মডেল টেস্ট পরীক্ষা-2022

/50
0

1 / 50

কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব?

2 / 50

হটস্পট কী?

3 / 50

IEEE 802.11 প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট বিষয় হলো—
i. ওয়্যারলেস ল্যান প্রযুক্তি ব্যবহৃত হয়
ii. ক্যাবল-এর প্রয়ােজন নেই
iii. ফ্রি ওয়াই-ফাই জোন

নিচের কোনটি সঠিক ?

4 / 50

পাশাপাশি দুটি ভবনের বিভিন্ন তলায় অবস্থিত ৫টি কম্পিউটার
থেকে ১টি প্রিন্টারে প্রিন্ট সুবিধা প্রদান করতে হলে কোন ধরনের প্রযুক্তি সেবা সর্বাধিক যুক্তিযুক্ত? [ম.বাে, ২০১৭]

5 / 50

উদ্দীপকের আলােকে
কবির সাহেব ৫০০ জিবি হার্ডডিস্ক সম্বলিত একটি কম্পিউটার ব্যবহার করেন। হার্ডডিস্ক নষ্ট হয় এটা জানতে পেরে তিনি তার
কম্পিউটারে রাখা তথ্যগুলাে নিয়ে উদ্বিগ্ন।

কবির সাহেব এ তথ্যের নিরাপত্তার জন্য-- [ম, বাে, ২০১৬]
i. সিডিতে সকল তথ্য কপি করে রাখতে পারেন।
ii. অন্য একটি হার্ডডিস্কে তথ্যগুলাে কপি করে রাখতে পারেন।
iii. তার হার্ডডিস্ক সঠিকভাবে ব্যবহার করতে পারেন।
নিচের কোনটি সঠিক ?

6 / 50

মডেমের কাজ হলাে-- [কু, বাে, ২০১৬]
i. ডেটা পাঠানো
ii. ডেটা গ্রহণ
iii. ডেটা সংরক্ষণ

নিচের কোনটি সঠিক?

7 / 50

কত কিলােমিটার পর পর টেরিস্ট্রিয়াল ট্রান্সমিশনে রিপিটার বসাতে হয় ?

8 / 50

Wi-Fi এর ফ্রিকোয়েন্সি কত?

9 / 50

কোন আদিবাসীরা এখনও ১ ও ২ এর বেশি গুণতে পারে না?

10 / 50

www কোন প্রজন্মের মােবাইল নেটওয়ার্কের বৈশিষ্ট্য?

11 / 50

ডেটা ট্রান্সমিশনের একককে নিচের কোনটি দ্বারা হিসাব করা হয়?

12 / 50

ন্যানোব্যান্ড টেলিফোনের ক্ষেত্রে কত হার্টজ ফ্রেকুয়েসি প্রদান করে থাকে ?

13 / 50

শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের ক্যাজ ব্যবহার করা হয়?

14 / 50

ক্লাউড কমপিউটিং বলতে বুঝায়--

15 / 50

নিচের উদ্দীপকটি পড়
হাসান সাহেব একাউন্টিং সফটওয়্যার তৈরির সময় প্রতিটি মডিউল ছােট ছােট করে বিভক্ত করে সমাধানের ধাপ নির্ধারণ করেন। কিন্তু সফটওয়্যারটি তৈরির পর সেটি পরীক্ষা করে দেখা যায়, প্রদত্ত ডেটার জন্য ফলাফল ভুল প্রদর্শিত হচ্ছে।

উদ্দীপকে হাসান সাহেব কোন টুলগুলােকে নির্দেশ করেছেন?
i. প্রােগ্রাম কোডিং
ii. অ্যালগরিদম
iii. ফ্লোচার্ট
নিচের কোনটি সঠিক?

16 / 50

C প্রােগ্রামের ভাষায় লুপ নিয়ন্ত্রণের উপায়গুলাে হচ্ছে—
i. for
ii. do while
iii. array
নিচের কোনটি সঠিক?

17 / 50

কম্পইলার ও ইন্টারপ্রেটার এর মধ্যে পার্থক্য রয়েছে-
১. প্রোগ্রামটি অনুবাদের ক্ষেত্রে
২. কাজের গতির ক্ষেত্রে
৩. ভূল প্রদর্শনের ক্ষেত্রে

18 / 50

নিচের উদ্দীপকটি পড়— [সি, বাে-১৯]
#include mari ().
int a, b;
b = 50; a = 5% 25;
printf ("%d",a);

প্রােগ্রামটির আউটপুট কত?

19 / 50

কোন ভাষা দিয়ে কম্পিউটারের মেমোরি অ্যাড্রেসের সঙ্গে সরাসরি সংযোগ সাধন সম্ভব ?

20 / 50

E-GP এর পূর্ণরূপ কী ?

21 / 50

উদ্দিপকের আলোকে নিচের প্রশ্নেরে উত্তর দাওঃ
আবির নিজের গ্রামে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেয়। এতে তার বেশ আয় হচ্ছে। আজকাল সে গ্রমের কৃষকদেরকে নিয়ে উচ্চ ফলনশীল নতুন জাতের গমের চাষাবাদ, পণ্য ক্রয়-বিক্রয় বিষয়ে কৃষীবিজ্ঞানীদের সাথে সরাসরি আলোচনার ব্যবস্থা্ করে এবং গ্রামের বেকার যুবকদের জন্য নিজের পেশায় যুক্ত হতে প্রশিক্ষনের আয়োজন করে।
আবিরের উদ্যোগের ফলে -
১. প্রযুক্তির প্রসার ঘটবে
২. জনসম্পদ তৈরি হবে
৩. কর্মসংস্থান হ্রাস পাবে

22 / 50

অনলাইন গবেষণাপত্র প্রকাশ করা হলে তাকে কি বলে ?

