মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

0%
4
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

1 / 50

1. কৃতিম উপগ্রহের মাধমে সিংনাল আদান প্রদান করা হয় কোনটির ?

2 / 50

2. কোন ক্যাবল ব্যাকবোন ক্যাবল হিসাবে সর্বাধিক ব্যাবহৃত হয় ?

3 / 50

3. Amazon, Microsoft এগুলাে কোন ক্লাউডের অন্তর্ভুক্ত?

4 / 50

4. বুটুথ-এর ব্যাপ্তি কত?

5 / 50

5. HD ভিডিও কনফারেন্সিং-এর জন্য প্রয়ােজনীয় ব্যান্ডউইথ--

6 / 50

6. GSM এর পূর্ণরূপ হলাে---

7 / 50

7. www কোন প্রজন্মের মােবাইল নেটওয়ার্কের বৈশিষ্ট্য?

8 / 50

8. দ্বিতীয় প্রজন্মের মােবাইল ফোনের উল্লেখযােগ্য বৈশিষ্ট্য কী?

9 / 50

9. ডেটা ট্রান্সফরমার ও হার 4G নেটওয়ার্কে সর্বোচ্চ কত?

10 / 50

10. সাবমেরিন ক্যাবল ব্যবহৃত হয়--

11 / 50

11. বিশ্বের কোন দেশে প্রথম 3G প্রযুক্তি চালু হয়?

12 / 50

12. bps এর পূর্ণরূপ কী? [য বাে, ২০১৭]

13 / 50

13. Wi-Fi এর কাভারেজ এরিয়া কত?

14 / 50

14. Bluetooth-এর Bandwidth কত?

15 / 50

15. হাইব্রিড নেটওয়ার্ক কিসের সমন্বয়ে গঠিত?

16 / 50

16. নিচের উদ্দীপকটি পড়
একটি রুমে থাকা ল্যাপটপগুলাে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়।

উদ্দিপকেকের নেটওয়ার্কটি-- [ঢা. বাে, ২০১৭]
i. ক্যাবলের মাধ্যমে
ii. ক্লায়েন্ট সার্ভার
iii. ওয়াইফাই-এর মাধ্যমে।

নিচের কোনটি সঠিক?

17 / 50

17. রিয়েল টাইম অডিও ও ভিডিও ডেটা আদান-প্রদানে কোনটি বেশি ব্যবহৃত হয়?

18 / 50

18. ডেটা কমিউনিকেশনে গন্তব্য হচ্ছে—
i. সার্ভার ।
ii. টেলিফোন।
iii. মােবাইল।
নিচের কোনটি সঠিক?

19 / 50

19. DSL এর পূর্ণরূপ কী?

20 / 50

20. মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কী বলে? [ঢা, ৰাে, ২০১৭]

21 / 50

21. কোটটি ট্রান্সমিশন সিস্টেমের উপাদান?

22 / 50

22. নিচের কোনটি মাল্টিকাস্ট মােডের উদাহরণ নয়?

23 / 50

23. রেডিও সিগন্যাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মােবাইলে ব্যবহৃত হয়?

24 / 50

24. সুইচে সর্বাধিক কয়টি পাের্ট থাকে?

25 / 50

25. কত মিটার দূরত্ব পর্যন্ত থিকনেট ১০ মেগাবাইট ডেটা সহজেই আদান-প্রদান করতে পারে?

26 / 50

26. টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশন বসানাে হয়---
i. মাটিতে
ii. পাহাড়ে
iii বড়ো টাওয়ারে

নিচের কোনটি সঠিক ?

27 / 50

27. সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক? [ব.বাে, ২০১৭]

28 / 50

28. ফুল ডুপ্লেক্স মােডে চলে—
i. ল্যান্ড ফোন।
ii. মােবাইল ফোন
iii. রেডিও ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক?

29 / 50

29. কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত?

30 / 50

30. নিচের কোনটি Modulator ও Demodulator কে বােঝায়?

