা যায়। প্রােগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়।

উদ্দীপকে প্রদর্শিত ভুলের কারণ কোনটি? [ঢা.বাে. ১৬]

21 / 50

21. C ভাষায় লাইব্রেরি ফাংশন হলাে— [ঢা. বাে.-১৯]
i. printf()
ii. scanf()
iii. add ()
নিচের কোনটি সঠিক?

22 / 50

22. জাভা কত সালে সূচনা করা হয়?

23 / 50

23. সি ভাষায় নতুন লাইন তৈরির ব্যাকফ্ল্যাশ ক্যারেক্টার কোনটি?

24 / 50

24. কোনটি C ভাষায় ফাংশন নির্দেশ করে?

25 / 50

25. প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি ?

26 / 50

26. উদ্দীপকটি পড় –
জেরি সি-ভাষায় একটি প্রােগ্রাম রচনা করে, যাতে ২টি সংখ্যার
যোগফল নির্ণয় করা যায়। প্রােগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়।

উদ্দীপকে উদ্ভূত সমস্যার কারণ কোনটি?

27 / 50

27. C প্রোগ্রামের কাঠামাে সিকুয়েন্স কোনটি? [ঢা. বাে-১৭].

28 / 50

28. c প্রােগ্রামিং ভাষার জন্য কোন অনুবাদক প্রােগ্রাম ব্যবহৃত হয় ?
১. কম্পাইলার
২. ইন্টারপিটার
৩. অ্যাসেম্বলার

29 / 50

29. উদ্দীপকে উল্লিখিত অনবাদক প্রােগ্রামটির বৈশিষ্ট্য হলাে—
i. উৎস প্রােগ্রামকে বস্তু প্রােগ্রামে অনুবাদ করে
ii. সম্পূর্ণ প্রােগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে
iii. প্রােগ্রামে কোন ভুল থাকলে তা জানিয়ে দেয়
নিচের কোনটি সঠিক?

30 / 50

30. C++ এর সমস্যাযুক্ত বৈশিষ্ট্যগুলােকে বাদ দিয়ে নিচের কোনটি ডেভলপ করা হয়েছে?

31 / 50

31. মেশিন ভাষা -
১. অন্যান্য ভাষা হতে দ্রুত নির্বাহ হয়
২. যন্ত্রের ওপর নির্ভরশীল থাকে
৩. তারাতারি প্রোগ্রাম লেখা যায়

32 / 50

32. নিচের উদ্দীপকটি পড়
#include
#include
int main()
{ int i, k; i = 4; k=i++;
printf("i and k: %d%d"; i, k);
getch 0;
}
উদ্দীপকের প্রােগ্রামটির আউটপুট কোনটি?

33 / 50

33. সি ভাষায় কোন ফাংশন দ্বারা বর্গমূল নির্ণয় করা হয় ?

34 / 50

34. "i" এর মানের কী পরিবর্তনে আউটপুট ১২ হবে--

35 / 50

35. ফ্লোটিং ডেটা ফরমেটে স্পেসিফায়ার কোনটি ?

36 / 50

36. মেশিন ভাষার প্রােগ্রাম—[চ. বাে-১৬]
i. সরাসরি ও দ্রুত কার্যকর হয়
ii. কম্পিউটার সংগঠন বর্ণনা করে
iii. লেখা সহজ ও সাধারণের ব্যবহার উপযােগী
নিচের কোনটি সঠিক?

37 / 50

37. Oracle পার্সোনাল ভার্সন বিশ্বের কয়টি ভাষায় ব্যবহার করা যায় ?

38 / 50

38. কোন ভাষা লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না ?

39 / 50

39. Float type চলকর জন্য মেমোরিতে কত বাইট জায়গায় প্রয়োজন হয় ?

40 / 50

40. সি ভাষার হেডার ফাইল হচ্ছে— [ঢা. বাে.-২০১৬]
i. প্রােগ্রামের আবশ্যকীয় অংশ
ii. ডেটাটাইপ ধারণকারী ফাইল
iii. ফাংশনের বর্ণনা ধারণকারী ফাইল
নিচের কোনটি সঠিক?

41 / 50

41. C ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহৃত হয়?

42 / 50

42. অ্যালগরিদম হলাে-

43 / 50

43. include
main()
int x;
for (x = 5; x<= 10; x++)
printf("%d", x);
if (x = =6)
Break;
}
}

প্রােগ্রামটির আউটপুট কোনটি?

44 / 50

44. প্রােগ্রাম রচনার জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে—
১. সমস্যা নির্ধারণ ও বিশ্লেষণ
২. প্রবাহচিত্র তৈরি
৩. ডিবাগিং ও কোডিং

45 / 50

45. NOMAD কোন প্রজন্মের ভাষা?

46 / 50

46. C ভাষায় লেখা প্রােগ্রামকে কী বলা হয়?

47 / 50

47. নিচের কোনটি সঠিক? [য, বাে.-১৯]

48 / 50

48. উচ্চস্তরের ভাষাকে মেশিনের ভাষায় পরিবর্তনের জন্য ব্যবহৃত অনুবাদক প্রােগ্রামগুলাে হলাে--
i. অ্যাসেম্বলার।
ii. কম্পাইলার
iii. ইন্টারপ্রেটার
নিচের কোনটি সঠিক?

49 / 50

49. পলিমরফিজম নিচের কোন ভাষার বৈশিষ্ট্য?

50 / 50

50. হেডার ফাইল হলাে–
i. stdio.h
ii. math.h
iii. printf.h

নিচের কোনটি সঠিক?

Your score is

The average score is 0%

0%

Previous articleমডেল টেস্ট-04 (চতুর্থ অধ্যায়) ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML
Next articleমডেল টেস্ট-06 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম