কুইজ-17 (401থেকে 425 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

0%
0 votes, 0 avg
11
Created by Liaquat Talukder

কুইজ-17 (401থেকে 425 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)

1 / 25

1. ভিজুয়্যাল ম্যানুফ্যাকচারিং সিস্টেম অটোমোশনে ব্যবহৃত হয় -

2 / 25

2. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
শুভ সাহেব এর ছোট ভাই নীল ইউএন মিশনে গেলেন। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মা এর সাথে নীলের কথা বলার ব্যবস্থা করেন। আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন।
উদ্দিপকে নীলের ব্যবহৃত প্রযুক্তিতে-
১. বিশেষ সফটওয়ার প্রয়োজন
২. টেলিমেডিসিন সেবা পাওয়া যাবে
৩. বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করবে

3 / 25

3. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি ?

4 / 25

4. উদ্দিপকটি পর এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
মিজান বুয়েটে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি ও কলেজের ছবি 3G প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত তার বন্ধু বান্ধব ও আত্নীয়স্বজনকে জানায়। তাদের কেউ কেউ ভিডিও কল করে অথবা ফেসবুকে তাকে অভিনন্দন জানায়। [সি. ১৬]
উদ্দিপকে ব্যবহৃত প্রযুক্তির মাধ্যমে যে সকল সুবিধা পাওয়া যাবে-
১. ভার্চুয়াল ড্রাইভিং
২. অনলাইন ব্যাংকিং
৩. আউটসোর্সিং

5 / 25

5. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ---

6 / 25

6. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
ডা. রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আচিঁলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ী ফিরে যান।
বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে-
১. পার্শ্ব-প্রতিক্রিয়া কম হবে
২. রোগীর ব্যথা কম হবে
৩. সুস্থ হতে সময় কম  লাগে

7 / 25

7. বর্তমান বিশ্বে কম্পিউটার নেটওয়ার্কিং প্রক্রিয়া একমাত্র আধিপত্য বিস্তারকারী মাধ্যমের নাম কি ?

8 / 25

8. ডেটা বা উপাত্ত হলো--

9 / 25

9. উদ্দিপকটি পর এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
মিজান বুয়েটে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি ও কলেজের ছবি 3G প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত তার বন্ধু বান্ধব ও আত্নীয়স্বজনকে জানায়। তাদের কেউ কেউ ভিডিও কল করে অথবা ফেসবুকে তাকে অভিনন্দন জানায়। [সি. ১৬]
মিজানের খবরটি পাঠানোর ব্যবস্থা কোনটি ?

10 / 25

10. ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করাকে কী বলে ?

11 / 25

11. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
ডা. রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আচিঁলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ী ফিরে যান।
প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে-
১. ভিডিও কনফারেন্স
২. টেলি মেডিসিন
৩. ই-মেইল

12 / 25

12. গুগলের ভার্চুয়াল চ্যাটিং সার্ভিসের নাম কী ?

13 / 25

13. উদ্দিপকের আলোকে নিচের প্রশ্নেরে উত্তর দাওঃ
আবির নিজের গ্রামে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেয়। এতে তার বেশ আয় হচ্ছে। আজকাল সে গ্রমের কৃষকদেরকে নিয়ে উচ্চ ফলনশীল নতুন জাতের গমের চাষাবাদ, পণ্য ক্রয়-বিক্রয় বিষয়ে কৃষীবিজ্ঞানীদের সাথে সরাসরি আলোচনার ব্যবস্থা্ করে এবং গ্রামের বেকার যুবকদের জন্য নিজের পেশায় যুক্ত হতে প্রশিক্ষনের আয়োজন করে।
আবিরের উদ্যোগের ফলে -
১. প্রযুক্তির প্রসার ঘটবে
২. জনসম্পদ তৈরি হবে
৩. কর্মসংস্থান হ্রাস পাবে

14 / 25

14. কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন ?

15 / 25

15. ভার্চুয়াল রিয়েলিটির কত মাত্রিক জগৎ তৈরি হয় ? [য.কু.রা.-16]

16 / 25

16. তথ্য প্রযুক্তি বলতে মূলত কী বোঝায় ?

17 / 25

17. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
শুভ সাহেব এর ছোট ভাই নীল ইউএন মিশনে গেলেন। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মা এর সাথে নীলের কথা বলার ব্যবস্থা করেন। আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন।
উদ্দিপকে বিশ্বগ্রামের কোন উপাদানের ইঙ্গিত দেখানো হয়েছে ?

18 / 25

18. Khanacademy.org নামক ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা কে ?

19 / 25

19. তথ্য ও প্রযুক্তির অবদান হলো--

i. তথ্যের সহজ প্রাপ্যতা
ii. মানবসম্পদের উন্নয়ন ঘটানো
iii. ব্যাবসায় বাণিজ্যে লাভজনক প্রক্রিয়া সৃষ্টি

20 / 25

20. মাইসিন কোন প্রক্রিতির কৃত্রিম ব্যবস্থা ?

21 / 25

21. ই-কমার্স  এর অন্তর্ভূক্ত নয়-

22 / 25

22. টেলিমেডেসিন সেবার  জন্য আবশ্যক -
১. বিশেষজ্ঞ চিকিৎসক
২. রোগ নির্ণয় কেন্দ্র
৩. বিশেষায়িত নেটওয়ার্ক

23 / 25

23. উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও
মি. ক ফ্লাইট সিমুলেটেরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক এুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়। [রা.বো.১৯]
দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরনের জন্য ব্যবহৃত হতে পারে-

24 / 25

24. চাকুরিজীবীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ, কারণ এ পদ্ধতিতে --
i.কর্মদক্ষতা বৃদ্ধি পায়
ii. অতিরিক্ত উপার্জন করা যায়
iii. সময়ের সাশ্রয় হয়

নিজের কোনটি সঠিক ?

25 / 25

25. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে কোনটির অবদান সবচেয়ে বেশি ?

Your score is

The average score is 12%

0%

Previous articleকুইজ-16 (351 থেকে 400 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)
Next articleকুইজ-18 (451 থেকে 475 ) প্রথম অধ্যায় (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত)