মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং 0% 4 Created by Liaquat Talukder মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং 1 / 50 1. GEO স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয় ? a. 22000 km b. 27000 km c. 12000 km d. 36000 km 2 / 50 2. Unguided Media কে কয় ভাগে ভাগ করা যায়? a. ৫ b. ৭ c. ৬ d. ৩ 3 / 50 3. কোন প্রজন্মের মােৰাইলের মাধ্যমে 4K বা ভিডিও উপভােগ করা যায়? a. তৃতীয় প্রজন b. দ্বিতীয় প্রজন্ম c. চতুর্থ প্রজন্ম d. পঞ্চম প্রজন 4 / 50 4. ন্যাকােব্যান্ড বলা হয় -i. 256 bpsii. 48 bpsiii. 52 Kbpsনিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. ii ও iii c. ii ও iii d. i ও ii 5 / 50 5. উদ্দীপকের আলােকেসামিহা তার কম্পিউটারে অনেক নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। পরে সে এমন এক সার্ভিস গ্রহণ করলাে, যা দ্বারা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাৱে আপডেট হয়, উচগতিসম্পন্ন।কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কম হয়। উদ্দীপকের সার্ভিসটির নাম কী? a. Wi-Fi b. Cloud Computing c. Wi-max d. Bluetooth 6 / 50 6. কোন টপোলজি সম্প্রসারিত হয়ে ট্রি টপােলজিতে রূপান্তর করে? a. মেশ b. স্টার c. রিং d. বাস 7 / 50 7. USB বলতে বােঝায় – a. Universal Serial Bus b. Universal Service Bus c. Universal Section Bus d. Universal security Bus 8 / 50 8. কোনটি কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা সিগন্যালকে EMI থেকে রক্ষা করে? a. সলিড কপার ওয়্যার b. মেটালিক সিল্ড c. প্লাস্টিকের জ্যাকেট d. মেটালিক ফরেন 9 / 50 9. ৫ কিলোবাইট ডেট আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত? a. ৭৭.২৩% b. ৯৫.২৪% c. ৭২.৭৩% d. ৯০.২৫% 10 / 50 10. কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানাক্ষরিত হয়-- [য,বাে, ২০১৯] a. ভয়েস ব্যান্ড b. ফুল ডুপ্লেক্স c. হাফ ডুপ্লেক্স d. ন্যারো ব্যান্ড 11 / 50 11. ব্রড ব্যান্ডের ব্যান্ডউইথ কত? a. ১ mbps বা তার অধিক b. 45 bps এর কম c. 45-300 bps এর মধ্যে d. ৯৬০০ bps 12 / 50 12. ইন্টারনেটের গতি বা স্পিড কিসের ওপর নির্ভর করে? a. কম্পিউটার b. মডেম c. ব্যান্ডউইথ d. রাউটার 13 / 50 13. আইসিটি বিভাগের শিক্ষক দ্রুত ডেটা আদান-প্রদানের জন্য কোন ধরনের টপােলজি ব্যবহার করেছেন? a. রিং b. মেশ c. বাস d. স্টার 14 / 50 14. কোন টপােলজির ওপর ভিত্তি করে ইন্টারনেট তৈরি করা হয়েছে? a. হাইব্রিড b. রিং c. বাস d. স্টার 15 / 50 15. ডাটা ট্রান্সমিশন মোড কত প্রকার? a. ২ b. ৬ c. ৫ d. ৩ 16 / 50 16. টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশন বসানাে হয়---i. মাটিতেii. পাহাড়েiii বড়ো টাওয়ারে নিচের কোনটি সঠিক ? a. i ও iii b. ii ও iii c. i d. i,ii ও iii 17 / 50 17. Amazon, Microsoft এগুলাে কোন ক্লাউডের অন্তর্ভুক্ত? a. কমিউনিটি b. হাইব্রিড c. পাবলিক d. প্রাইভেট 18 / 50 18. ক্লাউড কম্পিউটিং-এর সার্ভিস মডেলকে কয় ভাগে ভাগ করা হয়? a. ৫ b. ২ c. ৩ d. ৬ 19 / 50 19. অপটিক্যাল ফাইবারের ব্যাস কত হয়ে থাকে ? a. ১০০ মাইক্রন b. ১০ মাইক্রন c. ১৫০ মাইক্রন d. ৫০ মাইক্রন 20 / 50 20. একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপােলজি সংযুক্ত থাকে? [দি, বাে, ২০১৬] a. STAR b. BUS c. RING d. MESH 21 / 50 21. নিচের উদ্দীপকটি পড়কামাল রেজা সাহেব ঢাকায় অবস্থিত তার অফিসের বিভিন্ন শাখায় তথ্য আদান-প্রদানের জন্য কয়েকটি কম্পিউটারের মধ্যে সংযােগ স্থাপন করলেন। এখন তিনি ডেটার গতি বৃদ্ধির জন্যকমিউনিকেশনের মাধ্যম পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন। কামাল রেজা সাহেবের সিদ্ধান্তের ফলাফল কী হবে? a. প্রতিস্থাপন সহজ হবে b. বাস্তবায়ন খরচ হ্রাস পাবে c. বেশি শক্তি ব্যবহৃত হবে d. ব্যান্ডউইথ বৃদ্ধি পাবে 22 / 50 22. ক্লাউড কম্পিউটিং-এর সুফল কোনটি? [দি, বাে, ২০১৬] a. সাশ্রয়ী ও সহজলভ্য b. অ্যাপ্লিকেশনের ওপর নিয়ন্ত্রণ রাখা যায় c. ইন্টারনেট সংযোগ লাগে না d. তথ্যের গােপনীয়তা বজায় থাকে 23 / 50 23. নেটওয়ার্ক টপােলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়--i. সক্রিয় হাবii, নিষ্ক্রিয় হাবii. সুইচ নিচের কোনটি সঠিক? a. i ও ii b. i c. i ও iii d. i,ii ও iii 24 / 50 24. VSAT কোথায় স্থাপন করা হয় ? a. আকাশে b. ভুমিতে c. মহাকাশে d. পানিতে 25 / 50 25. বাংলাদেশের কোথায় সাবমেরিন ল্যান্ডিং স্টেশন করা হয়? a. কক্সবাজার b. সেন্টমার্টিন c. চট্টগ্রাম d. খুলনা 26 / 50 26. ডেটা কমিউনিকেশনের মূল উপাদান কতটি? a. ৩টি b. ৫টি c. ৭টি d. ১২টি 27 / 50 27. নিচের কোন নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটারের দুই পাশের দুটি কম্পিউটারের সঙ্গে সংযুক্ত থাকে? a. স্টার সংগঠন b. বাস সংগঠন c. শাখা-প্রশাখা সংগঠন d. রিং সংগঠন 28 / 50 28. দ্বিতীয় প্রজন্মের মােবাইল ফোনের উল্লেখযােগ্য বৈশিষ্ট্য কী? a. HSPA ও 3GPP স্ট্যান্ডার্ড চালু b. GSM ও CDMA সুবিধা c. ভিডিও কনফারেন্সিং সুবিধা d. TACs অ্যাকসেস কমিউনিকেশন 29 / 50 29. কোন ডিভাইসটি ‘ফুল ডুপ্লেক্স মােডে কাজ করে? a. সবগুলাে b. রেডিও ব্রডকাস্টিং যন্ত্রাংশ c. মােবাইল ফোন d. ওয়াকি-টকি 30 / 50 30. কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারেই প্রেরণ করা যায়? a. হাব b. ব্রিজ c. সুইচ d. রিপিটার 31 / 50 31. কোন ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে রূপান্তরিত হয়? [ম. বাে, ২০১৬] a. সুইচ b. রিপিটার c. মডেম d. রাউটার 32 / 50 32. 2G সিস্টেমে GPRS প্রতি সেকেন্ডে কত ডেটা রেট প্রদান করে? a. 56-114 Gbit b. 56-114 Mbit c. 56-114 bit d. 56-114 Kbit 33 / 50 33. ডেটা কমিউনিকেশনে গন্তব্য হচ্ছে— i. সার্ভার ।ii. টেলিফোন।iii. মােবাইল।নিচের কোনটি সঠিক? a. i b. i ও iii c. i ও ii d. i,ii ও iii 34 / 50 34. ডেটা ট্রান্সমিশনের একককে নিচের কোনটি দ্বারা হিসাব করা হয়? a. Mbp b. Kbps c. bps d. Spb 35 / 50 35. টেলিভিশন ডেটা ট্রান্সমিশন মােড হচ্ছে--i. সিমপ্লেক্স ii. মাল্টিকাস্টiii. ব্রডকাস্টনিচের কোনটি সঠিক ? a. i ও ii b. ii ও iii c. i,ii ও iii d. i ও iii 36 / 50 36. নিচের কোন বৈশিষ্টটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বেলায় প্রযোজ্য- a. প্রতিটি বণের সাথে েএকটি ষ্ট্যার্ট বিট গ্রহণ করতে হয় b. প্রেরকের প্রাইমারি ষ্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় c. ডেটা ট্রান্সমিশনের গতি কম d. ইন্সটলের খরচ অত্যন্ত বেশি 37 / 50 37. শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের ক্যাজ ব্যবহার করা হয়? a. থিকনেট b. টুইস্টেড c. কো-এক্সিয়াল d. অপটিক ফাইবার 38 / 50 38. কোনটি নেটওয়ার্ক ডিভাইস নয়? a. TCP b. Switch c. Hub d. Router 39 / 50 39. Wi-Fi এবং Wi-Max এর মধ্যে পার্থক্য হচ্ছে- [ব. বাে, ২০১৬]i. কভারেজ এরিয়ায়।ii. ট্রান্সমিশন মােডেiii. ট্রান্সমিশন স্পিডে নিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. i c. i ও iii d. ii ও iii 40 / 50 40. তরঙ্গ কন যত বেশি হবে তার তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে? a. কম হবে b. অপেক্ষাকৃত বেশি c. বেশি হবে d. নেই বললেই চলে 41 / 50 41. উদ্দীপকের আলোতে--মি: বিশ্বজিত তার অফিসের দশটি কম্পিউটার এমনভাবে করে নেটওয়ার্ক তৈরি করলেন, যাতে প্রথম ও শেষ কম্পিং পরস্পরের সাথে যুক্ত থাকে। হঠাৎ একদিন কম্পিউটার হওয়ায় নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায়। তিনি নেটওয়ার্কটির কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।উদ্দীপকের নেটওয়ার্ক টপােলজিটি কি? a. মেশ b. স্টার c. বাস d. রিং 42 / 50 42. উদ্দীপকের আলোতে--মি: বিশ্বজিত তার অফিসের দশটি কম্পিউটার এমনভাবে করে নেটওয়ার্ক তৈরি করলেন, যাতে প্রথম ও শেষ কম্পিং পরস্পরের সাথে যুক্ত থাকে। হঠাৎ একদিন কম্পিউটার হওয়ায় নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায়। তিনি নেটওয়ার্কটির কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।মি: বিশ্বজিতের সিদ্বান্ত বাস্তবায়নের জন্য সম্ভাব্য সমাধান হলাে-- [বি, বাে,২০১৬]i. কম্পিউটার পরিবর্তন করাii. হাব/সুইচ স্থাপন করাiii. একটি মূল লাইন স্থাপন করা।নিচের কোনটি সঠিক? a. i ও iii b. i,ii ও iii c. i d. ii ও iii 43 / 50 43. কোন নেটওয়ার্ক টপােলজিতে সবচেয়ে বেশি ক্যাবল দরকার হয়? a. মেশ টপােলজি b. বাস টপােলজি c. স্টার টপােলজি d. রিং টপােলজি 44 / 50 44. নিচের উদ্দীপকটি পড় ‘ক’ কলেজের মান উন্নয়নের জন্য সরকার ১২টি কম্পিউটার প্রদান করে। কম্পিউটারগুলাে একই ফ্লোরে অবস্থিত কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ও ক্লাসরুমে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটারগুলোর মধ্যে ডেটা স্থানান্তরের জন্য পেনড্রাইভ ব্যবহৃত হওয়ার কারণে অনেক অসুবিধা হচ্ছিল। তাই আইসিটি শিক্ষকের পরামর্শে কলেজ কর্তৃপক্ষ কম্পিউটারগুলােকে পরস্পরের সাথে সংযােগের ব্যবস্থা করলেন। কলেজ কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থায় যে যে রিসোর্সসমূহ শেয়ার করা সম্ভব হবে-- [ব. বাে, ২০১১]i. হার্ডওয়্যার।ii. সফটওয়্যারiii. ইনফরমেশন।নিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. i ও iii c. i d. i ও ii 45 / 50 45. দূরপাল্লার কমিউনিকেশনে বর্তমানে কত তরঙ্গ দৈঘ্যের লেজার বহুল ব্যাবহৃত হয় ? a. 1300 nm b. 1500 nm c. 1600 nm d. 1400 nm 46 / 50 46. মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কী বলে? [ঢা, ৰাে, ২০১৭] a. হাফ ডুপ্লেক্স b. ডিমডুলেশন c. মডুলেশন d. ব্রডকাস্ট 47 / 50 47. কোনটি ডেটা প্রেরণের সাথে সম্পর্কিত? a. Modulate b. Downlink c. Uplink d. Demodulate 48 / 50 48. কোন সময় রােমিং সিস্টেম চালু হয়? a. ১৯৪০-১৯৯০ b. ২০০১-২০০৮ c. ২০০০-২০১০ d. ১৯৯১-২০০০ 49 / 50 49. দ্রুতগতির ডেটা ট্রান্সমিশন? a. বিট ডেটা ট্রান্সমিশন b. প্যারালাল ডেটা ট্রান্সমিশন c. ভার্চুয়াল ডেটা ট্রান্সমিশন d. সিরিয়াল ডেটা ট্রান্সমিশন 50 / 50 50. একই সাথে ঊভর প্লে দিয়ে ডেটা স্থানান্তরের পদ্ধতিকে কি বলে? a. সিমপ্লেক্স b. হাফ-ডুপ্লেক্স c. মাল্টিকাষ্ট d. ফুল-ডপ্লেক্সে Your score isThe average score is 10% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Share this:FacebookX