দিনাজপুর সরকারি সিটি কলেজ,দিনাজপুর ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।

১. রোগী দূরের ডাক্তারের কাছে থেকে সেবা পেতে পারে কোনটির মাধ্যমে?
২. কোনটির অবদান বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি?
৩. নিচের কোনটি জীবদেহের ডিএনএ (DNA)-এর বিভাজিত একক বৈশিষ্ট্য নির্দেশক?

৪. কম্পিউটার অপরাধের অর্ন্তভুক্ত বিষয় হলো-

i. সফটওয়্যার পাইরেসি

ii. প্লেজিয়ারিজম

iii. ডেটা চুরি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৫. নিচের কোন পদ্ধতিতে প্রেরক কম্পিউটার হতে ডেটা গ্রাহক কম্পিউটারে ক্যারেকটার ট্রান্সমিট হয়?
৬. সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটি?

৭. ওয়াই-ম্যাক্স হলো-

i. এক ধরনের তারবিহীন নেটওয়ার্ক

ii. বিনা তারে ব্রড ব্যান্ড সেবা দেওয়ার প্রযুক্তি

iii. একাধিক ডিজিটাল ডিভাইসে ডেটা স্থানান্তরের প্রযুক্তি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৮. (২৬) এর বাইনারি মান কত?

৯. ১১০০ ও ১১১ এর বাইনারি যোগফল কত?

১০. (১F)১৬ এর সাথে ১ যোগ করলে যোগফল কত হবে?

A+B=A.B সূত্রটি কে প্রদান করেন?
4 ইনপুট বিশিষ্ঠ OR গেইটের ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক?
চিত্রে F এর মান কত?
১৪. মার্কআপ ল্যাংগুয়েজ কোনটি?
১৫. HTML এর পরবর্তী লাইন বা ব্রেকে যাওয়ার জন্য কোন Tag ব্যবহার করা হয়?

১৬. টপ লেভেল ডোমেইন নেম হলো-

i. com

ii. edu

iii. org

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

১৭. নিচের কোনটি ছাড়া কম্পিউটার কোনো কাজই করতে পারে না?
১৮. প্রবাহচিত্রে প্রক্রিয়াকরণ প্রতীক কোনটি?

১৯. মেমোরি অ্যাড্রেস নিয়ে সরাসরি কাজ হয়-

i. মেশিন ভাষায়

ii. অ্যাসেম্বলি ভাষায়

iii. C-তে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও :

# include<stdio.h>

main ( )

{

int a=3,b;

b=2a

printf("%d,b);

}

২০. প্রোগ্রাম রান করলে b এর মান কত হবে?

২১. প্রোগ্রাম রান করলে আউটপুট মান ৩ তবে যখন-

i. b=a+

ii. b=a-

iii. b+=a

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২২. কম্পাইলারের মাধ্যমে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে বলা হয়-
C++ এর সমস্যা যুক্তি বৈশিষ্ট্যগুলোকে বাদ দিয়ে নিচের কোনটি ডেভলপ করা হয়েছে?
২৪. মাউস সরানো, ক্লিক করা কোনটির সাথে সম্পর্কিত?
২৫. চলকের কাজ শেষ হবার পরও মান সংরক্ষণের জন্য ব্যবহার করা হয় কোন কী-ওয়ার্ড?
দিনাজপুর সরকারি সিটি কলেজ,দিনাজপুর ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}
Previous articleকারমাইকেল কলেজ,রংপুর ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।
Next articleদিনাজপুর সরকারি কলেজ,দিনাজপুর ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।