মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

0%
4
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

1 / 50

1. ডেটা ট্রান্সমিশনের একককে নিচের কোনটি দ্বারা হিসাব করা হয়?

2 / 50

2. IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কট তৈরি ব্রা যাবে?

3 / 50

3. টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশন বসানাে হয়---
i. মাটিতে
ii. পাহাড়ে
iii বড়ো টাওয়ারে

নিচের কোনটি সঠিক ?

4 / 50

4. ব্যান্ডউইথ কী?

5 / 50

5. ব্রডকাস্ট মােডের উদাহরণ হলাে--- [ব. বাে, ২০১৭]

6 / 50

6. নিচের উদ্দীপকটি পড়
কলেজের বিজ্ঞান ভবনে বিশটি কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত করা হলাে। ২০১৮ সালে শিক্ষা সচিব মহােদয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উক্ত ভবনে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করেন।

উদ্দীপকে বর্ণিত ভবনে ব্যবহৃত নেটওয়ার্কটি কোন ধরনের? [ব, বাে, ২০১৯]

7 / 50

7. Direct to Home (DTH) প্রযুক্তি হলাে--

8 / 50

8. মােবাইল ফোনের কোন প্রজন্ম হতে SMS সেবা চালু হয়?

9 / 50

9. ক্লাউড কম্পিউটিং-এর সার্ভিস মডেলকে কয় ভাগে ভাগ করা হয়?

10 / 50

10. কো-এক্সিয়াল ক্যাবল ব্যাবহৃত হয়-
iবিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে
ii. ক্যাবল টিভি নেটওয়ার্কিং-এ
iii. বৈজ্ঞানিক গবেষণায় বিভিন্ন ল্যাবরেটরিতে

নিচের কোনটি সঠিক ?

11 / 50

11. কোনাে কমিউনিকেশন নেটওয়ার্কের ব্যান্ডউইথ নির্ভর করে –
i. ঐ নেটওয়ার্কে ব্যবহৃত মিডিয়ামের ওপর
ii ঐ নেটওয়ার্কে ব্যবহৃত যন্ত্রপাতির ওপর।
iii ঐ নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যা ও তাদের ব্যবহারের
নিচের কোনটি সঠিক ?

12 / 50

12. নিচের কোনটি Modulator ও Demodulator কে বােঝায়?

13 / 50

13. একই সাথে উভয় প্লে দিয়ে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কী বলে?

14 / 50

14. স্ট্রিমিং মুভির জন্য প্রয়ােজনীয় ব্যান্ডউইথ কত?

15 / 50

15. কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি?

16 / 50

16. বুটুথ-এর ব্যাপ্তি কত?

17 / 50

17. কত মিটার দূরত্ব পর্যন্ত থিকনেট ১০ মেগাবাইট ডেটা সহজেই আদান-প্রদান করতে পারে?

18 / 50

18. উদ্দীপকের আলোতে
রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন । যে সকল শিক্ষার্থী ক্লাসে অনুপুস্থিতি থাকে, তাদের অভিভাবকদের SMS এর মাধ্যমে অনুপুস্থিতি বিষয়টি অবহিত করেন ।

উদ্দীপকের আলোতে রায়হান সাহেবের ক্লাস নেয়ার সময় কোনো ধরণের ডাটা ট্রান্সমিশন হয় ?

19 / 50

19. WAN-এর উদাহরণ কোনটি?

20 / 50

20. নিচের উদ্দীপকটি পড়
একটি অফিসের দুটি কক্ষ থেকে দুজন কম্পিউটার অপারেটর একটি প্রিন্টার থেকে প্রিন্ট দিতে পারেন। অফিসের পরিচালক কম্পিউটার ব্যবহার করে বিশেষ ব্যবস্থায় তার ছেলের সাথে প্রবাসী মেয়ের কথা বলিয়ে দিলেন।

উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব– [দি, বাে.-২০১১]
i. স্বল্প প্রযুক্তিতে অধিক সেবা
ii. স্বল্প পরিসরে সীমাবদ্ধ কার্যক্রম
iii. সহজ যােগাযােগ

নিচের কোনটি সঠিক? .

21 / 50

21. মেশ টপোলজিতে মােট তারের সংখ্যা--

22 / 50

22. কোন নেটওয়ার্ক টপােলজিতে সবচেয়ে বেশি ক্যাবল দরকার হয়?

23 / 50

23. 0.5 Mbps ব্যান্ডউইথ পাওয়া যায়, এমন সার্ভিসগুলাে হলাে –
i. স্ট্রিমিং মিউজিক
ii. স্ট্রিমিং মুভি
iii. ভিওআইপি ফোন কল
নিচের কোনটি সঠিক ?

24 / 50

24. Wi-Fi এর ক্ষেত্রে--
i. ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট
ii. ওয়াই-ফাই হটস্পট
iii. কভারেজ এরিয়া হচ্ছে ১০০ থেকে ৫০০ মিটার
নিচের কোনটি সঠিক ?

25 / 50

25. WiMax কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়?

26 / 50

26. প্যারালাল ডেটা ট্রান্সমিশন ব্যবহৃত হয় —

i. ভিডিও স্ট্রিমিং-এ
ii. কম্পিউটারের সাথে প্রিন্টারের সংযোগে
iii. ইউএসবি পোর্টে

নিচের কোপিনটি সঠিক ?

27 / 50

27. কোনটি কো-এক্সিয়াল ক্যাবলের তারকে ঘিরে জড়ানো থাকে ?

28 / 50

28. VSAT কোথায় স্থাপন করা হয় ?

29 / 50

29. ন্যাড়ো ব্যান্ডের সব্বোচ্চ গতি কত?

30 / 50

30. অপটিক্যাল ফাইবার ক্যাবলের সুবিধা হলো--
i. এর মাধ্যমে দ্রুতগতিতে ডেটা স্থানান্তর কর
ii. এটির রক্ষণাবেক্ষণ সহজতর
iii. এটি বিদ্যুৎ ও চৌম্বকীয় প্রভাবমুক্ত
নিচের কোনটি সঠিক ?

31 / 50

31. মােবাইল শব্দের অর্থ---

32 / 50

32. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? [য, বাে, ২০১৬]

33 / 50

33. উদ্দীপকের আলোতে--
মি: বিশ্বজিত তার অফিসের দশটি কম্পিউটার এমনভাবে করে নেটওয়ার্ক তৈরি করলেন, যাতে প্রথম ও শেষ কম্পিং পরস্পরের সাথে যুক্ত থাকে। হঠাৎ একদিন কম্পিউটার হওয়ায় নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায়। তিনি নেটওয়ার্কটির কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

উদ্দীপকের নেটওয়ার্ক টপােলজিটি কি?

34 / 50

34. গ্রুপ SMS প্রদান হলাে---

35 / 50

35. হটস্পট কী?

36 / 50

36. EC2 কোন কোম্পানির অবকাঠামাে সেবা?

37 / 50

37. উদ্দীপকের আলোতে
দোকানের নিরাপত্তার স্বার্থে রাকিব সাহেব সিসি ক্যামেরা লাগালেন। তিনি যে কোনাে স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে দোকানের অবস্থা দেখতে পারেন। প্রয়োজনে দোকানের কর্মচারীদের মৌখিক নির্দেশনাও দেন। তবে তিনি কথা বলাকালীন কর্মচারীদের কথা শোনা যায় না, আবার কর্মচারীরা কথা বলাকালীন তার কথা কর্মচারীদের কাছে পৌছায় না।

রাকিব সাহেবের ব্যাবহৃত ক্যামেরা নিচের কোনটিকে সমর্থন করেন ? [ম.বো.২০১৯]

38 / 50

38. ভৌগােলিক অবস্থানের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

39 / 50

39. নিচের উদ্দীপকটি পড়
মনিমার কলেজটি ৩ তলা তাদের কম্পিউটার শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল কম্পিউটার একই
নেটওয়ার্কের আওতায় আনবেন।

কলেজটির নেটওয়ার্ক গড়ে উঠতে পারে-- [দি.বাে, ২০১৭]

i. ক্যাবল ব্যবহারের মাধ্যমে।
ii. স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে
iii. রেডিও লিঙ্ক ব্যবহারের মাধ্যমে।

নিচের কোনটি সঠিক?

40 / 50

40. তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে ধাতব তার মাধ্যমে কী পাঠানাে হয়?

41 / 50

41. ইন্টারনেটের গতি বা স্পিড কিসের ওপর নির্ভর করে?

42 / 50

42. কোন প্রজন্মের মােৰাইলের মাধ্যমে 4K বা ভিডিও উপভােগ করা যায়?

43 / 50

43. মিশরীয় সংখ্যা পদ্ধতি ছিল—

44 / 50

44. কোন IEEE টি Wi-Fi স্ট্যান্ডার্ড [দি, বাে. ২০১৬ রা. বাে. ২০১৭]

45 / 50

45. কোন টপােলজির একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে ?

46 / 50

46. সেলুলার ফোনে কোন টপােলজি ব্যবহৃত হয়? [ব.বা. ২০১৯]

47 / 50

47. কীভাৰে আন্তঃমহাদেশীয় অপটিক্যাল ফাইবার সারা বিশ্বে ছড়িয়ে গেছে ?

48 / 50

48. কোন নেটওয়ার্ক সিস্টেমের ব্যাপ্তি কয়েক মিটারের মধ্যে সীমাবদ্ধ--

49 / 50

49. চতুর্থ প্রজন্মের স্থির এবং ত্রিমাত্রিক ডিভাইসের ক্ষেত্রে টা রেট কত?

50 / 50

50. ক্লাউড কম্পিউটারকে প্রধানত কয়ভাগে ভাগ করা যায়?

Your score is

The average score is 10%

0%

Previous articleকুইজ-18 (451 থেকে 475 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)
Next articleমডেল টেস্ট-03 (তৃতীয় অধ্যায়) সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস