Site icon hscict.com.bd

মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

hcsict
0%
4

http://hscict.com.bd/wp-content/uploads/2022/07/Ok-Boss0.mp3http://hscict.com.bd/wp-content/uploads/2022/07/Wrong-Answer.mp3
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

1 / 50

1. দ্বিতীয় প্রজন্মের মােবাইল ফোনের উল্লেখযােগ্য বৈশিষ্ট্য কী?

2 / 50

2. মাইক্রোওয়েজ প্রযুক্তির অসুবিধা দুর করতে কোন প্রযুক্তি আবশ্যক? [রা. বো ২০১৯]

3 / 50

3. WAN নেটওয়ার্ক মূলত একটি
i. বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা।
ii. শহরকেন্দ্রিক নেটওয়ার্ক ব্যবস্থা
iii. নিকটবর্তী নেটওয়ার্ক ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?

4 / 50

4. 4Mbps ব্যান্ডউইথ পাওয়া যায় এমন সার্ভিসগুলাে হলাে –
i. ইন্টারনেট গেম কনসােল।
ii. অনলাইন HD মাল্টিপ্লেয়ার গেমিং
iii. HD ভিডিও কনফারেন্সিং

নিচের কোনটি সঠিক ?

5 / 50

5. ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার ?

6 / 50

6. উদ্দীপকের আলােকে
সামিহা তার কম্পিউটারে অনেক নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। পরে সে এমন এক সার্ভিস গ্রহণ করলাে, যা দ্বারা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাৱে আপডেট হয়, উচগতিসম্পন্ন।
কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কম হয়।

উদ্দীপকে ব্যবহৃত সার্ভিসটির ক্ষেত্রে প্রযােজ্য--
i. কোনাে লাইসেন্স ফি প্রয়ােজন হয় না।
i. ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না ।
iii. রক্ষণাবেক্ষণের খরচ নেই।

নিচের কোনটি সঠিক?

7 / 50

7. কোন টপােলজিতে দ্বিমুখী ডেটা প্রবাহ পরিলক্ষিত হয়?

8 / 50

8. কোন ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ডিভাইসের সংযােগ স্থাপন করে তথ্য আদান-প্রদানের নেটওয়ার্ককে কি বলে?

9 / 50

9. কৃতিম উপগ্রহের মাধমে সিংনাল আদান প্রদান করা হয় কোনটির ?

10 / 50

10. নিচের উদ্দীপকটি পড়
‘ক’ কলেজের মান উন্নয়নের জন্য সরকার ১২টি কম্পিউটার প্রদান করে। কম্পিউটারগুলাে একই ফ্লোরে অবস্থিত কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ও ক্লাসরুমে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটারগুলোর মধ্যে ডেটা স্থানান্তরের জন্য পেনড্রাইভ ব্যবহৃত হওয়ার কারণে অনেক অসুবিধা হচ্ছিল। তাই আইসিটি শিক্ষকের পরামর্শে কলেজ কর্তৃপক্ষ কম্পিউটারগুলােকে পরস্পরের সাথে সংযােগের
ব্যবস্থা করলেন।

উদ্দীপক অনুযায়ী উপযুক্ত সংযােগ ব্যবস্থা কোনটি? [রা, বো, ২০১৯]

11 / 50

11. কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে?

12 / 50

12. মিশরীয় সংখ্যা পদ্ধতি ছিল—

13 / 50

13. অপটিক্যাল ফাইবারের ব্যাস কত হয়ে থাকে ?

14 / 50

14. কোন টপােলজির ওপর ভিত্তি করে ইন্টারনেট তৈরি করা হয়েছে?

15 / 50

15. HD ভিডিও কনফারেন্সিং-এর জন্য প্রয়ােজনীয় ব্যান্ডউইথ--

16 / 50

16. একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপােলজি সংযুক্ত থাকে? [দি, বাে, ২০১৬]

17 / 50

17. 5 কিলােবাইট ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে অসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত? [চ.বো, ২০১৭]

18 / 50

18. ওয়েব ব্রাউজিং-এর জন্য প্রয়ােজনীয় ব্যান্ডউইথ--

19 / 50

19. কত সালে প্রথম মােবাইল ফোন ব্যবহার শুরু হয়?

20 / 50

20. কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানাক্ষরিত হয়-- [য,বাে, ২০১৯]

21 / 50

21. মডেম—
i. ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে
ii. প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে।
iii. ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে কাজ করে।
নিচের কোনটি সঠিক?

22 / 50

22. নিচের উদ্দীপকটি পড়
একটি রুমে থাকা ল্যাপটপগুলাে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়।

উদ্দিপকেকের নেটওয়ার্কটি-- [ঢা. বাে, ২০১৭]
i. ক্যাবলের মাধ্যমে
ii. ক্লায়েন্ট সার্ভার
iii. ওয়াইফাই-এর মাধ্যমে।

নিচের কোনটি সঠিক?

23 / 50

23. সিঙ্গেল মোড ফাইবারে কোরের ব্যাস কত হয়ে থাকে ?

24 / 50

24. কয়েকটি একই প্রটোকলবিশিষ্ট ভিন্ন নেটওয়ার্ক যুক্ত করার জন্য ব্যবহৃত ডিভাইস কোনটি?

25 / 50

25. কোন টপােলজিতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পর সরাসরি যুক্ত থাকে?
i. বাস।
ii. রিং
iii. মেশ

নিচের কোনটি সঠিক?

26 / 50

26. কোনটি ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার?

27 / 50

27. তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ধাতব তার মাধ্যমে কী পাঠানাে হয়?

28 / 50

28. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? [য, বাে, ২০১৬]

29 / 50

29. ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কাজ করা সুবিধাজনক, কারণ-- [ঢা, বাে, ২০১৯]

i. শুধুমাত্র নিজস্ব হার্ডওয়্যার প্রয়ােজন
ii. সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
iii. সার্বক্ষণিক ব্যবহার করা যায়।

নিচের কোনটি সঠিক?

30 / 50

30. সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের সুবিধা হলাে - [দি. বাে.-২০১১]
i.যন্ত্রপতি তুলনামুলক সহজ ও সাশ্রয়ী
ii.নয়েজের প্রভাব কম
iii. নির্ভরযোগ্য পদ্ধতি

নিচের কোনটি সঠিক ?

31 / 50

31. নিচের উদ্দীপকটি পড়
মনিমার কলেজটি ৩ তলা তাদের কম্পিউটার শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল কম্পিউটার একই
নেটওয়ার্কের আওতায় আনবেন।

নেটওয়ার্ক চালু হলে মনিমারা যে সুবিধা পাবে- [দি.বাে, ২০১৭]

i. সবাই সফটওয়ারসমূহ ব্যবহার করতে পারবে।
ii. সকল কম্পিউটারের কাজের মধ্যে সমন্বয় করতে পারবে।
iii. এক কম্পিউটারের ডিভাইস অন্য কম্পিউটারে স্থানান্তর করতে পারবে।

নিচের কোনটি সঠিক?

32 / 50

32. bps এর পূর্ রুপ কি?

33 / 50

33. ডেটা কমিউনিকেশনের মূল উপাদান কতটি?

34 / 50

34. বিট সিনক্রোনাইজেশনের ওপর ভিত্তি করে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে ভাগ করা হয়েছে ?

35 / 50

35. নিচের উদ্দীপকটি পড়
কামাল রেজা সাহেব ঢাকায় অবস্থিত তার অফিসের বিভিন্ন শাখায় তথ্য আদান-প্রদানের জন্য কয়েকটি কম্পিউটারের মধ্যে সংযােগ স্থাপন করলেন। এখন তিনি ডেটার গতি বৃদ্ধির জন্য
কমিউনিকেশনের মাধ্যম পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

কামাল রেজা সাহেবের সিদ্ধান্তের ফলাফল কী হবে?

36 / 50

36. ডেটা ট্রান্সমিশনের একককে নিচের কোনটি দ্বারা হিসাব করা হয়?

37 / 50

37. Amazon, Microsoft এগুলাে কোন ক্লাউডের অন্তর্ভুক্ত?

38 / 50

38. উদ্দীপকের আলোতে
মােহনা লক্ষ করল, তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলাের ওপর বিভিন্ন মােবাইল কোম্পানির টাওয়ার বসানাে আছে। এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলাে বসানাে, যাদের মাঝখানে কোনাে বাধা নেই। একটি দালানের ওপর কিছু
যন্ত্রপাতিসহ একটি এন্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে।

উদ্দীপকের উঁচু টাওয়ারগুলাে কোন ধরনের মিডিয়া ব্যবহার করে?

39 / 50

39. সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে কয় ভাগে ভাগ করা হয়?

40 / 50

40. নিচের কোন ক্যাবলে ডেটা ট্রান্সফার হার সর্বোচ্চ? [ম.বাে. ২০১৭]

41 / 50

41. টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশন বসানাে হয়---
i. মাটিতে
ii. পাহাড়ে
iii বড়ো টাওয়ারে

নিচের কোনটি সঠিক ?

42 / 50

42. নিচের কোনটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বুঝায়?

43 / 50

43. কোন টপোলজি সম্প্রসারিত হয়ে ট্রি টপােলজিতে রূপান্তর করে?

44 / 50

44. www কোন প্রজন্মের মােবাইল নেটওয়ার্কের বৈশিষ্ট্য?

45 / 50

45. রিয়েল টাইম অডিও ও ভিডিও ডেটা আদান-প্রদানে কোনটি বেশি ব্যবহৃত হয়?

46 / 50

46. CAN এর বিস্তিতি কত মিটার পর্যন্ত?

47 / 50

47. নেটওয়ার্ক সংযুক্ত প্রতিটি যন্ত্রের সংযােগস্থলকে কী বলে?

48 / 50

48. একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপােলজি সংযুক্ত থাকে? [দি, বাে, ২০১৬]

49 / 50

49. ডেটা কমিনিকেশান্স কি?

50 / 50

50. মাইক্রোওয়েভ সিস্টেম কতটি ট্রান্সসিভার নিয়ে গঠিত?

Your score is

The average score is 10%

0%

Exit mobile version