মডেল টেস্ট পরীক্ষা-2022

/50
0

1 / 50

নিচের উদ্দীপকটি পড় —
দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করল, যেখানে ওয়েবপেজসমূহ বহুস্তরে বিন্যস্ত। পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়ােজনীয় পদক্ষেপ
গ্রহণ করল।

ওয়েবসাইটটির স্ট্রাকচার কোনটি?

2 / 50

নিচের উদ্দীপকটি–

Bangladesh

উদ্দীপকে এট্রিবিউট ভেলু কোনটি?

3 / 50

একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মােট কতটি বিটের প্রয়ােজন?

4 / 50

UTF এর পূর্ণরূপ কী?

5 / 50

টেবিলের প্রতি সেল বা ঘরগুলাে ফাকা ফাঁকা না রেখে একটির সাথে অন্যটি একেবারে লাগিয়ে রাখতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়?

6 / 50

উদ্দীপকটি পড়
main ()
int n; scanf("%d", & n);
printf ("%d", sqrt (n))

উদ্দীপকে ব্যবহৃত ডেটা টাইপ কোনটি?

7 / 50

মেশিন ভাষা—-
i.অন্যান্য ভাষা হতে দ্রুত নির্বাহ হয়।
ii.যন্ত্রের ওপর নির্ভরশীল থাকে
iii.তাড়াতাড়ি প্রােগ্রাম লেখা যায়।
নিচের কোনটি সঠিক?

8 / 50

অবজেক্ট ওরিয়েন্টেড প্রােগ্রামে ব্যবহার করা হয়-
১. অবজেক্ট ভিত্তিক
২. চিত্র ভিত্তিক
৩. GUI ভিত্তিক

9 / 50

উদ্দীপকে আবশ্যক হেডার ফাইল কোনটি? [ব. বাে-১৬),
i. stdio.h
ii. conio.h
iii. math.h
নিচের কোনটি সঠিক?

10 / 50

কোন ভাষা দিয়ে কম্পিউটারের মেমোরি অ্যাড্রেসের সঙ্গে সরাসরি সংযোগ সাধন সম্ভব ?

11 / 50

নিচের উদ্দীপকটি পড়–
#include
#include
void main (){
int. n, i. s;
scanf (%d", & n);
S = 0. for(i=1; i<= n, i++);
S = S +i, printf (“%d”, s);
getch ();
}

10 সংখ্যাটি ঠিক রেখে ফলাফল 385 পেতে লুপ স্টেটমেন্টে কী ধরনের পরিবর্তন করতে হবে?

12 / 50

ট্যুইস্টেড পেয়ার ক্যাবল-এর সাধারণ রং কোনটি? [র-১৬, মা-১৮]

13 / 50

দুইটি ডিভাইসের মধ্যে তথ্য ৰা ডেটা প্রবাহের দিক নির্দেশ করে কোনটি ?

14 / 50

ভয়েসব্যান্ড ব্যাবহৃত হয়--
i. কার্ড রিডারে
ii. এম্বুলেন্স
iii. কী-বোর্ডে

নিচের কোনটি সঠিক ?

15 / 50

অপটিক্যাল ফাইবারের ব্যাস কত হয়ে থাকে ?

16 / 50

বিট সিনক্রোনাইজেশনের ওপর ভিত্তি করে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে ভাগ করা হয়েছে ?

17 / 50

ন্যারে ব্যান্ডে সর্বনিম্ন ডেটা সিপ্ড কত বিপিএস?

18 / 50

কত সালে প্রথম মােবাইল ফোন ব্যবহার শুরু হয়?

19 / 50

উদ্দিপকেকের আলোতে
শাহানা 4G মােবাইল ফোন ব্যবহার করে তার নির্দিষ্ট কিছু বন্ধুকে SMS এর মাধ্যমে একটি বার্তা প্রেরণ করে।

বার্তা জানানাের মােড কোনটি?

20 / 50

ভয়েজ ব্যান্ড কোথায় ব্যবহার করা হয়?

21 / 50

নিচের কোনটি মাল্টিকাস্ট মােডের উদাহরণ নয়?

22 / 50

বিটের বিন্যাসের ওপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনকে কয়টি ভাগে ভাগ করা যায়?

23 / 50

বিট সিনক্রোনাইজেশন হচ্চে--
১. বিট প্রেরণের সম্নমিত পদ্ধতি
২. বিটের শুরু এবং শেষ বুঝতে পারা
৩. ব্যান্ড উইথের পরিমান বৃদ্দি পাওয়া
নিচের কোনটি সঠিক?

24 / 50

কোনটি কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা সিগন্যালকে EMI থেকে রক্ষা করে?

25 / 50

কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে?

26 / 50

কোনো ডেটাবেজের আওতায় থাকতে পারে--
1. এক বা একাধিক ডেটা টেবিল, কুয়েরি
ii. ফর্ম, রিপাের্ট
iii. ম্যাক্রো ও মডিউল
নিচের কোনটি সঠিক?

27 / 50

ডেটাবেজের রেকর্ড বাদ দেয়ার অপশন কোনটি? [দি. বাে, ২০১৭)

28 / 50

একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ডেটাবেজে অ্যাট্রিবিউট হলাে রােল, নাম, বিভাগ, ঠিকানা এক্ষেত্রে প্রাইমারি কী কোনটি?

29 / 50

বুলিয়ান Unit অনুযায়ী কোনটি সঠিক?

30 / 50

xy + x y = কত?

31 / 50

BABA সংখ্যাটির সমতুল্য দশমিক সংখ্যা কত?

32 / 50

X-OR গেইটের আউটপুটের সমীকরণ কোনটি?

33 / 50

-(42)₁₀ সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন হলাে-- [ব, বাে, ২০১৬]

i.প্রকৃত মান গঠন
ii. 1-এর পরিপূরক গঠন
iii, 2 এর পরিপূরক গঠন

নিচের কোনটি সঠিক?

34 / 50

BCD কোড —
i. প্রকাশে বাইনারির চাইতে অধিক সংখ্যক বিট দরকার
ii. সুপার কম্পিউটারে ব্যবহৃত হয়
iii. ইংরেজি অক্ষর প্রকাশে ব্যবহৃত হয়

নিচের কোনটি সঠিক?

35 / 50

বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? [রা. বাে, ২০১৬]

36 / 50

একটি ডিকোডারের আউটপুট ৩২ পেতে চাইলে, ইনপুট কত দিতে হবে?

37 / 50

সাধারণ DNA অণু ছাড়াও ব্যাকটেরিয়ার দেহে অতিরিক্ত স্বনিয়ন্ত্রিত বৃত্তাকার যে DNA থাকে, তাকে কী বলে?

38 / 50

GM0-বলতে কি বােঝায়?

39 / 50

ক্রায়ােজেনিক এজেন্ট কোনটি?

40 / 50

জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়ােগ হলো--

41 / 50

চাকুরিজীবীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ, কারণ এ পদ্ধতিতে --
i.কর্মদক্ষতা বৃদ্ধি পায়
ii. অতিরিক্ত উপার্জন করা যায়
iii. সময়ের সাশ্রয় হয়

নিজের কোনটি সঠিক ?

42 / 50

ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো
i. ক্রায়ােপ্রোব
ii. স্প্রে-ডিভাইস
iii. অ্যাকচুয়েটর।
নিচের কোনটি সঠিক?

43 / 50

উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাও
মি. ক ফ্লাইট সিমুলেটেরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক এুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়। [রা.বো.১৯]
দুর্ঘটনায় নিহত যাত্রীদের শনাক্তকরনের জন্য ব্যবহৃত হতে পারে-

44 / 50

উদ্দিপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর দাওঃ
শুভ সাহেব এর ছোট ভাই নীল ইউএন মিশনে গেলেন। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মা এর সাথে নীলের কথা বলার ব্যবস্থা করেন। আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন।
উদ্দিপকে নীলের ব্যবহৃত প্রযুক্তিতে-
১. বিশেষ সফটওয়ার প্রয়োজন
২. টেলিমেডিসিন সেবা পাওয়া যাবে
৩. বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করবে

45 / 50

কোন তত্বের ওপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত ?

46 / 50

উদ্দীপকের আলোতে
কাভিড -১৯ সংক্রমণের সময় ইবাদের স্কুল বন্ধ ছিল । তবে এ সময় তার শিক্ষকরা শিক্ষাক্রম বন্ধ না রেখে ঘরে বসে অবস্থান করেই পাঠদান কার্যক্রম চালিয়ে গেছেন ।
শিক্ষকদের পাঠদানে অংশ নিতে ইবাত যে অ্যাপ ব্যবহার করতে পারে --
i. Google Meet
ii. Skype
iii. Zoom

47 / 50

তথ্য প্রযুক্তি বলতে মূলত কী বোঝায় ?

48 / 50

উদ্দীপকে নীলের ব্যাবহৃত প্রযুক্তিতে--
i. বিশেষ সফটওয়্যার প্রয়োজন
ii. টেলিমেডিসিন সেবা পাওয়া যাবে
iii. বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করবে ।

49 / 50

অফিসের যাবতীয় কার্যক্রমকে স্বয়ংক্রিয় করাকে কি বলে ?

50 / 50

DNA সংগ্রহ করার উপাদান হলাে--
i. রক্ত
ii. চুল
iii. মুখের লালা
নিচের কোনটি সঠিক ?

Your score is

The average score is 0%

0%

Previous articleকুইজ-08 (176 থেকে 200 ) (৫ম অধ্যায়) প্রোগ্রামিং ভাষা
Next articleকুইজ-01 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (Database Management System)