মডেল টেস্ট পরীক্ষা-2022

/50
0

1 / 50

(B6)₁₆ -এর সমতুল্য মান হলাে--
i.(182)₁₀
ii. (10110110)₂
iii. (266)₈
নিচের কোনটি সঠিক?

2 / 50

A+ BC = (A + B) (A + C) উপপাদ্যটি হলাে- [ব. বাে, ২০১৭]

3 / 50

বাইনারি সংখ্যার MSB এর সাইনের জন্য নির্ধারিত চিহ্নটি কত হলে সংখ্যাটি পজিটিভ হবে?

4 / 50

(10111)₂ এর সমতুল্য দশমিক মান কত?

5 / 50

সংখ্যা পদ্ধতির বিচারে 10 হলাে—-
i. বাইনারি
ii. অক্টাল
iii. হেক্সাডেসিমাল

নিচের কোনটি সঠিক?

6 / 50

কত সালে সর্বপ্রথম অ্যাসকি কোড উদ্ভাবিত হয়েছিল?

7 / 50

F = RS + R S সমীকরণটি কোন গেইট নির্দেশ করে?

8 / 50

কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করে?

9 / 50

কম্পিউটার কোন পদ্ধতিতে বিয়ােগের কাজ সম্পন্ন করে?

10 / 50

প্যারিটি বিট কত প্রকার?

11 / 50

(101010)₂ সংখ্যাটির সর্বামের নির্দেশ করে কোনটি?

12 / 50

কে ইবিসিডিআইসি কোড উদ্ভাবন করেন?

13 / 50

ষাট দিয়ে হিসাব করা হয়--
i. মিনিটের
ii. ঘণ্টার
iii. কোণের

নিচের কোনটি সঠিক?

14 / 50

উদ্দীপকের G এর সমতুল্য লজিক গেইট কোনটি?
i. দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য
ii. হাফ অ্যার তৈরির ক্ষেত্রে।
iii. কাউন্টার তৈরির ক্ষেত্রে।
নিচের কোনটি সঠিক?

15 / 50

কোনটি অনলাইন ভিডিও মিটিং প্লাটফর্ম নয়?

16 / 50

ইন্টারনেটের মাধমে চিকিৎসা পদ্ধতিকে কি বলে ?

17 / 50

উদ্দীপকে যে বিষয়ে বলা হয়েছে , তা সম্ভব হচ্ছে কিসের কল্যাণে ?
i. সংবাদপত্রের
ii.তথ্য প্রযুক্তির
iii. ইন্টারনেট প্রযুক্তির

নিচের কোনটি সঠিক ?

18 / 50

বায়ােমেট্রিকের কোন পদ্ধতিতে গােপনীয় কোড ব্যবহার করা হয়?

19 / 50

বায়োমেট্রিক পদ্ধতিতে সিমকার্ড নিবন্ধন শুরু করা হয় ১ম ও ২য় দেশ কী কী ?

20 / 50

ATM এর পূর্ণরূপ কি?

21 / 50

বিশ্বগ্রামের অসুবিধা হলো --
i. অসত্য তথ্য প্রচারের আশঙ্কা
ii. ব্যক্তিগত গোপনীয়তায় অনৈতিক হস্তক্ষেপ
iii. প্রযুক্তিগত বৈষম্য

নিচের কোনটি সঠিক ?

22 / 50

নিচের কোনটি রােবট শব্দের অর্থ প্রকাশ করে?

23 / 50

বায়ােমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয়--
i.বাড়ির নিরাপত্তায়
ii. শিক্ষার্থীদের উপস্থিতি নির্ণয় করতে
iii. অপরাধ প্রবণতা শনাক্তকরণে
নিচের কোনটি সঠিক ?

24 / 50

নিচের কোন ট্যাগের এলিমেন্ট থাকে না?
i.
ii.
iii.
নিচের কোনটি সঠিক?

25 / 50

ওয়েবপেজে থাকতে পারে--
i. টেক্সট ii. অডিও
iii. ভিডিও
নিচের কোনটি সঠিক?

26 / 50

ইউসুফ একটি ওয়েবসাইট তৈরি করে তাতে তার ব্যক্তিগত সকল তথ্যের সাথে প্রয়ােজনীয় ছবি ও কার্টুন যুক্ত করল।
ইউসুফ তার ওয়েবপেজে যুক্ত করতে পারে---
i. টেক্সট
ii. ভিডিও
iii. চিত্র
নিচের কোনটি সঠিক?

27 / 50

HTML এ

Tag ব্যবহার করা হয়--

28 / 50

কোন ধরনের ওয়েবসাইট ডেটাবেজের সাথে যুক্ত থাকে?

29 / 50

Link ট্যাগ কোনটি? [দি বাে.১৯, রা. বাে-১৭]

30 / 50

জেরি সি ভাষায় একটি প্রােগ্রাম রচনা করে যাতে দুইটি সংখ্যার যােগফল নির্ণয় করা যায়। প্রােগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২য় সংখ্যাটি প্রদর্শিত হয়।
উদ্দীপকে উ সমস্যার কারণ কোনটি?

31 / 50

নিচের উদ্দীপকটি পড়
#include
main (){
int a = 3, b;
b = 2* a; printf("%d", b);
}

i. b = a ++:
ii. b = a -;
iii. b+ = a;
নিচের কোনটি সঠিক?

32 / 50

জাভা কত সালে সূচনা করা হয়?

33 / 50

নিচের উদ্দীপকটি পড়
ইব্রাহিম একটি সফটওয়্যার কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছে। কোন সংখ্যা জোড় না বিজোড় তা বের করার জন্য একটি প্রােগ্রাম
লিখতে বলায় সে সি-ল্যাঙ্গুয়েজে একটি প্রােগ্রাম রচনা করল।

উদ্দীপকে উল্লিখিত প্রােগ্রামিং ভাষায়–
i. শুরু হয় একটি ফাংশন main () এর মাধ্যমে
ii.ইনপুট নেয়ার জন্য Read() ফাংশন ব্যবহৃত হয়।
iii.প্রতিটি Statement-এর শেষে সেমিকোলন (;) দিতে
নিচের কোনটি সঠিক?

34 / 50

ন্যানো ব্যান্ড সর্বনিম্ন স্পিড কত বিপিএস ?

35 / 50

ক্লাউড কম্পিউটিং-এর সুফল কোনটি? [দি, বাে, ২০১৬]

36 / 50

সাবমেরিন ক্যাবল ব্যবহৃত হয়--

37 / 50

একই ভবনের বিভিন্ন তলায় অবস্থিত অনেকগুলাে কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ককে কী বলে?

38 / 50

সিমপ্লেক্স পদ্বতির উদাহরণ হলো--

39 / 50

কোন টপােলজি অন্তঃসংযােগ টপােলজি নামে পরিচিত?

40 / 50

ডেটা কমিউনিকেশনে গন্তব্য হচ্ছে—
i. সার্ভার ।
ii. টেলিফোন।
iii. মােবাইল।
নিচের কোনটি সঠিক?

41 / 50

ব্লুটুথ-এর ক্ষেত্রে ডেটা ট্রান্সফারে—
i. নিরাপত্তা বজায় থাকে না।
ii. ১০ থেকে ১০০০ মিটার পর্যন্ত রেঞ্জ বজায় থাকে
iii. দেয়াল বা অন্য কিছু প্রতিবন্ধক হবে না।

কোনটি সঠিক ?

42 / 50

Direct to Home (DTH) প্রযুক্তি হলাে--

43 / 50

মডেমের কাজ হলাে-- [কু, বাে, ২০১৬]
i. ডেটা পাঠানো
ii. ডেটা গ্রহণ
iii. ডেটা সংরক্ষণ

নিচের কোনটি সঠিক?

44 / 50

বিট সিক্রেনািইজেশন হচ্ছে--
i. বিট প্রেরণের সমম্বিত পদ্ধতি
ii. ডেটার বিটের বিন্যাস ও সংযুক্ত অতিরিক্ত বিট
iii. ব্যান্ডউইথের পরিমাণ বৃদ্ধি পাওয়া
নিচের কোনটি সঠিক ?

45 / 50

উদ্দীপকের আলােকে
সামিহা তার কম্পিউটারে অনেক নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। পরে সে এমন এক সার্ভিস গ্রহণ করলাে, যা দ্বারা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাৱে আপডেট হয়, উচগতিসম্পন্ন।
কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কম হয়।

উদ্দীপকের সার্ভিসটির নাম কী?

46 / 50

গ্রুপ SMS প্রদান হলাে---

47 / 50

এক বাইট সমান কত বিট?

48 / 50

এক বা একাধিক রেকর্ড নিয়ে কি গঠিত হয়? [চ, বা, ২০১৬]

49 / 50

কুয়েরি ব্যবহার করা হয় ?
i. Data Input
ii. Data Update
iii. Data Delete

নিচের কোনটি সঠিক ?

50 / 50

কুয়েরি হলো--

Your score is

The average score is 0%

0%

Previous articleকুইজ-08 (176 থেকে 200 ) (৫ম অধ্যায়) প্রোগ্রামিং ভাষা
Next articleকুইজ-01 (৬ষ্ঠ অধ্যায়) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (Database Management System)