মডেল টেস্ট পরীক্ষা-2022

/50
0

1 / 50

মিশরীয় সংখ্যা পদ্ধতি ছিল—

2 / 50

কোন নেটওয়ার্ক টপােলজিতে সবচেয়ে বেশি ক্যাবল দরকার হয়?

3 / 50

Amazon, Microsoft এগুলাে কোন ক্লাউডের অন্তর্ভুক্ত?

4 / 50

5 কিলােবাইট ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে অসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত? [চ.বো, ২০১৭]

5 / 50

কিসের জন্য তারবিহীন মাধ্যমে কোন তারের প্রয়ােজন হয় না?

6 / 50

উদ্দীপকের আলোতে
রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন । যে সকল শিক্ষার্থী ক্লাসে অনুপুস্থিতি থাকে, তাদের অভিভাবকদের SMS এর মাধ্যমে অনুপুস্থিতি বিষয়টি অবহিত করেন ।

উদ্দীপকের আলোতে রায়হান সাহেবের ক্লাস নেয়ার সময় কোনো ধরণের ডাটা ট্রান্সমিশন হয় ?

7 / 50

স্ট্রিমিং মুভির জন্য প্রয়ােজনীয় ব্যান্ডউইথ কত?

8 / 50

উদ্দীপকের আলােকে
কবির সাহেব ৫০০ জিবি হার্ডডিস্ক সম্বলিত একটি কম্পিউটার ব্যবহার করেন। হার্ডডিস্ক নষ্ট হয় এটা জানতে পেরে তিনি তার
কম্পিউটারে রাখা তথ্যগুলাে নিয়ে উদ্বিগ্ন।

কবির সাহেব এ তথ্যের নিরাপত্তার জন্য-- [ম, বাে, ২০১৬]
i. সিডিতে সকল তথ্য কপি করে রাখতে পারেন।
ii. অন্য একটি হার্ডডিস্কে তথ্যগুলাে কপি করে রাখতে পারেন।
iii. তার হার্ডডিস্ক সঠিকভাবে ব্যবহার করতে পারেন।
নিচের কোনটি সঠিক ?

9 / 50

ওয়েবসাইট সার্চের মাধ্যমে কোন ধরনের রিসাের্স শেয়ার বেশি করা যায়?

10 / 50

মাইক্রোওয়েভ সিস্টেম কতটি ট্রান্সসিভার নিয়ে গঠিত?

11 / 50

Y = (A + B)(A + B) এর সরলীকৃত মান কত ?

12 / 50

দশমিক সংখ্যা 91 এর বাইনারি রূপ কোনটি?

13 / 50

ডিকোডারে nটি ইনপুট থেকে আউটপুট পাওয়া যায়--

14 / 50

মৌলিক লজিক গেইট কয়টি? [ম. বা. ২০১৯]

15 / 50

(10000.111000)₂ (101.01001)₂ = ?

16 / 50

যদি P,Q,R,S চারটি বুলিয়ান চলক হয়, তবে এদের দ্বারা সর্বোচ্চ কয়টি কম্বিনেশন তৈরি করা সম্ভব?

17 / 50

শিফট রেজিস্টার তৈরিতে ব্যবহৃত হয় যে ফ্লিপ-ফ্লপ--
i. S-K
ii. J-K
iii. D
নিচের কোনটি সঠিক?

18 / 50

বাইনারি সংখ্যার MSB এর সাইনের জন্য নির্ধারিত চিহ্ন। হলে, সংখ্যাটি কোন ধরনের হয়?

19 / 50

AND গেইটের কাজ হলাে--

20 / 50

কোন গেটটি মৌলিক গেট নয়?

21 / 50

কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হলাে—
i. if
ii. switch
iii. else....if
নিচের কোনটি সঠিক?

22 / 50

নিচের কোনটি কম্পাইলার?

23 / 50

মেশিন ভাষার সুবিধা কোনটি ?

24 / 50

&& কোন ধরনের লজিক্যাল অপারেটর—

25 / 50

উদ্দীপকে ব্যবহৃত প্রােগ্রামিং ভাষাটি হচ্ছে
i. General purpose language
ii. Mid-level language
iii. Case sensitive language
নিচের কোনটি সঠিক?

26 / 50

হেডার ফাইল হলাে–
i. stdio.h
ii. math.h
iii. printf.h

নিচের কোনটি সঠিক?

27 / 50

ওয়েবপেজে 640 x 480 পিক্সেলের map.jpg নামক ইমেজটি যুক্ত করার জন্য এর সাথে কোন নির্দেশনা যুক্ত হবে?

28 / 50

ওয়েব সাইটের একক ঠিকানা-- [ঢা. বাে-১৯]

29 / 50

ওয়েবসাইটের মূল পাতাকে বলা হয়–

30 / 50

HTML এ

Tag ব্যবহার করা হয়--

31 / 50

HTML-এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন এট্টিবিউট ব্যবহার করা প্রয়ােজন?

32 / 50

টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার নিচের কোন ট্যাগে হলুদ হবে? [সি. বাে-১৭]

33 / 50

সবচেয়ে বড় হেডিং কোনটি?

34 / 50

সটিং এর জন্য ব্যবহৃত ফিল্ডের ডেটা টাইপ হতে পারে---
i Text
ii. Currency
li. OLE Objects

নিচের কোনটি সঠিক?

35 / 50

ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? [চ, বাে. ২০১৭]

36 / 50

নিচের উদ্দীপকের আলোতে —
ইসমাইল সাহেব তার প্রতিষ্ঠানের হিসাব খাতায় লিখে রাখেন। এতে তার অনেক সমস্যা হয় সঠিক সময়ে উপযুক্ত তথ্য না পাওয়ায় ব্যবসায় ক্ষতি হয়।

উদ্দীপকে উল্লিখিত কাজ সহজে করতে কোন সফটওয়্যার দরকার? [ঢা, বাে, ২০১৭]

37 / 50

একই ধরনের ডেটা থাকে কোনটিতে? | [ঢা, বাে. ২০১৭]

38 / 50

টেবিল দুটির মধ্যে রিলেশন কোন ধরনের?

39 / 50

নিচের কোন রোগের জন্য ক্রায়ােসার্জারি ব্যাবহৃত হয় ?

40 / 50

মানুষের শারীরিক বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযােগ্য হলাে—
i. চোখের মণি।
ii. আঙুলের ছাপ
iii. DNA
নিচের কোনটি সঠিক ?

41 / 50

অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডে দেশীয় মােট উৎপাদনের কতভাগ প্রবৃদ্ধি আইসিটি খাতের অবদান বলে অনুমেয়?

42 / 50

উদ্দীপকের আলোতে
চার বন্ধু চারটি ভিন্ন ভিন্ন কোম্পানিতে কর্মকর্তা হিসেবে কর্মরত। এদের অফিসের প্রবেশপথে কাউকে হাতের আঙুল বা সম্পূর্ণ হাত একটি যন্ত্রের উপর রেখে অফিসে ঢুকতে হয়। কাউকে একটি ক্যামেরার সামনে চোখ স্থির করে দাঁড়াতে হয় কিংবা সম্পূর্ণ মুখমণ্ডলই ক্যামেরার সামনে কয়েক মুহূর্ত রাখতে হয় এদের প্রত্যেকের দাবি হচ্ছে, অফিসের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরতেস্ব স্ব অফিসে ব্যবহৃত পদ্ধতি অধিক কার্যকর ।

উদ্দীপকে অফিসের প্রবেশপথে কোন প্রযুক্তি ব্যবহার করা নিচের কোনটি সঠিক?

43 / 50

ডিজিটাল মুদ্রার উদাহরণ-

44 / 50

RDNA সমৃদ্ধ জীবকোষকে কী বলে?

45 / 50

ক’ শিক্ষার্থী কলেজে পড়াশুনা করে। তথ্যের উৎস উল্লেখ করেপড়াশুনার প্রয়ােজনে কম্পিউটার এবং ইন্টারনেটের সহায়তায় টার্মপেপার তৈরি করে। কিন্তু ‘খ’ শিক্ষার্থী কোনাে অনুমতি ছাড়াই ফাইল কপি করে নেয় । এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনােরূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে ।

উদ্দীপকের আলােকে ‘ক’ শিক্ষার্থীর কর্মকাণ্ড-
i. কপিরাইট আইন না মানা
ii. টেলনেট
iii. কম্পিউটার এথিকস
নিচের কোনটি সঠিক?

46 / 50

বাংলাদেশে সর্বপ্রথম Q-Cash চালু করেন--

47 / 50

বিশ্বগ্রাম সুবিধা হলো --
i. নিরাপদ ও দ্রুত যোগাযোগ
ii. তথ্যের ব্যাপক উৎস সৃষ্টি
iii. তথ্যের নিয়ন্ত্রণ ব্যবহার

নিচের কোনটি সঠিক ?

48 / 50

ক্রায়ােসার্জারিতে অভিজ্ঞ করে তুলতে নিচের কোন প্রযুক্তির সহায়তা নেয়া হয়?

49 / 50

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭ও৮ নং প্রশ্নের উত্তর দাওঃ
সমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্য জনের সুখে দুঃখে পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করছে। [য.২০১৭]
উদ্দীপকে কোন বিষয় সম্পর্ক বলা হয়েছে ?

50 / 50

ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রার ইমেজ ব্যবহার করা হয়?

Your score is

The average score is 0%

0%

Previous articleকুইজ-08 (176 থেকে 200 ) (৫ম অধ্যায়) প্রোগ্রামিং ভাষা
Next articleকুইজ-01 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (Database Management System)