31 / 50

31. কোনটি তারবিহীন MAN-এর সাথে সম্পর্কিত?

32 / 50

32. কত দূরত্ব পর্যন্ত Wi-Max বেস স্টেশন ইন্টারনেট অ্যাকসেস সুবিধা প্রদান করে?

33 / 50

33. কোন প্রজন্মের মোবাইল ফোনে LTE (long Term Evolution) স্ট্যান্ডার্ড অন্তর্ভুক্ত করা হয়েছে?

34 / 50

34. তিন স্তরবিশিষ্ট তারের কেবল কোনটি ?

35 / 50

35. মডেমের কাজ কি?

36 / 50

36. ডেটা কমিউনিকেশান্স মাধ্যম হচ্ছে-
১. টুইষ্টেড পেয়ার ক্যাবল

২. রেডিও ওয়েভ

৩. মডেম

নিচের কোনটি?

37 / 50

37. টেলিভিশন ডেটা ট্রান্সমিশন মােড হচ্ছে--
i. সিমপ্লেক্স ii. মাল্টিকাস্ট
iii. ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক ?

38 / 50

38. কোন প্রযুক্তির ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ?

39 / 50

39. উদ্দীপকের আলোতে
MTV-এর টকশােতে বিশেষজ্ঞদের একজন ঢাকার বারিধারার বাসা থেকে, একজন চট্টগ্রামের লালখান বাজার থেকে এবং অন্যজন যুক্ত রয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে । আলোচনায় ড. আলী রিয়াজের যুক্ত থাকার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তাকে সংযুক্ত করা হয়নি ।

উদ্দীপকে কোন ধরনের ট্রান্সমিশন মােড় তৈরি হয়েছে?

40 / 50

40. কোন নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ডেটা পরিবহণের সক্ষমতাকে বলে -

41 / 50

41. কোনটি ডেটা প্রেরণের সাথে সম্পর্কিত?

42 / 50

42. কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে?

43 / 50

43. ৩য় প্রজন্মের ডেটা ট্রান্সফারের রেট কত ছিল?

44 / 50

44. ছােট আকারের নেটওয়ার্কে বাস টপোলজির ব্যবহার ---

i. খুব সহজ, সাশ্রয়ী, বিশ্বস্ত
ii. খুব কঠিন, ব্যয়বহুল
iii. খুব সহজ, ব্যয়বহুল, অবিশ্বস্ত।

নিচের কোনটি সঠিক?

45 / 50

45. কোন টপােলজি অন্তঃসংযােগ টপােলজি নামে পরিচিত?

46 / 50

46. কোন টপােলজিতে প্রায় সব ধরনের নেটওয়ার্ক সংযুক্ত থাকে?

47 / 50

47. সবচেয়ে বেশি এলাকা জুড়ে যােগাযােগের পদ্ধতি হলাে—

48 / 50

48. কোনটি নেটওয়ার্ক ডিভাইস নয়?

49 / 50

49. কো-এক্সিয়াল ক্যাবল ব্যাবহৃত হয়-
iবিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে
ii. ক্যাবল টিভি নেটওয়ার্কিং-এ
iii. বৈজ্ঞানিক গবেষণায় বিভিন্ন ল্যাবরেটরিতে

নিচের কোনটি সঠিক ?

50 / 50

50. পাশাপাশি দুটি ভবনের বিভিন্ন তলায় অবস্থিত ৫টি কম্পিউটার
থেকে ১টি প্রিন্টারে প্রিন্ট সুবিধা প্রদান করতে হলে কোন ধরনের প্রযুক্তি সেবা সর্বাধিক যুক্তিযুক্ত? [ম.বাে, ২০১৭]

Your score is

The average score is 10%

0%

Previous articleকুইজ-18 (451 থেকে 475 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)
Next articleমডেল টেস্ট-03 (তৃতীয় অধ্যায়) সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস