মডেল টেস্ট-10 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । 0% 77 মডেল টেস্ট-01 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । NameEmailPhone Number 1 / 25 1. নিচের উদ্দীপকটি পড়সাকিব নতুন ওয়েবপেজ ডিজাইনার। সে HTML ব্যবহার করে কাজ করে। সম্প্রতি সে ওয়েবপেজে হাইপারলিংক ব্যবহার করারপদ্ধতিটি শিখেছে। সাকিব সম্প্রতি যে পদ্ধতিটি শিখেছে, তার মাধ্যমে সেওয়েবপেজ–i. সমৃদ্ধ করতে পারবেii. তথ্যবহুল করে তুলতে পারবেiii. দৃষ্টিনন্দন করতে পারবেনিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. i ও iii c. i ও ii d. ii ও ii 2 / 25 2. টেবিল তৈরিতে কোন ট্যাগ ব্যবহৃত হয়? [বি. বাে-১৬] i.ii. iii. নিচের কোনটি সঠিক? a. i,ii ও iii b. i ও iii c. i d. ii ও iii 3 / 25 3. নিচের উদ্দীপকটি পড়মি কালাম তার ওয়েব পেজে ইমেজ সংযোগিত করলেন । কিন্তু কোনভাবেই ব্রাউজারে তার সংযােজিত ইমেজটি প্রদর্শিত হচ্ছে না ।মি. কালাম এর সঠিক ফলাফল না পাওয়ার কারণ গুলো—i. ফাইলের নাম লিখতে ভুল করাii. ব্রাউজার সাপাের্ট না করাiii. সঠিক লােকেশন ব্যবহার না করানিচের কোনটি সঠিক? a. i ও iii b. i,ii ও iii c. i d. i ও ii 4 / 25 4. সংখ্যা, অক্ষর, বিশেষ চিহ্ন ইত্যাদি নির্দেশ করার জন্য ব্যবহৃত হয় কোনটি? a. কোড b. আইপি c. বিট d. বাইট 5 / 25 5. যদি P,Q,R,S চারটি বুলিয়ান চলক হয়, তবে এদের দ্বারা সর্বোচ্চ কয়টি কম্বিনেশন তৈরি করা সম্ভব? a. 2 b. ৪ c. ১৬ d. ৩২ 6 / 25 6. বুলিয়ান গুণ 1.1 = কত? a. 3 b. 1 c. 5 d. 6 7 / 25 7. নিচের উদ্দীপকটি পড়'Q' নির্বাচনী পরীক্ষায় ICT বিষয়ে (100)₈ নম্বর পেয়েছে।উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির আগের সংখ্যা কত? (ব, বাে. ২০১৯) a. (77)₈ b. (55)₈ c. (64)₈ d. (66)₈ 8 / 25 8. সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগ করা যায়? a. ৮ b. ৩ c. ২ d. ১০ 9 / 25 9. ডিকোডারের ইনপুট সংখ্যা 4 হলে আউটপুট হবে-- [কু, বাে, ২০১৭] a. ৬৬ b. ৩৫ c. ৩২ d. ১৬ 10 / 25 10. BCD কোডের মধ্যে কোনটি বেশি ব্যবহৃত ও জনপ্রিয়? a. BCD 5421 b. BCD 8421 c. BCD 7421 d. BCD 2421 11 / 25 11. এক বা একাধিক রেকর্ড নিয়ে কি গঠিত হয়? [চ, বা, ২০১৬] a. ফিল্ড b. ডেটাবেজ c. টেবিল d. কী ফিল্ড 12 / 25 12. ডেটা এনক্রিপশন ও ডিক্রিপশনের নিয়ম কোনটি? [য, বাে, ২০১৬)] a. সাইটোগ্রাফি b. ক্রিপ্টোগ্রাফি c. সাইবারনেট্রিক্স d. ইনফরমেট্রিক্স 13 / 25 13. পাশাপাশি দুটি ভবনের বিভিন্ন তলায় অবস্থিত ৫টি কম্পিউটারথেকে ১টি প্রিন্টারে প্রিন্ট সুবিধা প্রদান করতে হলে কোন ধরনের প্রযুক্তি সেবা সর্বাধিক যুক্তিযুক্ত? [ম.বাে, ২০১৭] a. MAN b. WAN c. PAN d. LAN 14 / 25 14. কত কিলােমিটার পর পর টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশনে রিপিটার বসাতে হয় ? a. ২০-৩০ b. ৪০-৫০ c. ১০-৫০ d. ১০-২০ 15 / 25 15. একটি সুইচ দিয়ে কয়টি LAN তৈরি করা যায়? a. ৪টি b. ৩টি c. ১টি d. ২টি 16 / 25 16. ওয়াইম্যাক্স হলাে—i. এক ধরনের তারবিহীন নেটওয়ার্কii. বিনা তারে ব্রডব্যান্ড সেবা দেবার প্রযুক্তিiii. একাধিক ডিজিটাল ডিভাইসে ডেটা স্থানান্তরের প্রযুক্তি নিচের কোনটি সঠিক? a. iii b. i ও iii c. i,ii ও iii d. i ও ii 17 / 25 17. কোন টপােলজিতে দুটি টার্মিনেটর থাকে? a. হাইব্রিড b. স্টার c. বাস d. রিং 18 / 25 18. ব্রড ব্যান্ডের ব্যান্ডউইথ কত? a. 45 bps এর কম b. ১ mbps বা তার অধিক c. ৯৬০০ bps d. 45-300 bps এর মধ্যে 19 / 25 19. কোন সায়েন্স ফিকশন রাইটার সর্বপ্রথম রােবটিক্স শব্দটি ব্যবহার করেন ? a. আইজ্যাক অসিমভ b. জুলভার্ন c. জ্যাক উইলিয়ামসন d. কারেল কাপে 20 / 25 20. যান পরিবহনের ক্ষেত্রে দেশে অসংখ্য মানুষের কর্মসন্থান করে দিয়েছে ---i. পাঠাও ii. উবারiii. উবারপুল নিচের কোনটি সঠিক ? a. ii ও iii b. i ও ii c. i, ii ও iii d. i 21 / 25 21. ন্যানো রোবট-এর ব্যবহার ক্ষেত্র কোনটি ? a. এনজিওগ্রাম b. অপারেশন c. এনজিওপ্লাস্টি d. ডায়াগনোসিস 22 / 25 22. মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? [ঢা, বাে, ২০১৭] a. কৃত্রিম বুদ্ধিমত্তা b. ন্যানােটেকনােলজি c. রােবটিক্স d. ভার্চুয়াল রিয়েলিটি 23 / 25 23. রােবট শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে ? a. স্প্যানিশ b. ল্যাটিন c. গ্রিক d. স্লাভিক 24 / 25 24. ই-মেইল কে আবিষ্কার করেন? a. এএম পনিয়াটফ b. আর্থার উইয়ান c. রে টমলিনসন d. অটো রােয়েডারার 25 / 25 25. সি প্রােগ্রামিং-এ কোন স্টেটমেন্টটি নির্বাহযােগ্য নয়? a. #include b. main() c. /*its a program*/ d. printf(); Your score isThe average score is 38% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz Share this:FacebookX RELATED ARTICLESMORE FROM AUTHOR মডেল টেস্ট-09 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । মডেল টেস্ট-08 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । মডেল টেস্ট-07 ( সব অধ্যায় ) বোর্ড প্রশ্ন যেমন হবে । Go to mobile version