কারমাইকেল কলেজ,রংপুর ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।

১. sqrt ( ) ফাংশনের হিডার ফাইল কোনটি?
২. অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে?
৩. মেশিন ভাষায় অনুদিত হয় কোনটি?
৪. HTTP এর পূর্ণরূপ কী?
৫. ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করার প্রযুক্তি কোনটি?
F=ABC+ABC এর সরলীকৃত মান কোনটি?
৭. ক্রায়োসার্জরীতে ব্যবহৃত হয়-
৮. মোবাইল কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়?

৯. বিট বিসক্রোনাইজেশন হচ্ছে-

i. বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি

ii. বিটের শুরু এবং শেষ বুঝতে পারা

iii. ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি পাওয়া

নিচের কোনটি সঠিক ?

১০. মডেমের কাজ হলো-

i. ডেটা পাঠানো

ii. ডেটা গ্রহণ

iii. ডেটা সংরক্ষণ

নিচের কোনটি সঠিক ?

১১. স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়?

§ নিচের চিত্রটি লক্ষ কর এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও।

১২. উপরের চিত্রটি কোন গেটের সমতুল্য?

১৩. Y এর মান 1 হবে যদি

i. A = 0, B = 1

ii. A = 0, B = 0

iii. A = 1, B = 0

নিচের কোনটি সঠিক ?

(২৭৫)১০ এর সমতূল্য BCD কোড কত?

১৫. HTML এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন এট্রিবিউট প্রয়োজন?
১৬. সুডো শব্দের অর্থ হলো-

১৭. ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে-

i. কম্পিউটার

ii. ক্রায়োপ্রাব

iii. রোবট

নিচের কোনটি সঠিক?

১৮. কোনটি সি-ভাষায় ব্যবহৃত কীওয়ার্ড?
১৯. ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিংট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে?

২০. লজিক্যাল 1 হচ্ছে-

i. True

ii. High

iii. Low

নিচের কোনটি সঠিক?

২১. কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে-

i. if

ii.switch

iii. for

নিচের কোনটি সঠিক?

২২. URL এর প্রথম অংশের নাম কি?

নিচের উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও।

৫০ জন ছাত্র ও ২৫ জন ছাত্রীর তথ্য রয়েছে। প্রত্যেক রেকর্ডে একটি ডেটাবেজে রোল, নাম, জন্ম তারিখ এবং এচঅ নামক চারটি ফিল্ড আছে।

২৩. উদ্দীপকে কতটি রেকর্ড এর উল্লেখ রয়েছে-

২৪. প্রাইমারি কী হিসেবে ব্যবহৃত হতে পারে-

i. Roll

ii. Name

iii. GPA

নিচের কোনটি সঠিক?

২৫. কোনটি ডিএনএ-এর নতুন সিকুয়েন্স তৈরির প্রযুক্তি?
কারমাইকেল কলেজ,রংপুর ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}
Previous articleক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ,রংপুর ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।
Next articleদিনাজপুর সরকারি সিটি কলেজ,দিনাজপুর ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।