মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

0%
4
Created by Liaquat Talukder

মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

1 / 50

1. Bluetooth-এর Bandwidth কত?

2 / 50

2. RJ45 কানেক্টর ব্যবহার করে ৩০টি কম্পিউটার একটি সুইয়ে সাথে সংযােগ স্থাপন করা হলাে। নেটওয়ার্কটিতে কে টপােলজির ব্যবহার হয়েছে?

3 / 50

3. ৫ কিলোবাইট ডেট আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত?

4 / 50

4. দশটি কম্পিউটার একটি তারের সংযুক্ত থাকলে সেটি কোন ধরনের নেটওয়ার্ক? [ম-বাে, ২০১৭]

5 / 50

5. কোন টপােলজিতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পর সরাসরি যুক্ত থাকে?
i. বাস।
ii. রিং
iii. মেশ

নিচের কোনটি সঠিক?

6 / 50

6. Wi-max এর ফ্রিকোয়েন্সি কত?

7 / 50

7. মেশ টপোলজিতে মােট তারের সংখ্যা--

8 / 50

8. IEEE 802.11 প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট বিষয় হলো—
i. ওয়্যারলেস ল্যান প্রযুক্তি ব্যবহৃত হয়
ii. ক্যাবল-এর প্রয়ােজন নেই
iii. ফ্রি ওয়াই-ফাই জোন

নিচের কোনটি সঠিক ?

9 / 50

9. কারা সর্বপ্রথম মােবাইল ফোন ব্যবহার শুরু করে?

10 / 50

10. ভিডিও কনফারেন্সিং-এ ব্যবহৃত ডেটাট্রান্সমিশন মােড় হলাে—-

11 / 50

11. Direct to Home (DTH) প্রযুক্তি হলাে--

12 / 50

12. আইসিটি বিভাগের শিক্ষক দ্রুত ডেটা আদান-প্রদানের জন্য কোন ধরনের টপােলজি ব্যবহার করেছেন?

13 / 50

13. রেডিও ওয়েভ পাঠানাের জন্য যে এন্টেনার প্রয়ােজন হয়, তার দৈঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের কত ভাগ ?

14 / 50

14. কোনটি সবচেয়ে দ্রুতগতির ডেটা ট্রান্সমিটার ?

15 / 50

15. কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে?

16 / 50

16. কত সালে প্রথম মােবাইল ফোন ব্যবহার শুরু হয়?

17 / 50

17. কোনাে কমিউনিকেশন নেটওয়ার্কের ব্যান্ডউইথ নির্ভর করে –
i. ঐ নেটওয়ার্কে ব্যবহৃত মিডিয়ামের ওপর
ii ঐ নেটওয়ার্কে ব্যবহৃত যন্ত্রপাতির ওপর।
iii ঐ নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যা ও তাদের ব্যবহারের
নিচের কোনটি সঠিক ?

18 / 50

18. IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কট তৈরি ব্রা যাবে?

19 / 50

19. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো-

20 / 50

20. টেলিভিশনের রিমােট কন্ট্রোলে ব্যবহৃত হয়- [য.বাে, ২০১৯]

21 / 50

21. নিচের উদ্দীপকটি পড়
মনিমার কলেজটি ৩ তলা তাদের কম্পিউটার শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল কম্পিউটার একই
নেটওয়ার্কের আওতায় আনবেন।

কলেজটির নেটওয়ার্ক গড়ে উঠতে পারে-- [দি.বাে, ২০১৭]

i. ক্যাবল ব্যবহারের মাধ্যমে।
ii. স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে
iii. রেডিও লিঙ্ক ব্যবহারের মাধ্যমে।

নিচের কোনটি সঠিক?

22 / 50

22. ডাটা ট্রান্সমিশন মোড কত প্রকার?

23 / 50

23. 2G সিস্টেমে GPRS প্রতি সেকেন্ডে কত ডেটা রেট প্রদান করে?

24 / 50

24. ক্যাটাগরির ভিত্তিতে টুইস্টেড পেয়ার ক্যাবলের ব্যান্ডউইথ কত হতে পারে?

25 / 50

25. উদ্দীপকের আলোতে
রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন । যে সকল শিক্ষার্থী ক্লাসে অনুপুস্থিতি থাকে, তাদের অভিভাবকদের SMS এর মাধ্যমে অনুপুস্থিতি বিষয়টি অবহিত করেন ।

অনুপস্থিতির বিষয়টি জানানোর জন্য ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো--
i. ইউনিকাস্ট
ii. মাল্টিস্টি
iii. ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক?

26 / 50

26. কোন প্রজন্মের মােবাইল ফোনে আলট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়?

27 / 50

27. মিউনিকেশন সিস্টেমের মাধ্যমে আদান-প্রদান করা--

28 / 50

28. মডেমের কাজ হলাে-- [কু, বাে, ২০১৬]
i. ডেটা পাঠানো
ii. ডেটা গ্রহণ
iii. ডেটা সংরক্ষণ

নিচের কোনটি সঠিক?

29 / 50

29. ব্লুটুথ-এর ক্ষেত্রে ডেটা ট্রান্সফারে—
i. নিরাপত্তা বজায় থাকে না।
ii. ১০ থেকে ১০০০ মিটার পর্যন্ত রেঞ্জ বজায় থাকে
iii. দেয়াল বা অন্য কিছু প্রতিবন্ধক হবে না।

কোনটি সঠিক ?

30 / 50

30. সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের সুবিধা হলাে - [দি. বাে.-২০১১]
i.যন্ত্রপতি তুলনামুলক সহজ ও সাশ্রয়ী
ii.নয়েজের প্রভাব কম
iii. নির্ভরযোগ্য পদ্ধতি

নিচের কোনটি সঠিক ?

31 / 50

31. উদ্দীপকের আলােকে
সামিহা তার কম্পিউটারে অনেক নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। পরে সে এমন এক সার্ভিস গ্রহণ করলাে, যা দ্বারা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাৱে আপডেট হয়, উচগতিসম্পন্ন।
কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কম হয়।

উদ্দীপকে ব্যবহৃত সার্ভিসটির ক্ষেত্রে প্রযােজ্য--
i. কোনাে লাইসেন্স ফি প্রয়ােজন হয় না।
i. ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না ।
iii. রক্ষণাবেক্ষণের খরচ নেই।

নিচের কোনটি সঠিক?

32 / 50

32. মােবাইলের উন্নতির সময়কালকে কয়টি প্রজন্মে ভাগ করা হয়েছে?

33 / 50

33. কোন ডিভাইসটি ‘ফুল ডুপ্লেক্স মােডে কাজ করে?

34 / 50

34. ইন্টারনেটের গতি বা স্পিড কিসের ওপর নির্ভর করে?

35 / 50

35. কোটটি ট্রান্সমিশন সিস্টেমের উপাদান?

36 / 50

36. উদ্দীপকের আলােকে
কবির সাহেব ৫০০ জিবি হার্ডডিস্ক সম্বলিত একটি কম্পিউটার ব্যবহার করেন। হার্ডডিস্ক নষ্ট হয় এটা জানতে পেরে তিনি তার
কম্পিউটারে রাখা তথ্যগুলাে নিয়ে উদ্বিগ্ন।

কবির সাহেব এ তথ্যের নিরাপত্তার জন্য-- [ম, বাে, ২০১৬]
i. সিডিতে সকল তথ্য কপি করে রাখতে পারেন।
ii. অন্য একটি হার্ডডিস্কে তথ্যগুলাে কপি করে রাখতে পারেন।
iii. তার হার্ডডিস্ক সঠিকভাবে ব্যবহার করতে পারেন।
নিচের কোনটি সঠিক ?

37 / 50

37. CAN এর বিস্তিতি কত মিটার পর্যন্ত?

38 / 50

38. চতুর্থ প্রজন্মের মােৰাইল প্রযুক্তির সফল বাস্তবায়ন হলো--
i WiMax
ii. 3GPP LTE
iii. Wi-Fi

নিচের কোনটি সঠিক?

39 / 50

39. একটি সুইচ দিয়ে কয়টি LAN তৈরি করা যায়?

40 / 50

40. মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কী বলে? [ঢা, ৰাে, ২০১৭]

41 / 50

41. Wi-Max এর স্ট্যান্ডার্ড কত?

42 / 50

42. কোনটি টপােলজি নির্দেশ করে?

43 / 50

43. কীবোর্ড থেকে সিপিইউতে ডেটা স্থানান্তরের সময় ব্যবহৃত ট্রান্সমিশনের বৈশিষ্ট হলো--
i. ডেটা ব্লক অকিারে স্থনিন্তিরিত হয়
ii. যে কোনো সময় ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে।
iii. প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়ােজন হয় না
নিচের কোনটি সঠিক ?

44 / 50

44. ব্রড ব্যান্ডের ব্যান্ডউইথ কত?

45 / 50

45. হার্ডওয়্যার রিসাের্স শেয়ারে প্রিন্টারটি কীসের সাথে সংযুক্ত থাকে?

46 / 50

46. ডেটা কমিউনিকেশনের মিডিয়াম বা মাধ্যম হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়?

47 / 50

47. কোনটি কো-এক্সিয়াল ক্যাবলের সুবিধা?

48 / 50

48. কোনটি ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার?

49 / 50

49. কোনটি Network Topology?

50 / 50

50. দুই বা ততােধিক ক্লাউডকে একত্রে কী বলে?

Your score is

The average score is 10%

0%

Previous articleকুইজ-18 (451 থেকে 475 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)
Next articleমডেল টেস্ট-03 (তৃতীয় অধ্যায়) সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস