কুইজ-04 (76 থেকে 100) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

0%
0 votes, 0 avg
1
Created by Liaquat Talukder

কুইজ-04 (76 থেকে 100) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং

1 / 25

1. স্টার টপােলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? [ব, বো, ২০১৬, কু, বাে, ২০১৬]

2 / 25

2. নিচের কোন নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটারের দুই পাশের দুটি কম্পিউটারের সঙ্গে সংযুক্ত থাকে?

3 / 25

3. ডেটা সংঘর্ষ এড়ানাের জন্য সুইচ প্রতিটি কম্পিউটারের কী ব্যবহার করে?

4 / 25

4. মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কী বলে? [ঢা, ৰাে, ২০১৭]

5 / 25

5. সৃষ্ট নেটওয়ার্কের সুবিধা কী? [ম, বাে. ২০১৯]

6 / 25

6. নিচের কোনটি রাউটারের চেয়ে দ্রুতগতিসম্পন্ন?

7 / 25

7. নিচের উদ্দীপকটি পড়
কামাল রেজা সাহেব ঢাকায় অবস্থিত তার অফিসের বিভিন্ন শাখায় তথ্য আদান-প্রদানের জন্য কয়েকটি কম্পিউটারের মধ্যে সংযােগ স্থাপন করলেন। এখন তিনি ডেটার গতি বৃদ্ধির জন্য
কমিউনিকেশনের মাধ্যম পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

কামাল রেজা সাহেবের সিদ্ধান্তের ফলাফল কী হবে?

8 / 25

8. মডেমের কাজ হলাে-- [কু, বাে, ২০১৬]
i. ডেটা পাঠানো
ii. ডেটা গ্রহণ
iii. ডেটা সংরক্ষণ

নিচের কোনটি সঠিক?

9 / 25

9. কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারেই প্রেরণ করা যায়?

10 / 25

10. প্রােটোকল ট্রান্সলেশনে সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস? [কু, বাে, ২০১৯]

11 / 25

11. নেটওয়ার্ক টপােলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়--
i. সক্রিয় হাব
ii, নিষ্ক্রিয় হাব
ii. সুইচ

নিচের কোনটি সঠিক?

12 / 25

12. নিচের উদ্দীপকটি পড়
কামাল রেজা সাহেব ঢাকায় অবস্থিত তার অফিসের বিভিন্ন শাখায় তথ্য আদান-প্রদানের জন্য কয়েকটি কম্পিউটারের মধ্যে সংযােগ স্থাপন করলেন। এখন তিনি ডেটার গতি বৃদ্ধির জন্য
কমিউনিকেশনের মাধ্যম পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন।

উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি--

13 / 25

13. কয়েকটি একই প্রটোকলবিশিষ্ট ভিন্ন নেটওয়ার্ক যুক্ত করার জন্য ব্যবহৃত ডিভাইস কোনটি?

14 / 25

14. কম্পিউটারকে নেটওয়ার্ক যুক্ত করার জন্য যে কার্ড ব্যবহৃত হয় তাকে বলে--

15 / 25

15. নিচের কোনটি Modulator ও Demodulator কে বােঝায়?

16 / 25

16. সুইচে সর্বাধিক কয়টি পাের্ট থাকে?

17 / 25

17. কোন ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে রূপান্তরিত হয়? [ম. বাে, ২০১৬]

18 / 25

18. উদ্দীপকের নেটওয়ার্ক কাঠামােতে কী ধরনের পরিবর্তন আনলে তা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে পরিণত হবে? [ম, ৰ, ২০১৯]

19 / 25

19. একটি সুইচ দিয়ে কয়টি LAN তৈরি করা যায়?

20 / 25

20. মডেম—
i. ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে
ii. প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে।
iii. ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে কাজ করে।
নিচের কোনটি সঠিক?

21 / 25

21. কোন টপােলজিতে দ্বিমুখী ডেটা প্রবাহ পরিলক্ষিত হয়?

22 / 25

22. নেটওয়ার্ক সংযুক্ত প্রতিটি যন্ত্রের সংযােগস্থলকে কী বলে?

23 / 25

23. কোন টপােলজির একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে ?

24 / 25

24. কম্পিউটার নেটওয়ার্কিং-এর জন্য কয় ধরনের টপােলজি ব্যবহার করা হয়? [চ, বাে, ২০১৬]

25 / 25

25. নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব? [দি. বাে, ২০১৬]

Your score is

The average score is 0%

0%

Previous articleকুইজ-03 (51 থেকে 75) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
Next articleকুইজ-05 (101 থেকে 125 ) (দ্বিতীয় অধ্যায়) কম্পিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং