কুইজ-04 (76 থেকে 100) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

0%
0 votes, 0 avg
1
Created by Liaquat Talukder

কুইজ-04 (76 থেকে 100) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

1 / 25

1. কোন টপােলজির একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে ?

2 / 25

2. সৃষ্ট নেটওয়ার্কের সুবিধা কী? [ম, বাে. ২০১৯]

3 / 25

3. স্টার টপােলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? [ব, বো, ২০১৬, কু, বাে, ২০১৬]

4 / 25

4. একটি সুইচ দিয়ে কয়টি LAN তৈরি করা যায়?

5 / 25

5. ডেটা সংঘর্ষ এড়ানাের জন্য সুইচ প্রতিটি কম্পিউটারের কী ব্যবহার করে?

6 / 25

6. উদ্দীপকের নেটওয়ার্ক কাঠামােতে কী ধরনের পরিবর্তন আনলে তা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে পরিণত হবে? [ম, ৰ, ২০১৯]

7 / 25

7. নেটওয়ার্ক টপােলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়--
i. সক্রিয় হাব
ii, নিষ্ক্রিয় হাব
ii. সুইচ

নিচের কোনটি সঠিক?

8 / 25

8. নেটওয়ার্ক সংযুক্ত প্রতিটি যন্ত্রের সংযােগস্থলকে কী বলে?

9 / 25

9. মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কী বলে? [ঢা, ৰাে, ২০১৭]

10 / 25

10. নিচের উদ্দীপকটি পড়
কামাল রেজা সাহেব ঢাকায় অবস্থিত তার অফিসের বিভিন্ন শাখায় তথ্য আদান-প্রদানের জন্য কয়েকটি কম্পিউটারের মধ্যে সংযােগ স্থাপন করলেন। এখন তিনি ডেটার গতি বৃদ্ধির জন্য
কমিউনিকেশনের মাধ্যম পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি--

11 / 25

11. কয়েকটি একই প্রটোকলবিশিষ্ট ভিন্ন নেটওয়ার্ক যুক্ত করার জন্য ব্যবহৃত ডিভাইস কোনটি?

12 / 25

12. নিচের কোনটি রাউটারের চেয়ে দ্রুতগতিসম্পন্ন?

13 / 25

13. সুইচে সর্বাধিক কয়টি পাের্ট থাকে?

14 / 25

14. নিচের কোন নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটারের দুই পাশের দুটি কম্পিউটারের সঙ্গে সংযুক্ত থাকে?

15 / 25

15. নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? [দি. বাে, ২০১৬]

16 / 25

16. কম্পিউটার নেটওয়ার্কিং-এর জন্য কয় ধরনের টপােলজি ব্যবহার করা হয়? [চ, বাে, ২০১৬]

17 / 25

17. কম্পিউটারকে নেটওয়ার্ক যুক্ত করার জন্য যে কার্ড ব্যবহৃত হয় তাকে বলে--

18 / 25

18. কোন ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে রূপান্তরিত হয়? [ম. বাে, ২০১৬]

19 / 25

19. প্রােটোকল ট্রান্সলেশনে সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস? [কু, বাে, ২০১৯]

20 / 25

20. নিচের কোনটি Modulator ও Demodulator কে বােঝায়?

21 / 25

21. মডেমের কাজ হলাে-- [কু, বাে, ২০১৬]
i. ডেটা পাঠানো
ii. ডেটা গ্রহণ
iii. ডেটা সংরক্ষণ

নিচের কোনটি সঠিক?

22 / 25

22. কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারেই প্রেরণ করা যায়?

23 / 25

23. কোন টপােলজিতে দ্বিমুখী ডেটা প্রবাহ পরিলক্ষিত হয়?

24 / 25

24. মডেম—
i. ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে
ii. প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে।
iii. ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে কাজ করে।
নিচের কোনটি সঠিক?

25 / 25

25. নিচের উদ্দীপকটি পড়
কামাল রেজা সাহেব ঢাকায় অবস্থিত তার অফিসের বিভিন্ন শাখায় তথ্য আদান-প্রদানের জন্য কয়েকটি কম্পিউটারের মধ্যে সংযােগ স্থাপন করলেন। এখন তিনি ডেটার গতি বৃদ্ধির জন্য
কমিউনিকেশনের মাধ্যম পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

কামাল রেজা সাহেবের সিদ্ধান্তের ফলাফল কী হবে?

Your score is

The average score is 0%

0%

Previous articleকুইজ-03 (51 থেকে 75) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
Next articleকুইজ-05 (101 থেকে 125 ) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং