নীলফামারী সরকারি কলেজ,নীলফামারী ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।

E-mail কী?
২. বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক কে?
৩. কেবল মাত্র একদিকে ডেটা প্রবাহের ব্যবস্থা থাকে কোন মোডে?

৪. (১০)১০-এর বাইনারি কত?

কোন গেইটকে বোঝানো হয়-
৬. মৌলিক গেইট কয়টি?
html এর পূর্ণরূপ কী?
৮. টেক্সাকে বোল্ড করার জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়?
DNS এর পূর্ণরূপ কী?
HTML ট্যাগের চিহ্ন কোনটি?
ফ্লোচার্টের ক্ষেত্রে আয়তাক্ষেত্র কী অর্থে ব্যবহৃত হয়েছে?
১২. ডেটাবেজের ভিত্তি কী?

১৩. (১৬)১০ দ্বারা নিম্নের কোনটি বুঝায়?

ক. (১০)

খ. (১০)

গ. (১০)১৬

ঘ. (A)১৬

১৪. কোন ইলেকট্রনিক্স ডিভাইসকে পোষ্টম্যানের সাথে তুলনা করা হয়?

১৫. (২৫)১০ সংখ্যাটিকে রেজিস্টারে সঞ্চয় করে রাখার জন্য রেজিস্টারটি কতটি Flip-Flop দ্বারা গঠন করতে হবে?

১৬. (ABC)১৬ + (BCD)১৬ + (EBD)১৬ এর মান কত?

১৭. একটি প্রোগ্রামের অংশ হলো:

i. ইনপুট

ii. প্রসেস

iii. আউটপুট

নিচের কোনটি সঠিক?

১৮. (১০০০০০) স্টোরেজ সাইজের ডেটা টাইপ কোনটি?

i. Long it

ii. Signed-Hong

iii. Unsigned-long

নিচের কোনটি সঠিক?

১৯. কোনটিকে সি প্রোগ্রামিং এর জন্য অপরিহার্য হিসেবে বিবেচনা করা হয়?

২০. অবৈধ ভেরিয়েবল হলো-

i. hsc-com

ii. hse@com

iii. 10-number

নিচের কোনটি সঠিক?

২১. কোন ধরনের অপারেটরের ক্ষেত্রে সব ধরনের অপারেটর int টাইপ হতে হয়?
২২. কোনটিকে বিশেষ প্রয়োগের ভাষা হিসেবে অবিবেচনা করা হয়?
Y এর মান কত?

২৪. সামাজিক যোগাযোগ মাধ্যম হলো-

i. ই-বুক

ii. টুইটার

iii. ফেসবুক

নিচের কোনটি সঠিক?

২৫. বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো-

i. কানেকটিভিটি

ii. ডেটা

iii. অক্ষমতা

নিচের কোনটি সঠিক?

নীলফামারী সরকারি কলেজ,নীলফামারী ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।
You got {{userScore}} out of {{maxScore}} correct
{{title}}
{{image}}
{{content}}
Previous articleরাজউক উত্তরা মডেল কলেজ,ঢাকা, এইচ এস সি পরীক্ষা ২০১৬ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।
Next articleঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও ,এইচ এস সি পরীক্ষা ২০১৭ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনলাইন পরীক্ষা ও সমাধান।