মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং 0% 4 Created by Liaquat Talukder মডেল টেস্ট-02 ( দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং 1 / 50 1. Bluetooth-এর Bandwidth কত? a. 1 Mbps b. 2Mbps c. 10 Mbps d. 5 Mbps 2 / 50 2. RJ45 কানেক্টর ব্যবহার করে ৩০টি কম্পিউটার একটি সুইয়ে সাথে সংযােগ স্থাপন করা হলাে। নেটওয়ার্কটিতে কে টপােলজির ব্যবহার হয়েছে? a. বাস b. রিং c. স্টার d. মেশ 3 / 50 3. ৫ কিলোবাইট ডেট আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত? a. ৭২.৭৩% b. ৭৭.২৩% c. ৯৫.২৪% d. ৯০.২৫% 4 / 50 4. দশটি কম্পিউটার একটি তারের সংযুক্ত থাকলে সেটি কোন ধরনের নেটওয়ার্ক? [ম-বাে, ২০১৭] a. স্টার b. বাস c. রিং d. হাইব্রিড 5 / 50 5. কোন টপােলজিতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পর সরাসরি যুক্ত থাকে?i. বাস।ii. রিংiii. মেশ নিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. i ও ii c. i d. ii ও iii 6 / 50 6. Wi-max এর ফ্রিকোয়েন্সি কত? a. 1- 10 GHz b. 2-20 GHz c. 2-42 GHz d. 2–66 GHz 7 / 50 7. মেশ টপোলজিতে মােট তারের সংখ্যা-- a. (n -2) b. n(n -1) c. (n-1) d. n(n -1) / 2 8 / 50 8. IEEE 802.11 প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট বিষয় হলো—i. ওয়্যারলেস ল্যান প্রযুক্তি ব্যবহৃত হয়ii. ক্যাবল-এর প্রয়ােজন নেইiii. ফ্রি ওয়াই-ফাই জোননিচের কোনটি সঠিক ? a. i,ii ও iii b. ii ও iii c. i ও iii d. i 9 / 50 9. কারা সর্বপ্রথম মােবাইল ফোন ব্যবহার শুরু করে? a. ইংল্যান্ডের রানি b. মার্কিন সামরিক বাহিনী c. রাশিয়ার প্রেসিডেন্ট d. জাপানের রাজা 10 / 50 10. ভিডিও কনফারেন্সিং-এ ব্যবহৃত ডেটাট্রান্সমিশন মােড় হলাে—- a. ব্রডকাস্ট b. ইউনিকাস্ট c. সিমপ্লেক্স d. মাল্টিকাস্ট 11 / 50 11. Direct to Home (DTH) প্রযুক্তি হলাে-- a. বাড়িতে সৌর বিদ্যুৎ সরবরাহ প্রযুক্তি b. সরাসরি তথ্যের আদান-প্রদান প্রযুক্তি c. হােম থিয়েটার প্রযুক্তি d. স্যাটেলাইট টিভি প্রযুক্তি 12 / 50 12. আইসিটি বিভাগের শিক্ষক দ্রুত ডেটা আদান-প্রদানের জন্য কোন ধরনের টপােলজি ব্যবহার করেছেন? a. স্টার b. রিং c. বাস d. মেশ 13 / 50 13. রেডিও ওয়েভ পাঠানাের জন্য যে এন্টেনার প্রয়ােজন হয়, তার দৈঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের কত ভাগ ? a. ১/৮ b. ১/২ c. ২ d. ১/৪ 14 / 50 14. কোনটি সবচেয়ে দ্রুতগতির ডেটা ট্রান্সমিটার ? a. লার্জ ব্যান্ড b. ভয়েস ব্যান্ড c. ব্রড ব্যান্ড d. নেরো ব্যান্ড 15 / 50 15. কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে? a. Broad cast b. Full duplex c. Half duplex d. Simplex 16 / 50 16. কত সালে প্রথম মােবাইল ফোন ব্যবহার শুরু হয়? a. ১৯৫৬ b. ১৯৪০ c. ১৯৭০ d. ১৯৫০ 17 / 50 17. কোনাে কমিউনিকেশন নেটওয়ার্কের ব্যান্ডউইথ নির্ভর করে –i. ঐ নেটওয়ার্কে ব্যবহৃত মিডিয়ামের ওপরii ঐ নেটওয়ার্কে ব্যবহৃত যন্ত্রপাতির ওপর।iii ঐ নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যা ও তাদের ব্যবহারেরনিচের কোনটি সঠিক ? a. i ও iii b. ii ও iii c. i d. i,ii ও iii 18 / 50 18. IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন নেটওয়ার্কট তৈরি ব্রা যাবে? a. PAN b. MAN c. LAN d. CAN 19 / 50 19. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো- a. ডেটা ট্রান্সমিশনের গতি বেশি b. ব্লক আকারে ডেটা প্রেরিত হয় c. প্রাইমারি স্টোরেজ ডিভাইজের প্রয়োজন হয় না d. স্যাটেলাইটে ব্যবহার অধিক উপযোগী 20 / 50 20. টেলিভিশনের রিমােট কন্ট্রোলে ব্যবহৃত হয়- [য.বাে, ২০১৯] a. Infrared b. Bluetooth c. Microwave d. Radio wave 21 / 50 21. নিচের উদ্দীপকটি পড়মনিমার কলেজটি ৩ তলা তাদের কম্পিউটার শিক্ষক সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল কম্পিউটার একইনেটওয়ার্কের আওতায় আনবেন। কলেজটির নেটওয়ার্ক গড়ে উঠতে পারে-- [দি.বাে, ২০১৭]i. ক্যাবল ব্যবহারের মাধ্যমে।ii. স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমেiii. রেডিও লিঙ্ক ব্যবহারের মাধ্যমে।নিচের কোনটি সঠিক? a. i b. ii ও iii c. i,ii ও iii d. i ও iii 22 / 50 22. ডাটা ট্রান্সমিশন মোড কত প্রকার? a. ৬ b. ৫ c. ৩ d. ২ 23 / 50 23. 2G সিস্টেমে GPRS প্রতি সেকেন্ডে কত ডেটা রেট প্রদান করে? a. 56-114 bit b. 56-114 Mbit c. 56-114 Kbit d. 56-114 Gbit 24 / 50 24. ক্যাটাগরির ভিত্তিতে টুইস্টেড পেয়ার ক্যাবলের ব্যান্ডউইথ কত হতে পারে? a. 20 mibps -2 Gbps b. 20 mibps -1 Gbps c. 30 mibps -3 Gbps d. 10 mbps -1 Gbps 25 / 50 25. উদ্দীপকের আলোতেরায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন । যে সকল শিক্ষার্থী ক্লাসে অনুপুস্থিতি থাকে, তাদের অভিভাবকদের SMS এর মাধ্যমে অনুপুস্থিতি বিষয়টি অবহিত করেন । অনুপস্থিতির বিষয়টি জানানোর জন্য ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো--i. ইউনিকাস্টii. মাল্টিস্টিiii. ব্রডকাস্টনিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. i c. i ও iii d. i ও ii 26 / 50 26. কোন প্রজন্মের মােবাইল ফোনে আলট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়? a. ১ম b. ২য় c. ৪র্থ d. ৩য় 27 / 50 27. মিউনিকেশন সিস্টেমের মাধ্যমে আদান-প্রদান করা-- a. বিট b. রেকর্ড c. তথ্য d. ফাইল 28 / 50 28. মডেমের কাজ হলাে-- [কু, বাে, ২০১৬]i. ডেটা পাঠানোii. ডেটা গ্রহণiii. ডেটা সংরক্ষণ নিচের কোনটি সঠিক? a. i ও iii b. i,ii ও iii c. i ও ii d. ii ও iii 29 / 50 29. ব্লুটুথ-এর ক্ষেত্রে ডেটা ট্রান্সফারে—i. নিরাপত্তা বজায় থাকে না।ii. ১০ থেকে ১০০০ মিটার পর্যন্ত রেঞ্জ বজায় থাকেiii. দেয়াল বা অন্য কিছু প্রতিবন্ধক হবে না।কোনটি সঠিক ? a. i b. i,ii ও iii c. ii ও iii d. i ও iii 30 / 50 30. সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের সুবিধা হলাে - [দি. বাে.-২০১১]i.যন্ত্রপতি তুলনামুলক সহজ ও সাশ্রয়ীii.নয়েজের প্রভাব কমiii. নির্ভরযোগ্য পদ্ধতি নিচের কোনটি সঠিক ? a. i ও iii b. ii ও iii c. i,ii ও iii d. i 31 / 50 31. উদ্দীপকের আলােকেসামিহা তার কম্পিউটারে অনেক নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। পরে সে এমন এক সার্ভিস গ্রহণ করলাে, যা দ্বারা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাৱে আপডেট হয়, উচগতিসম্পন্ন।কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কম হয়। উদ্দীপকে ব্যবহৃত সার্ভিসটির ক্ষেত্রে প্রযােজ্য--i. কোনাে লাইসেন্স ফি প্রয়ােজন হয় না।i. ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না ।iii. রক্ষণাবেক্ষণের খরচ নেই।নিচের কোনটি সঠিক? a. i ও ii b. i c. i,ii ও iii d. ii ও iii 32 / 50 32. মােবাইলের উন্নতির সময়কালকে কয়টি প্রজন্মে ভাগ করা হয়েছে? a. ৮টি b. ৯টি c. ৬টি d. ৫টি 33 / 50 33. কোন ডিভাইসটি ‘ফুল ডুপ্লেক্স মােডে কাজ করে? a. ওয়াকি-টকি b. সবগুলাে c. মােবাইল ফোন d. রেডিও ব্রডকাস্টিং যন্ত্রাংশ 34 / 50 34. ইন্টারনেটের গতি বা স্পিড কিসের ওপর নির্ভর করে? a. ব্যান্ডউইথ b. রাউটার c. কম্পিউটার d. মডেম 35 / 50 35. কোটটি ট্রান্সমিশন সিস্টেমের উপাদান? a. পারসোনাল ডিজিটাল b. জিপিএস c. রিসিভার d. ডেটা 36 / 50 36. উদ্দীপকের আলােকেকবির সাহেব ৫০০ জিবি হার্ডডিস্ক সম্বলিত একটি কম্পিউটার ব্যবহার করেন। হার্ডডিস্ক নষ্ট হয় এটা জানতে পেরে তিনি তারকম্পিউটারে রাখা তথ্যগুলাে নিয়ে উদ্বিগ্ন। কবির সাহেব এ তথ্যের নিরাপত্তার জন্য-- [ম, বাে, ২০১৬]i. সিডিতে সকল তথ্য কপি করে রাখতে পারেন।ii. অন্য একটি হার্ডডিস্কে তথ্যগুলাে কপি করে রাখতে পারেন।iii. তার হার্ডডিস্ক সঠিকভাবে ব্যবহার করতে পারেন।নিচের কোনটি সঠিক ? a. i,ii ও iii b. ii ও iii c. i d. i ও iii 37 / 50 37. CAN এর বিস্তিতি কত মিটার পর্যন্ত? a. ১-১০ কি.মি. b. ১-৭ কি.মি. c. ১-১০০ কি.মি d. ১-৫ কি.মি 38 / 50 38. চতুর্থ প্রজন্মের মােৰাইল প্রযুক্তির সফল বাস্তবায়ন হলো--i WiMaxii. 3GPP LTEiii. Wi-Fi নিচের কোনটি সঠিক? a. i b. i,ii ও iii c. i ও ii d. i ও iii 39 / 50 39. একটি সুইচ দিয়ে কয়টি LAN তৈরি করা যায়? a. ১টি b. ২টি c. ৪টি d. ৩টি 40 / 50 40. মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কী বলে? [ঢা, ৰাে, ২০১৭] a. হাফ ডুপ্লেক্স b. ব্রডকাস্ট c. মডুলেশন d. ডিমডুলেশন 41 / 50 41. Wi-Max এর স্ট্যান্ডার্ড কত? a. 802.16 GHz b. 802.11a GHz c. 802.11 GHz d. 802.15 GHz 42 / 50 42. কোনটি টপােলজি নির্দেশ করে? a. মেশ b. বাস c. ট্রি d. হাইব্রিড 43 / 50 43. কীবোর্ড থেকে সিপিইউতে ডেটা স্থানান্তরের সময় ব্যবহৃত ট্রান্সমিশনের বৈশিষ্ট হলো--i. ডেটা ব্লক অকিারে স্থনিন্তিরিত হয়ii. যে কোনো সময় ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে।iii. প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়ােজন হয় নানিচের কোনটি সঠিক ? a. ii ও iii b. i,ii ও iii c. i d. i ও iii 44 / 50 44. ব্রড ব্যান্ডের ব্যান্ডউইথ কত? a. 45-300 bps এর মধ্যে b. ১ mbps বা তার অধিক c. ৯৬০০ bps d. 45 bps এর কম 45 / 50 45. হার্ডওয়্যার রিসাের্স শেয়ারে প্রিন্টারটি কীসের সাথে সংযুক্ত থাকে? a. সার্ভার কম্পিউটার b. গেটওয়ে c. ক্লায়েন্ট কম্পিউটার d. রাউটার 46 / 50 46. ডেটা কমিউনিকেশনের মিডিয়াম বা মাধ্যম হিসেবে নিচের কোনটি ব্যবহার করা হয়? a. টেলিফোন b. মাইক্রোওয়েভ c. রাউটার d. মডেম 47 / 50 47. কোনটি কো-এক্সিয়াল ক্যাবলের সুবিধা? a. সিগন্যাল ট্রান্সমিট অপেক্ষাকৃত কম b. ডেটা ট্রান্সফার রেট কম c. ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম d. টুইস্টেড পেয়ার ক্যাবলের চেয়ে গতি কম 48 / 50 48. কোনটি ডেটা কমিউনিকেশনের ট্রান্সমিটার? a. ক্যামেরা b. মডেম c. রাউটার d. মাক্রোওভের 49 / 50 49. কোনটি Network Topology? a. LAN b. MAN c. BUS d. WAN 50 / 50 50. দুই বা ততােধিক ক্লাউডকে একত্রে কী বলে? a. পাবলিক b. হাইব্রিড c. প্রাইভেট d. কমিউনিটি Your score isThe average score is 10% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Share this:FacebookX