মডেল টেস্ট পরীক্ষা-2022

/50
0

1 / 50

আউটপুট স্টেটমেন্ট হলাে—
i. printf()
ii. gets (0)
iii. puts()
নিচের কোনটি সঠিক?

2 / 50

C++ কী?

3 / 50

অনুচ্ছেদটি পড়
সি প্রােগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ধরনের অপারেটর ব্যবহার করা হয়। যেমন- +, -, (), *, / প্রভৃতি ক্যারেক্টার হলাে অপারেটর। তাছাড়া ANSI এর মান অনুযায়ী সি ল্যাঙ্গুয়েজে ৩২টি কীওয়ার্ড আছে।

নিচের কোনটি লজিক্যাল অপারেটর?

4 / 50

প্রােগ্রাম রচনার জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে—
১. সমস্যা নির্ধারণ ও বিশ্লেষণ
২. প্রবাহচিত্র তৈরি
৩. ডিবাগিং ও কোডিং

5 / 50

নিচের উদ্দীপকটি পড়— [সি, বাে-১৯]
#include mari ().
int a, b;
b = 50; a = 5% 25;
printf ("%d",a);

প্রােগ্রামটির আউটপুট কত?

6 / 50

নিচের উদ্দীপকটি পড়
#include
#include
main ()
int a, b, c;
printf ("Enter Value;");
scanf (%d%d", &a,&b);
c=a + b; printf ("\nc=%d",c);
getch 0;
}

উদ্দীপকে প্রাপ্ত আউটপুটে
i. c এর মান প্রদর্শন করবে।
ii. যােগফল প্রদর্শন করবে।
iii. a ও b এর মান প্রদর্শন করবে
নিচের কোনটি সঠিক?

7 / 50

ইনহেরিটেন্স কোন প্রােগ্রামিং মডেল এর বৈশিষ্ট্য?

8 / 50

সি প্রােগ্রামের ক্ষেত্রে
১. প্রােগ্রাম কম্পাইল করার জন্য Alt+F9 কী-দ্বয় একত্রে
২. প্রােগ্রাম সেভ করার জন্য Alt+S কী-দ্বয় একত্রে চাপতে হবে
৩. প্রােগ্রাম রান করার জন্য Ctrl+F9 কী-দ্বয় একত্রে

9 / 50

লুপ শেষ হবার পূর্বে লুপ থেকে বের হওয়ার স্টেটমেন্ট হলাে–

10 / 50

মূল ডেটাকে অন্য ফরমেটে পরিবর্তনের পদ্ধতি কোনটি?

11 / 50

ডিবিএমএস ব্যবহার করলে সুবিধা পাওয়া যায়- (চা, বাে,২০১৭)
i. রিপাের্ট তৈরিতে
ii. বায়ােডেটা তৈরিতে
iii. রেকর্ড অনুসন্ধানে

নিচের কোনটি সঠিক ?

12 / 50

শ্রমিকের বেতনের ডেটা টাইপ কী?

13 / 50

.edu দ্বারা কোন ধরনের ডােমেইনকে বোঝায়?

14 / 50

নিচের উদ্দীপকটি লক্ষ কর
link text

উপরিউক্ত কোডের url” দ্বারা বুঝায়—

15 / 50

টেবিলের একেবারে উপরের সারিকে কী বলা হয়?

16 / 50

টিম বার্ণালি-র সাথে সম্পর্কযুক্ত--
i. www ও MIT এর অধ্যাপক
ii. Google এর জনক ও তড়িৎ প্রকৌশল
iii. HTML ও জেনেভার সার্ন
নিচের কোনটি সঠিক?

17 / 50

ATM এর পূর্ণরূপ কি?

18 / 50

রােবটিক্সের অধিভুক্ত বিষয় হলাে--
i. বিজ্ঞান
ii.রসায়ন
iii. ইঞ্জিনিয়ারিং
নিচের কোনটি সঠিক ?

19 / 50

রােবটিক্স কী? [কু. বাে. ২০১৬]

20 / 50

উদ্দীপকে ব্যবত প্রযুক্তির ফলে- [ম, বাে, ২০১৮]

21 / 50

কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন ?

22 / 50

তথ্য ও প্রযুক্তির অবদান হলো--

i. তথ্যের সহজ প্রাপ্যতা
ii. মানবসম্পদের উন্নয়ন ঘটানো
iii. ব্যাবসায় বাণিজ্যে লাভজনক প্রক্রিয়া সৃষ্টি

23 / 50

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৭ও৮ নং প্রশ্নের উত্তর দাওঃ
সমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্য জনের সুখে দুঃখে পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করছে। [য.২০১৭]

উদ্দীপকে যে বিষয়ে বলা হয়েছে তা সম্ভব হচ্ছে কিসের কল্যাণ ?
১. সংবাদপত্রের
২. তথ্য প্রযুক্তির
৩. ইন্টারনেট প্রযুক্তির

24 / 50

ভার্চুয়াল রিয়েলিটির কত মাত্রিক জগৎ তৈরি হয় ? [য.কু.রা.-16]

25 / 50

লােকমান সাহেবের সাফল্যে-- [দি. বাে. ২০১৬]
i. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।
ii. দেশে প্রচুর ফল ও ফুল উৎপাদন হবে
iii. দেশীয় প্রজাতি বিলুপ্তির সম্ভাবনা রয়েছে
নিচের কোনটি সঠিক ?

26 / 50

উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

27 / 50

আঙুলের ছাপ নিয়ে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি কোনটি ?

28 / 50

স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত ক্ষুদ্র যন্ত্রাংশ ত্রুটিহীনভাবে স্থাপন সম্ভব হচ্ছে কিছের কল্যাণে ?

29 / 50

বায়ােমেট্রিকের কোন পদ্ধতিতে গােপনীয় কোড ব্যবহার করা হয়?

30 / 50

ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? [য, বাে. ২০১৬]

31 / 50

উদ্দীপকের বর্তনীর আউটপুটের সরলীকরণ মান কোন গেইটের সাথে সাদৃশ্যপূর্ণ?

32 / 50

লজিক গেইটে সর্বনিম্ন ইনপুটের সংখ্যা কতটি?

33 / 50

বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক দুটি কী কী?

34 / 50

Y = (A + B)(A + B) এর সরলীকৃত মান কত ?

35 / 50

বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? [য, বাে, ২০১৬]

36 / 50

কোনটি ৪ বিটের কোড?
i. ASCII Code
ii. EBCDIC Code
iii. BCD Code
নিচের কোনটি সঠিক?

37 / 50

কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করে?

38 / 50

ইউনিকোড এর উদ্ভাবক কে ?
i. Apple Computer Corporation
ii. IBM
iii. Xerox Corporation

নিচের কোনটি সঠিক ?

39 / 50

ক্লাসে শিক্ষক (1011.11) ও (1101.10) এর যােগফল করতে বললেন।
একজন শিক্ষার্থী (11011.11) লিখল? সে কত বেশি লিখলো ?

40 / 50

ন্যানো ব্যান্ড সর্বনিম্ন স্পিড কত বিপিএস ?

41 / 50

কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানাক্ষরিত হয়-- [য,বাে, ২০১৯]

42 / 50

ডেটা ট্রান্সমিশনের একককে নিচের কোনটি দ্বারা হিসেব করা হয়?

43 / 50

CAN এর পূর্ণরূপ কী?

44 / 50

নিচের কোনটি সিমপ্লেক্স, হাফডুপ্লেক্স ও ফুলডুপ্লেক্স মোডের নির্দেশক ?

45 / 50

কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব?

46 / 50

কিসের জন্য তারবিহীন মাধ্যমে কোন তারের প্রয়ােজন হয় না?

47 / 50

অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি ?

48 / 50

সুমেরিয়-ব্যাবিলনীয় সংখ্যা কত ভিত্তিক ছিল?

49 / 50

নিচের উদ্দীপকটি পড়
কলেজের বিজ্ঞান ভবনে বিশটি কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত করা হলাে। ২০১৮ সালে শিক্ষা সচিব মহােদয় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উক্ত ভবনে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করেন।

উদ্দীপকে বর্ণিত ভবনে ব্যবহৃত নেটওয়ার্কটি কোন ধরনের? [ব, বাে, ২০১৯]

50 / 50

মিউনিকেশন সিস্টেমের মাধ্যমে আদান-প্রদান করা--

Your score is

The average score is 0%

0%

Previous articleকুইজ-08 (176 থেকে 200 ) (৫ম অধ্যায়) প্রোগ্রামিং ভাষা
Next articleকুইজ-01 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (Database Management System)