মডেল টেস্ট পরীক্ষা-2022

/50
0

1 / 50

কত সালে 4G এর প্রাথমিক প্রদর্শন সফলতা লাভ করে?

2 / 50

সাধারণত মােৰাইল কমিউনিকেশন হলাে-- [কু, ৰে, ২০১৬]
i. তারবিহীন যোগাযােগ ব্যবস্থা
ii. শুধুমাত্র কথা বলার ব্যবস্থা
iii. ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক

নিচের কোনটি সঠিক?

3 / 50

ন্যানো ব্যান্ড সর্বনিম্ন স্পিড কত বিপিএস ?

4 / 50

দ্রুতগতির ডেটা ট্রান্সমিশন?

5 / 50

ডাটা ট্রান্সমিশন মোড কত প্রকার?

6 / 50

কত কিলােমিটার পর পর টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশনে রিপিটার বসাতে হয় ?

7 / 50

কোন নেটওয়ার্কের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ডেটা পরিবহণের সক্ষমতাকে বলে -

8 / 50

নিচের কোনটি Modulator ও Demodulator কে বােঝায়?

9 / 50

মিশরীয় ও সুমেরীয়-ব্যাবিলনীয় সভ্যতার শুরু হয় কত বছর আগে?

10 / 50

মােবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়? [ব, বাে, ২০১৬]

11 / 50

GPRS এর পূর্ণরূপ--

12 / 50

ওয়েবসাইটের কাঠামাের অন্তর্ভুক্ত হলাে
i. Main Section
ii. Home Page
iii. Subsection
নিচের কোনটি সঠিক?

13 / 50

ওয়েব পেজের ঠিকানাকে কী বলা হয়?

14 / 50

সারা বিশ্বের সকল আইপি এড্রেস ও ডােমেইন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান?

15 / 50

একটি HTML ফাইলে--
i. শুরু ট্যাগ হিসেবে থাকে
ii. প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগ থাকে
iii. অ্যাট্রিবিউট শুরু ট্যাগে থাকে
নিচের কোনটি সত্য?

16 / 50

প্রােগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয় ?

17 / 50

অনুবাদক সফটওয়্যার কয় ধরনের?

18 / 50

মেশিন ভাষা অনূদিত হয় কোনটি ?

19 / 50

x = 4 এবং y=10 হলে y % x এর ,মান কত ?

20 / 50

সি ভাষায় প্রােগ্রাম রচনা করা হয় কোন বন্ধনীর ভেতরে?

21 / 50

মেশিন ভাষা -
১. অন্যান্য ভাষা হতে দ্রুত নির্বাহ হয়
২. যন্ত্রের ওপর নির্ভরশীল থাকে
৩. তারাতারি প্রোগ্রাম লেখা যায়

22 / 50

নিচের উদ্দীপকটি পড়
#include
#include
main(){
int x, y, S; printf("Enter Value :");
scanf(“%d%d", &x, &y); | S = x+y;
printf("\ns =%d", s);
getch();
}

উদ্দীপকের উল্লেখিত printf() এবং scanf() Function এর কাজ হলো--
i. আউটপুট দেখানো
ii. ইনপুট করা
iii.পর্দায় প্রদর্শণ করা এবং প্রিন্ট করা

নিচের কোনটি সঠিক ?

23 / 50

কত সালে যান্ত্রিক ভাষা চালু হয় ?

24 / 50

মহাকাশযানগুলাে বর্তমানে ব্যবহৃত যে কাজে হয়--
i.স্পেস স্টেশনে মালামাল পৌছানাের কাজে
ii. কৃত্রিম উপগ্রহ স্থাপনের কাজে
iii. মঙ্গল গ্রহে অভিযানের কাজে।
নিচের কোনটি সঠিক?

25 / 50

কোনটি ট্রান্সজেনিক উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে?

26 / 50

প্রকৌশলগত নকশা তৈরি ও বাস্তবায়নে ব্যবহৃত হয়--
i. কম্পিউটার এইডেড ডিজাইন।
ii. কম্পিউটার এইডেড ডিরেকশন
iii. কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং
নিচের কোনটি সঠিক ?

27 / 50

বিশ্বগ্রাম বলতে বোঝায়?
(ব-16)
(1)রিয়েল টাইম বিনিময়
(2)তথ্য ও বিনোদনের সহজলভ্যতা
(3) বিশ্বের গ্রামসমুহের আন্তঃসর্ম্পক

28 / 50

উদ্দীপকের আলোতে
রায়হান সাহেব আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে এমন এক ধরণের বাসস্থান তৈরি করেছেন , যার সব যন্ত্রাংশ বা ডিভাইস সফটওয়্যার দ্বারা দূর নিয়ন্ত্রিত ।

এ ধরণের বাসস্থান তৈরির জন্য প্রয়োজন ---
i. ব্যাপক আর্থিক বিনিয়োগ
ii. রক্ষনাবেক্ষন দক্ষ জনবল
iii. ভয়েস নিয়ন্ত্রিত ডিভাইস

নিচের কোনটি সঠিক ?

29 / 50

নিচের উদ্দিপকের আলোকে ৯ও১০ নং প্রশ্নের উত্তর দাওঃ
মহন সাহের একটি সরকারি দপ্তরে চাকরি করেন। তিনি সরকারি নির্দেশনা ও তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করেন এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে জরুরি সিদ্ধান্ত গ্রহন করেন। [দি. ২০১৬]

মহন সাহেবের তথ্য ও প্রযুক্তি ব্যবহার কোন ধরনের কর্মকান্ড ?
১. ইতিবাচক
২. কার্যকরী
৩. সময়োপযোগী

30 / 50

ডিজিটাল আইন প্রণীত হয় কত সালে?

31 / 50

বায়ােমেট্রিকের কোন পদ্ধতিতে গােপনীয় কোড ব্যবহার করা হয়?

32 / 50

উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

33 / 50

কত তাপমাত্রায় ক্রায়োসার্জারি সেলগুলােকে ধ্বংস করার কাজ করে?

34 / 50

ভার্চুয়াল রিয়েলিটির নতুন রূপ কোনটি?

35 / 50

কোন সায়েন্স ফিকশন রাইটার সর্বপ্রথম রােবটিক্স শব্দটি ব্যবহার করেন ?

36 / 50

প্রত্যেকটি এট্রিবিউটে যে মান থাকে, তাকে কী বলে?

37 / 50

ডেটাবেজের রেকর্ড বাদ দেয়ার অপশন কোনটি? [দি. বাে, ২০১৭)

38 / 50

বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়?

39 / 50

উদ্দীপকটি পড় —
৪০ জন ছাত্র এবং ৬০ জন ছাত্রীর তথ্য রয়েছে। প্রত্যেক রেকর্ডে একটি ডেটাবেজে রােল, নাম, জন্ম তারিখ, এবং GPA নামক চারটি ফিন্ড আছে।

উদ্দীপকে কতটি রেকর্ড-এর উল্লেখ রয়েছে?

40 / 50

নিচের কোনটি ডেটাবেজ প্রােগ্রাম?

41 / 50

যৌগিক লজিক গেইট কয়টি?

42 / 50

ডিকোডারে nটি ইনপুট থেকে আউটপুট পাওয়া যায়--

43 / 50

নিচের কোন লজিক গেইটের আউটপুট ইনপুটের বিপরীত?

44 / 50

প্যারিটি বিট কত প্রকার?

45 / 50

ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার পারস্পরিক পরিবর্তনকে বলে--

46 / 50

(1101)₂ = (?)₁₀

47 / 50

BCD কোডের মধ্যে কোনটি বেশি ব্যবহৃত ও জনপ্রিয়?

48 / 50

যদি P,Q,R,S চারটি বুলিয়ান চলক হয়, তবে এদের দ্বারা সর্বোচ্চ কয়টি কম্বিনেশন তৈরি করা সম্ভব?

49 / 50

বাইনারি সংখ্যা 110 ও 101 এর--
i. যােগফল 1011
ii.বিয়ােগফল 1
i.দশমিক মান সমান

নিচের কোনটি সঠিক?

50 / 50

দশমিক চিহ্ন (.) ছাড়া সংখ্যাকে কী বলা হয়?

Your score is

The average score is 0%

0%

Previous articleকুইজ-08 (176 থেকে 200 ) (৫ম অধ্যায়) প্রোগ্রামিং ভাষা
Next articleকুইজ-01 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (Database Management System)