23 / 50

গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি দ্বারা-- [সি. বাে. ২০১৯]
i.বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়
ii. জীবের নতুন জিনােম আবিষ্কার করা যায়
iii.অর্থনৈতিক উন্নয়ন ঘটে

নিচের কোনটি সঠিক?

24 / 50

রােবটের গঠনে থাকা নির্দিষ্ট বিশেষত্বগুলাে হলাে—
i. প্রােগ্রামিং দ্বারা নিয়ন্ত্রণ
ii. বিশেষ যান্ত্রিক গঠন
iii. বিদ্যুৎ বা পাওয়ার সাপ্লাই ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?

25 / 50

বাংলাদেশে সর্বপ্রথম Q-Cash চালু করেন--

26 / 50

নিচের অনুচ্ছেদটি পড়
ববি দিনের বেশিরভাগ সময়ই মােবাইল ফোনে গেমস খেলে এমনকি রাত জেগেও সে মােবাইল ফোন ব্যবহার করে।

ববির এ অভ্যাসকে কি বলে ?

27 / 50

কৃত্রিম বুদ্ধিমত্তা সংযােজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে?

28 / 50

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়ােগক্ষেত্র--
i. শেয়ার লেনদেন
ii. বিমান চালনা
iii. রােগ নির্ণয়।

নিচের কোনটি সঠিক ?

29 / 50

কোনটি রােবটের ব্যবহার? [রা, বাে, ২০১৬]

30 / 50

কোনটি আবিস্কারের ফলে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয় ?

31 / 50

উদ্দীপকে ব্যবত প্রযুক্তির ফলে- [ম, বাে, ২০১৮]

32 / 50

কম্পিউটারে কৃত্রিমভাবে প্রয়ােগ করে ফলাফল দেখাকে কি বলে?

33 / 50

নিচের কোনটি ব্যাবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বগ্রাম ধারণার প্রভাবের প্রকৃষ্ট উদাহরণ হতে পারে ?

34 / 50

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইন চিকিৎসাসেবা পাওয়ার জন্য টেলিমেডিসিন সংক্রান্ত ওয়েবসাইট হলো --
i. Teladoc ii.MDlive
iii. Epic care

35 / 50

উদ্দীপকটি পড়
একটি সরকারি প্রতিষ্ঠান স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণে অs তাই প্রতিষ্ঠানটি একটি সফটওয়্যার ফার্মের সাথে চুক্তি করে এমন সে অনুযায়ী ফার্মটি প্রতিষ্ঠানের জন্য প্রয়ােজনীয় প্রযুক্তিতে সুবিধা প্রদান করে। এতে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য বিশ্লেষণ পূর্বের চেয়ে দ্রুত গতিতে সম্পন্ন হচ্ছে।

উদ্দীপকের প্রতিষ্ঠানটির বর্তমান সিদ্ধান্তের ফলে কি ঘটতে পারে? ক. জনবল বাড়াতে হবে – [রা. বাে, ২০১৬]

36 / 50

ডেটার গোপনীয়তা রক্ষায় গৃহীত ব্যবস্থা কোনটি? [ঢা. বা. ২০১৬]

37 / 50

স্ট্যাটিক ওয়েবসাইট উন্নয়নের ভাষা কোনটি ?

38 / 50

ইন্টারনেটে ব্যবহৃত ডকুমেন্টের ঠিকানা হলাে-

39 / 50

নিচের কোনটি সঠিক? [কু, বাে-১৯]

40 / 50

নিচের উদ্দীপকটি পড় –
ওয়েবসাইট তৈরি অর্থাৎ ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ব্যবহারকারীর দৃষ্টিকোণ থেকে চিন্তা করে ওয়েবসাইট ডিজাইন করলে সেই ওয়েবসাইট ব্যবহারকারী গ্রাহক বা ক্রেতার চাহিদা পূরণে সক্ষম হবে।

ওয়েবসাইট তৈরি ও পাবলিশিংয়ের ক্ষেত্রে বিবেচ্য বিষয়--
i. ওয়েবসাইট ডিজাইন
ii. ডােমেইন রেজিস্ট্রেশন
iii. ডােমেইন হােস্টিং

নিচের কোনটি সঠিক?

41 / 50

আমরা দৈনন্দিন হিসাব-নিকাশ সবসময় কোন সংখ্যা দিয়ে করে থাকি?

42 / 50

–54 এর 2 এর পরিপূরক কত?

43 / 50

কোন বিজ্ঞানী ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতির ওপর বই রচনা করেন?

44 / 50

বুলিয়ান গুণ 1.1 = কত?

45 / 50

(467)₈ এর পরের সংখ্যা কত?

46 / 50

কোনটি 10₂ + 10₈ + 10₁₀ + 10₁₆ এর ডেসিমাল মান নির্দেশক?

47 / 50

ABʜ + BAʜ = ? হেক্সাডেসিমাল যােগফল কত হবে?

48 / 50

কোনটিতে কাউন্টার ব্যবহৃত হয় না---

49 / 50

(A0)₁₆ এর সমতুল্য বাইনারি মান কত?

50 / 50

দশমিক সংখ্যা 12 এর 2's complement কত-- [রা, বাে, ২০১৭]

Your score is

The average score is 0%

0%

Previous articleকুইজ-08 (176 থেকে 200 ) (৫ম অধ্যায়) প্রোগ্রামিং ভাষা
Next articleকুইজ-01 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (Database Management System)