মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

0%
4
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

1 / 50

1. ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কাজ করা সুবিধাজনক, কারণ-- [ঢা, বাে, ২০১৯]

i. শুধুমাত্র নিজস্ব হার্ডওয়্যার প্রয়ােজন
ii. সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
iii. সার্বক্ষণিক ব্যবহার করা যায়।

নিচের কোনটি সঠিক?

2 / 50

2. ডেটা কমিউনিকেশনের প্রধান মাধ্যম কয়টি?

3 / 50

3. ন্যাড়ো ব্যান্ডের সব্বোচ্চ গতি কত?

4 / 50

4. উদ্দীপকটি পড়
রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন । এবং তার থেকে কিছু অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড একই প্রিন্টার থেকে প্রিন্ট দিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সরাসরি কথা বলিয়ে দিলেন।

উদ্দীপকের নেটওয়ার্কের ধরন হচ্ছে—
i. LAN
ii. MAN
iii. WAN

নিচের কোনটি সঠিক ?

5 / 50

5. ফটোডিটেক্টরের কাজ কি?

6 / 50

6. নিচের উদ্দীপকটি পড়
কামাল রেজা সাহেব ঢাকায় অবস্থিত তার অফিসের বিভিন্ন শাখায় তথ্য আদান-প্রদানের জন্য কয়েকটি কম্পিউটারের মধ্যে সংযােগ স্থাপন করলেন। এখন তিনি ডেটার গতি বৃদ্ধির জন্য
কমিউনিকেশনের মাধ্যম পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি--

7 / 50

7. কোন টপােলজিতে দুটি টার্মিনেটর থাকে?

8 / 50

8. 5 কিলােবাইট ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে অসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত? [চ.বো, ২০১৭]

9 / 50

9. কোন নেটওয়ার্ক সিস্টেমের ব্যাপ্তি কয়েক মিটারের মধ্যে সীমাবদ্ধ--

10 / 50

10. Wi-Fi এর ফ্রিকোয়েন্সি কত?

11 / 50

11. ন্যানো ব্যান্ড সর্বনিম্ন স্পিড কত বিপিএস ?

12 / 50

12. নিচের চিত্রটি কোন ডেটা ডেলিভারি মোডের?

13 / 50

13. CAN এর বিস্তিতি কত মিটার পর্যন্ত?

14 / 50

14. উদ্দীপকের আলোতে
দোকানের নিরাপত্তার স্বার্থে রাকিব সাহেব সিসি ক্যামেরা লাগালেন। তিনি যে কোনাে স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে দোকানের অবস্থা দেখতে পারেন। প্রয়োজনে দোকানের কর্মচারীদের মৌখিক নির্দেশনাও দেন। তবে তিনি কথা বলাকালীন কর্মচারীদের কথা শোনা যায় না, আবার কর্মচারীরা কথা বলাকালীন তার কথা কর্মচারীদের কাছে পৌছায় না।

রাকিব সাহেবের ব্যাবহৃত ক্যামেরা নিচের কোনটিকে সমর্থন করেন ? [ম.বো.২০১৯]

15 / 50

15. নিচের উদ্দীপকটি পড়
X তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করায় আটো আপডেট, উচ্চ গতিসম্পন্ন ডিজিটাল সুবিধা পায়।

উদ্দীপকের সার্ভিসটির নাম কী?

16 / 50

16. ট্রান্সমিশন সিষ্টেম থেকে ডেটা সিগনাল গ্রহণ করা কার কাজ?

17 / 50

17. নিচের কোনটি রাউটারের চেয়ে দ্রুতগতিসম্পন্ন?

18 / 50

18. কোন ডেটা ট্রান্সমিশনেকে এক বিটের পর অপর স্থানান্তরিত করে ব্যবহার করা হয়?

19 / 50

19. অপটিক্যাল ফাইবার ক্যাবলের সুবিধা হলো--
i. এর মাধ্যমে দ্রুতগতিতে ডেটা স্থানান্তর কর
ii. এটির রক্ষণাবেক্ষণ সহজতর
iii. এটি বিদ্যুৎ ও চৌম্বকীয় প্রভাবমুক্ত
নিচের কোনটি সঠিক ?

20 / 50

20. ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? [সি, বাে-২০১৯)

21 / 50

21. যখন কপার ওয়্যারসমূহ টুইটেস্ট করা হয়, তখন কি ফলাফল হয় ?

22 / 50

22. ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয়--

23 / 50

23. মাইক্রোওয়েজ প্রযুক্তির অসুবিধা দুর করতে কোন প্রযুক্তি আবশ্যক? [রা. বো ২০১৯]

24 / 50

24. উদ্দীপকের আলোতে
কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন কিন্তু একই সময় তারা কথা বলতে পারে না ।

তারা কোন ডেটা ট্রান্সমিশন মােড ব্যবহার করেন? [কু. বাে. ২০১৬]

25 / 50

25. স্ট্রিমিং মুভির জন্য প্রয়ােজনীয় ব্যান্ডউইথ কত?

