মডেল টেস্ট পরীক্ষা-2022

/50
0

1 / 50

কোন ওয়েবসাইটকে ইন্টারনেটে যে কম্পিউটারে রাখা হয়, তাকে কী বলা হয়?

2 / 50

URL এর তৃতীয় অংশের নাম কী?

3 / 50

কোনাে কমিউনিকেশন নেটওয়ার্কের ব্যান্ডউইথ নির্ভর করে –
i. ঐ নেটওয়ার্কে ব্যবহৃত মিডিয়ামের ওপর
ii ঐ নেটওয়ার্কে ব্যবহৃত যন্ত্রপাতির ওপর।
iii ঐ নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যা ও তাদের ব্যবহারের
নিচের কোনটি সঠিক ?

4 / 50

নিচের কোন ক্যাবলে ডেটা ট্রান্সফার হার সর্বোচ্চ? [ম.বাে. ২০১৭]

5 / 50

GPRS এর পূর্ণরূপ--

6 / 50

টুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে? [য, বাে, ২০১৭]

7 / 50

কোনটি মােবাইল ফোন নেটওয়ার্কের জন্য অপরিহার্য?

8 / 50

ব্রডকাস্ট মােডের উদাহরণ হলাে--- [ব. বাে, ২০১৭]

9 / 50

স্ট্রিমিং মুভির জন্য প্রয়ােজনীয় ব্যান্ডউইথ কত?

10 / 50

কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের সময়ে যে ধরনের ট্রান্সমিশন হয়, তা হচ্ছে--
i. সিনক্রোনাস
ii. ন্যারােব্যান্ড
iii. ফুল-ডুপ্লেক্স।

নিচের কোনটি সঠিক?

11 / 50

একটি পিকোনেটে মােট কতটি দাস (Slave) নােড থাকতে পারে? [ম. বে.-২০১১]

12 / 50

হটস্পট কী?

13 / 50

ন্যানো ব্যান্ড সর্বনিম্ন স্পিড কত বিপিএস ?

14 / 50

ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার ?

15 / 50

/ / এই প্রতীকটির অর্থ হলাে— [ম, বাে:-১৬]
i. ইনপুট
ii. আউটপুট
iii. প্রক্রিয়াকরণ
নিচের কোনটি সঠিক?

16 / 50

নিচের কোনটি Two Dimensional Array চলক ?

17 / 50

C ভাষায় || কে কোন ধরনের অপারেটর বলা হয়?

18 / 50

সি প্রােগ্রামিং-এ কোন স্টেটমেন্টটি নির্বাহযােগ্য নয়?

19 / 50

উৎস প্রোগ্রমকে একত্রে বস্তু প্রোগ্রামে রুপান্তর করে কোনটি ?

20 / 50

৪১. পজিশনাল সংখ্যার মান নির্ণয় করতে প্রয়ােজন
i. অঙ্কের নিজস্ব মান
ii. সংখ্যাটির বেজ
iii. অঙ্কের স্থানীয় মান।

নিচের কোনটি সঠিক?

21 / 50

Y=1 পেতে হলে, A এবং B এর মান হবে--
i. A = 0, B = 0
i. A = 0, B = 1
iii. A = 1, B = 0
নিচের কোনটি সঠিক?

22 / 50

বাইনারি ডিজিট 1 দ্বারা কম্পিউটারের ইলেকট্রনিক সার্কিট কত ভোল্টের সমতুল্য ধরা হয় ?

23 / 50

(78)₁₀ এর BCD মান কত?

24 / 50

যৌগিক লজিক গেইট কয়টি?

25 / 50

(AID)₁₆ এর সমকক্ষ বাইনারি সংখ্যা কত?

26 / 50

কাউন্টার ব্যবহৃত হয়--
i. ডিজিটাল কম্পিউটারে
ii. ডিজিটাল ঘড়িতে
ii. টাইমিং সিগন্যালে
নিচের কোনটি সঠিক?

27 / 50

কম্পিউটার কোন পদ্ধতিতে বিয়ােগের কাজ সম্পন্ন করে?

28 / 50

বুলিয়ান Unit অনুযায়ী কোনটি সঠিক?

29 / 50

বাইনারি সংখ্যার বাইনারি বিন্দুর
i. ডানপাশে থাকে LSD
ii. ডানপাশে থাকে LSB
iii. বামপাশে থাকে MSB

নিচের কোনটি সঠিক?

30 / 50

(11011.10111)₂ এর সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা কত? [সি. বাে. ২০১৯]

31 / 50

A + BC = কত?

32 / 50

DDL কমান্ড কোনটি? [চ, বাে, ২০১৯]

33 / 50

টেবিলের শেষ ফিল্ডের ডেটা টাইপ কোন ধরনের? [দি. বে. ২০১৭]

34 / 50

কোন কারণে সর্ট-এর তেমন ব্যবহার নেই?

35 / 50

উদ্দীপকটি পড়—
কোন একটি কলেজের তিন হাজার ছাত্রের জন ডেটাবেজে পরীক্ষা সম্পর্কিত তথ্যের জন্য exam তথ্যের জন্য personal নামক ডেটা ফাইল তৈরি করা হয় ।

Roll ফিল্ডের ডেটা টাইপ হতে পারে--
i. byte
ii. text
iii. integer
নিচের কোনটি সঠিক?

36 / 50

DBMS এর কাজ হচ্ছে —
i. ডেটাবেজে নতুন রেকর্ড অন্তর্ভুক্ত করা
ii. অপ্রয়ােজনীয় ফাইল মুছে ফেলা
iii. কাক্ষিত রেকর্ড খােজা।

নিচের কোনটি সঠিক?

37 / 50

প্রকৌশলগত নকশা তৈরি ও বাস্তবায়নে ব্যবহৃত হয়--
i. কম্পিউটার এইডেড ডিজাইন।
ii. কম্পিউটার এইডেড ডিরেকশন
iii. কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং
নিচের কোনটি সঠিক ?

38 / 50

ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করাকে কী বলে ?

39 / 50

উদ্দীপকের আলোতে
প্রযুক্তির এ যুগে শওকত এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। আবার তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নতজাতের ফুল চাষ করছেন।
শওকত এর ব্যবহার প্রযুক্তিটি--

40 / 50

ইন্টারনেটের মাধমে ব্যাবসায় পরিচালনা করাকে কি বলে ?

41 / 50

মিথ্যা সংবাদ বা বিদ্বেষমূলুক প্রচারণা মোকাবেলার জন্য আমাদের দেশে প্রয়োজন---
i.এআই নির্ভর নিজস্ব নিউজ সার্ভার
ii. নেটওয়ার্ক ও নিরাপত্তা ব্যবস্থার সম্প্রসারণ
iii. শক্তিশালী নেটওয়ার্ক

নিচের কোনটি সঠিক ?

42 / 50

E-GP এর পূর্ণরূপ কী ?

43 / 50

হার্বার্ট মার্শাল ম্যাকলুহান-এর বিখ্যাত গ্রন্থসমূহের নাম হলো-
i. The Gutenberg Galaxy : The Making of Typographic Man
ii. Understanding Media
iii. The C Programming Language.

নিচের কোনটি সঠিক ?

44 / 50

কোন উপাদানটি Global Village এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূূর্ণ ?
[য-17]

45 / 50

কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি ? [চ.বো.২০১৭]

46 / 50

ওয়েবসাইটে বা ব্লগে গবেষণার বিষয়বস্তু প্রকাশের ফলে গবেষণা কার্যক্রমটি --

i. গতিশীল ও ত্বরানিত্ব হবে
ii. অনৈতিক কাজে ব্যাবহৃত হবে
iii. বিশ্বব্যাপি দ্রুত প্রচার পাবে

নিচের কোনটি সঠিক ?

47 / 50

বিশ্বগ্রাম বলতে বোঝায়?
(ব-16)
(1)রিয়েল টাইম বিনিময়
(2)তথ্য ও বিনোদনের সহজলভ্যতা
(3) বিশ্বের গ্রামসমুহের আন্তঃসর্ম্পক

48 / 50

উৎপাদনশীলতা বৃদ্ধিতে নিচের কোনটি ব্যবহার করা হয়?

49 / 50

নিচের উপদ্দিপকের আলোতে
BRRI কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত লাভ করতে পারে ।
উদ্দীপকে BRRI কর্তৃক ব্যাবহৃত প্রযুক্তি কোনটি ? [রা.বো ২০১৭]

50 / 50

অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল বা মেসেজ পাঠানােকে কী বলে?

Your score is

The average score is 0%

0%

Previous articleকুইজ-08 (176 থেকে 200 ) (৫ম অধ্যায়) প্রোগ্রামিং ভাষা
Next articleকুইজ-01 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (Database Management System)