মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং 0% 2 Created by Liaquat Talukder মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং 1 / 50 1. কৃতিম উপগ্রহের মাধমে সিংনাল আদান প্রদান করা হয় কোনটির ? a. স্যাটেলাইট b. রেডিও ওয়েভ c. টেরিস্ট্রিয়াল d. ইন্টারনেট 2 / 50 2. কী দিয়ে অপটিক্যাল ফাইবার ক্যাবল তৈরি? a. ইস্পাত b. ফেরাস কোর c. কপার d. কাচ তন্তু 3 / 50 3. এক বাইট সমান কত বিট? a. ১ বিট b. ৪ বিট c. ৮ বিট d. ১৬ বিট 4 / 50 4. EC2 কোন কোম্পানির অবকাঠামাে সেবা? a. আমাজান b. মাইক্রোসফট c. গুগল d. অ্যাপল 5 / 50 5. কোন প্রজন্মের মােবাইল ফোনে আলট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়? a. ৪র্থ b. ৩য় c. ২য় d. ১ম 6 / 50 6. সাবমেরিন ক্যাবল ব্যবহৃত হয়-- a. নৌচলাচলের বিপদ সংকেত b. জাহাজ চলাচলের সুবিধা c. ইন্টারনেট সংযােগ d. কোনােটিই নয় 7 / 50 7. বিটের বিন্যাসের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনকে কয়টি ভাগে ভাগ করা যায়? a. ভার্চুয়াল ডেটা ট্রান্সমিশন b. সিরিয়াল ডেটা ট্রান্সমিশন c. বিট ডেটা ট্রান্সমিশন d. প্যারালাল ডেটা ট্রান্সমিশন 8 / 50 8. নিচের উদ্দীপকটি পড়কামাল রেজা সাহেব ঢাকায় অবস্থিত তার অফিসের বিভিন্ন শাখায় তথ্য আদান-প্রদানের জন্য কয়েকটি কম্পিউটারের মধ্যে সংযােগ স্থাপন করলেন। এখন তিনি ডেটার গতি বৃদ্ধির জন্যকমিউনিকেশনের মাধ্যম পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি-- a. WAN b. MAN c. PAN d. LAN 9 / 50 9. মডেম—i. ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করেii. প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে।iii. ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে কাজ করে।নিচের কোনটি সঠিক? a. i ও iii b. i ও ii c. i,ii ও iii d. ii ও iii 10 / 50 10. জনসাধারণের জন্য উন্মুক্ত ক্লাউডকে কী বলে? a. নিজস্ব b. একান্ত c. পাবলিক d. প্রাইভেট 11 / 50 11. বিভিন্ন ব্যক্তি কিংবা যন্ত্রের মধ্যে তথ্য আদান-প্রদানের প্রক্রিয়াকে কি বলে ? a. ব্যান্ডউইথ b. ডেটা ট্রান্সমিশন c. কমিউনিকেশন d. ডেটা ট্রান্সমিশন মােড 12 / 50 12. ক্লাউড কম্পিউটিং-এর সুফল কোনটি? [দি, বাে, ২০১৬] a. তথ্যের গােপনীয়তা বজায় থাকে b. অ্যাপ্লিকেশনের ওপর নিয়ন্ত্রণ রাখা যায় c. সাশ্রয়ী ও সহজলভ্য d. ইন্টারনেট সংযোগ লাগে না 13 / 50 13. হাইব্রিড নেটওয়ার্ক কিসের সমন্বয়ে গঠিত? a. LAN ও MAN b. ডিস্ট্রিবিউটেড ও সেন্ট্রালাইজড নেটওয়ার্ক c. পিয়ার-টু-পিয়ার ও ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক d. ক্লায়েট সার্ভার ও সেন্ট্রালাইজড নেটওয়ার্ক 14 / 50 14. সুইচে সর্বাধিক কয়টি পাের্ট থাকে? a. ৪৮টি b. ১৬টি c. ৮টি d. ২৪টি 15 / 50 15. স্বয়ংক্রিয়ভাবে আপডেটেড সফটওয়্যার সেবার ক্ষেত্রে কোনটি সর্বোত্তম? [ম. বাে, ২০১৭] a. ক্লাউডভিত্তিক সফটওয়্যার ব্যবহার b. পাইরেটেড সফটওয়্যার এড়িয়ে চলা c. ব্যবহৃত সফটওয়্যারের স্বয়ংক্রিয় আপডেট অন রাখা d. নেটওয়ার্কের আওতায় সফটওয়্যার সেবা গ্রহণ 16 / 50 16. ছােট আকারের নেটওয়ার্কে বাস টপোলজির ব্যবহার ---i. খুব সহজ, সাশ্রয়ী, বিশ্বস্তii. খুব কঠিন, ব্যয়বহুলiii. খুব সহজ, ব্যয়বহুল, অবিশ্বস্ত। নিচের কোনটি সঠিক? a. ii ও iii b. ii c. i,ii ও iii d. i 17 / 50 17. 5 কিলােবাইট ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে অসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত? [চ.বো, ২০১৭] a. 72.73% b. 72.78% c. 90.25% d. 95.25% 18 / 50 18. রেডিও সিগন্যাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মােবাইলে ব্যবহৃত হয়? a. 2G b. 1G c. 4G d. 3G 19 / 50 19. wwww এর পূর্ণরূপ কী? a. World Wide Web b. World Wireless Web c. World Wide Wireless d. World Wide Wireless Web 20 / 50 20. কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানাক্ষরিত হয়-- [য,বাে, ২০১৯] a. হাফ ডুপ্লেক্স b. ন্যারো ব্যান্ড c. ফুল ডুপ্লেক্স d. ভয়েস ব্যান্ড 21 / 50 21. ফুল ডুপ্লেক্স মােডে চলে—i. ল্যান্ড ফোন।ii. মােবাইল ফোনiii. রেডিও ব্রডকাস্ট নিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. ii ও iii c. i ও ii d. i ও iii 22 / 50 22. কত দূরত্ব পর্যন্ত Wi-Max বেস স্টেশন ইন্টারনেট অ্যাকসেস সুবিধা প্রদান করে? a. 80 m -100 km b. 50 km - 80 km c. 1 km -10 km d. 1 km - 8 Km 23 / 50 23. www কোন প্রজন্মের মােবাইল নেটওয়ার্কের বৈশিষ্ট্য? a. চতুর্থ প্রজন্ম b. দ্বিতীয় প্রজন্ম c. পঞ্চম প্রজন্ম d. তৃতীয় প্রজন্ম 24 / 50 24. ডেটা ট্রান্সমিশনের মেথড হলো-১. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন২. সিনক্রোনাস ট্রান্সমিশন৩. আইসোক্রোন্স ট্রান্সমিশননিচের কোনটি সঠিক? a. ১ ও ২ b. ২ ও ৩ c. ১ ও ৩ d. ১,২ ও ৩ 25 / 50 25. গ্রুপ SMS প্রদান হলাে--- a. ব্রডকাস্ট b. ইউনিকাস্ট c. টেলিকাস্ট d. মাল্টিকাস্ট 26 / 50 26. একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপােলজি সংযুক্ত থাকে? [দি, বাে, ২০১৬] a. STAR b. MESH c. BUS d. RING 27 / 50 27. কয়েকটি একই প্রটোকলবিশিষ্ট ভিন্ন নেটওয়ার্ক যুক্ত করার জন্য ব্যবহৃত ডিভাইস কোনটি? a. রাউটার b. সুইচ c. হাব d. গেটওয়ে 28 / 50 28. bps এর পূর্ রুপ কি? a. binary per second b. bit per second c. bit per system d. byte per second 29 / 50 29. ন্যাড়ো ব্যান্ডের সব্বোচ্চ গতি কত? a. 1 mbps b. 9600 bps c. 6900 bps d. 300 bps 30 / 50 30. মডেমের কাজ হলাে-- [কু, বাে, ২০১৬]i. ডেটা পাঠানোii. ডেটা গ্রহণiii. ডেটা সংরক্ষণ নিচের কোনটি সঠিক? a. i ও ii b. i,ii ও iii c. ii ও iii d. i ও iii 31 / 50 31. টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশন বসানাে হয় কোনটিতে? a. নদী পথে b. বড়ো টাওয়ার c. স্যাটেলাইট d. বিমান 32 / 50 32. একই সাথে অনেকগুলাে পেলে যোগাযােগের জন্য নিচের কোনটি ব্যবহার করতে হবে? a. ইনফ্রারেড b. অপটিকাল ফাইবার c. টেরিস্ট্রিয়াল d. স্যাটেলাইট 33 / 50 33. উদ্দীপকের আলোতেMTV-এর টকশােতে বিশেষজ্ঞদের একজন ঢাকার বারিধারার বাসা থেকে, একজন চট্টগ্রামের লালখান বাজার থেকে এবং অন্যজন যুক্ত রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে । আলোচনায় ড. আলী রিয়াজের যুক্ত থাকার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তাকে সংযুক্ত করা হয়নি । উদ্দীপকে কোন ধরনের ট্রান্সমিশন মােড় তৈরি হয়েছে? a. সিমপ্লেক্স b. মাল্টিকাস্ট c. হাফ-ডুপ্লেক্স d. ইউনিকাস্ট 34 / 50 34. নিচের উদ্দীপকটি পড়মনিমার কলেজটি ৩ তলা তাদের কম্পিউটার শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল কম্পিউটার একইনেটওয়ার্কের আওতায় আনবেন। নেটওয়ার্ক চালু হলে মনিমারা যে সুবিধা পাবে- [দি.বাে, ২০১৭]i. সবাই সফটওয়ারসমূহ ব্যবহার করতে পারবে।ii. সকল কম্পিউটারের কাজের মধ্যে সমন্বয় করতে পারবে।iii. এক কম্পিউটারের ডিভাইস অন্য কম্পিউটারে স্থানান্তর করতে পারবে।নিচের কোনটি সঠিক? a. i ও iii b. i,ii ও iii c. ii ও iii d. i ও ii 35 / 50 35. উদ্দীপকের আলোতেমােহনা লক্ষ করল, তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলাের ওপর বিভিন্ন মােবাইল কোম্পানির টাওয়ার বসানাে আছে। এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলাে বসানাে, যাদের মাঝখানে কোনাে বাধা নেই। একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতিসহ একটি এন্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে।একটি দালানের ওপর কিছু যন্ত্রপাতিসহ একটি এন্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে। উক্ত আকাশমুখীতার ব্যবহার--i. টেলিভিশনের সিগন্যাল পাঠানাের ক্ষেত্রেii. আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণেiii. আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে বসাতে হয়নিচের কোনটি সঠিক? a. i ও iii b. i c. i,ii ও iii d. ii ও iii 36 / 50 36. উদ্দীপকের আলোতেরায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন । যে সকল শিক্ষার্থী ক্লাসে অনুপুস্থিতি থাকে, তাদের অভিভাবকদের SMS এর মাধ্যমে অনুপুস্থিতি বিষয়টি অবহিত করেন । অনুপস্থিতির বিষয়টি জানানোর জন্য ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো--i. ইউনিকাস্টii. মাল্টিস্টিiii. ব্রডকাস্টনিচের কোনটি সঠিক? a. i ও iii b. i c. i,ii ও iii d. i ও ii 37 / 50 37. অপটিক্যাল ফাইবার বাঁকা করলে লস হতে পারে বলে ফাইবার ক্যাপলের ভিতর কি দেওয়া থাকে ? a. ইলেকট্রন প্রবাহ b. সরু কাগজ c. সরু কাঠের টুকরা d. সরু থাতব রড 38 / 50 38. ডেটা ট্রান্সমিশন মেথড হলো--i.অসিনক্রোনাস ট্রান্সমিশনii.আইসােক্রোনাস ট্রান্সiii.সিনক্রোনাস ট্রান্সমিশন নিচের কোনটি সঠিক ? a. i ও ii b. i ও iii c. i,ii ও iii d. i 39 / 50 39. ভিন্ন ভিন্ন প্রটোকলের একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে কোন ডিভাইস ব্যবহৃত হয়? a. রিপিটার b. হাব c. ব্রিজ d. গেটওয়ে 40 / 50 40. LAN বলতে কী বুঝায়? a. Level Area Network b. Linked Area Network c. Long Area network d. Local Area Network 41 / 50 41. কোটটি একমুখী ডেটা প্রবাহ? a. আইসোক্রোনাস b. সিমপ্রেস্ক c. সিনক্রোনাস d. হাফ-ডুপ্লেক্স 42 / 50 42. ডেটা ট্রান্সফরমার ও হার 4G নেটওয়ার্কে সর্বোচ্চ কত? a. 25 mbps b. 100 mbps c. 10 mbps d. 50 mbps 43 / 50 43. সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক? [ব.বাে, ২০১৭] a. রেডিও ওয়েভ b. ওয়াই-ফাই c. অপটিক্যাল ফাইবার d. ওয়াই-ম্যাক্স 44 / 50 44. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের সময়ে যে ধরনের ট্রান্সমিশন হয়, তা হচ্ছে--i. সিনক্রোনাসii. ন্যারােব্যান্ডiii. ফুল-ডুপ্লেক্স। নিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. i ও iii c. ii ও iii d. i 45 / 50 45. উদ্দীপকের নেটওয়ার্ক কাঠামােতে কী ধরনের পরিবর্তন আনলে তা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে পরিণত হবে? [ম, ৰ, ২০১৯] a. হাব দ্বারা সকল কম্পিউটার সংযুক্ত করতে হবে। b. নেটওয়ার্কে রিপিটার ব্যবহার করতে হবে। c. সুইচ দ্বারা সকল কম্পিউটার নেটওয়ার্কভুক্ত করতে হবে d. একটি কম্পিউটারকে কেন্দ্র করে সবগুলাে স্যুক্ত করতে হবে 46 / 50 46. Wi-Fi এর ক্ষেত্রে--i. ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্টii. ওয়াই-ফাই হটস্পটiii. কভারেজ এরিয়া হচ্ছে ১০০ থেকে ৫০০ মিটারনিচের কোনটি সঠিক ? a. ii ও iii b. i ও ii c. i,ii ও iii d. i ও iii 47 / 50 47. VSAT কোথায় স্থাপন করা হয় ? a. আকাশে b. পানিতে c. ভুমিতে d. মহাকাশে 48 / 50 48. একই ভবনের বিভিন্ন তলায় অবস্থিত অনেকগুলাে কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ককে কী বলে? a. WAN b. PAN c. CAN d. LAN 49 / 50 49. এ ধরনের আলােচনায় আয়োজন করতে হলে যে বিষয়টি নিশ্চিত করতে হবে তা কী? a. Wi-Fi b. Internet c. Intronet d. Radio Web 50 / 50 50. উদ্দীপকের আলোতেকোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময় তারা কথা বলতে পারে না ।একই সময় যোগাযোগ করার ক্ষেত্রে তাদের যে ডিভাইস প্রয়োজন-- [কু.বো ২০১৬]i.মোবাইলii.রেডিওiii.ওয়াকী-টকি নিচের কোনটি সঠিক ? a. ii ও iii b. i c. i,ii ও iii d. ii Your score is The average score is 13% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Share this:TwitterFacebook