26 / 50

26. উদ্দীপকের আলোতে
MTV-এর টকশােতে বিশেষজ্ঞদের একজন ঢাকার বারিধারার বাসা থেকে, একজন চট্টগ্রামের লালখান বাজার থেকে এবং অন্যজন যুক্ত রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে । আলোচনায় ড. আলী রিয়াজের যুক্ত থাকার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তাকে সংযুক্ত করা হয়নি ।

উদ্দীপকে কোন ধরনের ট্রান্সমিশন মােড় তৈরি হয়েছে?

27 / 50

27. চতুর্থ প্রজন্মের স্থির এবং ত্রিমাত্রিক ডিভাইসের ক্ষেত্রে টা রেট কত?

28 / 50

28. কোনটি চতুর্থ প্রজন্মের মােবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য? [সি, বাে, ২০১৭]

29 / 50

29. WiMax কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়?

30 / 50

30. নেটওয়ার্ক সংযুক্ত প্রতিটি যন্ত্রের সংযােগস্থলকে কী বলে?

31 / 50

31. ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার ?

32 / 50

32. VSAT কোথায় স্থাপন করা হয় ?

33 / 50

33. ভয়েজ ব্যান্ড কোথায় ব্যবহার করা হয়?

34 / 50

34. নেটওয়ার্ক ডিভাইস সমূহের সাধারণ সংযােগ পয়েন্টের নাম কি?

35 / 50

35. ইলেক্ট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কমিউনিকেশনের কয়টি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?

36 / 50

36. ন্যারো ব্যান্ড টেলিফোনের ক্ষেত্রে কত হার্টজ ফ্রিকোয়েন্সি প্রদান করা থাকে?

37 / 50

37. উদ্দিপকেকের আলোতে
শাহানা 4G মােবাইল ফোন ব্যবহার করে তার নির্দিষ্ট কিছু বন্ধুকে SMS এর মাধ্যমে একটি বার্তা প্রেরণ করে।

বার্তা জানানাের মােড কোনটি?

38 / 50

38. উদ্দীপকটি পড়--
কুশিয়ারা কলেজে বিভিন্ন বিভাগের কম্পিউটারগুলাে এমনভাবে যুক্ত রয়েছে যেন প্রথম হতে শেষ পর্যন্ত কম্পিউটারগুলাে পরস্পর চক্রাকারে যুক্ত। কিন্তু সময় বাঁচানাের জন্য আইসিটি শিক্ষক নেটওয়ার্ক টপােলজির পরিবর্তন করলেন।

কলেজটিতে কোন ধরনের টপােলজি ব্যবহৃত হয়েছে? [চ.বাে, ২০১৭]

39 / 50

39. আইসিটি বিভাগের শিক্ষক দ্রুত ডেটা আদান-প্রদানের জন্য কোন ধরনের টপােলজি ব্যবহার করেছেন?

40 / 50

40. ডেটা কমিউনিকেশনে রিসিভার হিসেবে কাজ করে
i. মডেম
ii.মোবাইল
iii.টেলিফোন এক্সচেঞ্জ
নিচের কোনটি সঠিক ?

41 / 50

41. কত দূরত্ব পর্যন্ত Wi-Max বেস স্টেশন ইন্টারনেট অ্যাকসেস সুবিধা প্রদান করে?

42 / 50

42. 0.5 Mbps ব্যান্ডউইথ পাওয়া যায়, এমন সার্ভিসগুলাে হলাে –
i. স্ট্রিমিং মিউজিক
ii. স্ট্রিমিং মুভি
iii. ভিওআইপি ফোন কল
নিচের কোনটি সঠিক ?

43 / 50

43. ডেটা কমিউনিকেশনের মিডিয়াম বা মাধ্যম হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?

44 / 50

44. নিচের কোনটি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বুঝায়?

45 / 50

45. ব্রডকাস্ট মােডের উদাহরণ হলাে--- [ব. বাে, ২০১৭]

46 / 50

46. কোটটি ট্রান্সমিশন সিস্টেমের উপাদান?

47 / 50

47. কম্পউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি?

48 / 50

48. Wi-max এর ফ্রিকোয়েন্সি কত?

49 / 50

49. কোন টপােলজির একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে ?

50 / 50

50. WiMAXপ্রযুক্তিতে ব্যাপ্তি এলাকা (মিটারে) কত?

Your score is

The average score is 10%

0%

Previous articleকুইজ-18 (451 থেকে 475 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)
Next articleমডেল টেস্ট-03 (তৃতীয় অধ্যায়) সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস