২. বিশ্বগ্রাম বলতে বোঝায়-
i. রিয়েল টাইম সেবা বিনিময়
ii. তথ্য ও বিনোদনের সহজলভ্যতা
iii. বিশ্বের গ্রামসমূহের আন্তঃসম্পর্ক
নিচের কোনটি সঠিক?
৩. বিশেষ হেলমেট, বিশেষ গ্লাভস ও পায়ে বিশেষ যন্ত্রপাতিসম্পন্ন জুতো পরতে হয়-
i. ভার্চুয়াল রিয়েলিটির অনুভূতি রপ্ত করতে
ii. ভার্চুয়াল রিয়েলিটির অনুভূতি রপ্ত করতে
iii. ভার্চুয়ার রিয়েলিটির ঝুঁকি হতে মুক্ত থাকতে
নিচের কোনটি সঠিক ?
৭. বিট সিনক্রোনাইজেশন হচ্ছে-
i. বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি
ii. বিটের শুরু এবং শেষ বুঝতে পারা
iii. ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি পাওয়া
নিচের কোনটি সঠিক?
৯. একটি দালানের উপর তলায় যন্ত্রপাতি সহ একটি এ্যান্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে। উক্ত আকাশমুখী যন্ত্রের ব্যবহার-
i. টেলিভিশনের সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে
ii. আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে
iii. আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক ?
১১. মেশিন ল্যাঙ্গুয়েজ গঠিত হয়-
i. দুটি সংকেতের মাধ্যমে
ii. ০ ও ১ এর মাধ্যমে
iii. OFF ও ON এর মাধ্যমে
নিচের কোনটি সঠিক?১২. ৭৯১ সংখ্যাটি হচ্ছে-
i. হেক্সাডেসিমেল
ii. অক্টাল
iii. ডেসিমেল
নিচের কোনটি সঠিক?
১৩. (৭.৪)১৬ বাইনারিতে রূপান্ত করলে কত হবে?
১৪. (৭৩)১০ এর BCD এর মান কত?
§ নিচের চিত্রটি লক্ষ কর :
১৫. চিত্রের দুটি ইনপুট হলে, আউটপুট কোন লজিক গেইটকে বুঝায়?
১৯. হোমপেজ দেখার জন্য আবশ্যক-
i. ওয়েব ব্রাউজার
ii. ইন্টারনেট
iii. সার্চ ইঞ্জিন
নিচের কোনটি সঠিক ?
২০. ওয়েবপেজ তৈরিতে ব্যবহৃত হয়-
i. css
ii. c++
iii. PHP
নিচের কোনটি সঠিক ?
২১. ওয়েব-এ ব্যবহৃত ইমেজ ফরমেট-
i. gif
ii. png
iii. jpeg
নিচের কোনটি সঠিক ?
নিচের উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :
# include<stdio.h>
# include<conio.h>
main ( ) {
int n,i,s;
scanf("%d",&n);
s=0;
for(i=1;i<=n,i++)
{s=s+i;}
printf("%d",s);
getch();}
২২. প্রোগ্রামটি রান করলে এবং কী বোর্ডে ৭ টাইপ করলে কত ফলাফল পাওয়া যাবে?