মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

0%
2
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

1 / 50

1. ট্রান্সমিশন সিষ্টেম থেকে ডেটা সিগনাল গ্রহণ করা কার কাজ?

2 / 50

2. বিট সিনক্রোনাইজেশন হচ্চে--
১. বিট প্রেরণের সম্নমিত পদ্ধতি
২. বিটের শুরু এবং শেষ বুঝতে পারা
৩. ব্যান্ড উইথের পরিমান বৃদ্দি পাওয়া
নিচের কোনটি সঠিক?

3 / 50

3. রিয়েল টাইম অডিও ও ভিডিও ডেটা আদান-প্রদানে কোনটি বেশি ব্যবহৃত হয়?

4 / 50

4. A ও B এর মধ্যে সর্বোচ্চ গতিতে ডেটা আদান প্রদানের জন্য করা উচিৎ-- [সি.বাে, ২০১৭]

i. HUB এর পরিবর্তে switch ব্যবহার।
ii. HUB এর পরিবর্তে রাউটার ব্যবহার।
iii. Twisted pair cable এর পরিবর্তে optical fiber cable ব্যবহার।

নিচের কোনটি সঠিক?

5 / 50

5. কারা সর্বপ্রথম মােবাইল ফোন ব্যবহার শুরু করে?

6 / 50

6. কম্পিউটার থেকে প্রিন্টারের ডেটা স্থানান্তরিত হয়-

7 / 50

7. Mbps এর পূর্ণনাম কী?

8 / 50

8. উদ্দীপকের আলোতে
MTV-এর টকশােতে বিশেষজ্ঞদের একজন ঢাকার বারিধারার বাসা থেকে, একজন চট্টগ্রামের লালখান বাজার থেকে এবং অন্যজন যুক্ত রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে । আলোচনায় ড. আলী রিয়াজের যুক্ত থাকার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তাকে সংযুক্ত করা হয়নি ।

উদ্দীপকে কোন ধরনের ট্রান্সমিশন মােড় তৈরি হয়েছে?

9 / 50

9. কোনটি তারবিহীন MAN-এর সাথে সম্পর্কিত?

10 / 50

10. ভিন্ন ভিন্ন প্রটোকলের একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করতে কোন ডিভাইস ব্যবহৃত হয়?

11 / 50

11. ট্যুইস্টেড পেয়ার ক্যাবল-এর সাধারণ রং কোনটি? [র-১৬, মা-১৮]

12 / 50

12. ওয়াইম্যাক্স হলাে—
i. এক ধরনের তারবিহীন নেটওয়ার্ক
ii. বিনা তারে ব্রডব্যান্ড সেবা দেবার প্রযুক্তি
iii. একাধিক ডিজিটাল ডিভাইসে ডেটা স্থানান্তরের প্রযুক্তি

নিচের কোনটি সঠিক?

13 / 50

13. নিচের উদ্দীপকটি পড়
মনিমার কলেজটি ৩ তলা তাদের কম্পিউটার শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল কম্পিউটার একই
নেটওয়ার্কের আওতায় আনবেন।

কলেজটির নেটওয়ার্ক গড়ে উঠতে পারে-- [দি.বাে, ২০১৭]

i. ক্যাবল ব্যবহারের মাধ্যমে।
ii. স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে
iii. রেডিও লিঙ্ক ব্যবহারের মাধ্যমে।

নিচের কোনটি সঠিক?

14 / 50

14. স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করেই ডেটা ট্রান্সমিট করার প্রক্রিয়াকে বলা হয় - ট্রান্সমিশন

15 / 50

15. ডেটা ট্রান্সমিশনের মেথড হলো-
১. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন
২. সিনক্রোনাস ট্রান্সমিশন
৩. আইসোক্রোন্স ট্রান্সমিশন
নিচের কোনটি সঠিক?

16 / 50

16. রেডিও ওয়েভ পাঠানাের জন্য যে এন্টেনার প্রয়ােজন হয়, তার দৈঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের কত ভাগ ?

17 / 50

17. নিচের উদ্দীপকটি পড়
কামাল রেজা সাহেব ঢাকায় অবস্থিত তার অফিসের বিভিন্ন শাখায় তথ্য আদান-প্রদানের জন্য কয়েকটি কম্পিউটারের মধ্যে সংযােগ স্থাপন করলেন। এখন তিনি ডেটার গতি বৃদ্ধির জন্য
কমিউনিকেশনের মাধ্যম পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

কামাল রেজা সাহেবের সিদ্ধান্তের ফলাফল কী হবে?

18 / 50

18. উদ্দীপকের আলােকে
সামিহা তার কম্পিউটারে অনেক নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। পরে সে এমন এক সার্ভিস গ্রহণ করলাে, যা দ্বারা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাৱে আপডেট হয়, উচগতিসম্পন্ন।
কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কম হয়।

উদ্দীপকে ব্যবহৃত সার্ভিসটির ক্ষেত্রে প্রযােজ্য--
i. কোনাে লাইসেন্স ফি প্রয়ােজন হয় না।
i. ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না ।
iii. রক্ষণাবেক্ষণের খরচ নেই।

নিচের কোনটি সঠিক?

19 / 50

19. বিট সিনক্রোনাইজেশনের ওপর ভিত্তি করে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে ভাগ করা হয়েছে ?

20 / 50

20. বিশ্বের কোন দেশে প্রথম 3G প্রযুক্তি চালু হয়?

21 / 50

21. কমিউনিকেশনকে কার্যকর করার জন্য কোনটি ব্যবহার করা হয়?

22 / 50

22. অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি ?

23 / 50

23. ভয়েজ ব্যান্ড এর সর্বচ্চ গতি কত?

24 / 50

24. নিচের উদ্দীপকটি পড়
একটি অফিসের দুটি কক্ষ থেকে দুজন কম্পিউটার অপারেটর একটি প্রিন্টার থেকে প্রিন্ট দিতে পারেন। অফিসের পরিচালক কম্পিউটার ব্যবহার করে বিশেষ ব্যবস্থায় তার ছেলের সাথে প্রবাসী মেয়ের কথা বলিয়ে দিলেন।

উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব– [দি, বাে.-২০১১]
i. স্বল্প প্রযুক্তিতে অধিক সেবা
ii. স্বল্প পরিসরে সীমাবদ্ধ কার্যক্রম
iii. সহজ যােগাযােগ

নিচের কোনটি সঠিক? .

25 / 50

25. GSM এর পূর্ণরূপ হলাে---

26 / 50

26. টেলিভিশন ডেটা ট্রান্সমিশন মােড হচ্ছে--
i. সিমপ্লেক্স ii. মাল্টিকাস্ট
iii. ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক ?

27 / 50

27. কয়েকটি একই প্রটোকলবিশিষ্ট ভিন্ন নেটওয়ার্ক যুক্ত করার জন্য ব্যবহৃত ডিভাইস কোনটি?

28 / 50

28. ডেটা কমিউনিকেশনের মূল উপাদান কতটি?

29 / 50

29. কোন প্রযুক্তির ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ?

30 / 50

30. কোনটি মােবাইল ফোন নেটওয়ার্কের জন্য অপরিহার্য?

31 / 50

31. যখন কপার ওয়্যারসমূহ টুইটেস্ট করা হয়, তখন কি ফলাফল হয় ?

32 / 50

32. প্রােটোকল ট্রান্সলেশনে সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস? [কু, বাে, ২০১৯]

33 / 50

33. RJ45 কানেক্টর ব্যবহার করে ৩০টি কম্পিউটার একটি সুইয়ে সাথে সংযােগ স্থাপন করা হলাে। নেটওয়ার্কটিতে কে টপােলজির ব্যবহার হয়েছে?

34 / 50

34. নিচের উদ্দীপকটি পড়
একটি অফিসের দুটি কক্ষ থেকে দুজন কম্পিউটার অপারেটর একটি প্রিন্টার থেকে প্রিন্ট দিতে পারেন। অফিসের পরিচালক কম্পিউটার ব্যবহার করে বিশেষ ব্যবস্থায় তার ছেলের সাথে
প্রবাসী মেয়ের কথা বলিয়ে দিলেন।

উদ্দীপকে প্রিন্টিং-এর ক্ষেত্রে নেটওয়ার্কের ধরন হলাে- [দি, বাে.-২০১৯]

35 / 50

35. দ্রুতগতির ডেটা ট্রান্সমিশন?

36 / 50

36. বাংলাদেশে থ্রি-জি প্রযুক্তি চালু হয়--

37 / 50

37. কোন প্রজন্মের মােবাইল ফোনে আলট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়?

38 / 50

38. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের সময়ে যে ধরনের ট্রান্সমিশন হয়, তা হচ্ছে--
i. সিনক্রোনাস
ii. ন্যারােব্যান্ড
iii. ফুল-ডুপ্লেক্স।

নিচের কোনটি সঠিক?

39 / 50

39. উদ্দীপকের আলোতে
রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন । যে সকল শিক্ষার্থী ক্লাসে অনুপুস্থিতি থাকে, তাদের অভিভাবকদের SMS এর মাধ্যমে অনুপুস্থিতি বিষয়টি অবহিত করেন ।

উদ্দীপকের আলোতে রায়হান সাহেবের ক্লাস নেয়ার সময় কোনো ধরণের ডাটা ট্রান্সমিশন হয় ?

40 / 50

40. ডেটা ট্রান্সফরমার ও হার 4G নেটওয়ার্কে সর্বোচ্চ কত?

41 / 50

41. মােবাইল ফোনের কোন প্রজন্ম হতে SMS সেবা চালু হয়?

42 / 50

42. ব্লুটুথ-এর ক্ষেত্রে ডেটা ট্রান্সফারে—
i. নিরাপত্তা বজায় থাকে না।
ii. ১০ থেকে ১০০০ মিটার পর্যন্ত রেঞ্জ বজায় থাকে
iii. দেয়াল বা অন্য কিছু প্রতিবন্ধক হবে না।

কোনটি সঠিক ?

43 / 50

43. একটি পিকোনেটে মােট কতটি দাস (Slave) নােড থাকতে পারে? [ম. বে.-২০১১]

44 / 50

44. নেটওয়ার্ক ডিভাইস সমূহের সাধারণ সংযােগ পয়েন্টের নাম কি?

45 / 50

45. কত সালে প্রথম মােবাইল ফোন ব্যবহার শুরু হয়?

46 / 50

46. কোন আদিবাসীরা এখনও ১ ও ২ এর বেশি গুণতে পারে না?

47 / 50

47. কো-এক্সিয়াল ক্যাবল কয় ভাগে বিভক্ত?

48 / 50

48. নিচের উদ্দীপকটি পড়
একটি রুমে থাকা ল্যাপটপগুলাে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়।

উদ্দিপকেকের নেটওয়ার্কটি-- [ঢা. বাে, ২০১৭]
i. ক্যাবলের মাধ্যমে
ii. ক্লায়েন্ট সার্ভার
iii. ওয়াইফাই-এর মাধ্যমে।

নিচের কোনটি সঠিক?

49 / 50

49. কোনটি কো-এক্সিয়াল ক্যাবলের তারকে ঘিরে জড়ানো থাকে ?

50 / 50

50. উদ্দীপকের আলোতে
কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময় তারা কথা বলতে পারে না ।

তারা কোন ডেটা ট্রান্সমিশন মােড ব্যবহার করেন? [কু. বাে. ২০১৬]

Your score is

The average score is 13%

0%

Previous articleকুইজ-18 (451 থেকে 475 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)
Next articleমডেল টেস্ট-03 (তৃতীয় অধ্যায়) সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস