মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং 0% 4 Created by Liaquat Talukder মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং 1 / 50 1. 0.5 Mbps ব্যান্ডউইথ পাওয়া যায়, এমন সার্ভিসগুলাে হলাে –i. স্ট্রিমিং মিউজিকii. স্ট্রিমিং মুভিiii. ভিওআইপি ফোন কলনিচের কোনটি সঠিক ? a. i,ii ও iii b. i c. i ও iii d. i ও ii 2 / 50 2. স্বয়ংক্রিয়ভাবে আপডেটেড সফটওয়্যার সেবার ক্ষেত্রে কোনটি সর্বোত্তম? [ম. বাে, ২০১৭] a. ক্লাউডভিত্তিক সফটওয়্যার ব্যবহার b. ব্যবহৃত সফটওয়্যারের স্বয়ংক্রিয় আপডেট অন রাখা c. নেটওয়ার্কের আওতায় সফটওয়্যার সেবা গ্রহণ d. পাইরেটেড সফটওয়্যার এড়িয়ে চলা 3 / 50 3. একই ভবনের বিভিন্ন তলায় অবস্থিত অনেকগুলাে কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ককে কী বলে? a. LAN b. WAN c. CAN d. PAN 4 / 50 4. তিন স্তরবিশিষ্ট তারের কেবল কোনটি ? a. টুইটেস্ট ক্যাবল b. ফাইবার অপটিক্যাল ক্যাবল c. মাল্টিমোড ক্যাবল d. কো-এক্সিয়াল ক্যাবল 5 / 50 5. কোনটি সবচেয়ে দ্রুতগতির ডেটা ট্রান্সমিটার ? a. ভয়েস ব্যান্ড b. ব্রড ব্যান্ড c. নেরো ব্যান্ড d. লার্জ ব্যান্ড 6 / 50 6. মিশরীয় সংখ্যা পদ্ধতি ছিল— a. দশভিত্তিক b. দুইভিত্তিক c. ষাটভিত্তিক d. ষােলােভিত্তিক 7 / 50 7. একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপােলজি সংযুক্ত থাকে? [দি, বাে, ২০১৬] a. MESH b. STAR c. RING d. BUS 8 / 50 8. প্যারালাল ডেটা ট্রান্সমিশন ব্যবহৃত হয় —i. ভিডিও স্ট্রিমিং-এii. কম্পিউটারের সাথে প্রিন্টারের সংযোগেiii. ইউএসবি পোর্টেনিচের কোপিনটি সঠিক ? a. ii ও iii b. i ও iii c. i ও ii d. i,ii ও iii 9 / 50 9. প্রােটোকল ট্রান্সলেশনে সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস? [কু, বাে, ২০১৯] a. রিপিটার b. NIC c. ব্রিজ d. গেটওয়ে 10 / 50 10. নেটওয়ার্ক সংযুক্ত প্রতিটি যন্ত্রের সংযােগস্থলকে কী বলে? a. নােড b. বাের্ড c. কোড d. কার্ড 11 / 50 11. bps এর পূর্ণরূপ কী? [য বাে, ২০১৭] a. byte per second b. bit per second c. bit per system d. binary per second 12 / 50 12. Wi-Fi এর ফ্রিকোয়েন্সি কত? a. 2.5-4.2 GHz b. 2.2 GHz-3.2 GHz c. 2.4 - 4.00 GHz d. 2.4 GHz -5 GHz 13 / 50 13. নিচের উদ্দীপকটি পড়একটি অফিসের দুটি কক্ষ থেকে দুজন কম্পিউটার অপারেটর একটি প্রিন্টার থেকে প্রিন্ট দিতে পারেন। অফিসের পরিচালক কম্পিউটার ব্যবহার করে বিশেষ ব্যবস্থায় তার ছেলের সাথেপ্রবাসী মেয়ের কথা বলিয়ে দিলেন। উদ্দীপকে প্রিন্টিং-এর ক্ষেত্রে নেটওয়ার্কের ধরন হলাে- [দি, বাে.-২০১৯] a. LAN b. MAN c. PAN d. WAN 14 / 50 14. কম্পিউটারকে নেটওয়ার্ক যুক্ত করার জন্য যে কার্ড ব্যবহৃত হয় তাকে বলে-- a. NIC b. Hub c. Modem d. Router 15 / 50 15. ক্লাউড কমপিউটিং বলতে বুঝায়-- a. বিদ্যুৎ সাশ্রয়ী কম্পিউটিং b. ইন্টারনেট নির্ভর কম্পিউটিং c. কম্পিউটিং-এর দুইটি অবস্থা d. ইন্টারনেট বিহীন কম্পিউটিং 16 / 50 16. মিনিট ও ঘন্টার হিসাব করা হয় কত দিয়ে? a. ৩৫ b. ৫৫ c. ২ d. ৬০ 17 / 50 17. একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলাে কোন নেটওয়ার্কে অন্তর্ভুক্ত? a. MAN b. PAN c. LAN d. WAN 18 / 50 18. নেটওয়ার্কটি কোন ধরনের টপােলজি? [সি.বাে, ২০১৭] a. রিং b. মেশ c. বাস d. স্টার 19 / 50 19. সিমপ্লেক্স পদ্বতির উদাহরণ হলো-- a. টিভি b. রেডিও c. মোবাইল d. ওয়াকি - টকি 20 / 50 20. দশটি কম্পিউটার একটি তারের সংযুক্ত থাকলে সেটি কোন ধরনের নেটওয়ার্ক? [ম-বাে, ২০১৭] a. স্টার b. রিং c. বাস d. হাইব্রিড 21 / 50 21. ডাটা ট্রান্সমিশন মোড কত প্রকার? a. ৬ b. ৩ c. ৫ d. ২ 22 / 50 22. চতুর্থ প্রজন্মের স্থির এবং ত্রিমাত্রিক ডিভাইসের ক্ষেত্রে টা রেট কত? a. 1 Gbps b. 100 Mbps c. 2 Mbps d. 2Gbps 23 / 50 23. একটি চ্যানেল দিয়ে ৩ সেকেন্ডে ৮১০০ বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ড্উইথ কত? a. 5400 bps b. 1800 bps c. 600 bps d. 2700 bps 24 / 50 24. নিচের কোন নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটারের দুই পাশের দুটি কম্পিউটারের সঙ্গে সংযুক্ত থাকে? a. বাস সংগঠন b. রিং সংগঠন c. স্টার সংগঠন d. শাখা-প্রশাখা সংগঠন 25 / 50 25. নিচের কোনটি বর্তমানে প্রাপ্ত অপটিক্যাল ফাইবারের ডেটা পরিবহনের হারের সীমা নির্দেশক ? a. 100 mbps - 100 gbps b. 1 mbps - 100 mbps c. 1 gbps - 100 gbps d. 100 mbps - 2 gbps 26 / 50 26. www কোন প্রজন্মের মােবাইল নেটওয়ার্কের বৈশিষ্ট্য? a. দ্বিতীয় প্রজন্ম b. চতুর্থ প্রজন্ম c. পঞ্চম প্রজন্ম d. তৃতীয় প্রজন্ম 27 / 50 27. উদ্দীপকের আলোতে--মি: বিশ্বজিত তার অফিসের দশটি কম্পিউটার এমনভাবে করে নেটওয়ার্ক তৈরি করলেন, যাতে প্রথম ও শেষ কম্পিং পরস্পরের সাথে যুক্ত থাকে। হঠাৎ একদিন কম্পিউটার হওয়ায় নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায়। তিনি নেটওয়ার্কটির কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।উদ্দীপকের নেটওয়ার্ক টপােলজিটি কি? a. মেশ b. বাস c. স্টার d. রিং 28 / 50 28. অপটিক্যাল ফাইবার বাঁকা করলে লস হতে পারে বলে ফাইবার ক্যাপলের ভিতর কি দেওয়া থাকে ? a. সরু থাতব রড b. সরু কাঠের টুকরা c. ইলেকট্রন প্রবাহ d. সরু কাগজ 29 / 50 29. কোন আদিবাসীরা এখনও ১ ও ২ এর বেশি গুণতে পারে না? a. ব্রাজিলের পিরাহা b. পেরুভিয়ান গােত্র c. ব্রাজিলের আয়ােরাে d. ইথিওপিয়ার সুরমা 30 / 50 30. সৃষ্ট নেটওয়ার্কের সুবিধা কী? [ম, বাে. ২০১৯] a. অফিস ব্যাবস্থাপনার কাজ অত্যন্ত উপযোগী b. ডেটা কমিউনিকেশনে নিশ্চয়তা বেশি থাকে। c. নতুন কম্পিউটার নেটওয়ার্কভূক্ত করা সহজ d. কেন্দ্রীয়ভাবে ব্যবস্থাপনার জন্য নেটওয়ার্ক সমস্যা নিরূপণ সহজ 31 / 50 31. উদ্দীপকটি পড়--কুশিয়ারা কলেজে বিভিন্ন বিভাগের কম্পিউটারগুলাে এমনভাবে যুক্ত রয়েছে যেন প্রথম হতে শেষ পর্যন্ত কম্পিউটারগুলাে পরস্পর চক্রাকারে যুক্ত। কিন্তু সময় বাঁচানাের জন্য আইসিটি শিক্ষক নেটওয়ার্ক টপােলজির পরিবর্তন করলেন।কলেজটিতে কোন ধরনের টপােলজি ব্যবহৃত হয়েছে? [চ.বাে, ২০১৭] a. মেশ b. স্টার c. বাস d. রিং 32 / 50 32. ডেটা কমিনিকেশান্স কি? a. মাধ্যম বিহীন তথ্যের প্রবাহ b. শুধুমাত্র কম্পউটার নির্রর যোগাযোগ c. দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময় d. শুধমাত্র তারযুক্ত তথ্যের প্রবাহ 33 / 50 33. গ্রুপ SMS প্রদান হলাে--- a. ইউনিকাস্ট b. ব্রডকাস্ট c. টেলিকাস্ট d. মাল্টিকাস্ট 34 / 50 34. এস.এম.এস কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে? a. হাফ-ডুপ্লেক্স b. সিমপ্লেক্স c. ফুল ডুপ্লেক্স d. ইউনিকাস্ট 35 / 50 35. কোটটি একমুখী ডেটা প্রবাহ? a. সিমপ্রেস্ক b. আইসোক্রোনাস c. সিনক্রোনাস d. হাফ-ডুপ্লেক্স 36 / 50 36. কৃতিম উপগ্রহের মাধমে সিংনাল আদান প্রদান করা হয় কোনটির ? a. ইন্টারনেট b. টেরিস্ট্রিয়াল c. রেডিও ওয়েভ d. স্যাটেলাইট 37 / 50 37. নিচের কোন বৈশিষ্টটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বেলায় প্রযোজ্য- a. প্রেরকের প্রাইমারি ষ্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় b. প্রতিটি বণের সাথে েএকটি ষ্ট্যার্ট বিট গ্রহণ করতে হয় c. ডেটা ট্রান্সমিশনের গতি কম d. ইন্সটলের খরচ অত্যন্ত বেশি 38 / 50 38. মিশরীয় ও সুমেরীয়-ব্যাবিলনীয় সভ্যতার শুরু হয় কত বছর আগে? a. প্রায় ৫০০০ b. প্রায় ৬০০০ c. প্রায় ৩০০০ d. প্রায় ৪০০০ 39 / 50 39. সর্ববৃহৎ এলাকা জুড়ে কোন নেটওয়ার্কটি তৈরি হয়? a. MAN b. PAN c. WAN d. LAN 40 / 50 40. কোন সময় রােমিং সিস্টেম চালু হয়? a. ২০০০-২০১০ b. ১৯৯১-২০০০ c. ১৯৪০-১৯৯০ d. ২০০১-২০০৮ 41 / 50 41. সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কম্পিউটারে প্রাইমারি স্টোরেজ হিসেবে ব্যবহৃত হয়--i. CPU মেমোরিii. ক্যাশ মেমােরি।iii. RAMনিচের কোনটি সঠিক ? a. ii b. ii ও iii c. i,ii ও iii d. i ও iii 42 / 50 42. মােবাইলের উন্নতির সময়কালকে কয়টি প্রজন্মে ভাগ করা হয়েছে? a. ৫টি b. ৮টি c. ৬টি d. ৯টি 43 / 50 43. GEO স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয় ? a. 12000 km b. 27000 km c. 36000 km d. 22000 km 44 / 50 44. শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের ক্যাজ ব্যবহার করা হয়? a. থিকনেট b. কো-এক্সিয়াল c. টুইস্টেড d. অপটিক ফাইবার 45 / 50 45. 4G এর গতি 3G এর কতগুণ বেশি? a. ৬০ গুণ b. ৭০ গুণ c. ৫০ গুণ d. ১০০ গুণ 46 / 50 46. উদ্দীপকের আলোতেদোকানের নিরাপত্তার স্বার্থে রাকিব সাহেব সিসি ক্যামেরা লাগালেন। তিনি যে কোনাে স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে দোকানের অবস্থা দেখতে পারেন। প্রয়োজনে দোকানের কর্মচারীদের মৌখিক নির্দেশনাও দেন। তবে তিনি কথা বলাকালীন কর্মচারীদের কথা শোনা যায় না, আবার কর্মচারীরা কথা বলাকালীন তার কথা কর্মচারীদের কাছে পৌছায় না। রাকিব সাহেবের ব্যাবহৃত ক্যামেরা নিচের কোনটিকে সমর্থন করেন ? [ম.বো.২০১৯] a. মাল্টিকাস্ট b. ব্রডকাস্ট c. হাফ-ডুপ্লেক্স d. ফুল-ডুপ্লেক্স 47 / 50 47. হটস্পট কী? a. নিরাপত্তা ব্যবস্থা b. তারবিহীন নেটওয়ার্ক c. কোনােটিই নয় d. এক ধরনের সফটওয়্যার 48 / 50 48. ন্যানোব্যান্ড টেলিফোনের ক্ষেত্রে কত হার্টজ ফ্রেকুয়েসি প্রদান করে থাকে ? a. ৩০০ - ৩৯০০ b. ৩০০ - ৩৪০০ c. ৩০০ - ৩০০০ d. ৩০০ - ৪১০০ 49 / 50 49. হাইব্রিড নেটওয়ার্ক কিসের সমন্বয়ে গঠিত? a. ক্লায়েট সার্ভার ও সেন্ট্রালাইজড নেটওয়ার্ক b. ডিস্ট্রিবিউটেড ও সেন্ট্রালাইজড নেটওয়ার্ক c. LAN ও MAN d. পিয়ার-টু-পিয়ার ও ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক 50 / 50 50. মােবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়? [ব, বাে, ২০১৬] a. ২য় b. ৪র্থ c. ৩য় d. ১ম Your score isThe average score is 10% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Share this:FacebookX